২০১৬ আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রস্তুতিমূলক খেলা

২০১৬ সালের আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ প্রতিযোগিতা উপলক্ষে সর্বমোট ১৮টি প্রস্তুতিমূলক খেলা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সকল দল ৪ থেকে ১৮ মার্চের মধ্যে এ খেলাগুলোয় প্রতিদ্বন্দ্বিতা করে।[১]

৩ মার্চ ২০১৬
১৫:০০
স্কোরকার্ড
জিম্বাবুয়ে 
১১২/৭ (২০ ওভার)
বনাম
হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা একাদশ ৭ উইকেটে জয়ী
হিমাচল প্রদেশ ক্রিকেট সংস্থা স্টেডিয়াম, ধর্মশালা
আম্পায়ার: আলীম দার (পাকিস্তান) এবং রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডোনাল্ড তিরিপানো (জিম্বাবুয়ে)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

৩ মার্চ ২০১৬
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
হংকং 
১২০/৭ (২০ ওভার)
বনাম
 আয়ারল্যান্ড
১২২/০ (১২.২ ওভার)
  • হংকং টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

৪ মার্চ ২০১৬
১৫:০০
স্কোরকার্ড
আফগানিস্তান 
১৫২/৯ (২০ ওভার)
বনাম
 নেদারল্যান্ডস
১৩৬/৪ (২০ ওভার)
টম কুপার ৫০* (৩৭)
রশীদ খান ১/৭ (৩ ওভার)
  • আফগানিস্তান টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

৪ মার্চ ২০১৬
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ওমান 
১৬১/৬ (২০ ওভার)
বনাম
 স্কটল্যান্ড
১৪৭/৭ (২০ ওভার)
জিশান মাকসুদ ৫৮ (৪২)
মার্ক ওয়াট ৩/২২ (৪ ওভার)
জর্জ মানসে ৪৮* (৩০)
অজয় লালচেতা ৩/২৬ (৪ ওভার)
  • স্কটল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

৫ মার্চ ২০১৬
১৫:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড 
১৫৫/৮ (২০ ওভার)
বনাম
 জিম্বাবুয়ে
১৬০/৪ (১৭.৫ ওভার)
  • জিম্বাবুয়ে টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

৫ মার্চ ২০১৬
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বনাম
 হংকং
১০৯/৯ (২০ ওভার)
অঙ্কুশ বেইন্স ৩১ (১৪)
নাদিম আহমেদ ৩/১৫ (৩.৫ ওভার)
  • হংকং টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।

৬ মার্চ ২০১৬
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নেদারল্যান্ডস 
১৩৩/৩ (১৫.১ ওভার)
বনাম
  • স্কটল্যান্ড টসে জয়ী হয় এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়।
  • নেদারল্যান্ডসের ইনিংস চলাকালে ১৬তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়।

৬ মার্চ ২০১৬
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
বনাম
  • টস হয়নি
  • বৃষ্টির কারণে খেলা বাতিল হয়

১০ মার্চ ২০১৬
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
২২৬/৪ (২০ ওভার)
বনাম
 শ্রীলঙ্কা
১৫২/৭ (২০ ওভার)
কলিন মানরো ৬৭ (৩৪)
দাসুন শানাকা ২/৪৮ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৭৪ রানে বিজয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) এবং বিনীত কুলকার্নি (ভারত)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

১০ মার্চ ২০১৬
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
ভারত 
১৮৫/৫ (২০ ওভার)
বনাম
 ওয়েস্ট ইন্ডিজ
১৪০ (১৯.২ ওভার)
রোহিত শর্মা ৯৮* (৫৭)
জেরোমি টেলর ২/২৬ (৪ ওভার)
ক্রিস গেইল ২০ (১১)
পবন নেগি ২/১৫ (৪ ওভার)
ভারত ৪৫ রানে বিজয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) এবং পল রেইফেল (অস্ট্রেলিয়া)
  • ভারত টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

১২ মার্চ ২০১৬
১৫:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড 
১৬৯/৮ (২০ ওভার)
বনাম
 ইংল্যান্ড
১৭০/৪ (১৯.২ ওভার)
কেন উইলিয়ামসন ৬৩ (৩৯)
আদিল রশিদ ৩/১৫ (৪ ওভার)
জেসন রয় ৫৫ (৩৬)
মিচেল স্যান্টনার ২/২৪ (৪ ওভার)
ইংল্যান্ড ৬ উইকেটে বিজয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) এবং রুচিরা পল্লিয়াগুরুগে (শ্রীলঙ্কা)
  • নিউজিল্যান্ড টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

১২ মার্চ ২০১৬
১৫:০০
স্কোরকার্ড
বনাম

১২ মার্চ ২০১৬
১৯:৩০ (দিন/রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা 
১৯৬/৮ (২০ ওভার)
বনাম
 ভারত
১৯২/৩ (২০ ওভার)
শিখর ধাওয়ান ৭৩ (৫৩)
ইমরান তাহির ১/২৫ (৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪ রানে বিজয়ী
ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) এবং মাইকেল গফ (ইংল্যান্ড)

১৩ মার্চ ২০১৬
১৫:০০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া 
১৬১/৯ (২০ ওভার)
বনাম
 ওয়েস্ট ইন্ডিজ
১৬২/৭ (১৯.৫ ওভার)
ড্যারেন স্যামি ৫০ (২৮)
জোশ হজলউড ৩/১৩ (৪ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে বিজয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: রিচার্ড কেটেলবরা (ইংল্যান্ড) এবং ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

১৪ মার্চ ২০১৬
১৫:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড 
১৭৭/৮ (২০ ওভার)
বনাম
জো রুট ৪৮ (৩৪)
ডেভিড উইলি ৩/৩৫ (৪ ওভার)
জয় বিস্তা ৫১ (৩৭)
রিস টপলি ২/২৬ (৪ ওভার)

১৪ মার্চ ২০১৬
১৫:০০
স্কোরকার্ড
পাকিস্তান 
১৫৭/৫ (২০ ওভার)
বনাম
 শ্রীলঙ্কা
১৪২/৯ (২০ ওভার)
পাকিস্তান ১৫ রানে জয়ী
ইডেন গার্ডেন্স, কলকাতা
আম্পায়ার: ব্রুস অক্সেনফোর্ড (অস্ট্রেলিয়া) এবং পল রেইফেল (অস্ট্রেলিয়া)
  • পাকিস্তান টসে জয়ী হয় এবং ব্যাট করার সিদ্ধান্ত নেয়।

১৫ মার্চ ২০১৬
১৫:০০
স্কোরকার্ড
বনাম
 দক্ষিণ আফ্রিকা
১৯০/২ (১৭ ওভার)
অখিল হারওয়াদকার ৬১ (৪৫)
রাইলি রুশো ১/১৩ (১ ওভার)
ফাফ দু প্লেসিস ৬৫ (৪৬)
শার্দুল ঠাকুর ১/১৯ (২ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বই
আম্পায়ার: অনিল দাণ্ডেকর (ভারত) ও বিনীত কুলকার্নি (ভারত)
  • দক্ষিণ আফ্রিকা টসে জয়ী হয়ে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. ICC World Twenty20 warm-up matches at Cricbuzz ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৮ জানুয়ারি ২০১৬ তারিখে (ইংরেজি ভাষায়)।
  2. "David Willey takes hat-trick against England in World Twenty20 warm-up"বিবিসি স্পোর্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০১৬