১৯২৯-৩০ ইংল্যান্ড ক্রিকেট দলের ওয়েস্ট ইন্ডিজ সফর
ইংল্যান্ড ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক জানুয়ারি থেকে এপ্রিল, ১৯৩০ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ গমন করে। এ সফরে দলটি চারটি টেস্ট স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়। সিরিজটি ১-১ ব্যবধানে ড্রয়ে পরিণত হয়েছিল। ইংল্যান্ডের পক্ষে ফ্রেডি ক্যালথর্প অধিনায়কের দায়িত্ব পালন করলেও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত প্রত্যেক মাঠে পৃথক পৃথক অধিনায়ক নিযুক্ত করা হয়েছিল।[১] এগুলোই ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট খেলা ছিল।
একই সময়ে হ্যারল্ড জিলিগানের নেতৃত্বাধীন অপর একটি ইংরেজ দল নিউজিল্যান্ড গমন করে। সেখানে সফরকারী দলটি নিউজিল্যান্ডের ইতিহাসের প্রথম টেস্ট সিরিজে অংশ নেয়।[২]
ইংল্যান্ড দল
সম্পাদনাবয়সের দিক দিয়ে ইংল্যান্ড দল সর্বাপেক্ষা সর্বকালের বয়ষ্ক টেস্ট দল হিসেবে পরিচিতি পেয়ে আসছে। দলে সদস্যদের গড় বয়স ছিল প্রায় ৩৮ বছর।[৩] সুপরিচিত প্রশাসক হ্যারি মলেট দলের ব্যবস্থাপকের দায়িত্বে ছিলেন।[৪]
সংক্ষিপ্ত বিবরণী
সম্পাদনাপ্রথম টেস্ট
সম্পাদনাব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ১২ জানুয়ারি বিশ্রামবার ছিল।
- ওয়েস্ট ইন্ডিজের পক্ষে জিএ হ্যাডলি, এফআই ডি কেয়ার্স, জেইডি সিলি, এলএ ওয়ালকট, ইএল সেন্ট হিল ও ইএসি হান্ট এবং ইংল্যান্ডের পক্ষে এফএসজি ক্যালথর্প ও ডব্লিউ ভোসের একযোগে টেস্ট অভিষেক ঘটে।
দ্বিতীয় টেস্ট
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ২ ফেব্রুয়ারি বিশ্রামবার ছিল।
- ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে এমজি গ্রেল, এন বেটানকোর্ট ও ইই আচংয়ের একযোগে টেস্ট অভিষেক ঘটে।
তৃতীয় টেস্ট
সম্পাদনাব
|
||
- ওয়েস্ট ইন্ডিজ টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ২৩ ফেব্রুয়ারি বিশ্রামবার ছিল।
- ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিইএল জোন্স ও ইংল্যান্ডের পক্ষে এলএফ টাউনসেন্ডের অভিষেক ঘটে।
চতুর্থ টেস্ট
সম্পাদনাব
|
||
- ইংল্যান্ড টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
- ৬ এপ্রিল বিশ্রামবার ছিল।
- অষ্টম কিংবা নবম দিনে কোন খেলা হয়নি।
- দেশে প্রত্যাবর্তনকল্পে জাহাজের প্রস্তুতি থাকায় নবম দিনে খেলাটি ড্রয়ে পরিণত হয়।[৫]
- ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিসি পাসাইলাইগু, আইএম ব্যারো, ওসি দা কস্তা ও জিজি মোরাইজের একযোগে টেস্ট অভিষেক ঘটে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "England in the West Indies 1929–30"। CricketArchive। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- ↑ "New Zealand v England – statistical quirks"। International Cricket Council। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৮।
- ↑ "England to West Indies 1929-30"। Test Cricket Tours। ৩০ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৮।
- ↑ "R. H. Mallett", The Cricketer, Spring Annual 1940, p. 35.
- ↑ Test Cricket Tours - England to West Indies 1929-30 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে, test-cricket-tours.co.uk, retrieved 18 September 2016.
বহিঃসংযোগ
সম্পাদনা- England in West Indies, 1929-30 at Cricinfo
- England to West Indies 1929-30 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে at Test Cricket Tours
- Marylebone Cricket Club in West Indies 1929-30 at CricketArchive