ওয়াল্টার রিড

ইংরেজ ক্রিকেটার

ওয়াল্টার উইলিয়াম রিড (ইংরেজি: Walter Read; জন্ম: ২৩ নভেম্বর, ১৮৫৫ - মৃত্যু: ৬ জানুয়ারি, ১৯০৭) সারে এলাকার রেইগেটে জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ইংল্যান্ড দলকে দুই টেস্টে নেতৃত্ব দিয়েছেন ওয়াল্টার রিড। উভয় টেস্টেই তার দল জয় পেয়েছিল। ঘরোয়া প্রথম-শ্রেণীরক্রিকেটে সারের প্রতিনিধিত্ব করেছেন। দলে তিনি মূলতঃ ডানহাতে ব্যাটিংয়ে পারদর্শীতা দেখিয়েছেন। এছাড়াও দলের প্রয়োজনে মাঝে-মধ্যে দ্রুতগতিসম্পন্ন ওভারআর্ম বোলিং করতেন।

ওয়াল্টার রিড
WW Read 001.jpg
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামওয়াল্টার উইলিয়াম রিড
জন্ম(১৮৫৫-১১-২৩)২৩ নভেম্বর ১৮৫৫
রেইগেট, সারে, ইংল্যান্ড
মৃত্যু৬ জানুয়ারি ১৯০৭(1907-01-06) (বয়স ৫১)
অ্যাডিসকম্ব পার্ক, সারে, ইংল্যান্ড
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি স্লো (আন্ডারআর্ম)
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪০)
৩০ ডিসেম্বর ১৮৮২ বনাম অস্ট্রেলিয়া
শেষ টেস্ট২৬ আগস্ট ১৮৯৩ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৮৭৩ – ১৮৯৭সারে
১৮৯০এমসিসি
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ১৮ ৪৬৭
রানের সংখ্যা ৭২০ ২২,৩৪৯
ব্যাটিং গড় ২৭.৬৯ ৩২.০৬
১০০/৫০ ১/৫ ৩৮/১১৩
সর্বোচ্চ রান ১১৭ ৩৩৮
বল করেছে ৬০ ৫,৫৯৭
উইকেট ১০৮
বোলিং গড় ৩২.২৫
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ০/২৭ ৬/২৪
ক্যাচ/স্ট্যাম্পিং ১৬/– ৩৮১/২০
উৎস: ক্রিকইনফো, ২১ আগস্ট ২০১৭

প্রারম্ভিক জীবনসম্পাদনা

১৮৭৩ থেকে ১৮৯৭ সাল পর্যন্ত কাউন্টি ক্রিকেটে সারে ক্লাবের প্রতিনিধিত্ব করেছেন।[১] ১৮৮৮ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিপক্ষে ৩৩৮ রান তোলেন। ঐ সময়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার এ সংগ্রহটি দ্বিতীয় সর্বোচ্চ ছিল। ১৮৯০ থেকে ১৮৯২, ১৮৯৪ ও ১৮৯৫ সালে কাউন্টি চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ী দলের সদস্য ছিলেন। ডব্লিউ. জি. গ্রেসের পর তাকে ঐ সময়ের বিখ্যাত শৌখিন ক্রিকেটার মনে করা হয়ে থাকে।

আন্তর্জাতিক ক্রিকেটসম্পাদনা

১৮৮২-৮৩ মৌসুমের মূল অ্যাশেজ সিরিজের অন্যতম সদস্য মনোনীত হন যা স্মারকসূচক ছাঁইভস্মবিষয়ক কবিতায় স্মরণীয় হয়ে আছে। ব্যাটিং অর্ডারের ১০ম স্থানে নেমে প্রথম খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরি হাঁকান। ১৮৮৪ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৩ মিনিটে ১১৭ রান তোলেন যা ১০ম অবস্থানে থেকে অদ্যাবধি সর্বোচ্চ সংগ্রহ হিসেবে স্বীকৃত। তার এ ইনিংসের ফলে ইংল্যান্ড দল খেলা বাঁচাতে সক্ষমতা দেখায়। উইলিয়াম স্কটনের সাথে ৯ম উইকেট জুঁটিতে ১৫১ রান তোলেন যা অদ্যাবধি অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ।

মূল্যায়নসম্পাদনা

স্যার হোম গর্ডনের অভিমত, রিড নিচেরসারিতে ব্যাটিং করেও সপ্রতিভ ছিলেন। ১৮৯৩ সালে উইজডেন কর্তৃপক্ষ তাকে বর্ষসেরা ক্রিকেটাররূপে ঘোষণা করে।[২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. "Surrey players". CricketArchive. Retrieved 10 August, 2017.
  2. "Wisden Cricketers of the Year"। CricketArchive। সংগ্রহের তারিখ ২০০৯-০২-২১ 

আরও দেখুনসম্পাদনা

আরও পড়ুনসম্পাদনা

বহিঃসংযোগসম্পাদনা

চিত্রমালাসম্পাদনা

ওয়াল্টার রিড
ডব্লিউ রিডের প্রতিকৃতি
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
আর্থার শ্রিউসবারি
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক
১৮৮৭-৮৮
উত্তরসূরী
ডব্লিউ. জি. গ্রেস
পূর্বসূরী
ডব্লিউ. জি. গ্রেস
ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক
১৮৯২
উত্তরসূরী
ডব্লিউ. জি. গ্রেস