ব্রজমোহন বিদ্যালয়

বরিশাল জেলার একটি বিদ্যালয়

ব্রজমোহন বিদ্যালয় (বিএম স্কুল) বাংলাদেশের একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। ১৮৮৪ সালে ব্রজমোহন ইনস্টিটিউশন নামে প্রথম শ্রেণীর ইংরেজি উচ্চ বিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। বরিশাল জিলা স্কুল-এর পরে এটি বরিশাল শহরের দ্বিতীয় প্রাচীনতম উচ্চ বিদ্যালয়। বর্তমানে এখানে তৃতীয় থেকে দশম শ্রেণীতে পাঠদান করা হয়।

ব্রজমোহন বিদ্যালয়
বিএম স্কুল
ঠিকানা
কালীবাড়ী রোড


৮২০০

তথ্য
নীতিবাক্যসত্য, প্রেম, পবিত্রতা
প্রতিষ্ঠাকাল২৭ জুন ১৮৮৪ (1884-06-27)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল
বিদ্যালয় জেলাবরিশাল
শ্রেণীতৃতীয় - দশম
লিঙ্গবালক বিদ্যালয়
ভাষাবাংলা
ক্যাম্পাসের ধরনশহুরে
রং        
ক্রীড়াক্রিকেট, ফুটবল
ডাকনামবিএম স্কুল
পূর্ব নামব্রজমোহন ইনস্টিটিউট

এছাড়া ব্রজমোহন বিদ্যালয় প্রাঙ্গণ বরিশালের বাংলা নববর্ষ উদযাপনের কেন্দ্র ও বিদ্যালয়ের বিস্তৃত মাঠে প্রতিবছর বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়।[১][২]

ইতিহাস সম্পাদনা

১৮৮৪ সালের ২৭ জুন প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিক ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত তার বাবা, বাবু ব্রজমোহন দত্তের নামে বরিশাল শহরে কালীবাড়ী রোড এলাকায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। [৩][৪] শুরুতে এটি ব্রজমোহন ইনস্টিটিউশন নামে পরিচিত হলেও পরবর্তীতে ব্রজমোহন বিদ্যালয় হিসেবে এর নামকরণ করা হয়। সেসময় এটি ছিল বরিশাল সহ সমগ্র দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন উচ্চ বিদ্যালয়।

অবকাঠামো সম্পাদনা

বিএম স্কুলে মূল ভবনে একটি হল রুম রয়েছে যেটি বরিশাল শহরের অন‍্যতম পুরনো হলরুম হিসেবে পরিচিত।তাছাড়া এর পাশাপাশি আরো দুটি ভবন রয়েছে।মূল ভবন দুই তলা।এবং বাকিগুলো একতলা ভবন।

শিক্ষা কার্যক্রম সম্পাদনা

শিক্ষার্থীদের পোশাক সম্পাদনা

সাদা শার্ট ও নেবি ব্লু প‍্যান্ট

শিক্ষা-সহায়ক কার্যক্রম সম্পাদনা

  • বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
  • বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান
  • বাংলাদেশ স্কাউটস
  • বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি,এন,সি,সি)
  • বাংলাদেশ রেড ক্রিসেন্ট

উল্লেখযোগ্য প্রাক্তন শিক্ষার্থী সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "বরিশালে এগিয়ে চলছে মঙ্গল শোভাযাত্রার কাজ"। দৈনিক যুগান্তর। ৯ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  2. "বরিশালে বর্ষবরণে নানান আয়োজন"। ১৩ এপ্রিল ২০১৫। ৩ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  3. "অশ্বিনীকুমার দত্ত"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  4. "অশ্বিনীকুমার দত্ত - জাতীয়তাবাদী নেতা"। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  5. "উপমার জাদুকর কবি জীবনানন্দ দাশ"। ১৮ ফেব্রুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "জীবনানন্দ দাশের মৃত্যুবাষির্কী আজ"। দৈনিক কালের কন্ঠ। ২২ অক্টোবর ২০১৪। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬ 
  7. সুবোধ সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, প্রথম খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, আগস্ট ২০১৬, পৃষ্ঠা ৬৯০, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-১৩৫-৬

বহিঃসংযোগ সম্পাদনা