১৯৯৭ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৯৭ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা।
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
এপ্রিল | ১৮ | প্রেম পিয়াসী | রেজা হাসমত | সালমান শাহ, শাবনূর, আনোয়ারা, রাজিব, তুষার খান, মিশা সওদাগর | রোমান্স | [১] | |
মে | ১৬ | কুলি | মনতাজুর রহমান আকবর | ওমর সানি, পপি, আমিন খান, মিজু আহমেদ, হুমায়ুন ফরীদি, ডলি জহুর | অ্যাকশন | ব্লকব্লাস্টার হিট, সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র | [২] |
জুলাই | ৪ | স্বপ্নের নায়ক | নাসির খান | সালমান খান, শাবনূর, আমিন খান, এটিএম শামসুজ্জামান, নাসির খান | রোমান্স | [৩][৪] | |
১৮ | শুধু তুমি | কাজী মোরশেদ | সালমান শাহ, শামা, দিলদার, ডলি জহুর, হুমায়ুন ফরীদি | রোমান্স | [৫] | ||
আগস্ট | ১ | আনন্দ অশ্রু | শিবলি সাদিক | সালমান শাহ, শাবনূর, কাঞ্চি, হুমায়ুন আহমেদ, ডলি জহুর | সামাজিক, রোমান্স | [৬][৭] | |
২২ | দুখাই | মোরশেদুল ইসলাম | রাইসুল ইসলাম আসাদ, রোকেয়া প্রাচী, আবুল খায়ের, চাঁদনী | সামাজিক | শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৯টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [৮] | |
সেপ্টেম্বর | ৫ | বুকের ভেতর আগুন | ছটকু আহমেদ | সালমান শাহ, শাবনূর, ফেরদৌস আহমেদ, রাজিব, রাইসুল ইসলাম আসাদ, সৈয়দ হাসান ইমাম | রোমান্স, অ্যাকশন | [৯] | |
নভেম্বর | ২১ | হাঙর নদী গ্রেনেড | চাষী নজরুল ইসলাম | সুচরিতা, সোহেল রানা, ইমরান, অরুণা বিশ্বাস, অন্তরা, রাজিব | যুদ্ধ, ইতিহাস | সেলিনা হোসেন রচিত হাঙর নদী গ্রেনেড উপন্যাস অবলম্বনে নির্মিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
[১০] |
ডিসেম্বর | ১২ | এখনো অনেক রাত | খান আতাউর রহমান | ফারুক, সুচরিতা, আলী রাজ, বুলবুল আহমেদ, শর্মিলী আহমেদ, খান আসিফ আগুন | যুদ্ধ, ইতিহাস | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র | [১১][১২] |
বাবা কেন চাকর | রাজ্জাক | রাজ্জাক, ডলি জহুর, বাপ্পারাজ, শিল্পী, মিঠুন, কাজল | সামাজিক | [১৩] | |||
প্রাণের চেয়ে প্রিয় | মহম্মদ হাননান | রিয়াজ, রাভিনা, ববিতা, বুলবুল আহমেদ, রাজিব | সামাজিক, রোমান্স | [১৪] | |||
এ জীবন তোমার আমার | জাকির হোসেন রাজু | রিয়াজ, পূর্ণিমা, ববিতা, মিঠুন | সামাজিক, রোমান্স | [১৫] | |||
অন্ধ ভালোবাসা | মনতাজুর রহমান আকবর | ইলিয়াস কাঞ্চন | সামাজিক, রোমান্স | [১৬] | |||
আমার মা | মনতাজুর রহমান আকবর | আমিন খান, ডলি জহুর | সামাজিক, রোমান্স | [১৭] | |||
জীবন ও অভিনয় | প্রামাণ্যচিত্র | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [১৮] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "প্রেম পিয়াসী (১৯৯৭)"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "কুলি - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "A forgotten supernova"। দ্য ডেইলি স্টার। ৬ সেপ্টেম্বর ২০১৩। ৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "স্বপ্নের নায়ক (১৯৯৭)"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "শুধু তুমি (১৯৯৭)"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "Salman Shah's 16 death anniversary"। দ্য ডেইলি স্টার। ৭ সেপ্টেম্বর ২০১২। ৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "আনন্দ অশ্রু (১৯৯৭)"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "দুখাই (১৯৯৭)"। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "বুকের ভেতর আগুন (১৯৯৭)"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "From page to screen - The possibility of Mrinal Sen adapting a Selina Hossain story"। দ্য ডেইলি স্টার। ৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "Remembering Khan Ataur Rahman - Iconic filmmaker and musician"। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "Looking back - Khan Ataur Rahman: The eternal bohemian"। দ্য ডেইলি স্টার। ৬ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "বাবা কেন চাকর (১৯৯৭)"। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "প্রাণের চেয়ে প্রিয় (১৯৯৭)"। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "এ জীবন তোমার আমার (১৯৯৭)"। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "অন্ধ ভালোবাসা (১৯৯৭)"। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ "আমার মা (১৯৯৭)"। ইন্টারনেট মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৬।