সৌরজগৎ

সূর্য ও এর সাথে মহাকর্ষীয়ভাবে আবদ্ধ সকল জ্যোতির্বৈজ্ঞানিক বস্তু

সৌরজগৎ হল সূর্য ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে[] সূর্য-প্রদক্ষিণকারী তথা পরস্পরের প্রতি অভিকর্ষজ টানে আবদ্ধ মহাজাগতিক বস্তুগুলিকে নিয়ে গড়া একটি ব্যবস্থাআকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থল থেকে ২৬,০০০ আলোকবর্ষ দূরে কালপুরুষ বাহুতে এই গ্রহ ব্যবস্থাটি অবস্থিত। সৌরজগতে প্রত্যক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে আটটি গ্রহই বৃহত্তম।[] অন্য ক্ষুদ্রতর বস্তুগুলির মধ্যে রয়েছে বামন গ্রহসৌরজগতের ক্ষুদ্র বস্তুসমূহ। পরোক্ষভাবে সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলির মধ্যে দু’টি প্রাকৃতিক উপগ্রহ ক্ষুদ্রতম গ্রহ বুধের থেকেও আকারে বড়ো।[]

সৌরজগৎ
A representative image of the Solar System with sizes, but not distances, to scale
সূর্যগ্রহসমূহ
(দূরত্ব স্কেল অনুযায়ী নয়)
বয়স৪৫৬.৮ কোটি বছর
অবস্থান
ব্যবস্থার ভর১.০০১৪ সৌর ভর
নিকটবর্তী তারা
নিকটবর্তী জ্ঞাত গ্রহ ব্যবস্থাপ্রক্সিমা সেন্টরাই জগৎ  (৪.২৫ আলোকবর্ষ)
গ্রহ ব্যবস্থা
Semi-major axis of outer known planet (নেপচুন)৩০.১০ জ্যো. এ.  (৪৫০.৩ কোটি কিলোমিটার)
কাইপার বেষ্টনী থেকে দূরত্ব৫০ জ্যো. এ.
মহাজাগতিক বস্তুসমূহের পরিসংখ্যান
তারা  (সূর্য)
জ্ঞাত গ্রহ
জ্ঞাত বামন গ্রহ
তিনটি সর্বজনীনভাবে স্বীকৃতআইএইউ কর্তৃক নামকরণকৃত দু’টি প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে
জ্ঞাত প্রাকৃতিক উপগ্রহ
৫৭৫
জ্ঞাত গৌণ গ্রহ৭৯৬,৩৫৪  (২৭ অগস্ট, ২০১৯-এর হিসাব অনুযায়ী)[]
জ্ঞাত ধূমকেতু৪,১৪৩  (২৭ অগস্ট, ২০১৯-এর হিসাব অনুযায়ী)[]
চিহ্নিত গোলাকার উপগ্রহ১৯ (৫টি অথবা ৬টি সম্ভবত উদ্‌স্থিতি সাম্যাবস্থা সহ)
Orbit about Galactic Center
Invariable-to-galactic plane inclination৬০.১৯°  (ক্রান্তিবৃত্ত)
Distance to Galactic Center২৭,০০০ ± ১,০০০ আলোকবর্ষ
Orbital speed২২০ কিলোমিটার/সেকেন্ড
Orbital period২২৫–২৫০ মিলিয়ন বছর
নক্ষত্র-সংক্রান্ত তথ্য
Spectral typeজি২ভি
Frost line≈৫ জ্যো. এ.[]
Distance to heliopause≈১২০ জ্যো. এ.
Hill sphere radius≈১–৩ আলোকবর্ষ

৪৬০ কোটি বছর আগে একটি দৈত্যাকার আন্তঃনাক্ষত্রিক আণবিক মেঘের মহাকর্ষীয় পতনের ফলে সৌরজগতের উদ্ভব ঘটেছিল। সমগ্র সৌরজগতের ভরের অধিকাংশ অংশই রয়েছে সূর্যে এবং অবশিষ্ট ভরের অধিকাংশ ধারণ করে রয়েছে বৃহস্পতি। চারটি ক্ষুদ্রতর অভ্যন্তরীণ গ্রহ, অর্থাৎ বুধ, শুক্র, পৃথিবীমঙ্গল হল শিলাময় গ্রহ। এগুলি প্রধানত শিলা ও ধাতু দ্বারা গঠিত। চারটি বহিঃস্থ গ্রহ হল দানব গ্রহ। কারণ, বস্তুগত দিক থেকে এগুলি শিলাময় গ্রহগুলির তুলনায় অনেক কম ঘনত্বযুক্ত হলেও আয়তন অত্যধিক বেশি হওয়ায় অনেক বেশি ভরযুক্ত। এগুলির মধ্যে বৃহত্তম গ্রহ দু’টি হল বৃহস্পতি ও শনি। মূলত হাইড্রোজেনহিলিয়াম দ্বারা গঠিত বলে এগুলি গ্যাস দানব নামে পরিচিত। অপর দুই সর্ববহিঃস্থ গ্রহ ইউরেনাসনেপচুন তুষার দৈত্য নামে পরিচিত। কারণ এগুলির প্রধান উপাদান হল জল, অ্যামোনিয়ামিথেনের মতো উদ্বায়ী, যেগুলি হাইড্রোজেন ও মিথেনের তুলনায় আপেক্ষিকভাবে উচ্চ গলনাঙ্ক-যুক্ত। আটটি গ্রহই ক্রান্তিবৃত্ত নামে পরিচিত একটি প্রায় চ্যাপ্টা চাকতির ভিতর প্রায় বৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে।

অসংখ্য ক্ষুদ্রতর বস্তুও সৌরজগতের অন্তর্গত।[] মঙ্গল ও বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যবর্তী অঞ্চলে সঞ্চরণশীল গ্রহাণু বেষ্টনীর অন্তর্গত বস্তুগুলির উপাদান শিলাময় গ্রহগুলির মতোই শিলা ও ধাতু। নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত কাইপার বেষ্টনীবিক্ষিপ্ত চাকতি অঞ্চলে রয়েছে নেপচুন-উত্তর বস্তুগুলি। এই বস্তুগুলি মূলত বরফে গঠিত এবং এগুলিরও বাইরে সাম্প্রতিককালে আবিষ্কৃত হয়েছে সেডনয়েডের সমারোহ। এই সকল বস্তুর মধ্যে কয়েকটির আকার এতটাই বড়ো যে সেগুলির অভিকর্ষজ টান সেগুলিকে গোলকের আকার দানের পক্ষে যথেষ্ট। তবে এই জাতীয় সঠিক কতগুলি বস্তু ওই অঞ্চলে রয়েছে তা এখনও প্রমাণিত নয় বলে সেই বিষয়ে কিছু বিতর্ক রয়েছে।[][১০] এই ধরনের বস্তুগুলিকে বামন গ্রহের শ্রেণিভুক্ত করা হয়। চিহ্নিত অথবা স্বীকৃত বামন গ্রহগুলির অন্যতম হল সেরেস এবং নেপচুন-উত্তর বস্তু প্লুটোএরিস[] এই দুই অঞ্চল ছাড়াও অন্য বিভিন্ন ধরনের ক্ষুদ্রাকার বস্তু, যেমন ধূমকেতু, সেন্টোরআন্তঃগ্রহ ধূলি মেঘ সৌরজগতের বিভিন্ন অঞ্চলের মধ্যে মুক্তভাবে সঞ্চরণশীল। ছয়টি গ্রহ, ছয়টি বৃহত্তম সম্ভাব্য বামন গ্রহ এবং অনেক ক্ষুদ্রাকার বস্তুকে প্রদক্ষিণকারী প্রাকৃতিক উপগ্রহেরও অস্তিত্ব আছে।[] পৃথিবীর চাঁদের নামানুসারে এগুলিকে সাধারণভাবে "চাঁদ" বলে উল্লেখ করা হয়। প্রত্যেকটি বহিঃস্থ গ্রহকেই ঘিরে রয়েছে ধূলা ও অন্যান্য ক্ষুদ্র বস্তু দ্বারা গঠিত একটি করে গ্রহীয় বলয়

সূর্য থেকে বাইরের দিকে প্রবহমান বৈদ্যুতিক আধান-যুক্ত কণার একটি স্রোত সৌর বায়ু নামে পরিচিত। এটি সৌরগোলক নামে পরিচিত আন্তঃনাক্ষত্রিক মাধ্যমে একটি বুদবুদ-তুল্য অঞ্চল সৃষ্টি করেছে। সৌরবিরতি হল সেই বিন্দু যেখানে সৌর বায়ুর চাপ আন্তঃনাক্ষত্রিক মাধ্যমের বিপরীত চাপের সমান; এটি বিক্ষিপ্ত চাকতির সীমা পর্যন্ত বিস্তৃত। দীর্ঘকালীন ধূমকেতুগুলির উৎসস্থল হিসাবে বিবেচিত উর্ট মেঘ সম্ভবত সৌরবিরতির থেকে মোটামুটি এক হাজার গুণ দূরত্বে অবস্থিত। সূর্য থেকে ২ আলোকবর্ষ দূরের বস্তুও সূর্যকে প্রদক্ষিণ করে।[১১] এ দূরত্ব নিকটতম তারা প্রক্সিমা সেন্টোরির দূরত্বের অর্ধেক।

আবিষ্কার ও অভিযান

সম্পাদনা
 
কোপারনিকাসীয় মডেলের আন্দ্রেয়াস সেলারিয়াস অঙ্কিত অলংকরণ, হারমোনিয়া ম্যাক্রোকসমিকা (১৬৬০) থেকে

সভ্যতার ইতিহাসে অধিকাংশ সময় জুড়েই মানবজাতি সৌরজগৎ সম্পর্কে নানা ভ্রান্ত ধারণা পোষণ করে এসেছিল। পরবর্তী মধ্যযুগ (রেনেসাঁ পর্যায়) পর্যন্ত প্রচলিত বিশ্বাস ছিল যে, পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রস্থলে স্থির হয়ে রয়েছে এবং বিন্যাসগত দিক থেকে সেটির সঙ্গে আকাশে সঞ্চরণশীল দিব্য অথবা বায়বীয় বস্তুগুলির বিশেষ পার্থক্য রয়েছে। প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টারকাস সূর্যকেন্দ্রিক ব্রহ্মাণ্ড-বিন্যাসের কথা চিন্তা করলেও নিকোলাস কোপারনিকাসই প্রথম সূর্যকেন্দ্রিক গ্রহব্যবস্থার গাণিতিক প্রমাণ উপস্থাপন করেন।[১২][১৩]

সপ্তদশ শতাব্দীতে গ্যালিলিও গ্যালিলেই প্রথম সৌরকলঙ্কবৃহস্পতির চারটি প্রাকৃতিক উপগ্রহ আবিষ্কার করেন। [১৪] তাঁর পদাঙ্ক অনুসরণ করে ক্রিস্টিয়ান হিউজেনস আবিষ্কার করেন শনির উপগ্রহ টাইটানশনির বলয়ের বিশেষ আকৃতিটি।[১৫] ১৭০৫ সালে এডমন্ড হ্যালি উপলব্ধি করেন, একটি বিশেষ ধূমকেতুই প্রতি ৭৫-৭৬ বছর অন্তর ফিরে আসে। এইভাবেই প্রথম প্রমাণিত হয় যে, গ্রহ ছাড়া অন্য মহাজাগতিক বস্তুও সূর্যকে প্রদক্ষিণ করে চলেছে।[১৬] এই সময়েই সৌরজগৎ শব্দের ইংরেজি "সোলার সিস্টেম" ("Solar System") প্রতিশব্দটি প্রথম চালু হয়।[১৭] ১৮৩৮ সালে ফ্রেডরিখ বেসেল সফলভাবে একটি নাক্ষত্রিক লম্বন দৃষ্টিভ্রম পরিমাপ করেন। এই দৃষ্টিভ্রমটির কারণ সূর্য-প্রদক্ষিণকালে পৃথিবীর গতির মাধ্যমে সৃষ্ট একটি নক্ষত্রের আপাত স্থানান্তর। এই পরিমাপটি ছিল সূর্যকেন্দ্রিকতাবাদের প্রথম প্রত্যক্ষ পরীক্ষামূলক প্রমাণ।[১৮] বর্তমানে পর্যবেক্ষণমূলক জ্যোতির্বিজ্ঞানের উন্নতি এবং মনুষ্যবিহীন মহাকাশযানের ব্যবহারের ফলে সূর্য-প্রদক্ষিণকারী অন্যান্য জ্যোতিষ্কগুলিকে বিস্তারিতভাবে অনুসন্ধান করা সম্ভব হয়েছে।

সৌরজগতের সামগ্রিক চিত্র। সূর্য, গ্রহ, বামন গ্রহ ও প্রাকৃতিক উপগ্রহসমূহ সেগুলির আপেক্ষিক আকার অনুযায়ী ক্রমপরম্পরায় প্রদর্শিত, দূরত্ব অনুযায়ী নয়। নিচে পৃথকভাবে দূরত্বের পরিমাপ দেওয়া হয়েছে। প্রাকৃতিক উপগ্রহগুলি সংশ্লিষ্ট গ্রহের নিকট সেগুলির কক্ষপথের নৈকট্যের হিসাব অনুযায়ী প্রদর্শিত; শুধুমাত্র বৃহত্তম উপগ্রহগুলিই চিত্রিত হয়েছে।

গড়ন ও কাঠামো

সম্পাদনা
 
চাঁদের পিছন থেকে তোলা সূর্যরশ্মিতে দৃষ্ট ভূ-কক্ষের চিত্র। বাম থেকে ডানে: বুধ, মঙ্গল এবং শনি গ্রহ
 
স্কেল অনুসারে সৌর জাগতিক বস্তুসমূহের কক্ষপথের চিত্র (উপরের বাম থেকে ঘড়ির কাঁটার দিকে)

সৌর জগতের প্রধান উপাদান হচ্ছে সূর্য যা একটি প্রধান ধারার জি২ শ্রেণীর তারা। সৌর জগতের সমগ্র মোট ভরের শতকরা ৯৯.৮৬ ভাগের জন্য দায়ী হল সূর্য এবং এটিই জগতের সবকিছুকে নিয়ন্ত্রণ করে থাকে।[১৯] সূর্য বাদ দিলে সৌর জগতের বাকি যে ভর অবশিষ্ট থাকে তার শতকরা ৯০ ভাগের জন্য দায়ী হল বৃহস্পতি এবং শনি গ্রহ। এই গ্রহ দুটি সূর্যকে প্রদক্ষিণরত সর্ববৃহৎ বস্তু। বর্তমানে উওর্ট মেঘ সম্বন্ধে যা বলা হচ্ছে তা সত্যি প্রমাণিত হলে এটিও সৌর জগতের ভরের একটি অংশ গঠন করবে।[২০] সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অধিকাংশ বস্তুই ভূ-কক্ষের নিকটে অবস্থিত। ভূ-কক্ষ একটি সরু রেখাপথ যা পৃথিবীর কক্ষের সাথে সমান্তরালে অবস্থিত। গ্রহগুলো ভূ-কক্ষের খুব নিকটে অবস্থিত যদিও ধূমকেতু ও অন্যান্য কাইপার বেষ্টনী বস্তু সমূহ এর সাথে বেশ বড় কোণ করে অবস্থান করে।

সৌর জগতের ভিতর অবস্থিত গ্রহ এবং অন্যান্য অধিকাংশ বস্তু সূর্যের ঘূর্ণনের সাথে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণায়মান থাকে। এই দিকটি বোঝা যায় সূর্যের উত্তর মেরুর উপর অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে। তবে এর ব্যতিক্রমও রয়েছে, যেমন, হ্যালির ধূমকেতু। সূর্যের চারদিকে ঘূর্ণায়মান বস্তুসমূহ কেপলারের গ্রহীয় গতির সূত্র মেনে চলে। প্রতিটি বস্তু সূর্যকে উপবৃত্তের একটি ফোকাসে রেখে উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। বস্তুটি সূর্যের যত নিকটে আসে তার গতিও তত বৃদ্ধি পায়। গ্রহসমূহের কক্ষপথ প্রায় বৃত্তাকার যদিও কিছুটা উপবৃত্তের আকৃতি বজায় থাকে। কিন্তু গ্রহাণু এবং কাইপার বেষ্টনী বস্তুসমূহের কক্ষপথের আকৃতি সম্পূর্ণ উপবৃত্তাকার।

বৃহৎ দূরত্বের সাথে সঠিকভাবে খাপ খাওয়ানোর জন্য অনেকগুলো প্রস্তাবনায় বলা হয়েছে যে, কক্ষপথগুলো একটি আরেকটি থেকে সমদূরত্বে অবস্থিত। কিন্তু বর্তমান প্রমাণ অনুসারে বাস্তবতা বেশ ভিন্ন। একটি গ্রহ সূর্য থেকে যত দূরে অবস্থিত তার কক্ষপথ এর পূর্ববর্তী গ্রহের কক্ষপথ থেকে তত দূরে অবস্থিত। উদাহরণস্বরুপ: শুক্র এবং বুধ গ্রহের কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব ০.৩৩ এইউ; কিন্তু শনি এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব ৪.৩ এইউ। আবার নেপচুন এবং ইউরেনাসের কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব ১০.৫ এইউ। কক্ষীয় দূরত্বের মধ্যে এই পার্থক্যের উপর ভিত্তি করে তাদের মধ্যে একটি আন্তঃসম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে অনেকবার। যেমন, বোদের তত্ত্ব। কিন্তু এই তত্ত্বগুলো গ্রহণযোগ্যতা পায়নি।

 
সফট এক্স-রে টেলিস্কোপ (SXT) দ্বারা পর্যবেক্ষণকৃত সূর্য

সূর্য সৌরজগতের মাতৃতারা ও এর প্রধানতম উপাদান। সূর্যের ভর অনেক বেশি। এই ভরের কারণে অভ্যন্তরভাগে যে বিপুল ঘনত্বের সৃষ্টি হয় তা-ই নিউক্লীয় সংযোজন বিক্রিয়াকে চলমান রাখে। এই বিক্রিয়ার কারণে বিপুল শক্তি নির্গত হয় যে শক্তির অধিকাংশ বিভিন্ন তড়িচ্চুম্বকীয় বিকিরণ যেমন দৃশ্যমান বর্ণালী হিসেবে মহাকাশে নির্গত হয়।

তারার শ্রেণিবিন্যাস অনুসারে সূর্য মাঝারি ধরনের হলুদ বামন শ্রেণীতে পড়ে। কিন্তু সূর্যবে এভাবে খাটো করা এক দিক দিয়ে ঠিক হবে না। কারণ আমাদের ছায়াপথের অন্যান্য তারার তুলনায় সূর্য বেশ বড় এবং উজ্জ্বল। হের্টস্‌স্প্রুং-রাসেল চিত্র অনুসারে তারাসমূহের শ্রেণিবিন্যাস করা হয়। এটা প্রকৃতপক্ষে তারার পৃষ্ঠীয় তাপমাত্রার বিপরীতে উজ্জ্বলতাকে স্থাপন করে অঙ্কিত একটি লেখচিত্র। সাধারণত, তারার উত্তাপ যত বেশি হয় তার উজ্জ্বলতাও তত বেশি হয়। চিত্রের এই গড়নকে যে তারাগুলো অনুসরণ করে তারা প্রধান ধারায় আছে বলে ধরে নেয়া হয়। সূর্যের অবস্থান এর ঠিক মধ্যখানে। সূর্যের চেয়ে উজ্জ্বল এবং উত্তপ্ত তারা বেশ বিরল হলেও তার থেকে কম উজ্জ্বলতা এবং উত্তাপবিশিষ্ট তারার সংখ্যা অনেক।

প্রধান ধারার যেখানে সূর্য আছে তা থেকে বোঝা যায়, বর্তমানে সে তার জীবনকালের মুখ্য সময়ে আছে। অর্থাৎ সেখানে নিউক্লীয় সংযোজন বিক্রিয়ার জন্য প্রয়োজনীয় হাইড্রোজেনের ভাণ্ডার এখনও ফুরিয়ে যায়নি। সূর্যের উজ্জ্বলতা ক্রমান্বয়ে বাড়ছে। ইতিহাসের একেবারে প্রাথমিক সময়ে এর উজ্জ্বলতা বর্তমান থেকে শতকরা ৭৫ ভাগ বেশি ছিল।

সূর্যের হাইড্রোজেনহিলিয়ামের অনুপাত নির্ণয়ের মাধ্যমে জানা গেছে সে তার জীবনকালের মাঝামাঝি পর্যায়ে আছে। এক সময় সে প্রধান ধারা থেকে সরে যাবে, ক্রমান্বয়ে বড়, উজ্জ্বল, শীতল ও লাল হতে থাকবে। এভাবে ৫০০ কোটি বছরের মধ্যে লোহিত দানবে পরিণত হবে। সে সময় তার দীপন ক্ষমতা হবে বর্তমানের চেয়ে কয়েক হাজার গুণ বেশি।

সূর্য পপুলেশন ১ তারা হিসেবে চিহ্নিত হয়েছে। অর্থাৎ মহাবিশ্বের বিবর্তনের শেষ পর্যায়ে এটি গঠিত হয়েছে। এতে হাইড্রোজেন ও হিলিয়ামের চেয়ে ভারী মৌলের পরিমাণ অপেক্ষাকৃত প্রবীণ পপুলেশন ২ তারার তুলনায় বেশি। হাইড্রোজেন ও হিলিয়ামের চেয়ে ভারী মৌলগুলো প্রাচীন ও বিস্ফোরিত তারার কেন্দ্রে প্রথমবারের মত গঠিত হয়েছিল। তাই মহাবিশ্ব এই ভারী পরমাণু দিয়ে সমৃদ্ধ হওয়ার পূর্বেই প্রথম প্রজন্মের তারাগুলো মৃত্যুবরণ করেছিল। প্রাচীনতম তারাগুলোতে ধাতু (হিলিয়াম পরবর্তী মৌলসমূহ) খুব কম, কিন্তু অপেক্ষাকৃত নবীন তারায় ধাতুর পরিমাণ বেশি। সূর্যের মধ্যে অনেক ধাতু থাকার কারণেই এই গ্রহ জগৎ গঠিত হতে পেরেছে বলে ধারণা করা হয়। কারণ, ধাতুর বিবৃদ্ধি থেকেই গ্রহ গঠিত হয়।

আন্তঃগ্রহীয় মাধ্যম

সম্পাদনা

দৃশ্যমান আলোর পাশাপাশি সূর্য অবিরাম ধারায় প্রবাহিত আহিত কণা (প্লাজমা) বিকিরণ করে। এই কণা প্রবাহের সাথে ঝড়ের সাদৃশ্য আছে বিধায় একে সৌরবায়ু বলা হয়। সূর্য থেকে ছুটে আসা এই বায়ুর গতিবেগ ঘণ্টায় ১৫ লক্ষ কিলোমিটার। এ বায়ুর কারণে একটি ক্ষীণ বায়ুমণ্ডলের (সৌরমণ্ডল) সৃষ্টি হয় যা সৌরজগতের বাইরের দিকে প্রায় ১০০ জ্যোতির্বিজ্ঞান একক দূরত্ব (হেলিওপজ) পর্যন্ত প্রবাহিত হয়। এরই নাম আন্তঃগ্রহীয় মাধ্যম। সূর্যের পৃষ্ঠতলে সৌরঝলক এবং জ্যোতির্বলয়ের ভর নিক্ষেপণের মত ভূচুম্বকীয় ঝড়গুলো মহাকাশ আবহাওয়া তৈরির মাধ্যমে সৌরমণ্ডলের ক্ষতি সাধন করে। সূর্যের ঘূর্ণায়মান চৌম্বক ক্ষেত্রে আন্তঃগ্রহীয় মাধ্যমের উপর ক্রিয়া করে সৌরমণ্ডলীয় প্রবাহ পাত তৈরি করে। এটা সৌরজগতের সর্ববৃহৎ কাঠামো হিসেবে পরিচিত।

পৃথিবীর চৌম্বক ক্ষেত্র তার বায়ুমণ্ডলকে সৌরবায়ুর ক্রিয়া থেকে রক্ষা করে। শুক্রমঙ্গল গ্রহে চৌম্বক ক্ষেত্র না থাকায় সৌরবায়ুর প্রভাবে তাদের বায়ুমণ্ডল ক্রমান্বয়ে মহাকাশে বিলীন হয়ে যাচ্ছে। সৌরবায়ুর সাথে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়ার কারণে অপরূপ মেরুজ্যোতির সৃষ্টি হয়। পৃথিবীর চৌম্বক মেরুর নিকটে এই জ্যোতি দেখা যায়।

মহাজাগতিক রশ্মি সৌরজগতের বাইরে উৎপন্ন হয়। এক্ষেত্রে সৌরমণ্ডল সৌরজগতের জন্য ঢাল হিসেবে কাজ করে। এর পাশাপাশি বিভিন্ন গ্রহের চৌম্বক ক্ষেত্রগুলোও কিছুটা প্রতিরক্ষার কাজ করে। আন্তঃগ্রহীয় মাধ্যমে মহাজাগতিক রশ্মির ঘনত্ব এবং সূর্যের চৌম্বক ক্ষেত্রের শক্তি অনেক সময়ের ব্যবধানে পরিবর্তিত হয়। এ কারণে সৌরজগতের ভেতরে মহাজাগতিক বিকিরণের পরিমাণও সময় সময় পরিবর্তিত হয়। অবশ্য কি পরিমাণে পরিবর্তিত হয় তা এখন পর্যন্ত জানা যায়নি।

মহাজাগতিক ধূলির অন্তত দুটি চাকতির মত অঞ্চল এই আন্তঃগ্রহীয় মাধ্যমে অবস্থান করে। প্রথমটির নাম রাশিচক্রের ধূলিমেঘ যা সৌরজগতের ভেতরের দিকে অবস্থান করে এবং রাশিচক্রের আলো সৃষ্টির কারণ হিসেবে কাজ করে। গ্রহগুলোর মিথস্ক্রিয়ার কারণে গ্রহাণু বেষ্টনীতে যে সংঘর্ষের সূত্রপাত ঘটেছিল তার মাধ্যশেই এই ধূলিমেঘ গঠিত হয়েছে বলে ধারণা করা হয়। দ্বিতীয় অঞ্চলটি ১০ থেকে ৪০ জ্যোতির্বিজ্ঞান একক দূরত্ব পর্যন্ত বিস্তৃত। কাইপার বেষ্টনীর ভেতর একই ধরনের সংঘর্ষের কারণে এই অঞ্চলের সৃষ্টি হয়েছিল।

সৌরজগতের অভ্যন্তরভাগ

সম্পাদনা

সৌরজগতের যে অংশটিতে পার্থিব গ্রহগ্রহাণু থাকে সে অংশকে অভ্যন্তরভাগ নামে আখ্যায়িত করা হয়। এ অংশের বস্তুগুলো মূলত সিলিকেট এবং ধাতু দ্বারা গঠিত। এই বস্তুগুলো সূর্যের বেশ কাছাকাছি অবস্থান করে। এই পুরো অংশের ব্যাসার্ধ্য বৃহস্পতি ও শনি গ্রহের মধ্যবর্তী দূরত্বের চেয়ে কম।

অভ্যন্তরভাগের গ্রহসমূহ

সম্পাদনা

ভেতরের অংশে মোট চারটি গ্রহ আছে যেগুলোকে পার্থিব গ্রহ বলা হয়। এই গ্রহগুলো খুব ঘন এবং এগুলোর গাঠনিক উপাদান পাথুরে। এগুলোর উপগ্রহের সংখ্যা খুবই কম, কোন কোনটির উপগ্রহই নেই। এছাড়া এগুলোর চারদিকে কোন বলয়ও নেই। এদের গাঠনিক উপাদান মূলত বিভিন্ন খনিজ পদার্থ যাদের গলনাঙ্ক খুব বেশি। যেমন, তাদের ভূত্বক ও ম্যান্ট্‌ল সিলিকেট দ্বারা গঠিত এবং কেন্দ্র গঠিত লৌহ ও এ ধরনের অন্যান্য ধাতু দ্বারা। চারটির মধ্যে তিনটি গ্রহের উল্লেখযোগ্য পরিমাণ বায়ুমণ্ডল আছে। এই গ্রহ তিনটি হল শুক্র, মঙ্গল এবং পৃথিবী। আর সবগুলোরই সংঘর্ষ খাদ এবং ফাটল উপত্যকা ও আগ্নেয়গিরির মত টেকটোনিক পৃষ্ঠতলীয় কাঠামো আছে। ভেতরের দিকের গ্রহগুলোর সাথে নগণ্য গ্রহগুলোকে গুলিয়ে ফেলা ঠিক হবে না। যে গ্রহগুলো থেকে সূর্যের দূরত্ব পৃথিবীর চেয়ে কম সেগুলোকে নগণ্য গ্রহ বলে। বুধ এবং শুক্র নগণ্য গ্রহ।

বুধ গ্রহ
বুধ গ্রহ সূর্যের সবচেয়ে কাছে (০.৪ এইউ) এবং এটি সৌরজগতের ক্ষুদ্রতম (০.৫৫ পার্থিব ভর) গ্রহ। এর কোন প্রাকৃতিক উপগ্রহ নেই। সংঘর্ষ খাদ ছাড়া এর একমাত্র জানা ভৌগোলিক ফিচার হচ্ছে লতিযুক্ত রিজ বা rupe। ইতিহাসের প্রথম দিকে যখন গ্রহের সংকোচন চলছিল তখন এগুলো সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হয়। বুধের বায়ুমণ্ডল অতি নগণ্য যার প্রধান উপাদান সৌরবায়ুর প্রভাবে পৃষ্ঠ থেকে সজোরে উৎক্ষিপ্ত পরমাণু। এর তুলনামূলক বড় লৌহ কেন্দ্র এবং সরু ম্যান্ট্‌লের ব্যাখ্যা এখন পর্যন্ত পাওয়া যায়নি। বিভিন্ন অনুকল্পে বলা হয়েছে, একটি বড় সংঘর্ষের মাধ্যমে গ্রহটির বহিস্তর ছিন্নভিন্ন হয়ে মহাকাশে বিলীন হয়ে গেছে এবং নিকটবর্তী সূর্যের শক্তির প্রভাবে এর কোন বিবৃদ্ধিও ঘটেনি।
শুক্র গ্রহ
শুক্র গ্রহের আকার (০.৮১৫ পার্থিব ভর) প্রায় পৃথিবীর সমান এবং সূর্য থেকে এর দূরত্ব ০.৭ এইউ। পৃথিবীর মতই এই গ্রহের ম্যান্ট্‌ল সিলিকেট দ্বারা এবং কেন্দ্রভাগ লৌহ দ্বারা গঠিত। এর বায়ুমণ্ডল বেশ পুরু এবং এর ভেতরের অংশে বিভিন্ন ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রমাণ পাওয়া গেছে। অবশ্য গ্রহটি পৃথিবীর তুলনায় অনেক শুষ্ক এবং এর বায়ুমণ্ডল আমাদের থেকে ৯০ গুণ বেশি ঘন। এরও কোন প্রাকৃতিক উপগ্রহ নেই। পৃষ্ঠতলের তাপমাত্রা ৪০০° সেলসিয়াস হওয়ায় এটি সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত। বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে গ্রিনহাউজ গ্যাস থাকার কারণেই এর তাপমাত্রা এতো বেশি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে সেখানে কোন ভূতাত্ত্বিক ক্রিয়া সংঘটিত হয় বলে সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু উল্লেখযোগ্য পুরুত্বের বায়ুমণ্ডল ধরে রাখার জন্য প্রয়োজনীয় চৌম্বক ক্ষেত্র নেই তার। এ থেকে বোঝা যায়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মাধ্যমে এর বায়ুমণ্ডল নিয়মিত পূর্ণ হতে থাকে। এর ফলে চৌম্বক ক্ষেত্রের অপ্রতুলতা কাটিয়ে উঠা যায়।
পৃথিবী
পৃথিবী সৌরজগতের ভেতরের অংশের সবচেয়ে ঘন ও বড় গ্রহ। এটিই এ অঞ্চলের একমাত্র গ্রহ যাতে বর্তমানেও ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে। এটা আমাদের জানা একমাত্র গ্রহ যাতে জীবনের অস্তিত্ব রয়েছে। এর তরল জলমণ্ডল সৌরজগতের ভেতরের অংশে অনন্য। এটিই একমাত্র গ্রহ যাতে গ্রহ টেকটোনিক পর্যবেক্ষণ করা গেছে। পৃথিবীর বায়ুমণ্ডল অন্যান্য যেকোন গ্রহ থেকে অনেক ভিন্ন। এখানে শতকরা ২১ ভাগ অক্সিজেন থাকার কারণেই জীবনের বিকাশ ঘটা সম্ভব হয়েছে। এর একটি মাত্র প্রাকৃতিক উপগ্রহ আছে যার নাম চাঁদ বা 'মুন'। সৌরজগতের অন্য কোন পার্থিব গ্রহের এত বড় উপগ্রহ নেই।
মঙ্গল
মঙ্গল গ্রহ পৃথিবী ও শুক্রের চেয়ে ছোট (.১০৭ পার্থিব ভর)। এর একটি পাতলা বায়ুমণ্ডল আছে যা মূলত কার্বন ডাই অক্সাইড দিয়ে গঠিত। পৃষ্ঠতলে প্রচুর সংখ্যক আগ্নেয়গিরি (যেমন অলিম্পাস মন্‌স) ও ফাটল উপত্যকায় (যেমন ভ্যালিস মেরিনারিস) পরিপূর্ণ। এ থেকে বোঝা যায় এর ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়া খুব বেশি দিন আগে থেমে যায়নি। লৌহ সমৃদ্ধ মাটিতে মরিচা পড়ার কারণেই গ্রহটির রং লাল। মঙ্গলের দুটি ছোট ছোট উপগ্রহ আছে যাদের নাম ডিমোস এবং ফোবোস। ধারণা করা হয়, মঙ্গল অনেক আগে কোন গ্রহাণুকে নিজ মহাকর্ষের বন্ধনে বেঁধে ফেলেছিল এবং এভাবেই উপগ্রহগুলোর সৃষ্টি হয়।:::বৃহস্পতি গ্রহ:বৃহস্পতি হচ্ছে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। সবচেয়ে বড় বলে একে 'গ্রহরাজ' বলা হয়। আয়তনে বৃহস্পতি পৃথিবীর ১৩০০ বড়।
বৃহস্পতি চারটি বৃহৎ গ্যাসীয় দানবের একটি, অর্থাৎ এটি প্রাথমিকভাবে কঠিন পদার্থ দ্বারা গঠিত নয়। সৌর জগতের বৃহত্তম এই গ্রহটির ব্যাস বিষুবরেখা বরাবর ১৪২,৯৮৪ কিমি। এর ঘনত্ব ১.৩২৬ গ্রাম/সেমি³ যা গ্যাসীয় দানবগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। অবশ্য পার্থিব যেকোন গ্রহ থেকে এর ঘনত্ব কম। গ্যাসীয় দানবগুলোর মধ্যে ঘনত্ব সর্বোচ্চ। এর ভর।

গ্রহাণু বেষ্টনী

সম্পাদনা

গ্রহাণুগুলো মূলত খুব ছোট ছোট সৌর জাগতিক বস্তু যেগুলো ধাতব পাথুরে খনিজ পদার্থ দিয়ে গঠিত। এই খনিজ পদার্থগুলো অনুদ্বায়ী।

মূল গ্রহাণু বেষ্টনীটি মূলত একটি কক্ষপথ যা মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে অবস্থিত। সূর্য থেকে এই বেষ্টনীর নিকটবিন্দু এবং দূরবিন্দুর দূরত্ব যথাক্রমে ২.৩ এইউ এবং ৩.৩ এইউ। ধারণা করা হয়, সৌরজগতের গঠনকালীন সময়ে বৃহস্পতি গ্রহের মহাকর্ষীয় আকর্ষণের কারণে যে বস্তুগুলো একসাথে মিলে বড় কোন বস্তুতে পরিণত হতে পারেনি সেগুলোই এই বেষ্টনীতে আশ্রয় নিয়েছে।

গ্রহাণুর আকার বিভিন্ন রকমের হতে পারে। কয়েক শত কিলোমিটার থেকে শুরু করে এদের ব্যাসার্ধ্য আণুবীক্ষণিকও হতে পারে। বৃহত্তম গ্রহাণু সেরেস ছাড়া বাকি সবগুলো গ্রহাণুই "ক্ষুদ্র সৌর জাগতিক বস্তু" শ্রেণীর মধ্যে পড়ে। অবশ্য ৪ ভেস্তা১০ হাইজিয়া নামক গ্রহাণু দুটি ভবিষ্যতে বামন গ্রহ শ্রেণীতে জায়গা করে নিতে পারে। তরলস্থৈতিক সাম্যাবস্থা অর্জনে সমর্থ হলেই কেবল বামন গ্রহের কাতারে দাড়াতে পারবে তারা।

গ্রহাণু বেষ্টনীতে দশ-বিশ হাজার বস্তু আছে যেগুলোর ব্যাস এক কিলোমিটারের উপরে। এই সংখ্যা কয়েক মিলিয়নও হতে পারে। তারপরও সমগ্র গ্রহাণু বেষ্টনীর ভর পৃথিবীর ভরের হাজার ভাগের এক ভাগ থেকে সামান্য বেশি। বেষ্টনীতে গ্রহাণুগুলো খুব একটা ঘন সন্নিবেশিত নয়। পৃথিবী থেকে প্রেরিত নভোযানগুলো কোন রকমের দুর্ঘটনা ছাড়াই নিয়মিত এই বেষ্টনী অতিক্রম করে থাকে। যে গ্রহাণুগুলোর ব্যাস ১০ থেকে ১০ মিটারের মধ্যে সেগুলোকে উল্কা বলা হয়।

সেরেস
সেরেস গ্রহাণু বেষ্টনীর বৃহত্তম বস্তু। একে বামন গ্রহ শ্রেণীর মধ্যে ফেলা হয়েছে। সূর্য থেকে এর দূরত্ব ২.৭৭ এইউ এবং এর ব্যাস ১০০০ কিলোমিটার থেকে সামান্য কম। নিজস্ব অভিকর্ষের মাধ্যমে গোলকীয় আকৃতি লাভ করার জন্য এই ব্যাস যথেষ্টই বেশি। ঊনবিংশ শতকে যখন এটি আবিষ্কৃত হয় তখন সবাই গ্রহ বলে ধরে নিয়েছিল। কিন্তু আরও বিস্তারিত পর্যবেক্ষণের পর প্রতিবেশে অন্যান্য গ্রহাণু আবিষ্কৃত হওয়ায় ১৮৫০-এর দশকে গ্রহাণু হিসেবে চিহ্নিত হয়। আর ২০০৬ সালে এসে একে বামন গ্রহ হিসেবে পুনরায় শ্রেণীবদ্ধ করা হয়েছে।
গ্রহাণু শ্রেণী
কক্ষপথের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এই বেষ্টনীর গ্রহাণুগুলোকে গ্রহাণু শ্রেণী এবং পরিবারে বিভক্ত করা হয়। যে গ্রহাণুগুলো অপেক্ষাকৃত বড় গ্রহাণুকে কেন্দ্র করে আবর্তন করে সেগুলোকে গ্রহাণু চাঁদ বলা হয়। এই চাঁদগুলো অবশ্য মোটেই গ্রহীয় চাঁদের মত নয়। কোন কোন গ্রহাণু চাঁদ আকারে তার মাতৃ গ্রহাণুর প্রায় সমান। গ্রহাণু বেষ্টনীতে মূল-বেষ্টনী ধূমকেতুও থাকে। ধারণা করা হয়, এই ধূমকেতুগুলোই পৃথিবীতে পানির উৎস হিসেবে কাজ করেছিল।

বৃহস্পতি গ্রহের এল৪ ও এল৫ বিন্দুগুলোর যেকোনটিতে ট্রোজান গ্রহাণুদের বাস। এই বিন্দুগুলো হল মহাকর্ষীয়ভাবে স্থিতিশীল অঞ্চল যারা কোন গ্রহের সামনে থেকে নেতৃত্ব দেয় বা কক্ষপথে গ্রহটিকে অনুসরণ করে চলে। অন্য যেকোন গ্রহ বা উপগ্রহের ল্যাগ্রেঞ্জ বিন্দুতে অবস্থিত ছোটখট বস্তু বোঝাতেও কখনও কখনও "ট্রোজান" শব্দটি ব্যবহৃত হয়। হিলডা গ্রহাণুসমূহ বৃহস্পতির সাথে ২:৩ রেজোন্যান্সে অবস্থান করছে। অর্থাৎ তারা বৃহস্পতিকে যে সময়ে ২ বার আবর্তন করে সে সময়ে সূর্যকে ৩ বার আবর্তন করে।

এছাড়াও সৌরজগতের অভ্যন্তরভাগে প্রচুর রুজ গ্রহাণু আছে। এই গ্রহাণুর অনেকগুলোই অভ্যন্তরভাগের গ্রহগুলোর কক্ষপথকে অতিক্রম করে যায়।

মধ্য সৌরজগৎ

সম্পাদনা

মধ্য সৌরজগতের প্রধান বস্তু হল বিশাল বিশাল সব গ্যাস দানব এবং তাদের ছোটোখাটো গ্রহ আকৃতির প্রাকৃতিক উপগ্রহ। অনেক স্বল্পকালীন ধূমকেতু যেমন সেন্টাউর ও এই অঞ্চলে অবস্থান করে। অঞ্চলটির কোন প্রথাগত নাম নেই। অনেক সময় অবশ্য বহিঃসৌরজগৎ নামে ডাকা হয়। কিন্তু অতি সাম্প্রতিক সময়ে বহিঃসৌরজগৎ বলতে নেপচুনের পরের অঞ্চলটিকে বোঝায়। মধ্য অঞ্চলে যে কঠিন বস্তুগুলো রয়েছে সেগুলো অভ্যন্তরভাগের মত পাথুরে বস্তু দ্বারা গঠিত নয়। এগুলোর মূল গাঠনিক উপাদান হল বরফ যা পানি, অ্যামোনিয়া বা মিথেন জমাট বেঁধে তৈরি হতে পারে।

বহিঃস্থ গ্রহসমূহ

সম্পাদনা

সৌরজগতের বাইরের দিকে অবস্থিত চারটি গ্রহকে গ্যাস দানব বলা হয়। মাঝেমাঝে এদেরকে জোভিয়ান গ্রহ নামেও ডাকতে দেখা যায়। সূর্যকে আবর্তনরত সকল বস্তুর সম্মিলিত ভরের শতকরা ৯৯ ভাগের জন্যই দায়ী এই বহিঃস্থ গ্রহগুলো। বৃহস্পতি ও শনি গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণ হাইড্রোজেন ও হিলিয়াম আছে। সেখানকার বায়ুমণ্ডল মূলত এই দুটি মৌল দিয়েই গঠিত। নেপচুন ও ইউরেনাসের বায়ুমণ্ডলে বরফের পরিমাণ অনেক বেশি। এই বরফও পানি অ্যামোনিয়া বা মিথেন জমাট বেঁধে সৃষ্টি হয়। অনেক জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই গ্রহ দুটিকে সম্পূর্ণ নতুন একটি গ্রহ শ্রেণীতে ফেলা যায় যে শ্রেণীর নাম হবে "বরফ দানব"। চার দানবেরই নিজস্ব বলয় আছে। কিন্তু শুধু শনির বলয়ই পৃথিবী থেকে দেখা যায়। বহিঃস্থ গ্রহকে আবার উৎকৃষ্ট গ্রহের সাথে গুলিয়ে ফেলা ঠিক হবে না। পৃথিবীর কক্ষপথের বাইরে অবস্থিত গ্রহগুলোকেই উৎকৃষ্ট গ্রহ নামে ডাকা হয়।

বৃহস্পতি
বৃহস্পতি গ্রহের ভর পৃথিবীর ৩১৮ গুণ এবং সবগুলো বহিঃস্থ গ্রহের সম্মলিত ভরের তুলনায়ও সে ২.৫ গুণ ভারী। গ্রহটি মূলত হাইড্রোজেন ও হিলিয়াম দিয়ে গঠিত। তীব্র অভ্যন্তরীন তাপের কারণে এর বায়ুমণ্ডলে বেশ কিছু অর্ধ-স্থায়ী বৈশিষ্ট্যের সৃষ্টি হয় যার মধ্যে আছে মেঘের ব্যান্ড ও বিরাট লোহিত কলঙ্ক। আমাদের জানামতে এই গ্রহের ৬৭টি প্রাকৃতিক উপগ্রহ আছে। চারটি বড় বড় উপগ্রহ গ্যানিমেড, ক্যালিস্টো, আইও এবং ইউরোপা অনেকটা পার্থিব গ্রহগুলোর মত। কারণ এই উপগ্রহগুলোতে অগ্ন্যুৎপাত ও অভ্যন্তরীন তাপ বৃদ্ধির মত ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটে। সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গ্যানিমেডের আকার বুধ গ্রহ থেকেও বড়।
শনি
শনি গ্রহ দৃষ্টিনন্দন বলয়ের জন্য সবার কাছেই বেশ পরিচিত। বায়ুমণ্ডলের গঠনসহ বেশ কটি দিক দিয়ে এর সাথে বৃহস্পতির সাদৃশ্য আছে। অবশ্য শনি বৃহস্পতির মত অতো বড় না। এর ভর পৃথিবীর মাত্র ৯৫ গুণ। শনির ৬২টি জানা উপগ্রহের মধ্যে দুটিতে বর্তমানেও ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়া চলছে বলে ধারণা করা হয়। এছাড়া শনির আরও তিনটি উপগ্রহ আছে বলে সন্দেহ করা হচ্ছে। টাইটানএনসেল্যাডাস উপগ্রহ দুটিতে ভূতাত্ত্বিক ক্রিয়া-প্রতিক্রিয়া ঘটলেও সেগুলোর মূল গাঠনিক উপাদান আসলে বরফ। টাইটান বুধের চেয়ে বড় এবং এটি সৌরজগতের একমাত্র উপগ্রহ যাতে উল্লেখযোগ্য পুরুত্বের বায়ুমণ্ডল আছে।
ইউরেনাস
ইউরেনাসের ভর পৃথিবীর ১৪ গুণ। কিন্তু বহিঃস্থ গ্রহগুলোর মধ্যে এটিই সবচেয়ে হালকা। এই গ্রহের নিজ অক্ষের চারদিকে পরিভ্রমণ অক্ষ সূর্যের চারদিকে আবর্তন অক্ষের প্রায় সমতলে অবস্থিত। এ কারণে সেখানে কোন ঋতু পরিবর্তন ঘটে না। এর অ্যাক্সিয়াল টিল্ট ও ভূকক্ষের মধ্যবর্তী কোণ ৯০°'র চেয়ে বেশি। অন্যান্য গ্যাস দানবের চেয়ে এর কেন্দ্রের তাপমাত্রা কম বলে সে মহাকাশে তুলনামূলকভাবে কম তাপ বিকিরণ করে। এর জানা উপগ্রহের সংখ্যা ২৭টি। এর মধ্যে বড় উপগ্রহগুলি হচ্ছে টাইটানিয়া, ওবেরন, আমব্রিয়েল, এরিয়েলমিরান্ডা
নেপচুন
নেপচুনের আকার ইউরেনাসের চেয়ে কম হলেও ভর তার থকে বেশি। ইউরেনাসের ভর পৃথিবীর ১৪ গুণ আর নেপচুনের ভর ১৭ গুণ। এ কারণে নেপচুনের ঘনত্ব তুলনামূলক বেশি। এটি তুলনামূলক বেশি তাপ বিকিরণ করে তবে এই বিকিরণের পরিমাণ বৃহস্পতি বা শনির থেকে কম। নেপচুনের জানা উপগ্রহের সংখ্যা ১৪। এর মধ্যে সবচেয়ে বড় ট্রাইটন ভূতাত্ত্বিকভাবে সক্রিয়। এই উপগ্রহে উষ্ণ প্রস্রবণ ও তরল নাইট্রোজেন আছে। ট্রাইটন একমাত্র বড় উপগ্রহ যার প্রতীপ কক্ষপথ আছে। নেপচুনের কক্ষপথে বেশ কিছু ক্ষুদ্র গ্রহ আছে যেগুলোকে নেপচুন ট্রোজান বলে। এই ট্রোজানগুলো মাতৃ গ্রহের সাথে ১:১ রেজোন্যান্সে আবর্তন করে।

ধূমকেতু

সম্পাদনা

ধূমকেতু বেশ ছোট সৌর জাগতিক বস্তু। মূলত উদ্বায়ী বরফ দ্বারা গঠিত এই বস্তুগুলোর ব্যাস হয় সাধারণত কয়েক কিলোমিটার। এরা অতি মাত্রায় উৎকেন্দ্রিক কক্ষপথে আবর্তন করে; অনুসূর বিন্দু সৌরজগতের অভ্যন্তরভাগের গ্রহগুলোর কক্ষপথের চেয়ে কাছে আবার অপসূর প্লুটোর কক্ষপথেরও বাইরে। ধূমকেতু যখন সৌরজগতের অভ্যন্তরভাগে প্রবেশ করে তখন সূর্যের খুব কাছে এসে যাওয়ার কারণে এর বরফসমৃদ্ধ পৃষ্ঠতল আয়নিত ও উর্ধ্বপাতিত হয়ে একটি লেজ গঠন করে। গ্যাস আর ধূলি দিয়ে গঠিত এই লেজটি পৃথিবী থেকে মাঝে মাঝে খালি চোখেও দেখা যায়।

স্বল্প-পর্যায়ের ধূমকেতুগুলো একবার তার কক্ষপথে আবর্তন করতে ২০০ বছরেরও কম সময় নিতে পারে। অন্য দিকে দীর্ঘ-পর্যায়ের ধূমকেতুর কক্ষপথ আবর্তনের সময় হাজার হাজার বছরও হয়ে থাকে। স্বল্প পর্যায়ের ধূমকেতুর জন্ম হয় কাইপার বেষ্টনীতে আর দীর্ঘ-পর্যায়ের ধূমকেতুরা (যেমন, হেল-বপ ধূমকেতু) জন্ম নেয় উওর্ট মেঘে। অনেক ধূমকেতু দলই একটি মাতৃ ধূমকেতু ভেঙে উৎপত্তি লাভ করেছে। যেমন, Kreutz Sungrazers ধূমকেতু দল। বেশ কিছু অধিবৃত্তীয় কক্ষপথবিশিষ্ট ধূমকেতু সৌরজগতের বাইরেও সৃষ্টি হতে পারে। অবশ্য এই ধূমকেতুগুলোর কক্ষপথ সঠিকভাবে নির্ণয় করা বেশ কষ্টকর। প্রবীণ ধূমকেতু, সৌরবায়ুর কারণে যাদের লেজের অধিকাংশই মহাকাশে বিলীন হয়ে গেছে, তাদেরকে কখনও কখনও গ্রহাণু ধরা হয়।

সেন্টাউর
সেন্টাউর ৯ থেকে ৩০ জ্যোতির্বিজ্ঞান একক দূরত্বের মধ্যে অবস্থিত বরফসমৃদ্ধ বস্তু যেগুলো অনেকটাই ধূমকেতুর মত। বৃহস্পতি ও নেপচুনের মাঝামাঝি একটি অঞ্চলে থেকে তারা সূর্যকে আবর্তন করে। এখন পর্যন্ত জানা সর্ববৃহৎ সেন্টাউর হচ্ছে ১০১৯৯ ক্যারিক্‌লো যার ব্যাস ২০০ থেকে ২৫০ কিলোমিটারের মধ্যে। সর্বপ্রথম আবিষ্কৃত সেন্টাউরের নাম ২০৬০ কাইরন যাকে ধূমকেতু বলা হয়। কারণ ধূমকেতুর মতই এর একটি লেজ আছে। অনেক জ্যোতির্বিজ্ঞানীই সেন্টাউরকে ভেতরের দিকে বিক্ষিপ্ত কাইপার বেষ্টনী বস্তু নামে আখ্যায়িত করেন। বাইরের দিকে বিক্ষিপ্ত কাইপার বেষ্টনী বস্তুও রয়েছে যেগুলো বিক্ষিপ্ত চাকতির মধ্যে অবস্থান করে।

নেপচুনোত্তর বস্তু

সম্পাদনা

নেপচুনের বাইরের অঞ্চল তথা নেপচুনোত্তর অঞ্চল সম্বন্ধে আমরা খুব বেশি জানি না, কারণ সেখানে বড় ধরনের কোন অভিযান প্রেরণ সম্ভব হয়নি। এই অঞ্চলে ছোট আকৃতি ও ভরের অনেক অনেক পৃথিবী সদৃশ বস্তু আছে। সবচেয়ে বড়টির ব্যাস পৃথিবীর মাত্র এক পঞ্চমাংশ আর তার ভর চাঁদের চেয়েও অনেক কম। এই বস্তুগুলো মূলত শিলা ও বরফ দ্বারা গঠিত। এই অঞ্চলকেই মাঝেমাঝে সৌরজগতের বহিঃস্থ অঞ্চল বলা হয়। অনেকে অবশ্য বহিঃস্থ অঞ্চল বলতে গ্রহাণু বেষ্টনীর বাইরের পুরো অঞ্চলটিকেই বুঝেন।

কাইপার বেষ্টনী

সম্পাদনা

কাইপার বেষ্টনী গ্রহাণু বেষ্টনীর মতই বিভিন্ন বস্তুর একটি বিশাল বেষ্টনী। এখানে অবস্থিত বস্তুগুলোকে ধ্বংসাবশেষ বলা যায় যেগুলো মূলত বরফ দ্বারা গঠিত। এই অঞ্চলের শুরু সূর্য থেকে ৩০ এইউ দূরত্বে আর শেষ ৫০ এইউ দূরত্বে। এখানকার বস্তুগুলো অধিকাংশই ক্ষুদ্র সৌর জাগতিক শ্রেণীর মধ্যে পড়ে। এর মধ্যে অনেকগুলোই বৃহত্তম কাইপার বেষ্টনী বস্তু যেমন, কুয়াওর, ভ্যারুনা, ২০০৩ ইএল৬১

২০০৫ এফওয়াই৯ এবং অরকাস বস্তু দুটিকে অচিরেই বামন গ্রহের মর্যাদা দেয়া হতে পারে। এই বেষ্টনীতে সম্ভবত ১০০,০০০ এরও বেশি বস্তু আছে যাদের ব্যাস ৫০ কিলোমিটারের উপরে। কিন্তু কাইপার বেষ্টনীর বস্তুগুলোর সমন্বিত ভর পৃথিবীর মাত্র এক দশমাংশ, এমনকি একশত ভাগের এক ভাগও হতে পারে। অনেক কাইপার বেষ্টনী বস্তুরই নিজস্ব এক বা একাধিক স্যাটেলাইট আছে। এদের মধ্যে অধিকাংশেরই কক্ষপথ এমন যে তা এটিকে ভূকক্ষ সমতলের বাইরে নিয়ে যায়।

কাইপার বেষ্টনীর বস্তুগুলোকে সহজেই দুটি ভাগে ভাগ করা যেতে পারে: চিরায়ত (ক্ল্যাসিক্যাল) এবং রেজোন্যান্ট। নেপচুনের কক্ষপথের সাথে যে বস্তুর কক্ষপথের রেজোন্যান্স আছে সেটিই রেজোন্যান্ট শ্রেণীর মধ্যে পড়ে। রেজোন্যান্স আছে বলতে বোঝায়, যে সময়ে নেপচুন সূর্যকে তিন বার প্রদক্ষিণ করে সে সময়ে উক্ত বস্তুটি হয়তো সূর্যকে দুই বার আবর্তন করে। নেপচুনের নিজের আবর্তনের মাধ্যমেই প্রথম রেজোন্যান্সটি শুরু হয়। চিরায়ত নেপচুনোত্তর বস্তু সেগুলোই যেগুলোর কক্ষপথের সাথে নেপচুনের কক্ষপথের কোন রেজোন্যান্স নেই। ৩৯.৪ এইউ থেকে ৪৭.৭ এইউ পর্যন্ত বিস্তুত অঞ্চলে এই বস্তুগুলো অবস্থান করে। এই অঞ্চলের বস্তুগুলো সাধারণভাবে কিউবিওয়ানো নামে ডাকা হয়। এ ধরনের প্রথম যে বস্তুটি আবিষ্কৃত হয়েছিল সেটি হচ্ছে ১৯৯২ কিউবি১

প্লুটো এবং শ্যারন
প্লুটো নামক বামন গ্রহটি কাইপার বেষ্টনীর এখন পর্যন্ত জানা সর্ববৃহৎ বস্তু। ১৯৩০ সালে যখন আবিষ্কৃত হয় তখন একে নবম গ্রহ হিসেবে ধরে নেয়া হয়েছিল। কিন্তু ২০০৬ সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন গ্রহের নতুন সংজ্ঞা নির্ধারণ করার পর প্লুটো তার গ্রহত্ব হারায়। প্লুটোর কক্ষপথ অন্যদের তুলনায় বেশি উৎকেন্দ্রিক যা ভূকক্ষের সাথে ১৭ ডিগ্রি কোণ করে থাকে। সূর্যের সাপেক্ষে প্লুটোর অনুসূর ২৯.৭ এইউ এবং অপসূর ৪৯.৫ এইউ। বোঝাই যাচ্ছে, এই কক্ষপথ নেপচুনের কক্ষপথকে ছেদ করে। প্লুটো রেজোন্যান্ট বেষ্টনীর মধ্যে অবস্থিত এবং নেপচুনের সাথে এর রেজোন্যান্স হচ্ছে ৩:২। অর্থাৎ, নেপচুন যে সময়ে সূর্যকে ৩ বার আবর্তন করে সে সময়ে প্লুটো সূর্যকে ২ বার আবর্তন করে। কাইপার বেষ্টনীর অন্যান্য যেসব বস্তু এই রেজোন্যান্স মেনে চলে সেগুলোকে প্লুটিনো বলা হয়।
শ্যারন প্লুটোর বৃহত্তম প্রাকৃতিক উপগ্রহ। এটা উপগ্রহ হিসেবে থাকবে না তাকে বামন গ্রহের মর্যাদা দেয়া হবে এ নিয়ে সন্দেহ আছে। প্লুটো এবং ক্যারন উভয়েই তাদের সাধারণ অভিকর্ষ বিন্দু তথা ভারকেন্দ্রকে কেন্দ্র করে পরস্পর পরস্পরকে আবর্তন করে। এভাবে দুয়ে মিলে একটি যুগল ব্যবস্থার সৃষ্টি করেছে। তুলনামূলক ছোট বাকি চারটি উপগ্রহ তথা নিক্স,হাইড্রা,স্টিক্স এবং কার্বেরোস আবার প্লুটো ও শ্যারনকে আবর্তন করে।

সৌরজাগতিক বস্তুর তুলনামূলক সারণি

সম্পাদনা
সৌরজগতের গ্রহ, ধুমকেতু,গ্ৰহাণু ও বামন গ্রহ এবং তাদের উপগ্ৰহসমূহের তুলনামূলক বৈশিষ্ট্য ও অন্যান্য তথ্য
ধরন নাম ব্যাস (পৃথিবীর তুলনায়) ভর ঘনত্ব কক্ষপথের ব্যাসার্ধ (AU) কক্ষীয় পরিক্রমণকাল (বছর) সূর্যের সাথে কোণ (°) কক্ষীয় উৎকেন্দ্রিকতা অক্ষীয় ঘূর্ণনকাল (দিন) নিশ্চিত উপগ্রহের সংখ্যা প্রাকৃতিক উপগ্ৰহের নামগুলো বলয় বায়ুমণ্ডল
পাথুরে গ্রহ বুধ ০.৩৮২ ০.০৫ ৫.৪৩ ০.৩৯-০.৪৭ ০.২৪ ৩.৩৮ ০.২০৬ ৫৮.৬৪ ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
পাথুরে গ্রহ শুক্র ০.৯৪৯ ০.৮২ ৫.২৪ ০.৭২ ০.৬২ ৩.৩৯ ০.০০৭ -২৪৩.০২ ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই CO₂, N₂
পাথুরে গ্রহ পৃথিবী ৫.৫২ ৭.২৫ ০.০১৭ চাঁদ (Luna) না N₂, O₂
পাথুরে গ্রহ মঙ্গল ০.৫৩২ ০.১১ ৩.৯৩ ১.৫২ ১.৮৮ ১.৮৫ ০.০৯৩ ১.০৩ (১). ডিমোস ও (২). ফোবোস না CO₂, N₂
গ্যাসীয় দানব বৃহস্পতি ১১.২০৯ ৩১৮.৬ ১.৩৩ ৫.২০ ১১.৮৬ ১.৩০৪ ০.০৪৯ ০.৪১ ১০১ মেটিস (Metis)

অ্যাড্রাস্টিয়া (Adrastea) অ্যামালথিয়া (Amalthea) থীবী (Thebe) আইয়ো (Io) ইউরোপা (Europa) গ্যানিমেড (Ganymede) ক্যালিস্টো (Callisto) থেমিস্টো (Themisto) লেডা (Leda) হিমালিয়া (Himalia) লিসিথিয়া (Lysithea) ইলারা (Elara) ডিয়া (Dia) কার্পো (Carpo) ইউপোরি (Euporie) থেলক্সিনোই (Thelxinoe) ইউয়ান্থে (Euanthe) হেলিক (Helike) ওর্থোসাই (Orhtosie) লোকাস্ট (Locaste) প্র্যাক্সিডিক (Praxidike) হার্পালিক (Harpalyke) নেম (Mneme) হার্মিপ্পাস(Hermippus) থাইয়োন (Thyone) অ্যানানকি (Ananke) হার্স (Herse) অ্যাল্টন (Altne) কেল (Kale) টাইগেট (Taygete) ইরিনোম (Erinome) অ্যাওয়েড (Aoede) ক্যালিকোর (Kallichore) ক্যালাইক (Kalyke) কার্ম (Carme) ক্যালিরহো (Callirrhoe) ইউরিডোম (Eurydome) প্যাসিথি (Pasithee) কোর (Kore) সাইলিন (Cyllene) প্যাসিফা (Pasiphae) হেজেমোন (Hegemone) আর্ক (Arche) আইসোনো (Isonoe) সিনোপ (Sinope) স্পোন্ড (Sponde) অতনয় (Autonoe) মেগাক্লাইট (Megaclite) এরসা(Ersa) কলিররো(Calliro) অটোনো(Autono) আইরিন(Eirene) আইওকাস্ট(Iocast) আইত্নে(Aitne) অর্থোসিই(Orthosie) ফিলোফ্রোসাইন(Philophrosyne) চ্যান্ডেন(Chaldene) স্কন্দ(Sponde) ভ্যালেটুডো(Valetudo) ইউফেম(Euphem) পান্ডিয়া(pandia) হারপালকে(Harpalke) কালাইকে(Kalaike) ইউকেলেড(Eukelade) S/2010 J1 S/2010 J2 S/2016 J1 S/2003 J18 S/2011 J2 S/2017 J1 S/2003 J19 S/2017 J2 S/2017 J3 S/2017 J5 S/2017 J6 S/2017 J7 S/2017 J8 S/2017 J9 S/2011 J1 S/2003 J2 S/2003 J4 S/2003 J9 S/2003 J10 S/2003 J12 S/2003 J16 S/2011 J3 S/2016 J3 S/2016 J4 S/2018 J2 S/2018 J3 S/2022 J2 S/2022 J3 S/2018 J4 S/2021 J1 S/2021 J2 S/2021 J3 S/2021 J4 S/2021 J5 S/2021 J6 S/2022 J1

হ্যাঁ

~৮৬% হাইড্রোজেন ~১৩% হিলিয়াম ০.১% মিথেন ০.১% পানি (জলীয় বাষ্প) ০.০২% অ্যামোনিয়া ০.০০০২% ইথেন ০.০০০১% ফস্ফিন <০.০০০১০% হাইড্রোজেন সালফাইড

গ্যাসীয় দানব শনি ৯.৪৪৯ ৯৫.২ ০.৬৯ ৯.৫৮ ২৯.৪৬ ২.৪৯০ ০.০৫৪ ০.৪৫ ২৭৪ ১.প্যান(Pan)

২.প্যান্ডোরা(Pandora) ৩.মিমাস(Mimas) ৪.টাইটান(Titan) ৫.অ্যান্সেলাডাস(Enceladus) ৬.প্যালেন(Pallene) ৭.রিয়া(Rhea) ৮.টেথিস(Tethys) ৯.ল্যাপেটাস(Lapetus) ১০.ডায়োন(Dione) ১১.ক্যালিপ্সো(Calypso) ১২.জ্যানাস(Janus) ১৩.টেলেস্টো(Telesto) ১৪.ফোবে(Phoebe) ১৫.প্রমিথিউস(Prometheus) ১৬.ড্যাফনিস(Daphnis) ১৭.অ্যাপিমিথিউস(Epimetheus) ১৮.স্কোল(Skoll) ১৯.স্কাথী(Skathi) ২০.হাইপেরিয়োন(Hyperion) ২১.পলিডিউসেস(Polydeuces) ২২.হাতী(Hati) ২৩.কিভিউক(Kiviuq) ২৪.অ্যালবিওরিক্স(Albiorix) ২৫.মেথোন(Methone) ২৬.পালিয়াক(Paaliaq) ২৭.বেভিয়োনোন(Bebhionn) ২৮.অ্যারিয়াপাস(Erriapus) ২৯.হাইরোক্কিন(Hyrrokkin) ৩০.গ্রোয়িপ(Greip) ৩১.জার্নসাক্সা(Jarnsaxa) ৩২.নার্ভি(Narvi) ৩৩.র্টাভোস(Tarvos) ৩৪.মুন্ডিলফারী(Mundilfari) ৩৫.তার্কেক(Tarqeq) ৩৬.সিয়ার্নাক(Siarnaq) ৩৭.বার্গেলমীর(Bergelmir) ৩৮.ইজিরাক(Ijiraq) ৩৯.অ্যাগাইয়েন(Aegaeon) ৪০.অ্যান্থে(Anthe) ৪১.ইয়ামীর(Ymir) ৪২.ফেন্রির(Fenrir) ৪৩.সুরতুর(Surtur) ৪৪.কারী(Kari) ৪৫.লোগে(Loge) ৪৬.বেস্টলা(Bestla) ৪৭.ফরনজোট(Fonjot) ৪৮.সুটাংগার(Sutunger) ৪৯.ফারবাউটি(Farbaurt) ৫০.থ্রিমার(Thrymr) ৫১.অ্যাগির(Aegir) ৫২.ক্রোনাস(Cronus) ৫৩.হেলেন (Helene) ৫৪.অ্যাটলাস(Atlas), ৫৫.সুতুংর(Suttungr), ৫৬.গ্রিডর(Gridr), ৫৭.গুণ্নলোড (Gunnlod), ৫৮.গের্ড(Gerd), ৫৯.আলভালদি (Alvaldi), ৬০.আংরবোদা (Angrboda), ৬১.বেলি(Beli), ৬২.থিয়াজ্জি (Thiazzi), ৬৩.অ্যাগথার (Eggther), ৬৪.গেইরোড (Geirrod), ৬৫.স্ক্রিমির (Skrymir), ৬৬.এস/২০০৪ এস ২৬(S/2004 S26), ৬৭.এস/২০০৪ এস ২৯(S/2004 S29), ৬৮.এস/২০০৪ এস ৩৪(S/2004 S34), ৬৯.এস/২০০৪ এস ৭(S/2004 S7), ৭০.এস/২০০৪ এস ১২(S/2004 S12), ৭১.এস/২০০৪ এস ১৩(S/2004 S13), ৭২.এস/২০০৪ এস ১৭(S/2004 S17), ৭৩.এস/২০০৪ এস ২১(S/2004 S21), ৭৪.এস/২০০৪ এস ২৪(S/2004 S24), ৭৫.এস/২০০৪ এস ২৮(S/2004 S28), ৭৬.এস/২০০৪ এস ৩১(S/2004 S31), ৭৭.এস/২০০৪ এস ৩৬(S/2004 S36), ৭৮.এস/২০০৪ এস ৩৭(S/2004 S37), ৭৯.এস/২০০৪ এস ৩৯(S/2004 S39), ৮০.এস/২০০৪ এস ৪০(S/2004 S40), ৮১.এস/২০০৪ এস ৪১(S/2004 S41), ৮২.এস/২০০৪ এস ৪২(S/2004 S42), ৮৩.এস/২০০৪ এস ৪৩(S/2004 S43), ৮৪.এস/২০০৪ এস ৪৪(S/2004 S44), ৮৫.এস/২০০৪ এস ৪৫(S/2004 S45), ৮৬.এস/২০০৪ এস ৪৬(S/2004 S46), ৮৭.এস/২০০৪ এস ৪৭(S/2004 S47), ৮৮.এস/২০০৪ এস ৪৮(S/2004 S48), ৮৯.এস/২০০৪ এস ৪৯(S/2004 S49), ৯০.এস/২০০৪ এস ৫০(S/2004 S50), ৯১.এস/২০০৪ এস ৫১(S/2004 S51), ৯২.এস/২০০৪ এস ৫২(S/2004 S52), ৯৩.এস/২০০৪ এস ৫৩(S/2004 S53), ৯৪.এস/২০০৫ এস ৪(S/2005 S4), ৯৫.এস/২০০৫ এস ৫(S/2005 S5), ৯৬.এস/২০০৬ এস ১(S/2006 S1), ৯৭.এস/২০০৬ এস ৩(S/2006 S3), ৯৮.এস/২০০৬ এস ৯(S/2006 S9), ৯৯.এস/২০০৬ এস ১০(S/2006 S10), ১০০.এস/২০০৬ এস ১১(S/2006 S11), ১০১.এস/২০০৬ এস ১২(S/2006 S12), ১০২.এস/২০০৬ এস ১৩(S/2006 S13), ১০৩.এস/২০০৬ এস ১৪(S/2006 S14), ১০৪.এস/২০০৬ এস ১৫(S/2006 S15), ১০৫.এস/২০০৬ এস ১৬(S/2006 S16), ১০৬.এস/২০০৬ এস ১৭(S/2006 S17), ১০৭.এস/২০০৬ এস ১৮(S/2006 S18), ১০৮.এস/২০০৬ এস ১৯(S/2006 S19), ১০৯.এস/২০০৬ এস ২০(S/2006 S20), ১২০.এস/২০০৭ এস ২(S/2007 S2), ১২১.এস/২০০৭ এস ৩(S/2007 S3), ১২২.এস/২০০৭ এস ৫(S/2007 S5), ১২৩.এস/২০০৭ এস ৬(S/2007 S6), ১২৪.এস/২০০৭ এস ৭(S/2007 S7), ১২৫.এস/২০০৭ এস ৮(S/2007 S8), ১২৬.এস/২০০৭ এস ৯(S/2007 S9), ১২৭.এস/২০০৯ এস ১(S/2009 S1), ১২৮.এস/২০১৯ এস ১(S/2019 S1), ১২৯.এস/২০১৯ এস ২(S/2019 S2), ১৩০.এস/২০১৯ এস ৩(S/2019 S3) ১৩১.এস/২০১৯ এস ৪(S/2019 S4), ১৩২.এস/২০১৯ এস ৫(S/2019 S5), ১৩৩.এস/২০১৯ এস ৬(S/2019 S6), ১৩৪.এস/২০১৯ এস ৭(S/2019 S7), ১৩৫.এস/২০১৯ এস ৮(S/2019 S8), ১৩৬.এস/২০১৯ এস ৯(S/2019 S9), ১৩৭.এস/২০১৯ এস ১০( S/2019 S10), ১৩৮.এস/২০১৯ এস ১১(S/2019 S11), ১৩৯.এস/২০১৯ এস ১২(S/2019 S12), ১৪০.এস/২০১৯ এস ১৩(S/2019 S13), ১৪১.এস/২০১৯ এস ১৪(S/2019 S14), ১৪২.এস/২০১৯ এস ১৫(S/2019 S15), ১৪৩.এস/২০১৯ এস ১৬(S/2019 S16), ১৪৪.এস/২০১৯ এস ১৭(S/2019 S17), ১৪৫.এস/২০১৯ এস ১৮(S/2019 S18), ১৪৬.এস/২০১৯ এস ১৯(S/2019 S19), ১৪৭.এস/২০১৯ এস ২০(S/2019 S20), ১৪৮.এস/২০১৯ এস ২১(S/2019 S21), ১৪৯.এস/২০২০ এস ১(S/2020 S1), ১৫০.এস/২০২০ এস ২(S/2020 S2), ১৫১.এস/২০২০ এস ৩(S/2020 S3), ১৫২.এস/২০২০ এস ৪(S/2020 S4), ১৫৩.এস/২০২০ এস ৫(S/2020 S5), ১৫৪.এস/২০২০ এস ৬(S/2020 S6), ১৫৫.এস/২০২০ এস ৭(S/2020 S7), ১৫৬.এস/২০২০ এস ৮(S/2020 S8), ১৫৭.এস/২০২০ এস ৯(S/2020 S9), ১৫৮.এস/২০২০ এস ১০(S/2020 S10), ১৫৯.এস/২০২৩ এস১ (S/2023 S1), ১৬০.এস/২০২৩ এস২ (S/2023 S2), ১৬১.এস/২০২৩ এস৩ (S/2023 S3), ১৬২.এস/২০২৩ এস৪ (S/2023 S4), ১৬৩.এস/২০২৩ এস৫ (S/2023 S5), ১৬৪.এস/২০২৩ এস৬ (S/2023 S6), ১৬৫.এস/২০২৩ এস৭ (S/2023 S7), ১৬৬.এস/২০২৩ এস৮ (S/2023 S8), ১৬৭.এস/২০২৩ এস৯ (S/2023 S9), ১৬৮.এস/২০২৩ এস১০ (S/2023 S10), ১৬৯.এস/২০২৩ এস১১ (S/2023 S11), ১৭০.এস/২০২৩ এস১২ (S/2023 S12), ১৭১.এস/২০২৩ এস১৩ (S/2023 S13), ১৭২.এস/২০২৩ এস১৪ (S/2023 S14), ১৭৩.এস/২০২৩ এস১৫ (S/2023 S15), ১৭৪.এস/২০২৩ এস১৬ (S/2023 S16), ১৭৫.এস/২০২৩ এস১৭ (S/2023 S17), ১৭৬.এস/২০২৩ এস১৮ (S/2023 S18), ১৭৭.এস/২০২৩ এস ১৯ (S/2023 S19), ১৭৮.এস/২০২৩ এস ২০ (S/2023 S20), ১৭৯.এস/২০২৩ এস২১ (S/2023 S21), ১৮০.এস/২০২৩ এস২২ (S/2023 S22), ১৮১.এস/২০২৩ এস২৩ (S/2023 S23), ১৮২.এস/২০২৩ এস২৪ (S/2023 S24), ১৮৩.এস/২০২৩ এস২৫ (S/2023 S25), ১৮৪.এস/২০২৩ এস২৬ (S/2023 S26), ১৮৫.এস/২০২৩ এস২৭ (S/2023 S27), ১৮৬.এস/২০২৩ এস২৮ (S/2023 S28), ১৮৭.এস/২০২৩ এস ২৯ (S/2023 S29), ১৮৮.এস/২০২৩ এস৩০ (S/2023 S30), ১৮৯.এস/২০২৩ এস৩১ (S/2023 S31), ১৯০.এস/২০২৩ এস৩২ (S/2023 S32), ১৯১.এস/২০২৩ এস৩৩ (S/2023 S33), ১৯২.এস/২০২৩ এস৩৪ (S/2023 S34), ১৯৩.এস/২০২৩ এস৩৫ (S/2023 S35), ১৯৪.এস/২০২৩ এস৩৬ (S/2023 S36), ১৯৫.এস/২০২৩ এস৩৭ (S/2023 S37), ১৯৬.এস/২০২৩ এস৩৮ (S/2023 S38), ১৯৭.এস/২০২৩ এস৩৯ (S/2023 S39), ১৯৮.এস/২০২৩ এস৪০ (S/2023 S40), ১৯৯.এস/২০২৩ এস৪১ (S/2023 S41), ২০০.এস/২০২৩ এস৪২ (S/2023 S42), ২০১.এস/২০২৩ এস৪৩ (S/2023 S43), ২০২.এস/২০২৩ এস৪৪ (S/2023 S44), ২০৩.এস/২০২৩ এস৪৫ (S/2023 S45), ২০৪.এস/২০২৩ এস৪৬ (S/2023 S46), ২০৫.এস/২০২৩ এস৪৭ (S/2023 S47), ২০৬.এস/২০২৩ এস৪৮ (S/2023 S48), ২০৭.এস/২০২৩ এস৪৯ (S/2023 S49), ২০৮.এস/২০২৩ এস৫০ (S/2023 S50), ২০৯.

হ্যাঁ >৯৩% হাইড্রোজেন

>৫% হিলিয়াম ০.২% মিথেন ০.১% পানি ০.০১% অ্যামোনিয়া ০.০০০৫% ইথেন ০.০০০১% ফসফিন

বরফ দানব ইউরেনাস ৪.০০৭ ১৪.৬ ১.২৭ ১৯.২২ ৮৪.০১ ০.৭৭০ ০.০৪৬ -০.৭২ ২৭ কোর্ডেলিয়া (Cordelia)

ওফেলিয়া (Ophelia) বিয়ানকা (Bianca) ক্রেসিডা (Cressida) ডেসডেমোনা (Desdemona) জুলিয়েট (Juliet) পোর্শিয়া (Portia) রোজালিন্ড ‌(Rosalind) কুপিড (Cupid) বেলিন্ডা (Belinda) পার্ডিটা (Perdita) পাক (Puck) ম্যাব (Mab) মিরান্ডা (Miranda) এরিয়েল (Ariel) আম্ব্রিয়েল (Umbriel) টাইট্যানিয়া (Titania) ওবেরোন ‌(Oberon) ফ্রান্সিস্কো (Fransisco) ক্যালিব্যান (Caliban) স্টেফানো (Stephano) টাইনকুলো (Tienculo) সাইকোরাক্স (Sycorax) মার্গারেট (Margaret) প্রোস্পেরো (Prospero) সেটেবোস (Setebos) ফার্ডিন্যান্ড (Ferdinand)


হ্যাঁ Gases:

৮৩ ± ৩% হাইড্রোজেন (H2) ১৫ ± ৩% হিলিয়াম (He) ২.৩% মিথেন (CH4) ০.০০৯% (০.০০৭–০.০১৫%) hydrogen deuteride (HD) hydrogen sulphide (H2S)[২] Ices:

অ্যামোনিয়া (NH3) পানি (H2O) অ্যামোনিয়াম হাইড্রোসালফাইড (NH4SH) মিথেন হাইড্রাইট

বরফ দানব নেপচুন ৩.৮৮০ ১৭.২ ১.৬৩ ৩০.০৬ ১৬৪.৮ ১.৭৭৭ ০.০১০ ০.৬৭ ১৩ ন্যায়আড (Naiad)

থ্যালাসা (Thalassa‍) ডেস্পিনা (Despina) গ্যালাটিয়া (Galatea) ল্যারিসা (‍Larissa) প্রোটিয়াস (Proteus) ট্রাইটন (Triton) নেরিড (Nereid) হেলিমিড (Helimede) স্যাও (Sao) ল্যাওমেডিয়া (Laomedia) নেসো (Nesso) স্যামাথ (Psamathe) এস/২০০৪ এন১ (S/2004 N1)


হ্যাঁ ( ✓) গ্যাস:

৮০%±৩.২% হাইড্রোজেন (H2) ১৯%±৩.২% হিলিয়াম (He) ১.৫%±০.৫% মিথেন (CH4) ~০.০১৯% হাইড্রোজেন ডিউটেরাইড (HD) ~০.০০০১৫% ইথেন (C2H6) বরফ: অ্যামোনিয়া (NH3) জল (H2O) অ্যামোনিয়াম হাইড্রোসালফাইড (NH4SH) মিথেন বরফ (?) (CH4·5.75H2O)

বামন গ্রহ সেরেস ০.০৭ ০.০০০২ ২.১৬ ২.৭৭-২.৯৮ ৪.৬০ ১০.৫৯ ০.০৭৫ ০.৩৮ না শূন্য
বামন গ্রহ প্লুটো ০.১৮ ০.০০২২ ২.০৩ ২৯.৭-৪৯.৭ ২৪৮.০০ ১৭.১৪১ ০.২৪৮ -৬.৩৮ ১.শ্যারন(Charon);

২.নিক্স(Nix); ৩.হাইড্রা(Hydra); ৪.কার্বেরস(Kerberos); ৫.স্টিক্স(Stix);

? পাতলা
বামন গ্রহ হাউমেয়া ০.১৩৪×০.০৫ ০.০০০৭ ১.৯৯ ৪৩.১ ২৮৩.৭৬ ২৮.১৯ ০.১৯৫ ০.১৬ হিয়াকা(Hiaka) ও নামাকা(Namaka) ? ?
বামন গ্রহ মাকেমাকে ০.১২ ০.০০০৬ ১.৭ ৪৫.৭৮ ৩০৮.৮০ ২৮.৯৬ ০.১৫৯ ? ? ?
বামন গ্রহ এরিস ০.১২ ০.০০২৮ ২.৫২ ৬৭.৮-৯৭.৬ ৫৫৭.০ ৪৪.০৪ ০.৮৮২ ~০.৬ ডিসনোমিয়া(Dysnomia) ? ?
বামন গ্রহ ২২৫০৮৮ গংগং প্রায় ০.৯৭ (প্রায় ১,২৮০ কিলোমিটার) 1.75×10 21 কেজি (3.86×10 21 পাউন্ড) 1.72 ±0.16 গ্রাম/সেমি 3 ৩৩.৭০ – ১০০.৬৮ AU প্রায় ৫৫০.৩১ বছর ৩০.৬২৭৩° ০.৪৯৯৪৩ প্রায় ০.৯৩ দিন (২২.৪ ঘণ্টা) শিয়াংলিউ (Xiangliu) নেই মিথেনের পাতলা বায়ুমণ্ডল থাকতে পারে, তবে তা ধীরে ধীরে মহাকাশে বিলীন হচ্ছে
বামন গ্রহ ৫০০০০ কোয়াওয়ার প্রায় ০.০৯ (প্রায় ১,১১০ কিলোমিটার) প্রায় ১.৪×১০²¹ কেজি প্রায় ২.২ গ্রাম/সেমি³ প্রায় ৪৩.৪ AU প্রায় ২৮৫ বছর প্রায় ৮° প্রায় ০.০৩৮ প্রায় ১৭.৭ ঘণ্টা ওয়েওয়াট(Weywot) হ্যাঁ, ২০২৩ সালে আবিষ্কৃত নেই
বামন গ্রহ 90482 অর্কাস প্রায় ০.৭১ (প্রায় ৯১০ কিলোমিটার) অর্কাস ও ভ্যান্থের সম্মিলিত ভর প্রায় ৬.৩৪ × ১০²⁰ কেজি প্রায় ১.৫৩ গ্রাম/সেমি³ গড়: ৩৯.১৭৪ AU; ন্যূনতম: ৩০.২৪ AU; সর্বাধিক: ৪৮.০৬ AU প্রায় ২৪৫.১৮ বছর ২০.৫৯২° ০.২২৭০১ প্রায় ১৩.১৯ ঘণ্টা ভ্যান্থ (Vanth) জানা নেই নেই
বামন গ্রহ 90377 সেডনা প্রায় ০.০৭১ (প্রায় ৯৯৫ কিমি) অজানা (উপগ্রহ না থাকায় নির্ধারণ করা যায়নি) অজানা গড়: ৫০৬ AU; পারিহেলিয়ন: ৭৬.১৯ AU; আফেলিয়ন: ৯৩৭ AU প্রায় ১১,৪০০ বছর ১১.৯৩° ০.৮৪৯৬ প্রায় ০.৪৩ দিন (১০.২৭ ঘণ্টা) ০ (কোনো উপগ্রহ শনাক্ত হয়নি) প্রযোজ্য নয় নেই নেই;তাপমাত্রা অত্যন্ত নিম্ন হওয়ায় কোনো বায়ুমণ্ডল গঠিত হয়নি।
বামন গ্রহ ১২০৩৪৭ সালাসিয়া প্রায় ০.৬৮ (প্রায় ৮৬৬ কিমি) ৪.৬৬ ± ০.২২ × ১০²⁰ কেজি (সালাসিয়া-অ্যাক্টেয়া সিস্টেম) প্রায় ১.২৯ গ্রাম/সেমি³ ৪২.১৮৪ AU প্রায় ২৭৪ বছর ২৩.৯২১° ০.১০৬৩৬ ৬.০৯ ঘণ্টা অ্যাক্টেয়া (Actaea) নেই নেই (জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ দ্বারা জলীয় বরফের উপস্থিতি শনাক্ত হয়েছে, তবে মিথেন বা অন্যান্য উড়ন্ত বরফের কোনো চিহ্ন পাওয়া যায়নি)
বামন গ্রহ (307261) 2002 MS4 প্রায় ০.৩১ (প্রায় ৭৮৭ কিমি) তথ্য অনুপলব্ধ তথ্য অনুপলব্ধ ৪১.৭ AU ২৬৯ বছর প্রায় ১৮° ০.১৫ অনিশ্চিত; ৭.৩৩ বা ১০.৪৪ ঘণ্টা হতে পারে নেই নেই
বামন গ্রহ (৫৫৫৬৫) ২০০২ AW197 প্রায় ০.৬০ (প্রায় ৭৬৮ কিমি) অনির্দিষ্ট অনির্দিষ্ট ৪৭.০৪২ AU (৪০.৯–৫৩.২ AU) ৩২২.৬৫ বছর ২৪.৪৫১° ০.১৩০০৯ ৮.৮৬ ঘণ্টা নেই নেই অনির্দিষ্ট
বামন গ্রহ ১৭৪৫৬৭ ভারদা প্রায় ০.৫৮ (৭৪০ কিমি) (২.৪৫ ± ০.০৬) × ১০²⁰ কেজি প্রায় ১.২৪–১.৭৬ গ্রাম/সেমি³ ৩৯.৫ – ৫২.৭ AU (গড় ৪৬.১ AU) ৩১৩.১ বছর ২১.৫১১° ০.১৪৩১৫ প্রায় ৫.৯১ ঘন্টা ইলমারে(Ilmarë) নেই নেই (মিথেন বরফের উপস্থিতি থাকতে পারে)
বামন গ্রহ (532037) 2013 FY27 প্রায় ০.৫৮ গুণ (≈ ৭৪০ কিমি) অনির্দিষ্ট অনির্দিষ্ট ৫৮.৫৫৫ AU (গড়) ৪৪৮.০৮ বছর ৩৩.২৯° ০.৩৯৮৯ অনির্দিষ্ট (সম্ভবত দীর্ঘ অথবা পৃথিবীমুখী অক্ষ) নামহীন (≈ ১৯০ কিমি ব্যাস) নেই অনির্দিষ্ট
বামন গ্রহ (208996) 2003 AZ84 প্রায় ০.৬০ (৭২৩ ± ৬৪ কিমি) [সূত্র: [1]] ০.০০০০৩৫১৫ পৃথিবীর ভর [সূত্র: [2]] নির্ধারিত নয় (প্রত্যক্ষভাবে পরিমাপ করা যায়নি) ৩৯.৩৬২ AU [সূত্র: [3]] ২৪৬.৯৬ বছর [সূত্র: [3]] ১৩.৬° [সূত্র: [3]] ০.১৮৩ [সূত্র: [3]] ১ (বর্তমানে পুনরায় পর্যবেক্ষণ করা যায়নি) [সূত্র: [3]] নামকরণ করা হয়নি; আনুমানিক ব্যাস ৭২ কিমি [সূত্র: [3]] ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
বামন গ্রহ 28978 Ixion প্রায় ০.৫৬ (পৃথিবীর ব্যাস ১২,৭৪২ কিমি অনুযায়ী) ৭০৯.৬ কিমি অজানা (উপগ্রহ না থাকায় নির্ধারণ সম্ভব নয়) অজানা গড়: ৩৯.৮০২ AU ২৫১.১১ বছর ১৯.৬° ০.২৪৫৭৯ অনিশ্চিত; বিভিন্ন গবেষণায় ১২.৪ থেকে ১৫.৩ ঘণ্টা পর্যন্ত অনুমান করা হয়েছে নেই নেই; ২০২০ সালের একটি স্টেলার অকাল্টেশন পর্যবেক্ষণে পৃষ্ঠচাপ <২ মাইক্রোবার নির্ধারণ করা হয়েছে
বামন গ্রহ (145452) 2005 RN43 প্রায় ০.০৫৩ (৬৭৯ কিমি) নির্দিষ্টভাবে জানা যায়নি প্রায় ২.০ গ্রাম/সেমি³ ৪১.৩৬ ২৬৬.১ ১৯.৩১৩° ০.০১৯ ০.২৯ (৬.৯৫ ঘণ্টা) জানা যায়নি জানা যায়নি জানা যায়নি
বামন গ্রহ (55637) 2002 UX25 প্রায় ৬৫৯ কিমি (প্রায় ০.৫২ গুণ পৃথিবীর ব্যাস) আনুমানিক ১.২৫ × ১০²⁰ কেজি ০.৮২ ± ০.১১ গ্রাম/সেমি³ ৪২.৪৯ AU ২৭৬.৯৫ বছর ১৯.৪৮৪° ০.১৪১৩ ১৪.৩৮ ঘণ্টা S/2007 (55637) 1 নেই অনুপস্থিত
বামন গ্রহ 2018 VG18("Farout") প্রায় ০.০৪ (৫০০ কিমি) অনির্দিষ্ট অনির্দিষ্ট গড়: ৮২ AU; নিকটতম: ৩৮.৩ AU; দূরতম: ১২৫ AU প্রায় ৭৩৮ বছর প্রায় ২৪.৩° প্রায় ০.৫৩ অনির্দিষ্ট জানা নেই প্রযোজ্য নয় জানা নেই অজানা
বামন গ্রহ 20000 Varuna প্রায় ০.৫৮ (প্রায় ৬৭০ কিমি) অনির্দিষ্ট প্রায় ১.০ গ্রাম/সেমি³ গড়: ৪২.৭১৮ AU; পারিহেলিয়ন: ৪০.৩১৯ AU; অ্যাফেলিয়ন: ৪৫.১১৭ AU প্রায় ২৭৯.২১ বছর ১৭.২২১° ০.০৫৬১৭ প্রায় ০.২৬৪ দিন (৬.৩৪ ঘণ্টা) নেই; তবে ২০১৯ সালের আলোচনায় একটি সম্ভাব্য উপগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে নেই নেই নেই
বামন গ্রহ 229762 Gǃkúnǁʼhòmdímà- 0.053 (প্রায় 684.7 কিমি) ~1.4 × 10²⁰ কেজি ~1.0 গ্রাম/সেমি³ 72.72 AU (গড়) 620.17 বছর 23.378° 0.4843 11.05 ঘণ্টা Gǃòʼé ǃHú নেই অজানা
বামন গ্রহ 2014 UZ224 ~০.০৫ (প্রায় ৫৩৫–৬৯১ কিমি) অজানা অজানা গড়: ১০৯.৫ AU; নিকটতম: ৩৮.৮৩ AU; দূরতম: ১৮০.১৭ AU প্রায় ১,১০০–১,১৪৭ বছর ২৬.৭৮° ০.৬৪৫৪ অজানা অজানা নেই নেই
বামন গ্রহ 19521 Chaos প্রায় ৫৬০–৬১২ কিমি অনির্ধারিত অনির্ধারিত ৪৫.৪৫৭৯৯ ০.১০৫৬৭ ৩০৯.৯২ বছর ১২.০৫° ৩ দিন ২৩ ঘণ্টা ৩৮ মিনিট নেই নেই নেই অনির্ধারিত
বামন গ্রহ 2012 VP113 প্রায় ০.০৪ গুণ (৫২১.৭৭০ কিমি) সঠিকভাবে নির্ধারিত হয়নি অজানা গড় ২৭৩.৯ AU; ন্যূনতম ৮০.৫৫ AU, সর্বাধিক ৪৬৭.২৫ AU প্রায় ৪,৫৪৪.৮৩ বছর ২৪.০২° অজানা প্রযোজ্য নয় নেই অজানা
বামন গ্রহ (528381) 2008 ST291 প্রায় ০.০৮৫ (প্রায় ৫৮৪ কিমি) অনির্ধারিত অনির্ধারিত ৪২.৩১ – ১৫৭.৪৩৭ (গড়: ৯৯.৮৭৪) প্রায় ৯৯৮.৩০ বছর ২০.৭৫৮° ০.৫৭৬ অনির্ধারিত নেই অজানা
বামন গ্রহ (523794) 2015 RR245 ~৬৭০ কিমি (প্রায় ০.৫৩ গুণ পৃথিবীর ব্যাস) অনির্ধারিত (উপগ্রহের অস্তিত্ব নিশ্চিত হলে নির্ধারণ সম্ভব) অনির্ধারিত ৮১.৩৭৩ AU (সেমিমেজর অক্ষ) ৭৩৪.০৫ বছর ৭.৫৭৫৫° ০.৫৮২৯ অনির্ধারিত ১টি সম্ভাব্য উপগ্রহ (নিশ্চিত নয়) নামকরণ হয়নি নেই অজানা
বামন গ্রহ 10 Hygiea প্রায় ০.০৩২ (৪৩৪ কিমি) প্রায় ৩% প্রধান গ্রহাণু বেল্টের মোট ভরের প্রায় ১.৯ কেজি/স্মি³ ৩.১৪ AU (সেমিমেজর অক্ষ) ৫.৫৭ বছর ৩.৮৩২° ০.১০৯৬ ১৩.৮২৮ ঘণ্টা (প্রায় ০.৫৭ দিন) নেই প্রযোজ্য নয় নেই অজানা
বামন গ্রহ 38628 Huya প্রায় ০.৩৭ (প্রায় ৫৩২±২৫ কিমি) ৬.৫×১০¹⁹ – ১.৮×১০²⁰ কেজি প্রায় ২.০ গ্রাম/সেমি³ (অনুমান) ৩৯.৭৬২ AU ২৫০.৭৩ বছর ১৫.৪৬৩° ০.২৮২ অজানা অজানা (নামকরণ হয়নি) নেই অজানা
বামন গ্রহ (15874) 1996 TL66 প্রায় ৩৩৯ কিমি (২০১২ সালের হার্শেল স্পেস অবজারভেটরি অনুসারে) নির্দিষ্টভাবে জানা যায়নি নির্দিষ্টভাবে জানা যায়নি ৮৩.৪০৩ AU প্রায় ৭৬১.৭ বছর ২৪.০০৬° ০.৫৭৯৬৭ প্রায় ১২ ঘণ্টা অজানা অজানা নেই নেই
বামন গ্রহ (15789) 1993 SC প্রায় ০.০২৮৬ (প্রায় ৩৬৩ কিমি) অনির্দিষ্ট অনির্দিষ্ট ৩২.২ – ৪৬.৬৩৯ (গড়: ৩৯.৪) ২৪৭.৩২ ৫.১৬৭ ০.১৮৩৭২ অনির্দিষ্ট প্রযোজ্য নয় অনির্দিষ্ট অনির্দিষ্ট
বামন গ্রহ 10199 Chariklo প্রায় ০.০৪ (প্রায় ২৫৪ কিমি) অজানা অজানা ১৫.৮২২ AU ৬২.৯৩ বছর ২৩.৩৮২° ০.১৭২১ নির্ধারিত হয়নি ০ (কোনো নিশ্চিত উপগ্রহ নেই) নেই ২টি (Oiapoque ও Chuí) নেই
বামন গ্রহ 47171 Lempo প্রায় ০.২১ (২৭২ কিমি) প্রায় ৬.৭১ × ১০¹⁸ কেজি প্রায় ০.৬৪ গ্রাম/সেমি³ ৩৯.৪৭০ AU প্রায় ২৪৮ বছর ৮.৪২৩৩° ০.২২৬১৮ প্রায় ০.২৫৯ দিন (৬.২১ ঘণ্টা) ২টি Hiisi, Paha নেই নেই
বামন গ্রহ 2060 Chiron প্রায় ০.১৫৪ (প্রায় ১৯৬ কিমি) অনির্ধারিত অনির্ধারিত ১৩.৭০ AU ৫০.৭১ বছর ৬.৯৩° ০.৩৭৭২ প্রায় ০.২৪৬৬ দিন (৫.৯১৮ ঘণ্টা) নেই সম্ভাব্য বলয় রয়েছে অনির্ধারিত
বামন গ্রহ 184314 Mbabamwanawaresa ~0.025 (প্রায় 317 কিমি) [আনুমানিক] অজানা অজানা গড়: 44.867 AU; নিকটতম: 38.75 AU; দূরতম: 51.01 AU 301.16 বছর 5.78° 0.1365 অজানা অজানা অজানা অজানা
বামন গ্রহ 79360 Sila-Nunam সিলা: ~250 কিমি, নুনাম: ~236 কিমি ~1.084 × 10²² কেজি (যুগ্মভাবে) ~0.72 গ্রাম/সেমি³ 44.1157 AU ~293.02 বছর 2.24° 0.0165 ~12.51 দিন (উভয় বস্তুর জন্য সিঙ্ক্রোনাইজড) 1 নুনাম (Nunam)(যুগ্ম সিস্টেমের অংশ) নেই অনুপস্থিত
বামন গ্রহ 148780 Altjira ~০.১৯ (২৪৬ কিমি) 4 ৩.৯৫২×১০¹⁸ কেজি 5 ৪৪.৪৯ AU 7 ২৯৫.৬৯ বছর 8 ৫.১৯° 9 ০.০৬০৩ 10 অনির্ধারিত S/2007 (148780) 1 (আল্টজিরা ১) 11 নেই অনুপস্থিত
বামন গ্রহ 65489 Ceto প্রায় ০.০১৭৫ (প্রায় ২২৩ কিমি) অনির্দিষ্ট ১.৩৭ গ্রাম/সেমি³ ১০২.৭৯ AU (গড়) ১০৪২.২২ বছর ২২.২৬৬° ০.৮২৬৩৫ ০.১৮৪৭ দিন (৪.৪৩ ঘণ্টা) Phorcys নেই অনির্দিষ্ট
বামন গ্রহ 474640 Alicanto অনির্দিষ্ট অনির্দিষ্ট অনির্দিষ্ট গড়: 353.74 AU প্রায় 6,660 বছর 25.52° 0.8504 অনির্দিষ্ট 0 প্রযোজ্য নয় অনির্দিষ্ট অনির্দিষ্ট
গ্রহাণু প্যালাস ০.১৪৩ ০.০০০২ ২.৮৯ ২.১৩ ৪.৬২ ৩৪.৮৪ ০.২৩১ ০.৩২৫ কোনটি নয় না অনুপস্থিত
গ্ৰহাণু জুনো প্রায় ০.২২ (প্রায় ২৮৮ × ২৫০ × ২২৫ কিমি) প্রায় ১% গ্রহাণু বেল্টের মোট ভরের নির্দিষ্টভাবে জানা যায়নি নির্দিষ্টভাবে জানা যায়নি ২.৬৭ AU ৪.৩৬ বছর ১২.৯৯° ০.২৫৬২ ০.৩০০৪ দিন (৭.২১ ঘণ্টা) নেই নেই নেই
গ্ৰহাণু ভেস্তা প্রায় ০.০৮২ (৫২৫ কিমি) ২.৫৯ × ১০²⁰ কেজি ৩.৪৬ গ্রাম/সেমি³ ২.৩৬ AU (গড়) ৩.৬৩ বছর ৭.১৪২° ০.০৮৯৪ ৫.৩৪২ ঘণ্টা নেই নেই নেই
গ্ৰহাণু অ্যাস্ট্রিয়া প্রায় ০.০১০৫ (১২৫ কিমি / ১২,৭৪২ কিমি) (২.৭১৬ ± ০.৩২৬) × ১০¹⁸ কেজি ৩.৫০১ ± ০.৪২০ গ্রাম/সেমি³ ২.৫৭৩৫ AU ৪.১৩ বছর ৫.৩৭° ০.১৯ ০.৭০০০৪ দিন (১৬.৮০১ ঘণ্টা) নেই নেই নেই
গ্ৰহাণু 6 Hebe ~0.145 (প্রায় 186 কিমি) 1.28×10¹⁹ কেজি 3.81 ± 0.26 গ্রাম/সেমি³ 2.43 AU 3.78 বছর 14.7° 0.202 0.3031 দিন (~7.27 ঘণ্টা) 0 না নেই
গ্ৰহাণু 7 Iris ১৯৯.৮৩ কিমি ৮.৪ × ১০¹⁸ কেজি ৩.৩ গ্রাম/সেমি³ ২.৩৮৭ AU ৩.৭ বছর ৫.৫২° ০.২২৯৮ ৭.১৩৮৮ নেই নেই
গ্ৰহাণু 8 Flora প্রায় 0.0116 (প্রায় 147.5 কিমি) প্রায় 6.6×10¹⁸ কেজি আনুমানিক 2.7 গ্রাম/সেমি³ (S-টাইপ গ্রহাণুর জন্য সাধারণ) 2.2014 AU 3.27 বছর 5.89° 0.15658 12.865 ঘন্টা নেই নেই
গ্ৰহাণু 9 Metis প্রায় ০.০১৫ (প্রায় ১৭৩ কিমি) প্রায় ৮.০ × ১০¹⁸ কেজি প্রায় ২.৯৪ গ্রাম/সেমি³ ২.৩৮৭ AU ৩.৬৯ বছর (প্রায় ১৩৪৬ দিন) ৫.৫৭৬° ০.১২৩ ০.২১ দিন (প্রায় ৫.০৮ ঘণ্টা) নেই নেই
গ্ৰহাণু 10 Hygiea প্রায় 407.1 কিমি (পৃথিবীর ব্যাসের প্রায় ৩.২%) প্রায় ৮.৬৭ × ১০¹⁹ কেজি প্রায় ১.৯৪ গ্রাম/সেমি³ গড় ৩.১৪৪ AU (সেমি-মেজর অ্যাক্সিস) প্রায় ৫.৫৭ বছর (২০৩৬ দিন) প্রায় ৩.৮৩২° প্রায় ০.১০৯৬ প্রায় ১৩.৮৩ ঘন্টা নেই নেই
গ্ৰহাণু 11 Parthenope প্রায় ০.০১২ (প্রায় ১৫০ কিমি) প্রায় ৫.৫ × ১০¹⁸ কেজি প্রায় ৩.২ গ্রাম/সেমি³ ২.৪৫৩৩৭ AU ৩.৮৪ বছর (প্রায় ১৪০৩.৬ দিন) ৪.৬৩১৫৩° ০.০৯৯৪৩ ১৩.৭২০৪ ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 12 Victoria ~0.09 (প্রায় 115.1 কিমি) তথ্য অনুপলব্ধ 2.45 ± 0.67 গ্রাম/সেমি³ 1.82 – 2.85 AU (গড়: 2.33 AU) 3.56 বছর (1302 দিন) 8.37° 0.220 8.66 ঘণ্টা 1 (সম্ভাব্য, নিশ্চিত নয়) নাম অনিশ্চিত (সম্ভাব্য উপগ্রহের অস্তিত্ব অনুমান করা হয়েছে) নেই নেই
গ্ৰহাণু 13 Egeria প্রায় ০.০১৬ (প্রায় ২০৭.৬ কিমি) প্রায় ৯.২ × ১০¹⁸ কেজি প্রায় ২.১৩ গ্রাম/সেমি³ ২.৫৭৭৭৪ AU ৪.১৪ বছর (প্রায় ১৫১১.৭ দিন) ১৬.৫৩২° ০.০৮৫৪০৩ ০.২৯৩৫ দিন (প্রায় ৭.০৪৫ ঘণ্টা) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 14 Irene ০.০১১৯ ১৫২ কিমি (৫.১০ ± ০.৭৭) × ১০¹⁸ কেজি ২.৬১৪ ± ০.৪৮৩ গ্রাম/সেমি³ ২.৫৮৫ AU ৪.১৬ বছর ৯.১° ০.১৬৮ নাম অজানা (প্রায় ৪.৪ কিমি ব্যাস) নেই নেই
গ্ৰহাণু 15 Eunomia প্রায় 0.021 (268 কিমি) প্রায় 3.05 × 10¹⁹ কেজি প্রায় 2.96 গ্রাম/সেমি³ 2.643 AU 4.30 বছর (1570 দিন) 11.75° 0.186 1 নাম নির্দিষ্ট নয়; ব্যাস প্রায় 4 কিমি, দূরত্ব প্রায় 110 কিমি নেই নেই
গ্ৰহাণু 16 Psyche প্রায় ০.০১৮ (প্রায় ২২৬ কিমি) প্রায় ৩.৮ × ১০⁻⁶ পৃথিবীর ভর প্রায় ৩.৯৮ গ্রাম/সেমি³ ২.৯২ AU প্রায় ৫ বছর ৩.১° ০.১৩৪২ প্রায় ৪.২ ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 17 Thetis ~0.0133 (প্রায় 84.9 কিমি) প্রায় 1.2×10¹⁸ কেজি 3.21 ± 0.92 গ্রাম/সেমি³ 2.4701 AU 3.88 বছর (প্রায় 1418 দিন) 5.59° 0.133 0.5113 দিন (প্রায় 12.27 ঘণ্টা) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 18 Melpomene প্রায় ০.০১১১ (প্রায় ১৪০ কিমি) ৪.৫ × ১০¹⁸ কেজি ৩.০৬ গ্রাম/সেমি³ ২.২৯৫ AU ৩.৪৮ বছর (১২৭০ দিন) ১০.১৩° ০.২১৮ ১১.৫৭ ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 19 Fortuna 0.0177(225 কিমি) 1.27×10¹⁹ কেজি 2.70±0.48 গ্রাম/সেমি³ 2.441 AU 3.81 বছর (1393.378 দিন) 1.573° ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 20 Massalia প্রায় ০.০১১ (প্রায় ১৩৫.৭ কিমি) প্রায় ৫.২ × ১০¹⁸ কেজি প্রায় ৩.২ গ্রাম/সেমি³ গড়ে ২.৪০৮ AU (পরিহেলিয়ন: ২.০৬, আফেলিয়ন: ২.৭৫) প্রায় ৩.৭৪ বছর (১,৩৬৫ দিন) প্রায় ৩.৭৪ বছর (১,৩৬৫ দিন) প্রায় ০.৭১° প্রায় ০.১৪৩৫ প্রায় ৮.১ ঘণ্টা (০.৩৩৭ দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 21 Lutetia প্রায় 0.077 (প্রায় 98 কিমি) ১.৭০ × ১০¹⁸ কেজি ৩.৪৫ গ্রাম/সেমি³ ২.৪৩ AU ৩.৮ বছর ৩.০৬° ০.১৬৪ ০.৩৪ দিন (প্রায় ৮.১৬৮ ঘণ্টা) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 22 Kalliope প্রায় 0.0131 (167.5 কিমি) নির্দিষ্টভাবে নির্ধারিত নয় 4.40 ± 0.46 g/cm³ গড়ে 2.911 AU 4.96 বছর (1810 দিন) 13.70° 0.0987 নির্দিষ্টভাবে নির্ধারিত নয় 1 লিনাস (Linus) নেই নেই
গ্ৰহাণু 24 Themis 0.1 (পৃথিবীর ব্যাসের প্রায় 10%) 4.6 × 10¹⁹ কেজি (পৃথিবীর ভরের প্রায় 0.00001%) 1.0 গ্রাম/সেমি³ 2.7 AU (সূর্যের থেকে গড় দুরত্ব) 4.4 বছর 3.1° 0.07 8.0 ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 25 Phocaea প্রায় 55 কিলোমিটার, যা পৃথিবীর তুলনায় অনেক ছোট। প্রায় 2.6 গ্রাম/সেন্টিমিটার³। 2.5 AU (আধিকৃত একক: সৌর ব্যাসার্ধের একক)। প্রায় 4.4 বছর 0.2°। প্রায় 0.10। প্রায় 6.8 ঘণ্টা। ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 26 Proserpina 95 কিলোমিটার (পৃথিবীর তুলনায় ছোট) প্রায় 3.6 × 10¹⁹ কিলোগ্রাম প্রায় 2.2 গ্রাম/সেমি³ 2.6 AU 4.2 বছর প্রায় 0.07° 0.14 প্রায় 7.3 দিন ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 27 Euterpe 0.022 প্রায় 2.4 × 10¹⁸ কেজি 2.5 গ্রাম/সেন্টিমিটার³ 2.57 AU প্রায় 4.1 বছর 1.77° 0.167 5.55 দিন ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 28 Bellona ১২০.৯ কিলোমিটার (±৩.৪ কিমি) আনুমানিক ১.৯ × ১০¹⁸ কিলোগ্রাম ২.৭৭৭ AU (প্রধান অ্যাস্টোরোয়েড বেল্টের মধ্যে) ৪.৬৩ বছর (১,৬৯০.১৯ দিন) ০.১৫১ ৯.৪° ১৫.৭০৬ ঘণ্টা (প্রায় ১৫ ঘণ্টা ৪২ মিনিট) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 29 Amphitrite প্রায় ১৩০ কিলোমিটার আনুমানিক ৩.৫ × ১০¹⁸ কিলোগ্রাম প্রায় ২.৫ গ্রাম/সেমি³ ২.৭৫ AU প্রায় ৪.৫ বছর ০° (সূর্যকে কেন্দ্র করে কক্ষপথ) ০.০৩ প্রায় ৫.৫ ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 30 Urania প্রায় 100.6 কিমি (0.0079 গুণ পৃথিবীর ব্যাস) প্রায় 1.3×10¹⁸ কেজি 2.7 গ্রাম/সেমি³ (আনুমানিক) 2.372 AU 3.65 বছর (প্রায় 1333 দিন) প্রায় 6.3° 0.099 প্রায় 13.7 ঘন্টা (0.57 দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 31 Euphrosyne ২৬৮ ± ৪ কিমি প্রায় ১.২৭ × ১০¹⁹ কেজি প্রায় ১.৬৬৫ ± ০.২৪২ গ্রাম/সেমি³ ৩.১৫৯ AU ০.২১৫৯ ২৬.৩২° ২.৪৮ AU (পেরিহেলিয়ন) থেকে ৩.৮৪ AU (অ্যাফেলিয়ন) প্রায় ৫.৬১ বছর (২০৫০ দিন) ১৬.৭৬ কিমি/সেকেন্ড ইউফ্রোসিন আই (Euphrosyne I )(২০১৯ সালে আবিষ্কৃত) নেই নেই
গ্ৰহাণু 32 Pomona 0.29 0.00048 2.7 গ্রাম/সেমি³ 2.662 AU 4.34 বছর 10.0° 0.066 5.63 দিন ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 33 Polyhymnia প্রায় 55 কিলোমিটার

পৃথিবীর ব্যাসের তুলনায় এটি প্রায় 0.14 গুণ।||প্রায় 3.6 × 10¹⁸ কিলোগ্রাম,পৃথিবীর ভরের তুলনায় এটি প্রায় 6.0 × 10⁻⁵ গুণ।||প্রায় 2.0 গ্রাম/সেন্টিমিটার³,এটি পৃথিবীর ঘনত্বের প্রায় 0.2 গুণ।||প্রায় ২.৮৭৩ AU||প্রায় 4.4 বছর,এটি সূর্যকে একবার প্রদক্ষিণ করতে সময় নেয়।||প্রায় 10° সূর্য থেকে এই গ্রহাণুর কক্ষপথের ঢাল।প্রায় 0.15,কক্ষপথের গোলাকারতা, 0 মানে সম্পূর্ণ বৃত্তাকার||প্রায় 6.5 ঘণ্টা,এটি নিজ অক্ষে একবার ঘূর্ণন করতে সময় নেয়||০ (কোনো উপগ্রহ নেই) ||প্রযোজ্য নয়||নেই||নেই

গ্ৰহাণু 34 Circe ১১৩.০২ ± ৪.৯০ কিমি

(৩.৬৬ ± ০.০৩) × ১০ ১৮ কেজি||৪.৮৩ ± ০.৬৩ গ্রাম/সেমি ৩ ||২.৬৮৭ AU;২.৪০৭ AU(পেরিহেলিয়ন) ও ২.৯৭০ AU (অ্যাফেলিয়ন)|| প্রায় ৪.৪০ বছর (১৬০৮.৭০ দিন)||৫.৫০°||১৮.১২ কিলোমিটার/সেকেন্ড||০ (কোনো উপগ্রহ নেই) ||প্রযোজ্য নয়||নেই||নেই

গ্ৰহাণু 35 Leukothea ১০৩.১ কিলোমিটার প্রায় ১.১৫×১০¹⁸ কেজি প্রায় ২.০ গ্ৰাম/সেন্টিমিটার ³ ২.৯৯৩৮ AU ০.২২৫১৬৭১ ৭.৯৩৩১° ২.৯৯০ AU ১৬.৯৯ কিলোমিটার/সেকেন্ড ৫.১৭ বছর (প্রায় ১৮৯২ দিন) ৩১.৯০২ ঘন্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 36 Atalante প্রায় 105 কিমি প্রায় 3.1 × 10^18 কেজি প্রায় 2.7 গ্রাম/সেঃ মিঃ³ 2.65 AU 4.31 বছর প্রায় 7.0° 0.231 9.93 ঘণ্টা (প্রায় 0.413 দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 37 Fides প্রায় 108.29 কিমি (0.0085× পৃথিবী) প্রায় 1.3×10¹⁸ কেজি প্রায় 2.0 গ্রাম/সেমি³ 2.661 AU 4.34 বছর (1585 দিন) প্রায় 6.8° 0.103 প্রায় 7.33 ঘণ্টা (0.305 দিন) জানা যায়নি (0 নিশ্চিত) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 38 Leda প্রায় ১১৫ কিমি প্রায় ১.৪×১০¹⁸ কেজি প্রায় ২.০ গ্রাম/সেন্টিমিটার³ ২.৭৪৩ AU প্রায় ৪.৫৯ বছর প্রায় ৬.৯° ০.১৫০ প্রায় ১২.৮ ঘণ্টা জানা যায়নি (0 নিশ্চিত) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 39 Laetitia পৃথিবীর তুলনায় প্রায় ০.০০৩৪ গুণ প্রায় ৬.০১×১০¹⁷ কেজি প্রায় ২.০ গ্রাম/সেন্টিমিটার³ প্রায় ২.৮৩৯৩৩৩৭০১ AU প্রায় ৪.৭৮ বছর প্রায় ১০.০৩° ০.১৬১৩৬২৪৮ প্রায় ৫.১৩ ঘণ্টা (দিন নয়) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 65803 Didymos প্রায় ০.০০৬১ (৭৮০ মিটার) প্রায় ৫.২৪ × ১০¹¹ কেজি (আনুমানিক) আনুমানিক ২.১ গ্রাম/সেমি³ (রাবল-পাইল গঠন) ১.৬৪৪৩৯৪১৯৬৬ AU ২.১০৮৭ বছর ৩.৪০৭৮৩° ০.৩৮৩৬৯৭৪৮০৬ প্রায় ২.২৬ ঘণ্টা (০.০৯৪ দিন) ডাইমোর্ফোস (Dimorphos) নেই নেই
গ্ৰহাণু 87 Sylvia প্রায় 0.28 গুণ (গড় ব্যাস ~ 286 কিমি) 1.478 × 10¹⁹ কেজি 1.2 গ্রাম/সেমি³ 3.48(আস্ট্রোনমিক্যাল ইউনিট) ~ 11.85° 0.093 0.216 দিন (প্রায় 5.18 ঘণ্টা) ২টি রোমিউস (Romulus) ও রেমাস (Remus) নেই নেই
গ্ৰহাণু 107 Camilla ~২২১ কিমি (পৃথিবীর তুলনায় প্রায় ০.০১৭ গুণ) প্রায় ১.12 × ১০¹⁹ কেজি ~১.৪ কেজি/সেমি³ ৩.৪৮১ AU ~৬.৫ বছর ১০.৩° ০.০৭৯ ০.২০৩ দিন (প্রায় ৪.৮৭ ঘন্টা) ২টি স্যর্স (S/2001 (107) 1) ও স্যর্স II (S/2016 (107) 1) নেই নেই
গ্ৰহাণু 130 Elektra প্রায় ১৯৯ কিমি (পৃথিবীর তুলনায় ছোট) ৬.৬×১০¹⁸ কেজি ১.৭ কেজি/সেমি³ ৩.১২৫ AU (খর্ব কেন্দ্রীক) ৫.৫ বছর ১৫.৫° ০.১৭৭ ০.৩৮ দিন (প্রায় ৯ ঘণ্টা) ৩টি S/2003 (130) 1,S/2014 (130) 1 ও S/2014 (130) 2 নেই নেই
গ্ৰহাণু 423 Diotima প্রায় 205 কিমি প্রায় 5.5 × 10¹⁸ কেজি প্রায় 1.39 গ্রাম/সেমি³ 3.065 AU প্রায় 5.37 বছর প্রায় 14.4° 0.032 প্রায় 4.77 দিন ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 88 Thisbe প্রায় ২৩২ কিলোমিটার প্রায় ১৫×১০¹⁹ কেজি প্রায় ২.০ গ্ৰাম/সেন্টিমিটার ³ প্রায় ২.৭৬৭ AU প্রায় 4.6 বছর প্রায় 5.5° 0.165 প্রায় 6.04 ঘন্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 324 Bamberga প্রায় 228 কিমি প্রায় 1.0×10¹⁹ কেজি প্রায় 2.7 গ্রাম/সেমি³ 2.68 AU প্রায় 11.1° 0.34 প্রায় 29.4 ঘণ্টা (1.225 দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 433 Eros প্রায় 0.016 গুণ (প্রায় 16.8×16.8×10.2 কিলোমিটার) প্রায় ৬.৬৯ × ১০¹⁵ কেজি প্রায় ২.৬৭ গ্রাম/সেমি³ গড়ে ১.৪৫৬ AU প্রায় ১.৭৬ বছর (৬৪৩ দিন) প্রায় ১০.৮৩° ০.২২৩ প্রায় ০.২১৮ দিন (৫.২৬ ঘণ্টা) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 99942 Apophis প্রায় ৩৭৫ মিটার প্রায় ৬.১×১০¹⁰ কেজি প্রায় ৩.২ গ্রাম/সেন্টিমিটার³ ০.৯২২৩৬ AU প্রায় ০.৯ বছর (৩২৩.৬ দিন) প্রায় ৩.৩৩° ০.১৯১১ প্রায় ৩০.৪ ঘণ্টা (প্রায় ১.২৬ দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু (152680) 1998 KJ9 আনুমানিক ০.৩২১–০.৭১৮ কিমি; গড় প্রায় ০.৫ কিমি আনুমানিক ৭.৮৭ × ১০¹⁰ কেজি নির্ধারিত নয় ১.৪৪৭৭ AU (গড়) ৬৩৬ দিন (প্রায় ১.৭৪ বছর) ১০.৯৩২° ০.৬৩৯৯৫ অনির্ধারিত ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু (153814) 2001 WN5 প্রায় 0.3 কিমি (প্রায় 300 মিটার) আনুমানিক 6.2×10¹⁰ কেজি আনুমানিক 2.6 গ্রাম/সেঃমিঃ³ 1.26 AU 1.41 বছর 0.186 প্রায় 0.74 দিন ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 367943 Duende আনুমানিক ৩০ মিটার আনুমানিক ১,৩০,০০০ টন আনুমানিক ২,৬০০ কেজি/মি³ (প্রস্তরীয় গ্রহাণুর জন্য সাধারণ) ০.৯১০৩ AU ০.৮৭ বছর (৩১৭ দিন) ১১.৬০° ০.০৮৯৪ ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু Interamnia প্রায় 306 কিমি (পৃথিবীর চেয়ে অনেক ছোট) প্রায় 3.9 × 10²⁰ কেজি প্রায় 1.98 গ্রাম/সেন্টিমিটার³ প্রায় 0.429 দিন (10.3 ঘন্টা) প্রায় 3.06 AU প্রায় 5.4 বছর (পৃথিবীর হিসাবে) প্রায় 17.3° প্রায় 0.15 ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 1036 Ganymed প্রায় 32 কিমি (পৃথিবীর তুলনায় অনেক ছোট) প্রায় 1.25×10¹⁷ কেজি প্রায় 2.7 গ্রাম/সেমি³ 2.662 AU প্রায় 4.35 বছর পরিবর্তনশীল, নির্দিষ্ট নয় 0.533 প্রায় 10.31 ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 48 Doris প্রায় 220 কিমি প্রায় 5.0×10¹⁸ কেজি প্রায় 2.7 গ্রাম/সেমি³ 2.783 AU প্রায় 4.64 বছর প্রায় 6.64° 0.159 প্রায় 11.905 ঘন্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 121 Hermione প্রায় 187 কিলোমিটার (পৃথিবীর তুলনায় প্রায় 0.015 গুণ) প্রায় 0.0002×10²¹ কেজি প্রায় 1.8 গ্রাম/সেন্টিমিটার³ প্রায় 3.45 AU প্রায় 6.42 বছর 0.134 0.293 দিন (প্রায় 7.03 ঘণ্টা) ১টি S/2002 (121) 1 হিসাবে মনোনীত করা হয়েছে যা জ্যোতির্বিদদের একটি দল "লাফায়েট" প্রস্তাব করেছে ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 94 Aurora প্রায় ২০৮ কিমি প্রায় ৩.১ × ১০¹⁸ কেজি ২.০ গ্রাম/সেঃমিঃ³ ২.৬৭৫ AU ৪.৩৮ বছর ৫.২৯° ০.০৭৭ প্রায় ৭.৫৪ ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 259 Aletheia পৃথিবীর তুলনায় প্রায় ০.০৬ গুণ (প্রায় ১৮৫ কিমি) প্রায় ৫.৭৮ × ১০¹⁸ কেজি প্রায় ২.৩২ গ্রাম/সেন্টিমিটার³ প্রায় ২.৬৭৩ AU প্রায় ৪.৩৭ বছর (১৫৯৫ দিন) প্রায় ১৪.৩৭° ০.০৯৫ প্রায় ৮.১৪ ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 372 Palma প্রায় ১/২৫ গুণ প্রায় ৩.০৪×১০¹⁸ কেজি প্রায় ১.৪৮ গ্রাম/সেঃমিঃ³ ২.৬৭১৮৩১৭৭ AU প্রায় ৪.৩৬ বছর ১০.১৬° ০.১৯৫৫৪৮৮ প্রায় ৮.৫৭ ঘন্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 532 Herculina আনুমানিক ২১৭ কিলোমিটার প্রায় ৩.৬ × ১০¹⁹ কেজি প্রায় ৩.২ গ্রাম/ঘন সেন্টিমিটার প্রায় ২.৭০৭৮৮১৮১২৭৯১৯১ AU(খণ্ডকালীন একক: AU= অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট) প্রায় ৪.৪৪ বছর প্রায় ১৫.৮° ০.১৭ প্রায় ০.৩৮৯ দিন (প্রায় ৯.৩৫ ঘণ্টা) ১টি নিশ্চিতভাবে নামকরণ করা হয়নি। (শুধুমাত্র ২০০৬ সালে একটি চাঁদের অস্তিত্ব নিশ্চিত করা হয়েছে।) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 354 Eleonora ০.০৭৪ গুণ ৬.৬×১০¹⁸ কেজি ২.২৭ গ্রাম/সেমি³ ২.৭৯৩৬৯৯৭১ AU ৪.৬৭ বছর ১৫.৫৩৫° ০.১৫ ০.২৬ দিন ১টি স্যাটেলাইট অব ৩৫৪ ইলিওনোরা (Satellite of 354 Eleonora) নেই নেই
গ্ৰহাণু 128 Nemesis প্রায় ১৬৩ ± ৫ কিমি ৩.৪ × ১০¹⁸ কেজি ১.৫ গ্রাম/সেমি³ ২.৭৫ AU ০.১২৭ ৬.২৫° ৪.৫৬ বছর (প্রায় ১৬৬৫ দিন) ১৮.০২ কিমি/সেকেন্ড ৩৮.৯৩ ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 511 Davida 320 কিলোমিটার (প্রায়) 4.1 × 10^18 কেজি (প্রায়) প্রায় 2.6 গ্রাম/সেন্টিমিটার³ 2.39 AU 3.67 বছর 3.46° 0.11 প্রায় 13.5 ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 624 Hektor প্রায় 225 কিমি (7.9 ± 1.4) × 10¹⁸ কেজি 1.0 ± 0.3 গ্রাম/সেন্টিমিটার³ 5.222 AU প্রায় 11.95 বছর 0° (L4 পয়েন্টের কাছাকাছি) 0.024 6.92 ঘণ্টা ১টি স্ক্যালি (Skamandrios) নেই নেই
গ্ৰহাণু 65 Cybele প্রায় 237 কিমি (পৃথিবীর ব্যাসের তুলনায় প্রায় 0.0186 গুণ) প্রায় 1.36×10¹⁹ কেজি প্রায় 1.38 গ্রাম/সেমি³ 3.4267 AU (খণ্ডগুচ্ছ অঞ্চল) প্রায় 6.35 বছর (২৩১৯.৪ দিন) প্রায় 3.6° 0.1036 প্রায় 6.081 ঘণ্টা ১টি অস্পষ্ট (প্রস্তাবিত উপগ্রহ রয়েছে, তবে নির্দিষ্ট নাম নেই) নেই নেই
গ্ৰহাণু 451 Patientia প্রায় ২২৫ কিমি (পৃথিবীর তুলনায় অনেক ছোট) প্রায় ৪.৩ × ১০¹⁸ কেজি আনুমানিক ২.০৩ গ্রাম/সেমি³ ২.৬০২ AU প্রায় ৪.১৯ বছর প্রায় ১০.৫° ০.০৭১ ১টি এখনও আনুষ্ঠানিক নামকরণ হয়নি (শুধু আবিষ্কৃত হয়েছে) নেই নেই
গ্ৰহাণু 192 Nausikaa ১০৬ কিলোমিটার (পৃথিবীর তুলনায় প্রায় ১.৬% ব্যাস) আনুমানিক ৪.৭৩×১০¹⁸ কেজি প্রায় ২.৭ গ্রাম/ঘনসেন্টিমিটার ২.৪০৮ AU (খালি গড় দূরত্ব) ৩.৭৩ বছর (১৩৬৩ দিন) ১.৬৫° ০.১৪ ১৩.৬ ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু (706765) 2010 TK 7 আনুমানিক ৩০০ মিটার (0.000047 গুণ পৃথিবীর ব্যাস) অজানা অজানা প্রায় ১.০০৯ AU প্রায় ১ বছর প্রায় ২০° অজানা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু (614689) 2020 XL5 প্রায় ১ কিমি অজানা অজানা প্রায় ১.০০১ AU প্রায় ১.০৯ বছর প্রায় ২০° (ল্যাগ্রেঞ্জ পয়েন্ট L₄ এর সাথে সম্পর্কিত) ০.০১৩ প্রায় ১৬ ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু (121514) 1999 UJ7 অজানা অজানা অজানা 1.524 AU 1.88 বছর অজানা 0.040 অজানা অজানা অজানা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 5261 Eureka পৃথিবীর তুলনায় ছোট; আনুমানিক ১.৩ কিমি প্রায় ১.৭ × ১০¹³ কেজি প্রায় ২.৭ গ্রাম/সেন্টিমিটার³ ১.৫২৩৭৬১৮৭৩৩৮৩৭৮৩ (AU) ১.৮৭ বছর (প্রায় ৬৮২ দিন) প্রায় ২১° ০.০৬৫৭ ২.৬৯ দিন ১টি S/2011 (5261) ১ নেই নেই
গ্ৰহাণু (101429) 1998 VF31 পৃথিবীর তুলনায় খুবই ক্ষুদ্র (প্রায় 770 মিটার) তথ্য অপ্রাপ্য অনুমানযোগ্য নয় 1.000 AU (গড়) 1.00 বছর (প্রায় 365 দিন) 0.103 অজানা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 101955 Bennu প্রায় ০.০০০৭৫ গুণ প্রায় ৭.৩৩×১০¹⁰ কেজি প্রায় ১.১৯ গ্রাম/সেন্টিমিটার³ ১.১২৬৪ AU ১.২০ বছর (প্রায় ৪৩৬.৬৪ দিন) প্রায় ৬.০৪° ০.২০৫৬৩ ০.২৮ দিন (প্রায় ৪.৩ ঘন্টা) ১টি অস্থায়ীভাবে কোনো নির্দিষ্ট নামকরণ হয়নি, শুধুমাত্র "ছোট উপগ্রহ" (small satellite) নামে পরিচিত। নেই নেই
গ্ৰহাণু (311999) 2007 NS2 আনুমানিক ৮০০-১৬০০০ মিটার অজানা অজানা ১.৫২৩৭৭৭৫ AU ১.৮৮ বছর (৬৮৭ দিন) ০.০৫৪০২৮৯ ১৮.৬২০৩৭° অজানা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু (385250) 2001 DH47 0.57 কিলোমিটার অজানা অজানা 2.279 AU 3.44 বছর 7.12° 0.149 অজানা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 89 Julia প্রায় 0.15 গুণ প্রায় 4.2 × 10¹⁸ কেজি প্রায় 2.7 গ্রাম/সেমি³ 2.701 AU প্রায় 4.44 বছর প্রায় 15° 0.175 0.297 দিন (প্রায় 7.13 ঘণ্টা) ১টি রোমা(Roma) নেই নেই
গ্ৰহাণু 201 Penelope আনুমানিক ৮৮ কিমি ৪.২ × ১০¹⁸ কেজি ২.৭ গ্রাম/সেন্টিমিটার³ ২.৭০০৭৩৮৩ AU ৪.৪৪ বছর (১৬২২.৭ দিন) প্রায় ৮.৩° ০.১০৮৫ ৩.৭৪ দিন ১টি অনির্ধারিত (বর্তমানে আনুষ্ঠানিক নামকরণ হয়নি) নেই নেই
গ্ৰহাণু 216 Kleopatra প্রায় 0.092 গুণ (প্রায় 217 × 94 × 81 কিমি) প্রায় 4.64 × 10¹⁸ কেজি প্রায় 3.6 গ্রাম/সেমি³ প্রায় 2.794 AU (খণ্ডকালীন দূরত্ব) প্রায় 4.63 বছর প্রায় 13.136° 0.253 প্রায় 0.224 দিন (5.385 ঘণ্টা) ২টি আলেক্সহেলিওস (Alexhelios) ও ক্লিওসেলেনি (Cleoselene) নেই নেই
গ্ৰহাণু 925 Alphonsina প্রায় ১১৯ কিমি আনুমানিক ১.৪×১০¹⁸ কেজি প্রায় ১.৪ গ্রাম/সেমি³ ২.۶৭৩ AU প্রায় ৪.৩৭ বছর প্রায় ১৪.০৬° ০.০৮৮ ১.৮ দিন ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 1140 Crimea প্রায় 34 কিমি অজানা অজানা প্রায় 2.738 AU প্রায় 4.53 বছর প্রায় 6.4° 0.085 প্রায় 18.942 ঘণ্টা (প্রায় 0.789 দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 9969 Braille আনুমানিক ২.২ × ১ কিমি (পৃথিবীর তুলনায় খুবই ছোট) প্রায় ৪.০ × ১০¹² কেজি প্রায় ২.৬ গ্রাম/সেমি³ (অনুমান) ১.০ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট (AU) ০° ০.০৩ ১০ ঘণ্টা (প্রায় ০.৪ দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু (136617) 1994 CC প্রায় 700 মিটার (প্রধান গ্ৰহাণু); উপগ্রহগুলো 50 মিটার এবং 100 মিটার প্রায় 3.5×10^11 কেজি প্রায় 1.4 গ্রাম/ঘনসেন্টিমিটার প্রায় 1.64 AU প্রায় 2.10 বছর (767 দিন) প্রায় 16.6° 0.417 প্রায় 2.4 ঘণ্টা (0.1 দিন) 2টি বিটা(Beta) ও গামা(Gamma) নেই নেই
গ্ৰহাণু (33342) 1998 WT24 আনুমানিক 0.6 কিমি (পৃথিবীর তুলনায় ছোট) আনুমানিক 1.5 × 10¹² কেজি আনুমানিক 2.5 গ্রাম/সেমি³ 2.5 AU 4.0 বছর 6.3° 0.1 আনুমানিক 12.4 দিন ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু (285263) 1998 QE2 প্রায় ৩.২ কিমি প্রায় ২.১×১০¹³ কেজি আনুমানিক ২.১ গ্রাম/ঘনসেন্টিমিটার প্রায় ২.৪০১ AU প্রায় ৩.৭৬ বছর প্রায় ১৩৫° ০.৫৭৩৮ প্রায় ০.২৬ দিন (প্রায় ৬.২ ঘণ্টা) ১টি আনুষ্ঠানিক নাম নেই, সাধারণত "1998 QE2 উপগ্রহ" নামে উল্লেখ করা হয় নেই নেই
গ্ৰহাণু 52 Europa প্রায় ৩১৫ কিমি (পৃথিবীর ব্যাসের তুলনায় খুবই ক্ষুদ্র) প্রায় ৫.২ × ১০¹⁸ কেজি প্রায় ২.৮ গ্রাম/সেমি³ ২.৭০৪ AU ৪.৪৫ বছর প্রায় ১.৫° ০.০৯৪ ০.৫ দিনে (প্রায় ১২ ঘণ্টা) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 90 Antiope ২০.৭ কিমি (পৃথিবীর তুলনায় ছোট) প্রায় ৭.৫ × ১০¹⁹ কিলোগ্রাম আনুমানিক ২.৩ গ্রাম/সেমি³ ৩.১ ৫.৫ বছর ৩৪° ০.১৮ ২১.৯ ২টি সাইথিয়া (Sytia) এবং ল্যাজি (Lazaria) নেই নেই
গ্ৰহাণু 379 Huenna প্রায় ২০০ কিলোমিটার (পৃথিবীর তুলনায় প্রায় ০.৬%) প্রায় 4.5×10¹⁸ কিলোগ্ৰাম প্রায় 2.3 গ্ৰাম/সেন্টিমিটার ³ প্রায় 2.7AU প্রায় 4.4 বছর প্রায় ১০° প্রায় ০.১৫ প্রায় ৫.৫ ঘন্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 617 Patroclus প্রায় ১৩০ কিলোমিটার (পৃথিবীর তুলনায় প্রায় ০.১%) আনুমানিক ১.৩ × ১০¹⁹ কিলোগ্রাম আনুমানিক ১.৩ গ্রাম/সেমি³ প্রায় ৫.২ AU (সূর্য থেকে গড় দূরত্ব) প্রায় ১১.৮ বছর প্রায় ০° (সূর্যকে কেন্দ্র করে কক্ষপথ) প্রায় ০.০৫ প্রায় ২.৫° (সূর্যের কক্ষপথের তুলনায়) প্রায় ৫.৪ ঘণ্টা ১টি Menoetius(মেনোয়েশিয়াস) নেই নেই
গ্ৰহাণু 3753 Cruithne প্রায় ৫ কিলোমিটার (পৃথিবীর তুলনায় অনেক ছোট) নির্দিষ্টভাবে অজানা (আনুমানিক প্রায় ১.৪×১০¹⁸ কেজি) প্রায় ২.৬ গ্রাম/সেন্টিমিটার³ (আনুমানিক) প্রায় ১.০০৩৭১ AU প্রায় ৩৬৫.৮ দিন (১ বছর) প্রায় ১৯° ০.৫১৪ প্রায় ২৭.৩২ দিন ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 1566 Icarus প্রায় ১.৪ কিলোমিটার (পৃথিবীর তুলনায় অনেক ছোট) প্রায় ৩.৩×১০¹² কিলোগ্রাম আনুমানিক ২.৭ গ্রাম/সেমি³ ১.০৭৯৬ AU ১.১২ বছর (৪০৯ দিন) প্রায় ২২.৮৩° ০.৮২৭ প্রায় ২.২৭ ঘণ্টা (দিনের অংশবিশেষ) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 1620 Geographos 5.3 কিমি (প্রায় 0.01 বার পৃথিবীর ব্যাস) আনুমানিক 2.8 × 10¹² কিলোগ্রাম 1.49 AU 1.83 বছর 27.5° 0.51 5.9 ঘণ্টা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 1685 Toro প্রায় ৩.৫ কিলোমিটার (পৃথিবীর তুলনায় নগণ্য) আনুমানিক ১.১ × ১০¹⁴ কেজি প্রায় ২.৭ গ্রাম/সেন্টিমিটার³ ১.৩৬ AU প্রায় ১.৬ বছর ৯.৩৬° ০.৪৩৬ প্রায় ০.৩৬ দিন (৮.৭ ঘণ্টা) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 1862 Apollo প্রায় ১.৫ কিলোমিটার আনুমানিক ২×১০¹² কিলোগ্রাম নির্দিষ্টভাবে জানা যায়নি ০.৫৫৯৯৪ ১.৪৭০২ AU ১.৭৮ বছর (৬৫১ দিন) ৬.৩৫৩° ২২.৫১ কিমি/সেকেন্ড ৩.০৬৫ ঘণ্টা ১টি নিশ্চিত উপগ্রহ রয়েছে S/2005 (1862) 1 নেই নেই
গ্ৰহাণু 1863 Antinous ~২.০ কিমি অজানা অজানা ১.১৪৪৮ AU ১.২৩ বছর (৪৪৭.৭ দিন) ২.১৪° ০.৬০৭২ ~৮ ঘন্টা অজানা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 1864 Daedalus ৩.৭ কিলোমিটার (পৃথিবীর তুলনায় অনেক ছোট) প্রায় ১.৫ × ১০¹³ কেজি ১.৪৬৭ AU (খর্বকক্ষীয় গ্রহাণু) ১.৭৮ বছর (প্রায় ৬৫০ দিন) ৬.৪° ০.৫৪৪ ৮.৫৭ ঘন্টা (০.৩৫৭ দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 1865 Cerberus অজানা অজানা অজানা ১.০৮৮ AU ১.১৩ বছর ২১.৮° ০.৫১১ ৬.৮১২ ঘণ্টা (প্রায় ০.২৮৪ দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 1866 Sisyphus প্রায় ৮.৫ কিমি নির্দিষ্টভাবে জানা যায়নি নির্দিষ্টভাবে জানা যায়নি ১.894 AU প্রায় ২.৬১ বছর (৯৫৩ দিন) প্রায় ২১.১° ০.৫৩৭ প্রায় ২.৪ দিন ১টি সিফিকাস আই (Sisyphus I) নেই নেই
গ্ৰহাণু 1981 Midas ২ কিলোমিটার (পৃথিবীর তুলনায় অনেক ছোট) আনুমানিক ৩.৪×১০¹² কিলোগ্রাম প্রায় ২.৭ গ্রাম/সেমি³ ১.৭৮৩ AU (খর্ববর্তী কক্ষপথ) ২.৩৭ বছর (প্রায় ৮৬৫ দিন) ৫৬.২° ০.৬৫৬ প্রায় ৫.২৪ ঘন্টা (০.২২ দিন) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 2016 NL56 অজানা অজানা অজানা প্রায় ১.০০ AU প্রায় ১.০২ বছর অজানা প্রায় ০.০১৯ অজানা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 2062 Aten প্রায় ১ কিলোমিটার (পৃথিবীর তুলনায় ছোট) অজানা অজানা ০.৯৬ AU প্রায় ০.৯৬ বছর (৩৫০ দিন) পরিবর্তনশীল (সুনির্দিষ্ট তথ্য অজানা) ০.১৮ প্রায় ৪০ ঘণ্টা (প্রায় ১.৬৬ দিন) অজানা ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 2063 Bacchus অজানা অজানা অজানা ১.০৭৭ AU প্রায় ১.১২ বছর অজানা ০.৩৫৩ প্রায় ০.১ দিন (প্রায় ২.৪ ঘণ্টা) ০ (কোনো উপগ্রহ নেই) প্রযোজ্য নয় নেই নেই
গ্ৰহাণু 2100 Ra-Shalom প্রায় ২.৭ কিমি
 
শিল্পীর তুলিতে আঁকা একটি ভ্রূণ গ্রহীয় চাকতির ছবি।

ধারণা করা হয় ১৭৫৫ সালে দার্শনিক ইমানুয়েল কান্ট কর্তৃক প্রস্তাবিত নীহারিকা প্রকল্প অনুসারে সৌর জগতের সৃষ্টি হয়েছে। এই প্রকল্পটি প্রথম স্বাধীনভাবে সংগঠিত করেন বিজ্ঞানী পিয়ের-সিমন লাপ্লাস[২১] এই প্রকল্পের তত্ত্ব অনুসারে বলা হয় আজ থেকে প্রায় ৪.৬ বিলিয়ন বছর পূর্বে একটি দানবীয় আণবিক মেঘের মহাকর্ষীয় ধ্বসের মাধ্যমে সৌর জগতের সৃষ্টি হয়েছে। এই প্রাথমিক আণবিক মেঘটি সম্ভবত কয়েক আলোক বর্ষ দীর্ঘ ছিল এবং এ থেকে বেশ কয়েকটি তারার সৃষ্টি হয়েছিল বলে প্রস্তাব করা হয়েছে।[২২] উল্কাপিণ্ড নিয়ে আধুনিক গবেষণায় এমন কিছু বিরল উপাদান পাওয়া গেছে যারা কেবল একটি বিস্ফোরণশীল তারার অভ্যন্তরেই সৃষ্টি হতে পারে। এ থেকে বোঝা যায় সূর্য একটি তারা স্তবকের মধ্যে জন্ম নিয়েছিলো এবং আশেপাশের কয়েকটি অতিনবতারা বিস্ফোরণের মত এতেও ব্যাপকতর বিস্ফোরণ ঘটেছিল। এসব অতিনবতারা থেকে নির্গত অভিঘাত তরঙ্গ সূর্যের জন্মে একটি সূচনাকারী প্রভাবকের ভূমিকা পালন করতে পারে। কারণ এই তরঙ্গ পার্শ্ববর্তী নীহারিকাগুলোর মধ্যে অতিরিক্ত ঘনত্বসম্পন্ন অঞ্চল সৃষ্টি করেছিল। এর ফলে মহাকর্ষীয় বল অভ্যন্তরীন গ্যাসের চাপের চেয়ে বেশি হয়ে যায় এবং ধ্বসের কারণ হিসেবে দেখা দেয়।[২৩]

মহাবিশ্বের যে অঞ্চলটি সৌরজগতে রুপান্তরিত হয়েছে তা প্রাক-সৌর নীহারিকা নামে পরিচিত যার ব্যাস ৭,০০০ থেকে ২০,০০০ জ্যোতির্বিজ্ঞান এককের মধ্যে।[২২][২৪] আর এর ভর ছিল সূর্যের ভরের চেয়ে সামান্য বেশি (সূর্যের ভরের ০.১ থেকে ০.০০১ অংশের মত বেশি)।[২৫] যখন নীহারিকাটি ধ্বসে পড়ে তখন কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির কারণে এর ঘূর্ণন বেগ বৃদ্ধি পায়। যেহেতু নীহারিকার মধ্যবর্তী পদার্থগুলো ঘনতর হতে থাকে সেহেতু এর মধ্যবর্তী পরমাণুসমূহের পরস্পরের মধ্যে আরও বৃহৎ কম্পাঙ্কের সাথে সংঘর্ষ হতে থাকে। সবচেয়ে বেশি সংঘর্ষ হয় কেন্দ্রে। এর ফলে কেন্দ্রের তাপের পরিমাণ আশেপাশে চাকতির অন্যান্য অঞ্চল থেকে অনেক বেড়ে যায়।[২২] সংকোচনশীল নীহারিকাটির উপর অভিকর্ষ, গ্যাসীয় চাপ, চৌম্বক ক্ষেত্র এবং ঘূর্ণন একসাথে প্রভাব ফেলতে থাকে। ফলে এটি অনেকটা সমতল হয়ে যেতে থাকে এবং এক সময় একটি ভ্রূণ গ্রহীয় চাকতিতে পরিণত হয় যার ব্যাস ছিল আনুমানিক ২০০ এইউ।[২২] কেন্দ্রে সৃষ্টি হয় একটি উত্তপ্ত ও ঘন ভ্রূণ তারা[২৬][২৭]

পাদটীকা

সম্পাদনা
  1. সৌরজগতের গ্রহগুলিকে প্রদক্ষিণকারী প্রাকৃতিক উপগ্রহগুলি হল পরোক্ষভাবে সূর্যকে প্রদক্ষিণকারী জ্যোতিষ্কের একটি উদাহরণ।
  2. অতীতে অন্য কয়েকটি বস্তুকেও গ্রহ আখ্যা দেওয়া হত। উদাহরণস্বরূপ, ১৯৩০ সালে আবিষ্কারের পর থেকে ২০০৬ সাল পর্যন্ত প্লুটো গ্রহের মর্যাদা পেয়ে এসেছিল। পূর্বতন গ্রহসমূহ দেখুন।
  3. বুধের থেকেও বড়ো প্রাকৃতিক উপগ্রহ দু’টি হল বৃহস্পতি-প্রদক্ষিণকারী গ্যানিমিডশনি-প্রদক্ষিণকারী টাইটান। অবশ্য আকারে বুধের থেকে বড়ো হলেও এই উপগ্রহ দু’টির ভর বুধের ভরের অর্ধেকেরও কম। এছাড়া বৃহস্পতির অপর উপগ্রহ ক্যালিস্টোর ব্যাসার্ধ বুধের ব্যাসার্ধের ৯৮ শতাংশেরও বেশি।
  4. আইএইউ নির্ধারিত সংজ্ঞা অনুযায়ী, সূর্য-প্রদক্ষিণকারী বস্তুগুলি বেগ ও ভৌত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিনটি শ্রেণিতে বিভক্ত: গ্রহ, বামন গ্রহসৌরজগতের ক্ষুদ্র বস্তু
    • সূর্য-প্রদক্ষিণকারী যে বস্তুগুলির ভর সেগুলিকে আকর্ষণ করে একটি (প্রায়-)গোলকের আকার দেওয়ার পক্ষে যথেষ্ট এবং যে বস্তুগুলি সেগুলির চারপাশ থেকে অন্য সকল ক্ষুদ্রতর বস্তুগুলিকে পরিষ্কার করে দিতে সক্ষম, সেই বস্তুগুলিই হল গ্রহ। এই সংজ্ঞা অনুযায়ী সৌরজগতের মোট গ্রহের সংজ্ঞা আট: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। প্লুটো তার পারিপার্শ্বিক থেকে কাইপার বেষ্টনীর অন্যান্য বস্তুকে পরিষ্কার করে দিতে না পারায় এই সংজ্ঞা অনুযায়ী প্লুটোকে আর গ্রহ হিসাবে বিবেচনা করা হয় না।[]
    • সূর্য-প্রদক্ষিণকারীর যে বস্তুগুলি প্রাকৃতিক উপগ্রহ নয় এবং যেগুলির ভর সেগুলিকে প্রায়-গোলকের আকার দান করার পক্ষে যথেষ্ট হলেও পারিপার্শ্বিক থেকে যেগুলি শিশুগ্রহগুলিকে পরিষ্কার করে দেয়নি, সেই বস্তুগুলিই হল বামন গ্রহ[] প্লুটো একটি বামন গ্রহআইএইউ সৌরজগতের আরও চারটি বস্তুকে সম্ভাব্য বামন গ্রহ হিসাবে স্বীকৃতি দিয়েছে অথবা সেগুলির নামকরণ করেছে: সেরেস, হাউমেয়া, মাকেমাকেএরিস[] অন্যান্য যে সক বস্তুকে সাধারণভাবে সম্ভাবনাময় বামন গ্রহ মনে করা হয়, সেগুলির মধ্যে রয়েছে গংগং, সেডনা, ওরকাসকোয়াওয়ার[] প্লুটোর অভিসম্বন্ধক্রমে নেপচুন-উত্তর অঞ্চলে সূর্য-প্রদক্ষিণকারী অন্যান্য বামন গ্রহগুলিকে কখনও কখনও প্লুটোয়েড বলে উল্লেখ করা হয়।[] অবশ্য এই পরিভাষার প্রয়োগ কদাচিৎ ঘটে থাকে।
    • সূর্য-প্রদক্ষিণকারী অবশিষ্ট বস্তুগুলিকে সৌরজগতের ক্ষুদ্র বস্তু নামে উল্লেখ করা হয়।[]
  5. প্রাকৃতিক উপগ্রহগুলির পূর্ণাঙ্গ তালিকার জন্য সৌরজগতের প্রাকৃতিক উপগ্রহগুলির তালিকা দেখুন।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "How Many Solar System Bodies"। NASA/JPL Solar System Dynamics। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  2. Wm. Robert Johnston (১৫ সেপ্টেম্বর ২০১৯)। "Asteroids with Satellites"। Johnston's Archive। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯ 
  3. "Latest Published Data"The International Astronomical Union Minor Planet Center। ৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৯ 
  4. Mumma, M.J.; Disanti, M.A.; Dello Russo, N.; Magee-Sauer, K.; Gibb, E.; Novak, R. (২০০৩)। "Remote infrared observations of parent volatiles in comets: A window on the early solar system"Advances in Space Research31 (12): 2563–2575। ডিওআই:10.1016/S0273-1177(03)00578-7বিবকোড:2003AdSpR..31.2563Mসাইট সিয়ারX 10.1.1.575.5091  
  5. "The Final IAU Resolution on the definition of "planet" ready for voting"। IAU। ২৪ আগস্ট ২০০৬। ৭ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০০৭ 
  6. "Dwarf Planets and their Systems"Working Group for Planetary System Nomenclature (WGPSN)। U.S. Geological Survey। ৭ নভেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০০৮ 
  7. Ron Ekers। "IAU Planet Definition Committee"। International Astronomical Union। ৩ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০০৮ 
  8. "Plutoid chosen as name for Solar System objects like Pluto"International Astronomical Union, Paris। ১১ জুন ২০০৮। ১৩ জুন ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ জুন ২০০৮ 
  9. Grundy, W.M.; Noll, K.S.; Buie, M.W.; Benecchi, S.D.; Ragozzine, D.; Roe, H.G. (ডিসেম্বর ২০১৮)। "The Mutual Orbit, Mass, and Density of Transneptunian Binary Gǃkúnǁʼhòmdímà ((229762) 2007 UK126)" (পিডিএফ)Icarusডিওআই:10.1016/j.icarus.2018.12.037। ৭ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  10. Mike Brown (২৩ আগস্ট ২০১১)। "Free the dwarf planets!"Mike Brown's Planets 
  11. "বিশ্ব ডট কম | মহাকাশ : আমাদের সৌরজগৎ কত বড়?"Bishwo.com। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৩ 
  12. WC Rufus (১৯২৩)। "The astronomical system of Copernicus"Popular Astronomy। খণ্ড 31। পৃষ্ঠা 510। বিবকোড:1923PA.....31..510R 
  13. Weinert, Friedel (২০০৯)। Copernicus, Darwin, & Freud: revolutions in the history and philosophy of scienceWiley-Blackwell। পৃষ্ঠা 21আইএসবিএন 978-1-4051-8183-9 
  14. Eric W. Weisstein (২০০৬)। "Galileo Galilei (1564–1642)"Wolfram Research। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১০ 
  15. "Discoverer of Titan: Christiaan Huygens"ESA Space Science। ২০০৫। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১০ 
  16. "Comet Halley"University of Tennessee। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০০৬ 
  17. "Etymonline: Solar System"। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০০৮ 
  18. "1838: Friedrich Bessel Measures Distance to a Star"। Observatories of the Carnegie Institution for Science। ১ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১৮ 
  19. এম উল্‌ফসন। "The origin and evolution of the solar system" (পিডিএফ)ইয়র্ক বিশ্ববিদ্যালয়। ২৩ জুলাই ২০০৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-০৭-২২ 
  20. Marochnik, Leonid S.; Mukhin, Lev M.; Sagdeev, Roal'd. Z.। "Estimates of mass and angular momentum in the Oort cloud"Institut Kosmicheskikh Issledovanii, Moscow। সংগ্রহের তারিখ ২০০৬-০৭-২৩ 
  21. See, T. J. J. (April 23, 1909)। "The Past History of the Earth as Inferred from the Mode of Formation of the Solar System"Proceedings of the American Philosophical Society48 (191): 119–128। সংগ্রহের তারিখ 2006-07-23  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  22. "Lecture 13: The Nebular Theory of the origin of the Solar System"University of Arizona। ২০১১-০৮-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-২৭ 
  23. Jeff Hester (২০০৪)। "New Theory Proposed for Solar System Formation"Arizona State University। সংগ্রহের তারিখ ২০০৭-০১-১১ 
  24. টেমপ্লেট:Cite science
  25. Yoshimi Kitamura (২০০২-১২-১০)। "Investigation of the Physical Properties of Protoplanetary Disks around T Tauri Stars by a 1 Arcsecond Imaging Survey: Evolution and Diversity of the Disks in Their Accretion Stage"The Astrophysical Journal581 (1): 357–380। ডিওআই:10.1086/344223। সংগ্রহের তারিখ ২০০৭-০১-০৯  অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  26. টেমপ্লেট:Cite science
  27. "Present Understanding of the Origin of Planetary Systems"। National Academy of Sciences। এপ্রিল ৫, ২০০০। আগস্ট ৩, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০১-১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা


টেমপ্লেট:Nearest systems