জেফ বেজোস

সেরা উদ্যোক্তা ও বিনিয়োগকারী

জেফরি প্রেস্টন জেফ বেজোস একজন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী। তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা যিনি ই-কমার্সের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে আমাজন.কম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর বৃহত্তম খুচরা বিক্রেতায় পরিণত হয়। ২০১৩ সালে তিনি দ্য ওয়াশিংটন পোস্ট ক্রয় করেন।

জেফ বেজোস
Jeff Bezos at Amazon Spheres Grand Opening in Seattle - 2018 (39074799225) (cropped).jpg
Bezos at the ENCORE awards in 2010
জন্ম
জেফরি প্রেস্টন জর্গেনসেন

(1964-01-12) জানুয়ারি ১২, ১৯৬৪ (বয়স ৫৯)
নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনপ্রিন্সটন বিশ্ববিদ্যালয় (ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং)
পেশাআমাজন.কম এর চেয়ারম্যান এবং সিইও
দাম্পত্য সঙ্গীম্যাকেঞ্জি বেজোস (বি. ১৯৯৩)[১]
সন্তান

জীবনীসম্পাদনা

বেজোস ১৯৬৪ সালের [৩] ১২ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান এ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। [৪]

২০১৯ সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতি তালিকায় প্রথম তিনি । ১৩১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক জেফের পরিবার। [৫]

বৈভব ও প্রতিপত্তিসম্পাদনা

২০১৯ সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতি তালিকায় ১ম তিনি । ১৩১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক বেজোস পরিবার। [৫]

তথ্যসূত্রসম্পাদনা