নভোচারী
নভোচারী বা মহাশূণ্যচারী (মহাকাশচারী) (বাংলা উচ্চারণ: [নভোচারী] (শুনুন)) সেই ব্যক্তিকে বলা হয় যিনি মহাশূন্যে ভ্রমণ করেন। একজন নভোচারীকে নভোযানের বিমানচালক বা একটি কর্মী সদস্য হিসাবে পরিবেশন করতে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
শব্দতত্ত্বসম্পাদনা
বাংলায়সম্পাদনা
নভোচারী শব্দটি নভো এবং চারী দিয়ে সূত্র। এছাড়া বাংলায় আরো শব্দ রয়েছে নভোচারীদের জন্য। যেমন যদি মহাকাশ বলা হয় তাহলে "মহাকাশচারী" বা যদি মহাশূন্য বলা হয় তাহলে "মহাশূণ্যচারী"।
রুশসম্পাদনা
একজন সোভিয়েত বা রুশ নভোচারীকে "কস্মনাউত (কসমোনট)" (রুশ: космонавт) বলা হয়। আক্ষরিক অর্থে космо হচ্ছে মহাবিশ্ব, আর навт হচ্ছে নাবিক। বিশ্বের প্রথম কস্মনাউত ছিলেন ইউরি গ্যাগারিন ও প্রথম মহিলা কস্মনাউত ছিলেন ভ্যালেন্তিনা তেরেসকোভা।
ইংরেজিসম্পাদনা
একজন মার্কিন নভোচারী বা যেকোনো ইংরেজিভাষী দেশের নভোচারীকে "আস্ট্রোনট (অ্যাস্ট্রোনট)" (ইংরেজি: astronaut) বলা হয়। আক্ষরিক অর্থে astro হচ্ছে তারা, আর naut হচ্ছে নাবিক