ঐচ্ছিক পেশী
ঐচ্ছিক পেশী বা কঙ্কাল পেশী (ইংরেজি: Skeletal striated muscle) যে পেশী অনুপ্রস্থে রেখাযুক্ত ও ব্যক্তির ইছামত নিয়ন্ত্রিত হয়,এবং যা দেহের কঙ্কালের উপর থাকে তাকে ঐচ্ছিক পেশী বা কঙ্কাল পেশী বা সরেখ পেশী বলে।[১]
ঐচ্ছিক পেশী | |
---|---|
![]() ঐচ্ছিক পেশী | |
বিস্তারিত | |
শনাক্তকারী | |
লাতিন | textus muscularis striatus skeletalis |
মে-এসএইচ | D018482 |
টিএইচ | H2.00.05.2.00002 |
শারীরস্থান পরিভাষা |
রোগশঙ্কামূলক গুরুত্বসম্পাদনা
পেশী রোগসম্পাদনা
হাইপারট্রফিসম্পাদনা
ক্ষয়িষ্ণুতা (অ্যাট্রোফি)সম্পাদনা
প্রতিদিন এক থেকে দুই শতাংশের মধ্যে পেশী ভেঙে পুনর্নির্মাণ হয়। নিষ্ক্রিয়তা, অপুষ্টি, রোগ এবং জরাগ্রস্ততাজনিত ভাঙ্গন পেশী সংশ্লেষ বা সারকোপেনিয়ার দিকে ঝুঁকি বাড়িয়ে তোলে । [২]
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ [উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান বই (বর্দ্ধন,সেন,ভক্ত রচিত) ক্যালকাটা বুক হাউস কর্তৃক প্রকাশিত।]
- ↑ "স্পাইনাল মাসকপলার অ্যাট্রোফি"।