ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়কদের তালিকা
এ তালিকাটি ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের অধিনায়কদের তালিকাবিশেষ। পুরুষ, কিশোর ও মহিলা ক্রিকেটাররা আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের অধিনায়কত্ব করেছেন। ১৮৭৭ সালে ইংল্যান্ড সর্বপ্রথম টেস্ট খেলায় অংশগ্রহণ করে। যে-কোন দলের তুলনায় টেস্ট খেলায় অংশগ্রহণ ও সর্বাধিকসংখ্যক অধিনায়কের দায়িত্ব পালন করেছে দলটি। ১৯শ শতাব্দীতে বিদেশ সফরে জেমস লিলিহোয়াইট, আলফ্রেড শ ও আর্থার শ্রিউসবারি প্রধান পেশাদার উদ্যোক্তা। তাস্বত্ত্বেও বিদেশে কিছু শৌখিন সফর লর্ড হ্যারিস ও লর্ড হকের নেতৃত্বে হয়েছে। নিজ মাঠের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী স্বাগতিক দলের অধিনায়কের দায়িত্বভার দেয়া হয়েছে। তাঁরা প্রায়শঃই তাঁদের নিজ এলাকায় জনপ্রিয় ছিলেন।
১৯০২-০৩ মৌসুম থেকে প্রায় ষাট বছর মেরিলেবোন ক্রিকেট ক্লাব সকল ধরনের বিদেশ সফরের দায়িত্ব পালন করে। এ সময় ইংল্যান্ডের চেয়ে “এমসিসি” নামেই খেলাগুলো অনুষ্ঠিত হতো। পেশাদারী, অধিনায়কের চেয়ে শৌখিনতার প্রচলন ঘটায় তারা। শ্রিউসবারির পর প্রায় ষাট বছর পর আরেক পেশাদার অধিনায়ক লেন হাটনের অন্তর্ভূক্তি ঘটে। ১৯৬২ সালে শৌখিন/পেশাদারের পার্থক্য বিলুপ্ত করা হয় এবং ব্রায়ান ক্লোজ ও তারপর রে ইলিংওয়ার্থের ন্যায় নতুন ধাঁচের অধিনায়কের উত্থান ঘটে।
টেস্ট অধিনায়ক
সম্পাদনাএ তালিকাটি ইংল্যান্ড দলের পক্ষে কমপক্ষে একটি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালনকারী ক্রিকেটারদের ঘিরে তৈরি করা হয়েছে। আগস্ট, ২০২০ সালে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টেস্ট শেষে এর হালনাগাদ হয়েছে। ড্যাগারচিহ্নিত (†) খেলোয়াড়কে কমপক্ষে একটি টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করাকে বুঝানো হয়েছে যাতে তিনি নিয়মিত অধিনায়কের সহকারী ছিলেন ও সিরিজে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মনোনীত হয়েছেন। উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক এই ড্যাগারচিহ্নিত শ্রেণীকরণটি গ্রহণ করেছে।
ইংরেজ টেস্ট ক্রিকেট অধিনায়ক[১] | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
নং | নাম | সাল | প্রতিবেদন | প্রতিপক্ষ | অবস্থান | খেলা | জয় | পরাজয় | ড্র |
১ | জেমস লিলিহোয়াইট | ১৮৭৬-৭৭ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ২ | ১ | ১ | ০ |
২ | লর্ড হ্যারিস |
১৮৭৮-৭৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ১ | ০ |
১৮৮০ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
১৮৮৪ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
মোট | ৪ | ২ | ১ | ১ | |||||
৩ | আলফ্রেড শ |
১৮৮১-৮২ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৪ | ০ | ২ | ২ |
৪ | এ. এন. হর্নবি |
১৮৮২ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ |
১৮৮৪ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
মোট | ২ | ০ | ১ | ১ | |||||
৫ | সম্মানীয় ইভো ব্লাই |
১৮৮২-৮৩ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৪ | ২ | ২ | ০ |
৬ | আর্থার শ্রিউসবারি |
১৮৮৪-৮৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ৩ | ২ | ০ |
১৮৮৬-৮৭ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ২ | ২ | ০ | ০ | ||
মোট | ৭ | ৫ | ২ | ০ | |||||
৭ | অ্যালান স্টিল |
১৮৮৬ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ |
১৮৮৮ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ৪ | ৩ | ১ | ০ | |||||
৮ | ওয়াল্টার রিড |
১৮৮৭-৮৮ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ১ | ০ | ০ |
১৮৯১-৯২ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১ | ১ | ০ | ০ | ||
মোট | ২ | ২ | ০ | ০ | |||||
৯ | ডব্লিউ. জি. গ্রেস |
১৮৮৮ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ |
১৮৯০ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
১৮৯১-৯২ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৩ | ১ | ২ | ০ | ||
১৮৯৩ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
১৮৯৬ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ২ | ১ | ০ | ||
১৮৯৯ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
মোট | ১৩ | ৮ | ৩ | ২ | |||||
১০ | সি. অব্রে স্মিথ |
১৮৮৮-৮৯ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১ | ১ | ০ | ০ |
১১ | মন্টি বাউডেন[ক] | ১৮৮৮-৮৯ † | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১ | ১ | ০ | ০ |
১২ | অ্যান্ড্রু স্টডার্ট |
১৮৯৩ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ |
১৮৯৪-৯৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ৩ | ২ | ০ | ||
১৮৯৭-৯৮ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ২ | ০ | ২ | ০ | ||
মোট | ৮ | ৩ | ৪ | ১ | |||||
১৩ | স্যার টিম ও’ব্রায়ান |
১৮৯৫-৯৬ † | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১ | ১ | ০ | ০ |
১৪ | লর্ড হক |
১৮৯৫-৯৬ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ২ | ২ | ০ | ০ |
১৮৯৮-৯৯ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ২ | ২ | ০ | ০ | ||
মোট | ৪ | ৪ | ০ | ০ | |||||
১৫ | আর্চি ম্যাকলারেন |
১৮৯৭-৯৮ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৩ | ১ | ২ | ০ |
১৮৯৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৪ | ০ | ১ | ৩ | ||
১৯০১-০২ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ০ | ৪ | |||
১৯০২ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ১ | ২ | ২ | ||
১৯০৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ১ | ২ | ২ | ||
মোট | ২২ | ৪ | ৭ | ১১ | |||||
১৬ | প্লাম ওয়ার্নার |
১৯০৩-০৪ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ৩ | ২ | ০ |
১৯০৫-০৬ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ১ | ৪ | ০ | ||
মোট | ১০ | ৪ | ৬ | ০ | |||||
১৭ | স্ট্যানলি জ্যাকসন |
১৯০৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ২ | ০ | ৩ |
১৮ | টিপ ফস্টার |
১৯০৭ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৩ | ১ | ০ | ২ |
১৯ | ফ্রেডরিক ফেন | ১৯০৭-০৮ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৩ | ১ | ২ | ০ |
১৯০৯-১০ † | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ২ | ১ | ১ | ০ | ||
মোট | ৫ | ২ | ৩ | ০ | |||||
২০ | আর্থার জোন্স |
১৯০৭-০৮ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ২ | ০ | ২ | ০ |
২১ | এইচ ডি জি লেভসন-গাওয়ার |
১৯০৯-১০ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৩ | ১ | ২ | ০ |
২২ | জনি ডগলাস |
১৯১১-১২[খ] | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ৪ | ১ | ০ |
১৯১৩-১৪ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ৪ | ০ | ১ | ||
১৯২০-২১ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ০ | ৫ | ০ | ||
১৯২১ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ০ | ২ | ০ | ||
১৯২৪ † | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
মোট | ১৮ | ৮ | ৮ | ২ | |||||
২৩ | সি বি ফ্রাই |
১৯১২ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ |
১৯১২ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
মোট | ৬ | ৪ | ০ | ২ | |||||
২৪ | সম্মানীয় লিওনেল টেনিসন | ১৯২১ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ |
২৫ | ফ্রাঙ্ক মান[গ] | ১৯২২-২৩ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ২ | ১ | ২ |
২৬ | আর্থার জিলিগান[ঘ] |
১৯২৪ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৪ | ৩ | ০ | ১ |
১৯২৪-২৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ৪ | ০ | ||
মোট | ৯ | ৪ | ৪ | ১ | |||||
২৭ | আর্থার কার | ১৯২৬ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৪ | ০ | ০ | ৪ |
১৯২৯ † | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
মোট | ৬ | ১ | ০ | ৫ | |||||
২৮ | পার্সি চ্যাপম্যান |
১৯২৬ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ |
১৯২৮ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ||
১৯২৮-২৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৪ | ৪ | ০ | ০ | ||
১৯৩০ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৪ | ১ | ১ | ২ | ||
১৯৩০-৩১ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ০ | ১ | ৪ | ||
মোট | ১৭ | ৯ | ২ | ৬ | |||||
২৯ | রনি স্ট্যানিফোর্থ | ১৯২৭-২৮ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৪ | ২ | ১ | ১ |
৩০ | গ্রিভিল স্টিভেন্স | ১৯২৭-২৮ † | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১ | ০ | ১ | ০ |
৩১ | জ্যাক হোয়াইট | ১৯২৮-২৯ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ১ | ০ |
১৯২৯ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
মোট | ৪ | ১ | ১ | ২ | |||||
৩২ | হ্যারল্ড জিলিগান [ঘ] | ১৯২৯-৩০[ঙ] | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৪ | ১ | ০ | ৩ |
৩৩ | সম্মানীয় ফ্রেডি কালথর্প | ১৯২৯-৩০[ঙ] | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ১ | ১ | ২ |
৩৪ | বব ওয়াট |
১৯৩০ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ |
১৯৩২-৩৩ † | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
১৯৩৩ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
১৯৩৪ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৪ | ১ | ১ | ২ | ||
১৯৩৪-৩৫ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ১ | ২ | ১ | ||
১৯৩৫ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৫ | ০ | ১ | ৪ | ||
মোট | ১৬ | ৩ | ৫ | ৮ | |||||
৩৫ | ডগলাস জারদিন |
১৯৩১ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ |
১৯৩২ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
১৯৩২-৩৩ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ৪ | ১ | ০ | ||
১৯৩২-৩৩ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
১৯৩৩ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
১৯৩৩-৩৪ | প্রতিবেদন | ভারত | ভারত | ৩ | ২ | ০ | ১ | ||
মোট | ১৫ | ৯ | ১ | ৫ | |||||
৩৬ | সিরিল ওয়াল্টার্স | ১৯৩৪ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ |
৩৭ | গাবি অ্যালেন |
১৯৩৬ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ |
১৯৩৬-৩৭ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ২ | ৩ | ০ | ||
১৯৪৭-৪৮ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ০ | ২ | ১ | ||
মোট | ১১ | ৪ | ৫ | ২ | |||||
৩৮ | ওয়াল্টার রবিন্স | ১৯৩৭ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ |
৩৯ | ওয়ালি হ্যামন্ড |
১৯৩৮ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৪ | ১ | ১ | ২ |
১৯৩৮-৩৯ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ১ | ০ | ৪ | ||
১৯৩৯ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
১৯৪৬ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
১৯৪৬-৪৭ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৪ | ০ | ২ | ২ | ||
১৯৪৬-৪৭ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
মোট | ২০ | ৪ | ৩ | ১৩ | |||||
৪০ | নরম্যান ইয়ার্ডলি | ১৯৪৬-৪৭ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ১ | ০ |
১৯৪৭ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৫ | ৩ | ০ | ২ | ||
১৯৪৮ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ০ | ৪ | ১ | |||
১৯৫০ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ১ | ২ | ০ | ||
মোট | ১৪ | ৪ | ৭ | ৩ | |||||
৪১ | কেন ক্রান্সটন | ১৯৪৭-৪৮ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ১ | ০ | ০ | ১ |
৪২ | জর্জ মান[গ] | ১৯৪৮-৪৯ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ২ | ০ | ৩ |
১৯৪৯ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২ | ০ | ০ | ২ | ||
মোট | ৭ | ২ | ০ | ৫ | |||||
৪৩ | ফ্রেডি ব্রাউন |
১৯৪৯ † | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২ | ০ | ০ | ২ |
১৯৫০ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
১৯৫০-৫১ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ৪ | ০ | ||
১৯৫০-৫১ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
১৯৫১ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৫ | ৩ | ১ | ১ | ||
মোট | ১৫ | ৫ | ৬ | ৪ | |||||
৪৪ | নাইজেল হাওয়ার্ড | ১৯৫১-৫২ | প্রতিবেদন | ভারত | ভারত | ৪ | ১ | ০ | ৩ |
৪৫ | ডোনাল্ড কার | ১৯৫১-৫২ † | প্রতিবেদন | ভারত | ভারত | ১ | ০ | ১ | ০ |
৪৬ | লেন হাটন |
১৯৫২ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৪ | ৩ | ০ | ১ |
১৯৫৩ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ১ | ০ | ৪ | ||
১৯৫৩-৫৪ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৫ | ২ | ২ | ১ | ||
১৯৫৪ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ||
১৯৫৪-৫৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ৩ | ১ | ১ | ||
১৯৫৪-৫৫ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
মোট | ২৩ | ১১ | ৪ | ৮ | |||||
৪৭ | ডেভিড শেফার্ড | ১৯৫৪ † | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ |
৪৮ | পিটার মে | ১৯৫৫ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৫ | ৩ | ২ | ০ |
১৯৫৬ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ২ | ১ | ২ | ||
১৯৫৬-৫৭ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ২ | ২ | ১ | ||
১৯৫৭ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৫ | ৩ | ০ | ২ | ||
১৯৫৮ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৫ | ৪ | ০ | ১ | ||
১৯৫৮-৫৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ০ | ৪ | ১ | ||
১৯৫৮-৫৯ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
১৯৫৯ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ||
১৯৫৯-৬০ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ১ | ০ | ২ | ||
১৯৬১ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ১ | ১ | ১ | ||
মোট | ৪১ | ২০ | ১০ | ১১ | |||||
৪৯ | কলিন কাউড্রে[চ] | ১৯৫৯ † | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ |
১৯৫৯-৬০ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ২ | ০ | ০ | ২ | ||
১৯৬০ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৫ | ৩ | ০ | ২ | ||
১৯৬১ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ||
১৯৬২ † | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
১৯৬৬ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ০ | ২ | ১ | ||
১৯৬৭-৬৮ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৫ | ১ | ০ | ৪ | ||
১৯৬৮ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৪ | ১ | ১ | ২ | ||
১৯৬৮-৬৯ | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ৩ | ০ | ০ | ৩ | ||
মোট | ২৭ | ৮ | ৪ | ১৫ | |||||
৫০ | টেড ডেক্সটার | ১৯৬১-৬২ | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ৩ | ১ | ০ | ২ |
১৯৬১-৬২ | প্রতিবেদন | ভারত | ভারত | ৫ | ০ | ২ | ৩ | ||
১৯৬২ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৪ | ৩ | ০ | ১ | ||
১৯৬২-৬৩ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ১ | ৩ | ||
১৯৬২-৬৩ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ||
১৯৬৩ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৫ | ১ | ৩ | ১ | ||
১৯৬৪ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ০ | ১ | ৪ | ||
মোট | ৩০ | ৯ | ৭ | ১৪ | |||||
৫১ | এম. জে. কে. স্মিথ | ১৯৬৩-৬৪ | প্রতিবেদন | ভারত | ভারত | ৫ | ০ | ০ | ৫ |
১৯৬৪-৬৫ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ১ | ০ | ৪ | ||
১৯৬৫ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ||
১৯৬৫ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ | ||
১৯৬৫-৬৬ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ১ | ৩ | ||
১৯৬৫-৬৬ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ||
১৯৬৬ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ২৫ | ৫ | ৩ | ১৭ | |||||
৫২ | ব্রায়ান ক্লোজ | ১৯৬৬ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ |
১৯৬৭ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ||
১৯৬৭ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
মোট | ৭ | ৬ | ০ | ১ | |||||
৫৩ | টম গ্রেভেনি |
১৯৬৮ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ |
৫৪ | রে ইলিংওয়ার্থ[ছ] | ১৯৬৯ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ |
১৯৬৯ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
১৯৭০-৭১[জ] | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৬ | ২ | ০ | ৪ | ||
১৯৭০-৭১ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
১৯৭১ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
১৯৭১ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ | ||
১৯৭২ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ২ | ২ | ১ | ||
১৯৭৩ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
১৯৭৩ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ০ | ২ | ১ | ||
মোট | ৩১ | ১২ | ৫ | ১৪ | |||||
৫৫ | টনি লুইস | ১৯৭২-৭৩ | প্রতিবেদন | ভারত | ভারত | ৫ | ১ | ২ | ২ |
১৯৭২-৭৩ | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ৩ | ০ | ০ | ৩ | ||
মোট | ৮ | ১ | ২ | ৫ | |||||
৫৬ | মাইক ডেনিস |
১৯৭৩-৭৪ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৫ | ১ | ১ | ৩ |
১৯৭৪ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ||
১৯৭৪ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ||
১৯৭৪-৭৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ৩ | ১ | ||
১৯৭৪-৭৫ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
১৯৭৫ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ১৯ | ৬ | ৫ | ৮ | |||||
৫৭ | জন এডরিচ | ১৯৭৪-৭৫ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ১ | ০ |
৫৮ | টনি গ্রেগ | ১৯৭৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ |
১৯৭৬ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৫ | ০ | ৩ | ২ | ||
১৯৭৬-৭৭ | প্রতিবেদন | ভারত | ভারত | ৫ | ৩ | ১ | ১ | ||
১৯৭৬-৭৭ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ১৪ | ৩ | ৫ | ৬ | |||||
৫৯ | মাইক ব্রিয়ারলি | ১৯৭৭ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ৩ | ০ | ২ |
১৯৭৭-৭৮ | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ২ | ০ | ০ | ২ | ||
১৯৭৮ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
১৯৭৮ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ||
১৯৭৮-৭৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৬ | ৫ | ১ | ০ | ||
১৯৭৯ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৪ | ১ | ০ | ৩ | ||
১৯৭৯-৮০ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৩ | ০ | ৩ | ০ | ||
১৯৭৯-৮০ | প্রতিবেদন | ভারত | ভারত | ১ | ১ | ০ | ০ | ||
১৯৮১ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৪ | ৩ | ০ | ১ | ||
মোট | ৩১ | ১৮ | ৪ | ৯ | |||||
৬০ | জিওফ্রে বয়কট |
১৯৭৭-৭৮ † | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ১ | ০ | ০ | ১ |
১৯৭৭-৭৮ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ১ | ১ | ১ | ||
মোট | ৪ | ১ | ১ | ২ | |||||
৬১ | ইয়ান বোথাম | ১৯৮০ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৫ | ০ | ১ | ৪ |
১৯৮০ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
১৯৮০-৮১ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ০ | ২ | ২ | ||
১৯৮১ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ||
মোট | ১২ | ০ | ৪ | ৮ | |||||
৬২ | কিথ ফ্লেচার | ১৯৮১-৮২ | প্রতিবেদন | ভারত | ভারত | ৬ | ০ | ১ | ৫ |
১৯৮১-৮২ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ১ | ১ | ০ | ০ | ||
মোট | ৭ | ১ | ১ | ৫ | |||||
৬৩ | বব উইলিস |
১৯৮২ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ |
১৯৮২ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
১৯৮২-৮৩ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ২ | ২ | ||
১৯৮৩ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৪ | ৩ | ১ | ০ | ||
১৯৮৩-৮৪ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ০ | ১ | ২ | ||
১৯৮৩-৮৪ † | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ১৮ | ৭ | ৫ | ৬ | |||||
৬৪ | ডেভিড গাওয়ার |
১৯৮২ † | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ |
১৯৮৩-৮৪ | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ২ | ০ | ০ | ২ | ||
১৯৮৪ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৫ | ০ | ৫ | ০ | ||
১৯৮৪ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ১ | ০ | ০ | ১ | ||
১৯৮৪-৮৫ | প্রতিবেদন | ভারত | ভারত | ৫ | ২ | ১ | ২ | ||
১৯৮৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৬ | ৩ | ১ | ২ | ||
১৯৮৫-৮৬ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৫ | ০ | ৫ | ০ | ||
১৯৮৬ † | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
১৯৮৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৬ | ০ | ৪ | ২ | ||
মোট | ৩২ | ৫ | ১৮ | ৯ | |||||
৬৫ | মাইক গ্যাটিং | ১৯৮৬ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ |
১৯৮৬ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ | ||
১৯৮৬-৮৭ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ২ | ১ | ২ | ||
১৯৮৭ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৫ | ০ | ১ | ৪ | ||
১৯৮৭-৮৮ | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ৩ | ০ | ১ | ২ | ||
১৯৮৭-৮৮ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ০ | ১ | ||
১৯৮৭-৮৮ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ||
১৯৮৮ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
মোট | ২৩ | ২ | ৫ | ১৬ | |||||
৬৬ | জন এম্বুরি | ১৯৮৮ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ২ | ০ | ২ | ০ |
৬৭ | ক্রিস কাউড্রে[চ] | ১৯৮৮ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ |
৬৮ | গ্রাহাম গুচ |
১৯৮৮ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ |
১৯৮৮ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
১৯৮৯-৯০ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ২ | ১ | ০ | ১ | ||
১৯৯০ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
১৯৯০ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
১৯৯০-৯১ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৪ | ০ | ২ | ২ | ||
১৯৯১ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৫ | ২ | ২ | ১ | ||
১৯৯১ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
১৯৯১-৯২ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
১৯৯২ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৫ | ১ | ২ | ২ | ||
১৯৯২-৯৩ | প্রতিবেদন | ভারত | ভারত | ২ | ০ | ২ | ০ | ||
১৯৯৩ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৪ | ০ | ৩ | ১ | ||
মোট | ৩৪ | ১০ | ১২ | ১২ | |||||
৬৯ | অ্যালান ল্যাম্ব | ১৯৮৯-৯০ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ২ | ০ | ২ | ০ |
১৯৯০-৯১ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ৩ | ০ | ৩ | ০ | |||||
৭০ | অ্যালেক স্টুয়ার্ট | ১৯৯২-৯৩ † | প্রতিবেদন | ভারত | ভারত | ১ | ০ | ১ | ০ |
১৯৯২-৯৩ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ১ | ০ | ১ | ০ | ||
১৯৯৮ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৫ | ২ | ১ | ২ | ||
১৯৯৮ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ১ | ০ | ১ | ০ | ||
১৯৯৮-৯৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ৩ | ১ | ||
২০০০ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
২০০১ † | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ১৫ | ৪ | ৮ | ৩ | |||||
৭১ | মাইকেল অ্যাথারটন |
১৯৯৩ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ১ | ১ | ০ |
১৯৯৩-৯৪ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৫ | ১ | ৩ | ১ | ||
১৯৯৪ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
১৯৯৪ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৩ | ১ | ১ | ১ | ||
১৯৯৪-৯৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ৩ | ১ | ||
১৯৯৫ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৬ | ২ | ২ | ২ | ||
১৯৯৫-৯৬ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ০ | ১ | ৪ | ||
১৯৯৬ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
১৯৯৬ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৩ | ০ | ২ | ১ | ||
১৯৯৬-৯৭ | প্রতিবেদন | জিম্বাবুয়ে | জিম্বাবুয়ে | ২ | ০ | ০ | ২ | ||
১৯৯৬-৯৭ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
১৯৯৭ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৬ | ২ | ৩ | ১ | ||
১৯৯৭-৯৮ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৬ | ১ | ৩ | ২ | ||
২০০১ † | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ০ | ২ | ০ | ||
মোট | ৫৪ | ১৩ | ২১ | ২০ | |||||
৭২ | নাসের হুসেন |
১৯৯৯ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ১ | ২ | ০ |
১৯৯৯-২০০০ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ১ | ২ | ২ | ||
২০০০ | প্রতিবেদন | জিম্বাবুয়ে | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
২০০০ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৪ | ২ | ১ | ১ | ||
২০০০-০১ | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ৩ | ১ | ০ | ২ | ||
২০০০-০১ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ৩ | ৩ | ১ | ০ | ||
২০০১ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
২০০১ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ২ | ২ | ০ | ||
২০০১-০২ | প্রতিবেদন | ভারত | ভারত | ৩ | ০ | ২ | ২ | ||
২০০১-০২ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ২ | ২ | ২ | ||
২০০২ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
২০০২ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৪ | ১ | ১ | ২ | ||
২০০২-০৩ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ৪ | ০ | ||
২০০৩ | প্রতিবেদন | জিম্বাবুয়ে | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
২০০৩ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
মোট | ৪৫ | ১৭ | ১৫ | ১৩ | |||||
৭৩ | মার্ক বুচার | ১৯৯৯ † | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ |
৭৪ | মাইকেল ভন |
২০০৩ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৪ | ২ | ২ | ০ |
২০০৩-০৪ | প্রতিবেদন | বাংলাদেশ | বাংলাদেশ | ২ | ২ | ০ | ০ | ||
২০০৩-০৪ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ৩ | ০ | ১ | ২ | ||
২০০৩-০৪ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৪ | ৩ | ০ | ১ | ||
২০০৪ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
২০০৪ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৪ | ৪ | ০ | ০ | ||
২০০৪-০৫ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৫ | ২ | ১ | ২ | ||
২০০৫ | প্রতিবেদন | বাংলাদেশ | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
২০০৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ২ | ১ | ২ | ||
২০০৫-০৬ | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ২ | ০ | ১ | ১ | ||
২০০৭ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ | ||
২০০৭ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ | ||
২০০৭-০৮ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ৩ | ০ | ১ | ২ | ||
২০০৭-০৮ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ২ | ১ | ০ | ||
২০০৮ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
২০০৮ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৩ | ০ | ২ | ১ | ||
মোট | ৫১ | ২৬ | ১১ | ১৪ | |||||
৭৫ | মার্কাস ট্রেসকোথিক |
২০০৪ † | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ |
২০০৫-০৬ † | প্রতিবেদন | পাকিস্তান | পাকিস্তান | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ২ | ১ | ১ | ০ | |||||
৭৬ | অ্যান্ড্রু ফ্লিনটফ |
২০০৫-০৬ | প্রতিবেদন | ভারত | ভারত | ৩ | ১ | ১ | ১ |
২০০৬ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ৩ | ১ | ১ | ১ | ||
২০০৬-০৭ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ০ | ৫ | ০ | ||
মোট | ১১ | ২ | ৭ | ২ | |||||
৭৭ | অ্যান্ড্রু স্ট্রস |
২০০৬ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৪ | ৩ | ০ | ১ |
২০০৭ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
২০০৮-০৯ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৫ | ০ | ১ | ৪ | ||
২০০৯ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
২০০৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ২ | ১ | ২ | ||
২০০৯-১০ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৪ | ১ | ১ | ২ | ||
২০১০ | প্রতিবেদন | বাংলাদেশ | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
২০১০ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৪ | ৩ | ১ | ০ | ||
২০১০-১১ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ৩ | ১ | ১ | ||
২০১১ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
২০১১ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৪ | ৪ | ০ | ০ | ||
২০১১-১২ | প্রতিবেদন | পাকিস্তান | সংযুক্ত আরব আমিরাত | ৩ | ০ | ৩ | ০ | ||
২০১১-১২ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ২ | ১ | ১ | ০ | ||
২০১২ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
২০১২ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৩ | ০ | ২ | ১ | ||
মোট | ৫০ | ২৪ | ১১ | ১৫ | |||||
৭৮ | কেভিন পিটারসন |
২০০৮ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ |
২০০৮-০৯ | প্রতিবেদন | ভারত | ভারত | ২ | ০ | ১ | ১ | ||
মোট | ৩ | ১ | ১ | ১ | |||||
৭৯ | অ্যালাস্টেয়ার কুক |
২০০৯-১০ | প্রতিবেদন | বাংলাদেশ | বাংলাদেশ | ২ | ২ | ০ | ০ |
২০১২-১৩ | প্রতিবেদন | ভারত | ভারত | ৪ | ২ | ১ | ১ | ||
২০১২-১৩ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ||
২০১৩ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
২০১৩ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ৩ | ০ | ২ | ||
২০১৩-১৪ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ০ | ৫ | ০ | ||
২০১৪ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ||
২০১৪ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৫ | ৩ | ১ | ১ | ||
২০১৪-১৫ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ১ | ১ | ১ | ||
২০১৫ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২ | ১ | ১ | ০ | ||
২০১৫ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ৩ | ২ | ০ | ||
২০১৫-১৬ | প্রতিবেদন | পাকিস্তান | সংযুক্ত আরব আমিরাত | ৩ | ০ | ২ | ১ | ||
২০১৫-১৬ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৪ | ২ | ১ | ১ | ||
২০১৬ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
২০১৬ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ৪ | ২ | ২ | ০ | ||
২০১৬-১৭ | প্রতিবেদন | বাংলাদেশ | বাংলাদেশ | ২ | ১ | ১ | ০ | ||
২০১৬-১৭ | প্রতিবেদন | ভারত | ভারত | ৫ | ০ | ৪ | ১ | ||
মোট | ৫৯ | ২৪ | ২২ | ১৩ | |||||
৮০ | জো রুট |
২০১৭ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৪ | ৩ | ১ | ০ |
২০১৭ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ২ | ১ | ০ | ||
২০১৭-১৮ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ০ | ৪ | ১ | ||
২০১৭-১৮ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ||
২০১৮ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ২ | ১ | ১ | ০ | ||
২০১৮ | প্রতিবেদন | ভারত | ইংল্যান্ড | ৫ | ৪ | ১ | ০ | ||
২০১৮-১৯ | প্রতিবেদন | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ৩ | ৩ | ০ | ০ | ||
২০১৮-১৯ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ১ | ২ | ০ | ||
২০১৯ | প্রতিবেদন | আয়ারল্যান্ড | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
২০১৯ | প্রতিবেদন | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৫ | ২ | ২ | ১ | ||
২০১৯-২০ | প্রতিবেদন | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ||
২০১৯-২০ | প্রতিবেদন | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৪ | ৩ | ১ | ০ | ||
২০২০ | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ২ | ২ | ০ | ০ | ||
২০২০ | প্রতিবেদন | পাকিস্তান | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
মোট | ৪৩ | ২৩ | ১৫ | ৫ | |||||
৮১ | বেন স্টোকস |
২০২০ † | প্রতিবেদন | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ |
সর্বমোট | ১০২৭ | ৩৭৪ | ৩০৫ | ৩৪৮ |
- ↑ Monty Bowden, aged 23 years 144 days, became England's youngest captain on 25 March 1889.
- ↑ প্লাম ওয়ার্নার সফরকারী দলের অধিনায়কত্ব করলেও অসুস্থতার কারণে কোন টেস্টেই অংশগ্রহণ করতে পারেননি।
- ↑ ক খ ফ্রাঙ্ক মানের সন্তান ছিলেন জর্জ মান। এরফলে তাঁরা প্রথম পিতা-পুত্র হিসেবে উভয়েই ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
- ↑ ক খ আর্থার জিলিগান ও হ্যারল্ড জিলিগান পরস্পর সহোদর ভাই ছিলেন। প্রথম ভ্রাতৃদ্বয় হিসেবে উভয়েই ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
- ↑ ক খ England had two overlapping Test series in the winter of 1929/30. Their first Test against নিউজিল্যান্ড started on 10 January 1930. Their first Test against the ওয়েস্ট ইন্ডিজ started on 11 January 1930, making the first time England had simultaneously played two Test matches at once.
- ↑ ক খ কলিন কাউড্রে ও ক্রিস কাউড্রে পরস্পর পিতা-পুত্র হন। জর্জ মান ও ফ্রাঙ্ক মানের পর দ্বিতীয় পিতা-পুত্র হিসেবে ইংল্যান্ডের অধিনায়কের দায়িত্বে ছিলেন।
- ↑ The 1970 দক্ষিণ আফ্রিকা tour to England was called off and a Rest of the World XI was arranged to play a 5 match series to replace it. The games were originally was regarded as Test matches, but were later stripped of Test status. The Rest of the World XI won the series 4–1, with Illingworth captaining England in each match.
- ↑ The third Test at the Melbourne Cricket Ground, Australia in 1970/1 was abandoned without a ball being bowled and is excluded from these statistics. This is in line with the approach adopted by Wisden and most statisticians, although the match has been recognised as an official Test match by the Australian Board of Control.
একদিনের আন্তর্জাতিক অধিনায়ক
সম্পাদনাইংরেজ ওডিআই অধিনায়ক[২] | |||||||
---|---|---|---|---|---|---|---|
নং | নাম | অধিনায়কত্বের সময়কাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি |
১ | রে ইলিংওয়ার্থ | ১৯৭১-৭৩ | ৩ | ১ | ০ | ১ | ১ |
২ | ব্রায়ান ক্লোজ | ১৯৭২ | ৩ | ২ | ০ | ১ | ০ |
৩ | মাইক ডেনিস | ১৯৭৩-৭৫ | ১২ | ৭ | ০ | ৪ | ১ |
৪ | জন এডরিচ | ১৯৭৫ | ১ | ০ | ০ | ০ | ১ |
৫ | অ্যালান নট | ১৯৭৬ | ১ | ০ | ০ | ১ | ০ |
৬ | টনি গ্রেগ | ১৯৭৬ | ২ | ০ | ০ | ২ | ০ |
৭ | মাইক ব্রিয়ারলি | ১৯৭৭-৮০ | ২৫ | ১৫ | ০ | ৯ | ১ |
৮ | জিওফ্রে বয়কট | ১৯৭৭-৭৮ | ২ | ২ | ০ | ০ | ০ |
৯ | বব উইলিস | ১৯৭৮-৮৪ | ২৯ | ১৬ | ০ | ১৩ | ০ |
১০ | ইয়ান বোথাম | ১৯৮০-৮১ | ৯ | ৪ | ০ | ৫ | ০ |
১১ | কিথ ফ্লেচার | ১৯৮১-৮২ | ৫ | ২ | ০ | ৩ | ০ |
১২ | ডেভিড গাওয়ার | ১৯৮৪-৮৯ | ২৪ | ১০ | ১ | ১৩ | ০ |
১৩ | নরম্যান গিফোর্ড | ১৯৮৫ | ২ | ০ | ০ | ২ | ০ |
১৪ | মাইক গ্যাটিং | ১৯৮৬-৮৮ | ৩৭ | ২৬ | ০ | ১১ | ০ |
১৫ | জন এম্বুরি | ১৯৮৭ | ৪ | ২ | ০ | ২ | ০ |
১৬ | গ্রাহাম গুচ | ১৯৮৮-৯৩ | ৫০ | ২৪ | ০ | ২৩ | ৩ |
১৭ | অ্যালান ল্যাম্ব | ১৯৯০ | ৪ | ১ | ০ | ৩ | ০ |
১৮ | অ্যালেক স্টুয়ার্ট | ১৯৯২-২০০৩ | ৪১ | ১৫ | ০ | ২৫ | ১ |
১৯ | মাইকেল অ্যাথারটন | ১৯৯৪-৯৭ | ৪৩ | ২০ | ১ | ২১ | ১ |
২০ | নাসের হুসেন | ১৯৯৭-২০০৩ | ৫৬ | ২৮ | ০ | ২৭ | ১ |
২১ | অ্যাডাম হলিউক | ১৯৯৭-৯৯ | ১৪ | ৬ | ০ | ৮ | ০ |
২২ | গ্রাহাম থর্প | ২০০১ | ৩ | ০ | ০ | ৩ | ০ |
২৩ | মার্কাস ট্রেসকোথিক | ২০০১-০৫ | ১০ | ৫ | ০ | ৫ | ০ |
২৪ | মাইকেল ভন | ২০০৩-০৭ | ৬০ | ৩২ | ২ | ২২ | ৪ |
২৫ | অ্যান্ড্রু ফ্লিনটফ | ২০০৬-০৭ | ১৪ | ৪ | ০ | ১০ | ০ |
২৬ | অ্যান্ড্রু স্ট্রস | ২০০৬-১১ | ৬২ | ২৭ | ১ | ৩৩ | ১ |
২৭ | পল কলিংউড | ২০০৭-০৮ | ২৫ | ১১ | ১ | ১২ | ১ |
২৮ | কেভিন পিটারসন | ২০০৮ | ১২ | ৪ | ০ | ৬ | ২ |
২৯ | অ্যালাস্টেয়ার কুক | ২০১০-১৪ | ৬৯ | ৩৬ | ১ | ৩০ | ২ |
৩০ | ইয়ন মর্গ্যান | ২০১১- | ৪৭ | ২৪ | ১ | ২০ | ২ |
৩১ | স্টুয়ার্ট ব্রড | ২০১৪ | ৩ | ২ | ০ | ১ | ০ |
৩২ | জেমস টেলর | ২০১৫ | ১ | ০ | ০ | ০ | ১ |
৩৩ | জোস বাটলার | ২০১৬ | ৩ | ২ | ০ | ১ | ০ |
সর্বমোট | ৬৪৫ | ৩০৯ | ৭ | ৩০৭ | ২২ |
টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক
সম্পাদনাজুন, ২০০৫ সালে ইংল্যান্ড তাদের সর্বপ্রথম টুয়েন্টি২০ আন্তর্জাতিকে অংশগ্রহণ করে।
ইংরেজ টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক[৩] | |||||||
---|---|---|---|---|---|---|---|
নং | নাম | অধিনায়কত্বের সময়কাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি |
১ | মাইকেল ভন | ২০০৫-০৭ | ২ | ১ | ০ | ১ | ০ |
২ | অ্যান্ড্রু স্ট্রস | ২০০৬-০৯ | ৩ | ০ | ০ | ৩ | ০ |
৩ | পল কলিংউড | ২০০৭-১০ | ৩০ | ১৭ | ০ | ১১ | ২ |
৪ | অ্যালাস্টেয়ার কুক | ২০০৯ | ১ | ০ | ০ | ১ | ০ |
৫ | স্টুয়ার্ট ব্রড | ২০১১-১৪ | ২৭ | ১১ | ০ | ১৫ | ১ |
৬ | গ্রেম সোয়ান | ২০১১ | ৩ | ২ | ১ | ০ | ০ |
৭ | ইয়ন মর্গ্যান | ২০১২-বর্তমান | ২১ | ১৪ | ০ | ৭ | ০ |
৮ | জেমস ট্রেডওয়েল | ২০১৩ | ১ | ০ | ০ | ০ | ১ |
৯ | জস বাটলার | ২০১৫ | ১ | ১ | ০ | ০ | ০ |
সর্বমোট | ৮৯ | ৪৬ | ১ | ৩৮ | ৪ |
অন্যান্য
সম্পাদনাইংল্যান্ড ব বহিঃর্বিশ্ব একাদশ, ১৯৭০
সম্পাদনাইংরেজ বিদ্রোহী টেস্ট খেলার অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
নং | নাম | সাল | প্রতিপক্ষ | অবস্থান | খেলা | জয় | পরাজয় | ড্র |
১ | রে ইলিংওয়ার্থ | ১৯৭০ | বহিঃর্বিশ্ব একাদশ | ইংল্যান্ড | ৫ | ১ | ৪ | ০ |
সর্বমোট | ৫ | ১ | ৪ | ০ |
দক্ষিণ আফ্রিকায় বিদ্রোহী দলের সফর
সম্পাদনাইংরেজ বিদ্রোহী টেস্ট খেলার অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
নং | নাম | সাল | প্রতিপক্ষ | অবস্থান | খেলা | জয় | পরাজয় | ড্র |
১ | গ্রাহাম গুচ | ১৯৮১-৮২ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৩ | ০ | ১ | ২ |
২ | মাইক গ্যাটিং | ১৯৮৯-৯০ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১ | ০ | ১ | ০ |
সর্বমোট | ৪ | ০ | ২ | ২ |
ইংরেজ বিদ্রোহী ওডিআই খেলার অধিনায়ক | |||||||
---|---|---|---|---|---|---|---|
নং | নাম | অধিনায়কত্বের সময়কাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি |
১ | গ্রাহাম গুচ | ১৯৮১-৮২ | ৩ | ০ | ০ | ৩ | ০ |
২ | মাইক গ্যাটিং | ১৯৮৯-৯০ | ৪ | ১ | ০ | ৩ | ০ |
সর্বমোট | ৭ | ১ | ০ | ৬ | ০ |
যুব ক্রিকেট
সম্পাদনাযুব টেস্ট অধিনায়ক
সম্পাদনাইংরেজ অনূর্ধ্ব-১৯ টেস্ট খেলার অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
নং | নাম | সাল | প্রতিপক্ষ | অবস্থান | খেলা | জয় | পরাজয় | ড্র |
১ | নাইজেল ব্রায়ার্স | ১৯৭৪ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ |
২ | ক্রিস কাউড্রে | ১৯৭৬ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ |
৩ | কেভিন শার্প | ১৯৭৮ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ |
৪ | নাইজেল ফেল্টন | ১৯৭৮-৭৯ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ২ | ০ | ০ | ২ |
৫ | টিম বুন | ১৯৭৯-৮০ | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ০ | ২ | ১ |
১৯৮১ | ভারত | ভারত | ৩ | ০ | ০ | ৩ | ||
মোট | ৬ | ০ | ২ | ৪ | ||||
৬ | লরি পটার | ১৯৮২ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ০ | ২ | ১ |
৭ | হিউ মরিস | ১৯৮৩ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ১ | ২ | ০ |
৮ | নিল লেনহাম | ১৯৮৪-৮৫ | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ০ | ২ | ১ |
৯ | মাইক রোজবেরি | ১৯৮৬ | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ |
১০ | ট্রেভর ওয়ার্ড | ১৯৮৬-৮৭† | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ১ | ০ | ০ | ১ |
১১ | মাইক অ্যাথারটন | ১৯৮৬-৮৭ | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ২ | ০ | ০ | ২ |
১২ | মার্ক রামপ্রকাশ | ১৯৮৯ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ |
১৩ | নিক নাইট | ১৯৮৯† | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ |
১৪ | ওয়েন নুন | ১৯৮৯-৯০ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৩ | ০ | ১ | ২ |
১৯৯০ | পাকিস্তান | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
মোট | ৬ | ১ | ১ | ৪ | ||||
১৫ | জন ক্রলি | ১৯৯০-৯১ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ০ | ২ | ১ |
১৯৯১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ১ | ১ | ১ | ||
মোট | ৬ | ১ | ৩ | ২ | ||||
১৬ | ফিল ওয়েস্টন | ১৯৯১-৯২ | পাকিস্তান | পাকিস্তান | ৩ | ১ | ১ | ১ |
১৯৯২ | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
মোট | ৬ | ২ | ১ | ৩ | ||||
১৭ | ম্যাথু ওয়াকার | ১৯৯২-৯৩ | ভারত | ভারত | ৩ | ১ | ১ | ১ |
১৯৯৩ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
মোট | ৬ | ২ | ১ | ৩ | ||||
১৮ | মাইকেল ভন | ১৯৯৩-৯৪ | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ৩ | ০ | ১ | ২ |
১৯৯৪ | ভারত | ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ | ||
মোট | ৬ | ০ | ২ | ৪ | ||||
১৯ | মার্কাস ট্রেসকোথিক | ১৯৯৪-৯৫ | ওয়েস্ট ইন্ডিজ | ওয়েস্ট ইন্ডিজ | ৩ | ০ | ১ | ২ |
১৯৯৫ | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
মোট | ৬ | ২ | ১ | ৩ | ||||
২০ | অ্যালেক্স মরিস | ১৯৯৫-৯৬ | জিম্বাবুয়ে | জিম্বাবুয়ে | ৩ | ২ | ০ | ১ |
১৯৯৬† | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
মোট | ৪ | ২ | ০ | ২ | ||||
২১ | গ্যারেথ বেটি | ১৯৯৬ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ |
২২ | অ্যান্ড্রু ফ্লিনটফ | ১৯৯৬-৯৭ | পাকিস্তান | পাকিস্তান | ৩ | ১ | ০ | ২ |
১৯৯৭ | জিম্বাবুয়ে | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
মোট | ৫ | ২ | ০ | ৩ | ||||
২৩ | জ্যাক মরিস | ১৯৯৭† | জিম্বাবুয়ে | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ |
২৪ | পল ফ্রাঙ্কস | ১৯৯৭-৯৮ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১ | ০ | ০ | ১ |
২৫ | ওয়াইস শাহ | ১৯৯৭-৯৮† | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ১ | ০ | ০ | ১ |
১৯৯৮ | পাকিস্তান | ইংল্যান্ড | ৩ | ২ | ১ | ০ | ||
মোট | ৪ | ২ | ১ | ১ | ||||
২৬ | মাইকেল গফ | ১৯৯৮-৯৯ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ১ | ১ | ১ |
১৯৯৯ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ১ | ১ | ১ | ||
মোট | ৬ | ২ | ২ | ২ | ||||
২৭ | ইয়ান বেল | ২০০০ | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ২ | ১ | ১ | ০ |
২০০০-০১ | ভারত | ভারত | ৩ | ০ | ১ | ২ | ||
২০০১ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
মোট | ৬ | ১ | ২ | ৩ | ||||
২৮ | মার্ক ওয়ালেস | ২০০০† | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ১ | ০ | ১ | ০ |
২৯ | নিকি পেং | ২০০১† | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ |
৩০ | জো সেয়ার্স | ২০০১† | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ |
২০০৩† | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ২ | ০ | ১ | ১ | ||||
৩১ | পল ম্যাকমাহন | ২০০২ | ভারত | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ |
৩২ | বিলাল শাফায়াত | ২০০২-০৩ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৩ | ১ | ২ | ০ |
২০০৩ | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ||
মোট | ৫ | ১ | ৩ | ১ | ||||
৩৩ | জেমস রথওয়েল | ২০০২-০৩ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ১ | ০ | ০ |
২০০৩ | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ২ | ১ | ১ | |||
মোট | ৩ | ২ | ০ | ১ | ||||
৩৪ | অ্যালাস্টেয়ার কুক | ২০০৪ | বাংলাদেশ | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ |
৩৫ | স্টিভন ডেভিস | ২০০৪-০৫ | ভারত | ভারত | ৩ | ০ | ৩ | ০ |
৩৫ | বরুণ চোপড়া | ২০০৫ | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ৩ | ৩ | ০ | ০ |
২০০৬ | ভারত | ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ | ||
মোট | ৬ | ৩ | ১ | ২ | ||||
৩৬ | বেন রাইট | ২০০৭ | পাকিস্তান | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ |
৩৭ | রোরি হ্যামিল্টন-ব্রাউন | ২০০৭ | পাকিস্তান | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ |
৩৮ | টম ওয়েস্টলি | ২০০৮ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ |
৩৯ | হামজা রিয়াজউদ্দীন | ২০০৯ | বাংলাদেশ | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ |
৪০ | আজিম রফিক | ২০০৯-১০ | বাংলাদেশ | বাংলাদেশ | ১ | ০ | ১ | ০ |
২০১০ | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ২ | ০ | ২ | ০ | ||||
৪১ | পল বেস্ট | ২০১০† | শ্রীলঙ্কা | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ |
৪২ | লুইস গ্রিগরি | ২০১১ | শ্রীলঙ্কা | শ্রীলঙ্কা | ২ | ০ | ০ | ২ |
৪৩ | অলি স্টোন | ২০১৩ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ২ | ১ | ১ | ০ |
৪৪ | উইল রোডস | ২০১৪ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ২ | ০ | ০ | ২ |
সর্বমোট | ১৩৭ | ৩৪ | ৩৯ | ৬৪ |
যুব ওডিআই অধিনায়ক
সম্পাদনাইংরেজ অনূর্ধ্ব-১৯ ওডিআই অধিনায়ক | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
নং | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি | |
১ | ক্রিস কাউড্রে | ১৯৭৬ | ১ | ১ | ০ | ০ | ০ | |
২ | কেভিন শার্প | ১৯৭৭-৭৮ | ৩ | ২ | ০ | ১ | ০ | |
৩ | নাইজেল ফেল্টন | ১৯৭৮-৭৯ | ১ | ০ | ০ | ১ | ০ | |
৪ | টিম বুন | ১৯৮১ | ১ | ১ | ০ | ০ | ০ | |
৫ | লরি পটার | ১৯৮২ | ২ | ২ | ০ | ০ | ০ | |
৬ | হিউ মরিস | ১৯৮৩ | ২ | ১ | ০ | ১ | ০ | |
৭ | নিল লেনহাম | ১৯৮৪-৮৫ | ৩ | ১ | ০ | ২ | ০ | |
৮ | মাইকেল রোজবেরি | ১৯৮৬ | ২ | ০ | ০ | ২ | ০ | |
৯ | মাইকেল অ্যাথারটন | ১৯৮৬/৮৭-১৯৮৭/৮৮ | ১১ | ৫ | ০ | ৬ | ০ | |
১০ | মার্ক রামপ্রকাশ | ১৯৮৯ | ৩ | ৩ | ০ | ০ | ০ | |
১১ | ওয়েন নুন | ১৯৮৯/৯০-১৯৯০ | ৪ | ১ | ০ | ৩ | ০ | |
১২ | জন ক্রলি | ১৯৯০/৯১-১৯৯১ | ৪ | ০ | ০ | ৪ | ০ | |
১৩ | ফিল ওয়েস্টন | ১৯৯১-৯২ | ৩ | ০ | ০ | ৩ | ০ | |
১৪ | ম্যাথু ওয়াকার | ১৯৯২/৯৩-১৯৯৩ | ৫ | ২ | ০ | ৩ | ০ | |
১৫ | মাইকেল ভন | ১৯৯৩/৯৪-১৯৯৪ | ৫ | ৩ | ০ | ২ | ০ | |
১৬ | মার্কাস ট্রেসকোথিক | ১৯৯৪/৯৫-১৯৯৫ | ৫ | ৪ | ০ | ১ | ০ | |
১৭ | অ্যালেক্স মরিস | ১৯৯৫-৯৬ | ১ | ১ | ০ | ০ | ০ | |
১৮ | ওয়াইস শাহ | ১৯৯৬-৯৮ | ১৪ | ৭ | ০ | ৬ | ১ | |
১৯ | অ্যান্ড্রু ফ্লিনটফ | ১৯৯৬/৯৭-১৯৯৭ | ৩ | ৩ | ০ | ০ | ০ | |
২০ | মাইকেল গফ | ১৯৯৮/৯৯-১৯৯৯ | ৬ | ২ | ০ | ৪ | ০ | |
২১ | অ্যালেক্স লুডন | ১৯৯৯-২০০০ | ৬ | ৩ | ০ | ৩ | ০ | |
২২ | ইয়ান বেল | ২০০০-০১ | ৯ | ৫ | ০ | ৪ | ০ | |
২৩ | নিকি পেং | ২০০১-০২ | ৬ | ২ | ০ | ৪ | ০ | |
২৪ | পল ম্যাকমাহন | ২০০২ | ৩ | ০ | ০ | ৩ | ০ | |
২৫ | বিলাল শাফায়াত | ২০০২-০৩ | ৩ | ০ | ০ | ৩ | ০ | |
২৬ | সমিত প্যাটেল | ২০০২/০৩-০৩ | ৪ | ১ | ০ | ২ | ১ | |
২৭ | অ্যালাস্টেয়ার কুক | ২০০৩/০৪-০৪ | ৮ | ৬ | ০ | ২ | ০ | |
২৮ | স্টিভেন ডেভিস | ২০০৪-০৫ | ৫ | ১ | ০ | ৪ | ০ | |
২৯ | বরুণ চোপড়া | ২০০৫-২০০৫/০৬, ২০০৬ | ১২ | ২ | ০ | ৯ | ১ | |
৩০ | মঈন আলী | ২০০৫-০৬ | ৫ | ৩ | ০ | ২ | ০ | |
৩১ | গ্রেগ উড | ২০০৬-০৭ | ১১ | ৫ | ০ | ৬ | ০ | |
৩২ | রোরি হ্যামিল্টন-ব্রাউন | ২০০৭ | ৫ | ১ | ০ | ৩ | ১ | |
৩৩ | অ্যালেক্স ওয়াকলি | ২০০৭-০৮ | ৮ | ৩ | ০ | ৫ | ০ | |
৩৪ | টম ওয়াস্টলি | ২০০৭/০৮-০৮ | ৭ | ২ | ১ | ১ | ৩ | |
৩৫ | লিয়াম ডসন | ২০০৮-০৯ | ৫ | ২ | ০ | ৩ | ০ | |
৩৬ | আজিম রফিক | ২০০৯-২০০৯/১০ | ১৪ | ৪ | ০ | ৯ | ১ | |
৩৭ | পল বেস্ট | ২০০৯/১০-২০১০ | ৮ | ৪ | ০ | ৩ | ১ | |
৩৮ | লুইস গ্রিগরি | ২০১০-১১ | ৩ | ০ | ০ | ২ | ১ | |
৩৯ | অ্যাডাম বল | ২০১১-১২ | ২৭ | ১৩ | ০ | ১৩ | ১ | |
৪০ | বেন ডাকেট | ২০১৩ | ১১ | ২ | ০ | ৯ | ০ | |
৪১ | জোনাথন টাটেরসল | ২০১৩ | ১ | ০ | ১ | ০ | ০ | |
৪২ | লুইস ম্যাকম্যানাস | ২০১৩ | ১ | ০ | ১ | ০ | ০ | |
৪৩ | উইল রোডস | ২০১৩-১৪ | ১৪ | ৯ | ০ | ৫ | ০ | |
সর্বমোট | ২৫৫ | ১০৫ | ১ | ১৩৮ | ১১ |
মহিলাদের ক্রিকেট
সম্পাদনামহিলাদের টেস্ট অধিনায়ক
সম্পাদনাইংরেজ মহিলা টেস্ট ক্রিকেট অধিনায়ক[৪] | ||||||||
---|---|---|---|---|---|---|---|---|
নং | নাম | সাল | প্রতিপক্ষ | অবস্থান | খেলা | জয় | পরাজয় | ড্র |
১ | বেটি আর্চাডেল | ১৯৩৪-৩৫ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৩ | ২ | ০ | ১ |
১৯৩৪-৩৫ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
মোট | ৪ | ৩ | ০ | ১ | ||||
২ | মলি হাইড | ১৯৩৭ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ১ | ১ | ১ |
১৯৪৮-৪৯ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৩ | ০ | ১ | ২ | ||
১৯৪৮-৪৯ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
১৯৫১† | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
১৯৫৪ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
মোট | ১১ | ৪ | ২ | ৫ | ||||
৩ | মার্টল ম্যাকলাগান | ১৯৫১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ |
৪ | মেরি ডাগান | ১৯৫৭-৫৮ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ২ | ০ | ০ | ২ |
১৯৫৭-৫৮ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ২ | ০ | ০ | ২ | ||
১৯৬৩ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ১ | ০ | ২ | ||
মোট | ৭ | ১ | ০ | ৬ | ||||
৫ | সেসিলিয়া রবিনসন | ১৯৫৭-৫৮† | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ০ | ১ |
৬ | হেলেন শার্প | ১৯৬০-৬১ | দক্ষিণ আফ্রিকা | দক্ষিণ আফ্রিকা | ৪ | ১ | ০ | ৩ |
৭ | র্যাচেল হেহো-ফ্লিন্ট | ১৯৬৬ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ |
১৯৬৮-৬৯ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৩ | ০ | ০ | ৩ | ||
১৯৬৮-৬৯ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ২ | ০ | ১ | ||
১৯৭৬ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ||
মোট | ১২ | ২ | ০ | ১০ | ||||
৮ | সুসান গোটম্যান | ১৯৭৯ | ওয়েস্ট ইন্ডিজ | ইংল্যান্ড | ৩ | ২ | ০ | ১ |
৯ | জেন সাউথগেট | ১৯৮৪ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ |
১৯৮৪-৮৫ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ৫ | ১ | ২ | ২ | ||
মোট | ৮ | ১ | ২ | ৫ | ||||
১০ | ক্যারল হজেস | ১৯৮৬ | ভারত | ইংল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ |
১৯৮৭ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ০ | ১ | ২ | ||
মোট | ৬ | ০ | ১ | ৫ | ||||
১১ | হেলেন প্লিমার | ১৯৯১-৯২ | নিউজিল্যান্ড | নিউজিল্যান্ড | ৩ | ১ | ০ | ২ |
১৯৯১-৯২ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ৪ | ১ | ১ | ২ | ||||
১২ | কারেন স্মিথিস | ১৯৯৫-৯৬ | ভারত | ভারত | ৩ | ১ | ০ | ২ |
১৯৯৬ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ||
১৯৯৮ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ৩ | ০ | ০ | ৩ | ||
১৯৯৯ | ভারত | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
মোট | ১০ | ১ | ০ | ৯ | ||||
১৩ | ক্লেয়ার কনর | ২০০১ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ০ | ২ | ০ |
২০০১-০২ | ভারত | ভারত | ১ | ০ | ০ | ১ | ||
২০০২ | ভারত | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
২০০২-০৩ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ২ | ০ | ১ | ১ | ||
২০০৩ | দক্ষিণ আফ্রিকা | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
২০০৪ | নিউজিল্যান্ড | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
২০০৫ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ২ | ১ | ০ | ১ | ||
মোট | ১১ | ২ | ৩ | ৬ | ||||
১৪ | শার্লত এডওয়ার্ডস | ২০০৫ | ভারত | ভারত | ১ | ০ | ০ | ১ |
২০০৬ | ভারত | ইংল্যান্ড | ২ | ০ | ১ | ১ | ||
২০০৮ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ০ | ০ | ১ | ||
২০০৯ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ১ | ০ | ০ | ||
২০১১ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ১ | ০ | ০ | ||
২০১৩ | অস্ট্রেলিয়া | ইংল্যান্ড | ১ | ০ | ০ | ১ | ||
২০১৪ | অস্ট্রেলিয়া | অস্ট্রেলিয়া | ১ | ১ | ০ | ০ | ||
২০১৪ | ভারত | ইংল্যান্ড | ১ | ০ | ১ | ০ | ||
মোট | ৯ | ২ | ৩ | ৪ | ||||
সর্বমোট | ৯২ | ২০ | ১৩ | ৫৯ |
মহিলাদের ওডিআই অধিনায়ক
সম্পাদনাইংরেজ মহিলা ওডিআই অধিনায়ক[৫] | |||||||
---|---|---|---|---|---|---|---|
নং | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি |
১ | র্যাচেল হেহো ফ্লিন্ট | ১৯৭৩-৭৬ | ৯ | ৭ | ০ | ২ | ০ |
২ | মেরি পিলিং | ১৯৭৭-৭৮ | ৩ | ২ | ০ | ১ | ০ |
৩ | সুসান গোটম্যান | ১৯৭৯-১৯৮১/৮২ | ১৫ | ৮ | ২ | ৫ | ০ |
৪ | জেন সাউথগেট | ১৯৮৪-১৯৮৪/৮৫ | ৬ | ৩ | ০ | ৩ | ০ |
৫ | ক্যারল হজেস | ১৯৮৬-৮৭ | ৫ | ৪ | ০ | ১ | ০ |
৬ | জেন পাওয়েল | ১৯৮৮/৮৯-১৯৯০ | ১৬ | ১৩ | ০ | ৩ | ০ |
৭ | কারেন স্মিথিস | ১৯৯০-১৯৯৯/২০০০ | ৪৫ | ২৩ | ০ | ২১ | ১ |
৮ | হেলেন প্লিমার | ১৯৯১-১৯৯১/৯২ | ৮ | ৫ | ০ | ২ | ১ |
৯ | ইলা ডনিসন | ১৯৯৯ | ৩ | ৩ | ০ | ০ | ০ |
১০ | ক্লেয়ার কনর | ২০০০-০৫ | ৬৬ | ২৬ | ০ | ৩৯ | ১ |
১১ | আর্যান ব্রিন্ডল | ২০০১ | ৩ | ২ | ০ | ১ | ০ |
১২ | শার্লত এডওয়ার্ডস | ২০০৫-বর্তমান | ১০৬ | ৬৬ | ০ | ৩৩ | ৭ |
১৩ | নিকি শ | ২০০৭-১০ | ৪ | ৩ | ০ | ১ | ০ |
সর্বমোট | ২৮৯ | ১৬৫ | ২ | ১১২ | ১০ |
মহিলাদের টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক
সম্পাদনাইংরেজ মহিলা টুয়েন্টি২০ আন্তর্জাতিক অধিনায়ক[৬] | |||||||
---|---|---|---|---|---|---|---|
নং | নাম | সাল | খেলা | জয় | টাই | পরাজয় | ফলাফল হয়নি |
১ | ক্লেয়ার কনর | ২০০৪-০৫ | ২ | ০ | ০ | ২ | ০ |
২ | শার্লত এডওয়ার্ডস | ২০০৬-০৯ | ৭০ | ৫৮ | ১ | ১৯ | ১ |
৩ | নিকি শ | ২০০৭ | ১ | ০ | ০ | ১ | ০ |
৪ | জেনি গান | ২০১০-১৩ | ৩ | ২ | ০ | ১ | ০ |
সর্বমোট | ৮৫ | ৬০ | ২ | ২২ | ১ |
পাদটীকা
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনানির্দিষ্ট
সম্পাদনা- ↑ "List of Captains"। Cricinfo। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৬।
- ↑ "List of captains: England - One-Day Internationals"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০০৮।
- ↑ "List of captains: England - Twenty20 Internationals"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১২।
- ↑ "England Women - Women's Test matches"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০০৮।
- ↑ "England Women - Women's One-Day Internationals"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০০৮।
- ↑ "England Women - Women's Twenty20 Internationals"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০ মার্চ ২০০৮।