গলাচিপা উপজেলা
এই নিবন্ধটি উইকিপিডিয়ার জন্য মানসম্পন্ন অবস্থায় আনতে পরিচ্ছন্ন করা প্রয়োজন। মূল সমস্যা হল: পুনর্লিখন প্রয়োজন। (মার্চ ২০২২) |
গলাচিপা বাংলাদেশের পটুয়াখালী জেলার অন্তর্গত একটি উপজেলা।
গলাচিপা | |
---|---|
উপজেলা | |
![]() প্রতিক্রিয়াশীল মানচিত্রে কলাপাড়া উপজেলা | |
বাংলাদেশে গলাচিপা উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৯′৫১″ উত্তর ৯০°২৫′৫৬″ পূর্ব / ২২.১৬৪১৭° উত্তর ৯০.৪৩২২২° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | বরিশাল বিভাগ |
জেলা | পটুয়াখালী জেলা |
আয়তন | |
• মোট | ৯২৪.৬৮ বর্গকিমি (৩৫৭.০২ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ২,৫৮,৫২৫ |
• জনঘনত্ব | ২৮০/বর্গকিমি (৭২০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৪.৮৯% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৮৬৪০ |
প্রশাসনিক বিভাগের কোড | ১০ ৭৮ ৫৭ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন সম্পাদনা
এর উত্তরে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলা, বাউফল উপজেলা ও দশমিনা উপজেলা, দক্ষিণে রাঙ্গাবালী উপজেলা, পূর্বে দশমিনা উপজেলা ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলা, পশ্চিমে বরগুনা জেলার আমতলী উপজেলা ও কলাপাড়া উপজেলা।
প্রশাসনিক এলাকাসমূহ সম্পাদনা
গলাচিপা উপজেলায় বর্তমানে ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম গলাচিপা থানার আওতাধীন।
পটভূমি সম্পাদনা
বার্মা রাজার অত্যাচারে বিতাড়িত রাখাইনদের একটি দল ১৭৮৪ সালে রাঙ্গাবালি দ্বীপে এসে বসতি স্থাপন করে। মূলত এই সময় কাল থেকেই এই অঞ্চল ধীরে ধীরে জনপদে রূপলাভ করে।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পানপট্টি গ্রামে পাকসেনা ও মুক্তিযোদ্ধাদের মধ্যে সংঘর্ষে ৩ জন পাকসেনা নিহত হয়। ৮ মে পাকসেনারা চিকনিকান্দি ও ডাকুয়া গ্রামে হামলা চলিয়ে ২৯ জন গ্রামবাসীকে হত্যা করে এবং বহু ঘরবাড়ি জ্বালিয়ে দেয়।
ভাষা ও সংষ্কৃতি সম্পাদনা
উপজেলার জনসাধারন প্রকৃতিগতভাবেই উৎসব প্রিয়। এই জনপদের ধর্মীয় ও সমাজিক উৎসবগুলোতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের অংশগ্রহন লক্ষণীয়। এখানে প্রধান ধর্মীয় উৎসবগুলোর পাশাপাশি জগদাত্রীপূজা,নীল পূজা,মনসা পূজা, নাম কীর্তন, পৌষ সংক্রান্তিতে নবান্ন উৎসব উদযাপন করা হয়। সামাজিক উৎসবের মধ্যে পহেলা বৈশাখ,বৈশাখী মেলা,দয়াময়ীর মেলা প্রধান।
দর্শনীয় স্থান সম্পাদনা
- ইচাদী- আমখোলা খেয়াঘাট।
- খানকায়ে ছালেহিয়া দ্বীনিয়া মাদ্রাসা(ম্যানেজার বাড়ির সামনে)।
- কাটাখালী বাজার
- বদনাতলী খেয়াঘাট
- গুরিন্দা মসজিদ
- গুরিন্দা এক গম্বুজ মসজিদ
- উলানিয়া ব্রিজ বাজার
- আমখোলা নদীর পার গেসে রাস্তা চিংগুরিয়া খেয়াঘাট পর্যন্ত
উপজেলার ঐতিহ্য সম্পাদনা
- বাঙালীর সার্বজনীন ঐতিহ্যের বাইরে গলাচিপা উপজেলার নৃতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে ইলিশ মৌসুমে মাছ ধরার প্রাক্কালে জেলেদের উৎসব।
- উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের দয়াময়ীর মেলা। কলাগাছিয়া ইউনিয়নের খারিজ্জামা কলেজের মাঠে ১১ই বৈশাখ উড়কির মেলা ইত্যাদি প্রধান।
জনসংখ্যার উপাত্ত সম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গলাচিপা উপজেলার মোট জনসংখ্যা ৩,৬১,৫১৮ জন। এর মধ্যে পুরুষ ১,৭৯,৬৫২ জন এবং মহিলা ১,৮১,৮৬৬ জন। মোট পরিবার ৮০,০৫৪টি।[২]
নদ-নদী সম্পাদনা
গলাচিপা উপজেলার উল্লেখযোগ্য নদীগুলো হলো
- রাবনাবাদ
- তেঁতুলিয়া
- আগুনমুখা
- দাড়চিরা
- কাজল নদী।
শিক্ষা সম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গলাচিপা উপজেলার সাক্ষরতার হার ৭৫.৪%।[২]
গলাচিপা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোর মধ্যে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান সমূহ
১. গলাচিপা সরকারি কলেজ
২.গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়
৩.গলাচিপা মহিলা ডিগ্রী কলেজ
৪.গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়
৫.গলাচিপা নতুন জামে মসজিদ সংলগ্ন (N.Z) আলিম মাদ্রাসা
৬.বাংলাদেশ তুরস্ক ফ্রেন্ডশীপ স্কুল
অর্থনীতি সম্পাদনা
আর্থিক প্রতিষ্ঠান/ সংস্থা সম্পাদনা
ব্যাংক সমূহ
১। বাংলাদেশ কৃষি ব্যাংক
২। জনতা ব্যাংক
৩। সোনালী ব্যাংক
৪। অগ্রনী ব্যাংক
৫। পুবালী ব্যাংক
৬। গ্রামীন ব্যাংক
স্থানীয় সংস্থা সমূহ ( যারা ক্ষুদ্রঋণ কার্যক্রম করছে) সম্পাদনা
১। গ্রামীন ব্যাংক
২। গংগা ওয়েল ফেয়ার ফাউন্ডেশন
৩। প্রগতি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ
৪। কো-অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি লিঃ
৫। সৃজন সমাজ উন্নয়ন সংস্থা
৬। গোমতী মাদক বিরোধী সংস্থা
৭। নব রবি যুব সংস্থা
৮। সততা মাল্টি পারপাস কো অপারেটিভ লিঃ
৯। সমবায় সমিতি লিঃ
উপজেলার বিভিন্ন এনজিও গুলোর মধ্যে উল্লেখযোগ্য অবদান রাখছে... সম্পাদনা
১। ব্র্যাক
২। আশা
৩। প্রশিকা
৪। প্রযুক্তী পীঠ
৫। গ্রামীন শক্তি
৬। সিসিডিপি
৭। পিকেএসএফ
৮। পল্লী উন্নয়ন সংস্থা
উল্লেখযোগ্য বীমা প্রদান কারি সংস্থা সম্পাদনা
১। ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
২। পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ
৪। আল আরাফাহ ইসলামী ইন্সুরেন্স কো অপারেটিভ লি:
৫। আল বারাকা লাইফ ইন্সরেন্স লিঃ
৬। ইসলামী ব্যাংক ইন্সুরেন্স শাখা ।
৭। প্রগতি লাইফ ইন্সুরেন্স লিঃ
৮। জীবন বীমা কর্পোরেশণ ।
৯। বায়রা লাইফ ইন্সুরেন্স লিঃ
১০।আমেরিকান লাইফ ইন্সুরেন্স লিঃ
১১। পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিঃ
ব্যবসা বাণিজ্য সম্পাদনা
সুদীর্ঘ কাল থেকেই গলাচিপা উপজেলা ব্যাবসা-বানিজ্যের জন্য প্রসিদ্ধ। দেশের অন্যতম বৃহৎ মৎস আহরণ কেন্দ্র হওয়ায় গলাচিপা মূলত একটি নৌবন্দর কেন্দ্রীক উপজেলা। মাছ ছাড়াও গলাচিপা ধান,তরমুজ,আলু,বাদাম ইত্যাদি কৃষি পণ্যের জন্যও প্রসিদ্ধ।
হাট - বাজার সম্পাদনা
ক্রমিক নং | হাট-বাজারের নাম | অবস্থান | |
মৌজা | ইউনিয়ন | ||
১ | বাদুরা হাট | ছৈলাবুনিয়া | আমখোলা |
২ | আমখোলা হাট | ভাংড়া | ঐ |
৩ | মুদির হাট | বাঁশবুনিয়া | ঐ |
৪ | সিপাইর হাট | বাওরিয়া | ঐ |
৫ | সেরম্নখার হাট | আলগী তাফালবাড়িয়া | ঐ |
৬ | গোলখালী লিটন তাং বধের:হাট | পূর্বগোলখালী | গোলখালী |
৭ | দ: বলইবুনিয়া হাট | নলুয়াবাগী | ঐ |
৮ | হরিদেবপুর ফেরীঘাট হাট-বাজার | বদরপুর | ঐ |
৯ | বড়গাবুয়া আবাসনের হাট | বড়গাবুয়া | ঐ |
১০ | সুহুরী ব্রীজ বাজার | সুহুরী ২য় খন্ড | ঐ |
১১ | নলুয়াবাগী সস্নুইজের হাট | নলুয়াবাগী | ঐ |
১২ | বড়গাবুয়া জুলেখার হাট | বড়গাবুয়া | ঐ |
১৩ | বোয়ালিয়া হাট | বোয়ালিয়া | গলাচিপা |
১৪ | পÿÿয়া হাট | পক্ষিয়া | ঐ |
১৫ | পানপট্টি সেন্টারের হাট | মধ্য পানপট্টি | পানপট্রি |
১৬ | উলানিয়া হাট - বাজার | উলানিয়া | রতনদি তালতলী |
১৭ | কাটাখালী হাট | মানিকচাঁদ | ঐ |
১৮ | পাংগাশিয়া হাট | পাংগাশিয়া | ডাকুয়া |
১৯ | তেতুলতলার হাট | আটখালী | ঐ |
২০ | চিকনিকান্দি হাট-বাজার | চিকনিকান্দি | চিকনিকান্দি |
২১ | পানখালী হাট | পানখালী | ঐ |
২২ | কালারাজা হাট | কালারাজা | ঐ |
২৩ | কোটখালী হাট | কোটখালী | ঐ |
২৪ | পাতাবুনিয়া হাট | পাতাবুনিয়া | বকুলবাড়ীয় |
২৫ | রণুয়ার হাট | দোয়ানী পটুয়াখালী | বকুলবাড়ীয় |
২৬ | মোতাহার হাং হাট | লামনা | ঐ |
২৭ | ফকিরের হাট | ছোনখোলা | ঐ |
২৮ | গুয়াবাড়িয়া হাট | গুয়াবাড়িয়া | ঐ |
২৯ | কলাগাছিয়া হাট | কলাগাছিয়া | কলাগাছিয়া |
৩০ | কল্যানকলস সস্নুইজের হাট | কল্যানকলস | ঐ |
৩১ | চারম্নসিপাইর হাট | বাঁশবাড়িয়া | ঐ |
৩২ | গিলাবাড়িয়া হাট | বাঁশবাড়িয়া | ঐ |
৩৩ | গজালিয়া হাট | গজালিয়া | গজালিয়া |
৩৪ | ইচাদি ইয়াছিন আলী খালের সস্নইজের হাট | ইচাদি | ঐ |
৩৫ | চরকাজল রবিবার হাট | বড়চরকাজল | চরকাজল |
৩৬ | চরকাজল মঙ্গলবার হাট | বড়চরকাজল | ঐ |
৩৭ | শিবা ইসমাইল মৃধার হাট | ছোটশিবা | ঐ |
৩৮ | চরকপালবেড়া হাট | চর কপালবেড়া | ঐ |
৩৯ | শিবা শনিবার হাট | ছোটশিবা | ঐ |
৪০ | বড়শিবা সস্নুইজের হাট | বড়শিবা | ঐ |
৪১ | চরবিশ্বাস বুধবারের হাট | উঃ চরবিশ্বাস | চরবিশ্বাস |
৪২ | চরবিশ্বাস বটতলা হাট-বাজার | চরবিশ্বাস | ঐ |
৪৩ | দঃ চরবিশ্বাস রবিবার হাট | দঃ চরবিশ্বাস | ঐ |
যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা
ঢাকা থেকে নদী ও সড়ক উভয় পথে গলাচিপা আসা যাবে। নদী পথে সদর ঘাট থেকে গলাচিপা সরাসরি লঞ্চ সার্ভিস আছে আর সড়ক পথে গাবতলী এবং সায়েদাবাদ থেকে বাস সার্ভিস আছে।
উল্লেখযোগ্য ব্যক্তি সম্পাদনা
- আ খ ম জাহাঙ্গীর হোসাইন - রাজনীবিদ ও সাবেক সংসদ সদস্য
- গোলাম মাওলা রনি - কলামিস্ট ও সাবেক সংসদ সদস্য
- এস এম শাহাজাদা - বর্তমান সংসদ সদসদ সদস্য
- গলাচিপা উপজেলার আরও এক অন্যতম ব্যাক্তি জনাব মো: জাহাঙ্গীর হোসাইন খান।
সাবেক বিএনপির চেয়ারম্যান ও গলাচিপা উপজেলার সিনিয়র সাধারণ সম্পাদক।
- নোমানুর রহমান (নান্নু) ছিনিয়র সহ-সভাপতি আমখোলা ইউনিয়ন আওয়ামীলীগ, বিশিষ্ট শিল্পপতি, চেয়ারম্যান নান্দনিক প্যাকাজিং গ্রূপ
বিবিধ সম্পাদনা
গলাচিপা উপজেলার মানুষ খুব শান্তশিষ্ট ও পর উপকারী পরিব্যক্তি।
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন, ২০১৪)। "এক নজরে গলাচিপা উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ৩ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মার্চ, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ ক খ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৯।
বহিঃসংযোগ সম্পাদনা
বরিশাল বিভাগের স্থান বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |