কৌণিক ভরবেগ
পদার্থবিজ্ঞানের পরিভাষা
পদার্থবিজ্ঞানে কৌণিক ভরবেগ, ভরবেগের ভ্রামক বা কৌণিক ভ্রামক দ্বারা এমন একটি ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়, যা কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো বস্তুর জড়তার ভ্রামক ও কৌণিক বেগের গুণফল থেকে পাওয়া যায়।
কোনো বস্তুর কৌণিক ভরবেগ হলো ঐ বস্তু গঠনকারী প্রত্যেকটি কণার কৌণিক ভরবেগের সমষ্টির সমান। কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান কোনো দৃঢ় বস্তুর কৌণিক ভরবেগ, (), এর জড়তার ভ্রামক () এবং কৌণিক বেগের () গুণফল থেকে পাওয়া যায়

নীলস বোরের পরমাণু মডেলে কোন শক্তি স্তরে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করা হয়েছিল।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |