আলোক বর্ষ
জ্যোতির্বিজ্ঞানে দূরত্ব পরিমাপের একক
(আলোকবর্ষ থেকে পুনর্নির্দেশিত)
আলোক বর্ষ বা আলোকবর্ষ (light-year, lightyear, ly) হল একটি দৈর্ঘ্য পরিমাপের একক, যা দিয়ে জ্যোতির্বিদ্যা সম্পর্কিত দূরত্ব মাপা হয়। এক আলোক বর্ষ সমান ৯.৪৬ ট্রিলিয়ন কিলোমিটার বা ৫.৮৮ ট্রিলিয়ন মাইল। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের সংজ্ঞা অনুসারে এক আলোক বর্ষ হল এক জুলীয় বছরে (৩৬৫.২৫ দিন) শূন্য মাধ্যমে আলো যত দূরত্ব অতিক্রম করে সেই দূরত্ব।[২] 'বর্ষ' শব্দটি যুক্ত হওয়ার কারণে দৈর্ঘ্যের এই এককটি মাঝে মাঝে সময়ের একক হিসেবে ভুল করা হয়, কারণ 'বর্ষ' বা 'বছর' হল সময়ের একক।
আলোক বর্ষ | |
---|---|
![]() সূর্য থেকে ১২.৫ আলোকবর্ষ দূরুত্বের মধ্যে অবস্থিত নক্ষত্রসমূহের অবস্থান।[১] | |
এককের তথ্য | |
একক পদ্ধতি | জ্যোতির্বৈজ্ঞানিক একক |
যার একক | দৈর্ঘ্য |
প্রতীক | ly |
একক রুপান্তর | |
১ ly ... | ... সমান ... |
মেট্রিক (এসআই) একক | ৯.৪৬০৭×১০১৫মিটার |
একক & মার্কিন একক | ৫.৮৭৮৬×১০১২মা |
জ্যোতির্বৈজ্ঞানিক একক | ৬.৩২৪১×১০৪AU ০.৩০৬৬ পারসেক |
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "The Universe within 12.5 Light Years - The Nearest stars"। www.atlasoftheuniverse.com। সংগ্রহের তারিখ ২০২১-১১-২২।
- ↑ Measuring the Universe: The IAU and Astronomical Units, International Astronomical Union।