রোমানিয়া জাতীয় ফুটবল দল
রোমানিয়া জাতীয় ফুটবল দল (রোমানীয়: Echipa națională de fotbal a României, ইংরেজি: Romania national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে রোমানিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম রোমানিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা রোমানীয় ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯২৩ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৫৫ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯২২ সালের ৮ই জুন তারিখে, রোমানিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তৎকালীন যুগোস্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত উক্ত ম্যাচে রোমানিয়া যুগোস্লাভিয়াকে ২–১ গোলের ব্যবধানে পরাজিত করেছে।
![]() | |||
ডাকনাম | ত্রিকলরি (ত্রিরং) | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | রোমানীয় ফুটবল ফেডারেশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | মিরেল রাদোই | ||
অধিনায়ক | ভ্লাদ কিরিকেশ | ||
সর্বাধিক ম্যাচ | দোরিনেল মুন্তেয়ানো (১৩৪) | ||
শীর্ষ গোলদাতা | গেওর্গে হাজি আদ্রিয়ান মুতু (৩৫) | ||
মাঠ | বিভিন্ন | ||
ফিফা কোড | ROU | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৪৮ ![]() | ||
সর্বোচ্চ | ৩ (সেপ্টেম্বর ১৯৯৭) | ||
সর্বনিম্ন | ৫৭ (ফেব্রুয়ারি ২০১১, সেপ্টেম্বর ২০১২) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ৫২ ![]() | ||
সর্বোচ্চ | ৫ (জুন ১৯৯০) | ||
সর্বনিম্ন | ৪৯ (১০ জুন ২০১৭[৩]) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (বেলগ্রেড, যুগোস্লাভিয়া; ৮ জুন ১৯২২) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (বুখারেস্ট, রোমানিয়া; ১৪ অক্টোবর ১৯৭৩) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (বুদাপেস্ট, হাঙ্গেরি; ৬ জুন ১৯৪৮) | |||
বিশ্বকাপ | |||
অংশগ্রহণ | ৭ (১৯৩০-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (১৯৯৪) | ||
উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ | |||
অংশগ্রহণ | ৫ (১৯৮৪-এ প্রথম) | ||
সেরা সাফল্য | কোয়ার্টার-ফাইনাল (২০০০) |
ত্রিকলরি নামে পরিচিত এই দলটি বেশ কয়েকটি স্টেডিয়ামে তাদের হোম ম্যাচগুলো আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় রোমানিয়ার রাজধানী বুখারেস্টে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মিরেল রাদোই এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন সাসসুওলোর রক্ষণভাগের খেলোয়াড় ভ্লাদ কিরিকেশ।
রোমানিয়া এপর্যন্ত ৭ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৯৪ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা সুইডেনের এর সাথে ২–২ গোলে ড্র করার পর পেনাল্টিতে ৫–৪ গোলে পরাজিত হয়েছে। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে রোমানিয়া এপর্যন্ত ৫ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে উয়েফা ইউরো ২০০০-এ কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ইতালির কাছে ২–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
দোরিনেল মুন্তেয়ানো, গেওর্গে হাজি, গেওর্গে পোপেস্কু, আদ্রিয়ান মুতু এবং চিপ্রিয়ান মারিকার মতো খেলোয়াড়গণ রোমানিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিং সম্পাদনা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ১৯৯৭ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে রোমানিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৩য়) অর্জন করে এবং ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ৫৭তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে রোমানিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৫ম (যা তারা ১৯৯০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ৪৯। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৪৬ | ৪ | কোস্টা রিকা | ১৪৫৩.৫৬ |
৪৭ | ১ | স্লোভাকিয়া | ১৪৪৭.০৫ |
৪৮ | ১ | রোমানিয়া | ১৪৪৩.৯৮ |
৪৯ | ১ | প্যারাগুয়ে | ১৪৪২.৬৪ |
৫০ | ১ | গ্রিস | ১৪৪১.০৬ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
৫০ | ১০ | উত্তর মেসিডোনিয়া | ১৬৬৩ |
৫১ | ৪ | কাতার | ১৬৬২ |
৫২ | ৭ | রোমানিয়া | ১৬৫৫ |
৫৩ | ১২ | নাইজেরিয়া | ১৬৪৬ |
৫৪ | ৯ | বলিভিয়া | ১৬৩৪ |
৫৪ | ১০ | সৌদি আরব | ১৬৩৪ |
প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা
ফিফা বিশ্বকাপ সম্পাদনা
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | গ্রুপ পর্ব | ৮ম | ২ | ১ | ০ | ১ | ৩ | ৫ | আমন্ত্রণের মাধ্যমে উত্তীর্ণ | ||||||
১৯৩৪ | ১৬ দলের পর্ব | ১২তম | ১ | ০ | ০ | ১ | ১ | ২ | ২ | ১ | ১ | ০ | ৪ | ৩ | |
১৯৩৮ | ১৬ দলের পর্ব | ৯ম | ২ | ০ | ১ | ১ | ৪ | ৫ | মিশরের প্রত্যাহার | ||||||
১৯৫০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৫৪ | উত্তীর্ণ হয়নি | ৪ | ২ | ০ | ২ | ৫ | ৫ | ||||||||
১৯৫৮ | ৪ | ২ | ১ | ১ | ৬ | ৪ | |||||||||
১৯৬২ | প্রত্যাহার | ||||||||||||||
১৯৬৬ | ৬ | ৩ | ০ | ৩ | ৯ | ৭ | |||||||||
১৯৭০ | গ্রুপ পর্ব | ১১তম | ৩ | ১ | ০ | ২ | ৪ | ৫ | ৬ | ৩ | ২ | ১ | ৭ | ৬ | |
১৯৭৪ | উত্তীর্ণ হয়নি | ৬ | ৪ | ১ | ১ | ১৭ | ৪ | ||||||||
১৯৭৮ | ৪ | ২ | ০ | ২ | ৭ | ৮ | |||||||||
১৯৮২ | ৮ | ২ | ৪ | ২ | ৫ | ৫ | |||||||||
১৯৮৬ | ৮ | ৩ | ৩ | ২ | ১২ | ৭ | |||||||||
১৯৯০ | ১৬ দলের পর্ব | ১২তম | ৪ | ১ | ২ | ১ | ৪ | ৩ | ৬ | ৪ | ১ | ১ | ১০ | ৫ | |
১৯৯৪ | কোয়ার্টার-ফাইনাল | ৬ষ্ঠ | ৫ | ৩ | ১ | ১ | ১০ | ৯ | ১০ | ৭ | ১ | ২ | ২৯ | ১২ | |
১৯৯৮ | ১৬ দলের পর্ব | ১১তম | ৪ | ২ | ১ | ১ | ৪ | ৩ | ১০ | ৯ | ১ | ০ | ৩৭ | ৪ | |
২০০২ | উত্তীর্ণ হয়নি | ১০ | ৫ | ২ | ৩ | ১২ | ১০ | ||||||||
২০০৬ | ১২ | ৮ | ১ | ৩ | ২০ | ১০ | |||||||||
২০১০ | ১০ | ৩ | ৩ | ৪ | ১২ | ১৮ | |||||||||
২০১৪ | ১২ | ৬ | ২ | ৪ | ২১ | ১৬ | |||||||||
২০১৮ | ১০ | ৩ | ৪ | ৩ | ১২ | ১০ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | কোয়ার্টার-ফাইনাল | ৭/২১ | ২১ | ৮ | ৫ | ৮ | ৩০ | ৩২ | ১২৮ | ৬৭ | ২৭ | ৩৪ | ২২৫ | ১৩৪ |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "World Football Elo Ratings: Romania"। eloratings.net। ১০ জুন ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৭।
বহিঃসংযোগ সম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (রোমানীয়)
- ফিফা-এ রোমানিয়া জাতীয় ফুটবল দল[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] (ইংরেজি)
- উয়েফা-এ রোমানিয়া জাতীয় ফুটবল দল (ইংরেজি)