স্লোভাকিয়া জাতীয় ফুটবল দল

স্লোভাকিয়া জাতীয় ফুটবল দল (স্লোভাক: Slovenské národné futbalové mužstvo) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে স্লোভাকিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম স্লোভাকিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা স্লোভাক ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৯৪ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৯৩ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৩৯ সালের ২৭শে আগস্ট তারিখে, স্লোভাকিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; স্লোভাকিয়ার ব্রাতিস্লাভে অনুষ্ঠিত উক্ত ম্যাচে স্লোভাকিয়া জার্মানিকে ২–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

স্লোভাকিয়া
দলের লোগো
ডাকনামসকোলি (ফ্যালকন)[]
রেপ্রে (প্রতিনিধি)[]
অ্যাসোসিয়েশনস্লোভাক ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনউয়েফা (ইউরোপ)
প্রধান কোচস্তেফান তারকোভিচ
অধিনায়কমারেগ হামশিক
সর্বাধিক ম্যাচমারেগ হামশিক (১২৬)
শীর্ষ গোলদাতামারেগ হামশিক (২৬)
মাঠআন্তোন মালাতিনস্কি স্টেডিয়াম
ফিফা কোডSVK
ওয়েবসাইটwww.futbalsfz.sk
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ৪৫ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[]
সর্বোচ্চ১৪ (আগস্ট ২০১৫)
সর্বনিম্ন১৫০ (ডিসেম্বর ১৯৯৩)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ৪৯ বৃদ্ধি ১৭ (১২ জানুয়ারি ২০২৪)[]
সর্বোচ্চ১৪ (আগস্ট ১৯৩৯)
সর্বনিম্ন৬৭ (অক্টোবর ২০১১)
প্রথম আন্তর্জাতিক খেলা
 স্লোভাকিয়া ২–০ জার্মানি 
(ব্রাতিস্লাভ, স্লোভাকিয়া; ২৭ আগস্ট ১৯৩৯)
বৃহত্তম জয়
 স্লোভাকিয়া ৭–০ লিশটেনস্টাইন 
(ব্রাতিস্লাভ, স্লোভাকিয়া; ৮ সেপ্টেম্বর ২০০৪)
 স্লোভাকিয়া ৭–০ সান মারিনো 
(দুবনিকা ভাহোম, স্লোভাকিয়া; ১৩ অক্টোবর ২০০৭)
 স্লোভাকিয়া ৭–০ সান মারিনো 
(ব্রাতিস্লাভ, স্লোভাকিয়া; ৬ জুন ২০০৯)
বৃহত্তম পরাজয়
 আর্জেন্টিনা ৬–০ স্লোভাকিয়া 
(মেন্দোসা, আর্জেন্টিনা; ২২ জুন ১৯৯৫)
 সুইডেন ৬–০ স্লোভাকিয়া 
(আবুধাবি, আরব আমিরাত; ১২ জানুয়ারি ২০১৭)
বিশ্বকাপ
অংশগ্রহণ১ (২০১০-এ প্রথম)
সেরা সাফল্য১৬ দলের পর্ব (২০১০)
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ১ (২০১৬-এ প্রথম)
সেরা সাফল্য১৬ দলের পর্ব (২০১৬)

১৯,২০০ ধারণক্ষমতাবিশিষ্ট আন্তোন মালাতিনস্কি স্টেডিয়ামে সকোলি নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন স্তেফান তারকোভিচ এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন দালিয়ানের মধ্যমাঠের খেলোয়াড় মারেগ হামশিক

স্লোভাকিয়া এপর্যন্ত মাত্র ১ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ২০১০ ফিফা বিশ্বকাপের ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা নেদারল্যান্ডসের কাছে ২–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে স্লোভাকিয়া এপর্যন্ত কেবলমাত্র ১ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০১৬-এর ১৬ দলের পর্বে পৌঁছানো, যেখানে তারা জার্মানির কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

মারেগ হামশিক, মিরোস্লাভ কারহান, মার্তিন স্ক্রচেল, সিলার্দ নেমেথ এবং রবের্ত ভিতেকের মতো খেলোয়াড়গণ স্লোভাকিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

ইতিহাস

সম্পাদনা

স্লোভাক প্রজাতন্ত্রের (১৯৩৯-১৯৪৫) প্রথম আনুষ্ঠানিক খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৩৯ সালের ২৭শে আগস্ট তারিখে জার্মানির বিপক্ষে। স্লোভাকিয়া ঐ খেলায় ২–০ গোলে জয়লাভ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দলটি চেকোস্লোভাকিয়া জাতীয় ফুটবল দলের অধীনে একীকৃত হয়। এরপর পরবর্তী ৫০ বছরে স্লোভাকিয়া একক দেশ হিসেবে কোনো ফুটবল খেলায় অংশ নেয়নি। উক্ত সময়ে বেশ কয়েকজন বিখ্যাত ফুটবল খেলোয়াড় চেকোস্লোভাক দলে খেলতেন। এর মধ্যে ১৯৭৬ সালে ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী চেকোস্লোভাকিয়া দলের বেশিরভাগ খেলোয়াড়ই ছিলেন স্লোভাক।

১৯৯৪ সালের ২রা ফেব্রুয়ারি তারিখে স্লোভাকিয়া প্রথম বারের মতো একক দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফুটবল খেলায় অংশ নেয়। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে তারা সেই খেলায় ১–০ গোলে জয়লাভ করে। স্লোভাকিয়ার মাটিতে তাদের প্রথম খেলায় তারা ক্রোয়েশিয়ার কাছে ৪–১ গোলে পরাজিত হয়। খেলাটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৪ সালের ২০শে এপ্রিল তারিখে স্লোভাকিয়া রাজধানী ব্রাতিস্লাভায়

র‌্যাঙ্কিং

সম্পাদনা

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ২০১৫ সালের আগস্ট মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে স্লোভাকিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (১৪তম) অর্জন করে এবং ১৯৯৩ সালের ডিসেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৫০তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে স্লোভাকিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১৪তম (যা তারা ১৯৩৯ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৬৭। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৪৩     রোমানিয়া ১৪৭২.৭৩
৪৪     নরওয়ে ১৪৭২.৩৬
৪৫     স্লোভাকিয়া ১৪৬৫.৭৩
৪৬     ক্যামেরুন ১৪৬৩.০৬
৪৭     গ্রিস ১৪৫৩.৯৫
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
৪৭     মিশর ১৬৮৮
৪৮   ১১   রোমানিয়া ১৬৭৪
৪৯   ১৭   স্লোভাকিয়া ১৬৬২
৫০     কোত দিভোয়ার ১৬৪৭
৫১   ১৬   উজবেকিস্তান ১৬৪৫

প্রতিযোগিতামূলক তথ্য

সম্পাদনা

ফিফা বিশ্বকাপ

সম্পাদনা
ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ১৯৩০ চেকোস্লোভাকিয়ার অংশ ছিল চেকোস্লোভাকিয়ার অংশ ছিল
  ১৯৩৪
  ১৯৩৮
  ১৯৫০
  ১৯৫৪
  ১৯৫৮
  ১৯৬২
  ১৯৬৬
  ১৯৭০
  ১৯৭৪
  ১৯৭৮
  ১৯৮২
  ১৯৮৬
  ১৯৯০
  ১৯৯৪
  ১৯৯৮ উত্তীর্ণ হয়নি ১০ ১৮ ১৪
    ২০০২ ১০ ১৬
  ২০০৬ ১৪ ২৬ ১৪
  ২০১০ ১৬ দলের পর্ব ১৬তম ১০ ২২ ১০
  ২০১৪ উত্তীর্ণ হয়নি ১০ ১১ ১০
  ২০১৮ ১০ ১৭
  ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট ১৬ দলের পর্ব ১/৬ ৬৪ ৩২ ১৪ ১৮ ১১০ ৬৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "SLOVENSKÍ SOKOLI"futbalsfz.sk। ৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬ 
  2. "Prezývka slovenských reprezentantov? Suchá"aktualne.sk। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১০ 
  3. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  4. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  5. "Kirin Cup 2000"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯ 
  6. "Kirin Cup 2002"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯ 
  7. "Kirin Cup 2004"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯ 
  8. "Shanghai - International Tournaments"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯ 
  9. "Chile - Ciudad de Valparaíso Tournament 2000"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯ 
  10. "Cyprus International Tournament 1998"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯ 
  11. "Cyprus International Tournament 2003"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯ 
  12. "Friendly Tournaments (UAE) 1994-2004"www.rsssf.com। সংগ্রহের তারিখ ২০১৭-১১-১৯ 
  13. "Belgium and Turkey claim awards, Hungary return"fifa.com। ৩ ডিসেম্বর ২০১৫। ২১ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ

সম্পাদনা