প্লুটো (প্রতীক: ⯓[] এবং ♇[]) হলো বামন গ্রহ। এটি আবিস্কৃত হয় ১৯৩০ খ্রিষ্টাব্দের ১৮ ফেব্রুয়ারি। বিজ্ঞানী ক্লাইড ডব্লিউ টমবাউ এটি আবিষ্কার করেন। সূর্যকে প্রদক্ষিণ করতে এর সময় লাগে (পৃথিবীর হিসাবে) ২৪৮ বছর। সূর্য থেকে প্লুটোর গড় দূরত্ব প্রায় ৬০০ কোটি কিলোমিটার। কক্ষপথে প্লুটোর গতি মাত্র ৪.৭ কিলোমিটার। এর ব্যাস ২,৩৭৬.৬ কিলোমিটার। এর পাঁচটি উপগ্রহ রয়েছে। প্লুটোতে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস রয়েছে। অনেক বছর ধরে একে গ্রহ এর তালিকায় রাখা হলেও ২০০৯ সাল থেকে এটি গ্রহের মর্যাদা হারায়। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন একে বামন গ্রহ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

প্লুটো ⯓
৪,৫০,০০০ কিমি দূর থেকে ১৪ জুলাই ২০১৫ তারিখে নিউ হরাইজন্স নভোযান দ্বারা তোলা প্রায় প্রকৃত রঙে প্লুটোর ডিজিটাল যৌগিক ছবি
আবিষ্কার
আবিষ্কারকক্লাইড ডব্লিউ টমবাউ
আবিষ্কারের তারিখ১৮ ফেব্রুয়ারি, ১৯৩০
বিবরণ
এমপিসি পদমর্যাদা১৩৪৩৪০ প্লুটো
ক্ষুদ্র গ্রহসমূহের শ্রেণীবামন গ্রহ
বিশেষণপ্লুটোনীয়
কক্ষপথের বৈশিষ্ট্য
যুগ জে২০০০
অপসূর৭,৩৭৫,৯২৭,৯৩১ কিমি
(৪৯.৩০৫ ০৩২ ৮৭ এইউ)
৪,৫৮৩,২০০,১২৩ মাইল
অনুসূর৪,৪৩৬,৮২৪,৬১৩ কিমি
(২৯.৬৫৮ ৩৪০ ৬৭ এইউ)
২,৭৫৬,৯২১,৬১১ মাইল
অর্ধ-মুখ্য অক্ষ৫,৯০৬,৩৭৬,২৭২ কিমি
(৩৯.৪৮১ ৬৮৬ ৭৭ এইউ)
৩,৬৭০,০৬০,৮৬৫ মাইল
উৎকেন্দ্রিকতা০.২৪৮ ৮০৭ ৬৬
যুতিকাল৩৬৬.৭৩ দিন
গড় কক্ষীয় দ্রুতি৪.৬৬৬ কিমি/সে
নতি১৭.১৪১ ৭৫°
(সূর্যের বিষুবের সাথে ১১.৮৮°)
উদ্বিন্দুর দ্রাঘিমা১১০.৩০৩ ৪৭°
অনুসূরের উপপত্তি১১৩.৭৬৩ ২৯°
উপগ্রহসমূহ
ভৌত বৈশিষ্ট্যসমূহ
গড় ব্যাসার্ধ১১৯৫ কিমি [১]
(পৃথিবীর ১৯% বা
৭৪২.৫ মাইল)
পৃষ্ঠের ক্ষেত্রফল১.৭৯৫×১০ বর্গকিমি
(পৃথিবীর ০.০৩৩ গুণ)
আয়তন৭.১৫×১০ ঘনকিমি
(পৃথিবীর ০.০০৬৬ গুণ)
ভর(১.৩০৫±০.০০৭)×১০২২ কেজি [২]
(পৃথিবীর ০.০০২১ গুণ)
গড় ঘনত্ব২.০৩±০.০৬ গ্রাম/সেমি³ [৩]
বিষুবীয় পৃষ্ঠের অভিকর্ষ০.৫৮ মি/সে²
(জি-এর ০.০৫৯ গুণ)
মুক্তি বেগ১.২ কিমি/সে
০.৭৪ মাইল/সে
নাক্ষত্রিক ঘূর্ণনকাল−৬.৩৮৭২৩০ দিন
(৬ দি ৯ ঘ ১৭ মি ৩৬ সে)
বিষুবীয় অঞ্চলে ঘূর্ণন বেগ৪৭.১৮ কিমি/ঘ (বিষুব বিন্দুতে)
অক্ষীয় ঢাল১১৯.৫৯১ ± ০.০১৪° (কক্ষপথের সাথে)[][]
উত্তর মেরুর বিষুবাংশ১৩৩.০৪৬ ± ০.০১৪°[]
উত্তর মেরুর বিষুবলম্ব-৬.১৪৫ ± ০.০১৪°[]
প্রতিফলন অনুপাত০.৪৯–০.৬৬ (৩৫% পরিবর্তন হতে পারে) [৪] [৫]
বায়ুমণ্ডল
পৃষ্ঠের চাপ০.৩০ প্যাসকেল (গ্রীষ্মকালে সর্বোচ্চ)
গঠননাইট্রোজেন, মিথেন

একে গ্রহের মর্যাদা দেওয়ার দাবিতে অনেক দেশে আন্দোলনও হয়েছে।

আবিষ্কার

সম্পাদনা

নেপচুন গ্রহ আবিষ্কারের পর দেখা যায় ইউরেনাস গ্রহ ও নেপচুন গ্রহের গতিতে কিছুটা অস্বাভাবিকতা দেখা দেয়।[] তখন অনেক জ্যোতির্বিজ্ঞানী মনে করতে থাকেন নেপচুনের কক্ষপথ ছাড়িয়ে আরেকটি গ্রহ বা কোন গ্রহাণু থাকতে পারে।[] ১৯০৫ খ্রিস্টাব্দে পার্সিভাল লাওয়েল প্রথম এই গ্রহ খুঁজতে শুরু করেন। তবে তিনি কোনো গতিশীল আলোর বিন্দু খুঁজে পাননি।[] লওয়েলের মৃত্যুর পর ক্লাইড টমবাউ ১৯৩০ খ্রিষ্টাব্দের ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এরিজোনা অঙ্গরাজ্যের ফ্ল্যাগস্টাফে অবস্থিত লওয়েল মানমন্দিরে বা লওয়েল অবজারভেটরিতে যোগদান করেন। [] সেখানে ১৩ পলক তুলক[] দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে জানুয়ারি মাসে মিথুন নক্ষত্রপুঞ্জের তোলা দুটো ছবি তুলনা করেন আবিষ্কার করেন প্লুটোকে ১৮ ফেব্রুয়ারি তারিখ বিকেল চারটায়। কিন্তু ক্লাইড টমবাউ মার্চের ১৩ তারিখে নিশ্চিত করেন ওটা একটি গ্রহ[][]

নামকরণ

সম্পাদনা

আবিষ্কৃত এই মহাকাশীয় বস্তুপিন্ডটিকে রোমক মৃত্যু আর প্রেতলোকের দেবতার নামে গ্রহ হিসেবে নামকরণ করা হয় প্লুটো। পুরাণ মতে, প্লুটো(গ্রিক হেডেস) হচ্ছে নিম্নতর জগতের(পাতালপুরী বা মৃতপুরী) দেবতা। সে স্যাটার্নের (গ্রিক ক্রোনাস, বাংলা শনি) পুত্র, জুপিটার (গ্রিক জিউস, বাংলা বৃহস্পতি) ও নেপচুনের (গ্রিক পসাইডন) ভাই এবং প্রসপারপাইনের (গ্রিক পার্সিফোন) স্বামী।

উপগ্রহ

সম্পাদনা
 
প্লুটো-শ্যারন সিস্টেমের একটি অসমন্তরাল ছবি। যেখানে দেখান হচ্ছে যে, প্লুটো নিজেই একটি বিন্দুর চারপাশে আবর্তিত হচ্ছে। চিত্রে প্লুটোর কক্ষপথকে লাল ও শ্যারনের কক্ষপথকে সবুজ রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে।
 
শ্যারনের ভূত্বক
 
প্লুটোনিয়ান সিস্টেমের ডায়াগ্রাম
 
S/2011 (134340) 1 বা P4-এর হাবলে তোলা ছবি

এপর্যন্ত জানামতে, প্লুটো'র পাঁচটি প্রাকৃতিক উপগ্রহ রয়েছে: শ্যারন[], যা ১৯৭৮ খ্রিষ্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী জ্যামস ক্রিস্টি প্রথম শনাক্ত করেন, এবং আরো দুটো তুলনামূলক ছোট উপগ্রহ: নিক্স এবং হাইড্রা, দুটোই ২০০৫ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত হয়।[] এরপর S/2011 (134340) 1 (সাময়িক বা প্রাথমিক নাম, P4 নামেও পরিচিত), ২০১১ সালে হাবল টেলিস্কোপ কর্তৃক শনাক্ত করা হয়,[১০] এবং সর্বশেষ আবিষ্কৃত উপগ্রহটি হলো S/2012 (134340) 1 (P5 নামেও পরিচিত), যা ২০১২ সালে আবিষ্কৃত হয়। পরবর্তীতে P4 এর নাম কার্বেরস ও P5 এর নাম স্টিক্স দেয়া হয়েছে ৷ [১১]

প্লুটো এবং শ্যারনের সাথে পৃথিবীর চাঁদের তুলনা
নাম
ব্যাস
(km)
ভর
(kg)
কক্ষপথের ব্যাসার্ধ (কিমি) আবর্তন কাল (দিন)
প্লুটো ploo'-toe
/ˈpluːtɔʊ/
2306
(65% Luna)
13×1021
(18% Luna)
2390
(0.6% Luna)
6.3872
(25% Luna)
শ্যারন shair'-ən
/ˈʃɛərən/
1205
(35% Luna)
1.5×1021
(2% Luna)
19,570
(5% Luna)


Large trans-Neptunian objectsedit
কয়পার বেল্ট: প্লুটো (চ্যারন) | অরকাস | ইক্সিয়ন | 2002 UX25 | Varuna | 2002 TX300 | 2003 EL61 | Quaoar | 2005 FY9 | 2002 AW197
Scattered disc: 2002 TC302 | 2003 UB313 | 2004 XR190 | Sedna
 See also Triton, astronomical objects and the solar system's list of objects, sorted by radius or mass
For pronunciation, see: Centaur and TNO pronunciation.
† Current MPC classification. Some consider Sedna an Oort cloud object.


Trans Neptunian Objects [edit ]
Planet : Pluto

Plutino : Pluto* | 1993 RO | 1993 RP | 1993 SB | 1993 SC | 1994 TB | 1995 QZ9 | 1996 SZ4 | 1996 TP66 | 38083 Rhadamanthus | 38628 Huya | 28978 Ixion | 2003 VS2 | 90482 Orcus

Cubewanos: 1998 WW31 | 1992 QB1 | 1994 GV9 | 1994 JQ1 | 1994 VK8 | 1996 TO66 | 19521 Chaos | 53311 Deucalion | 2002 AW197 | 50000 Quaoar | 2002 MS4 | 2002 TX300 | 2002 UX25 | 58534 Logos | Unnumbered: 2003 AZ84 | 2003 EL61 | 2003 QW90 | 2005 FY9

Twotino: Unnumbered: 1996 TR66 | 1998 SM165 | 1997 SZ10 | 1999 RB216 | 2000 JG81

Scattered disk object: 2002 TC302 | 1995 TL8 | 1996 GQ21 | 1996 TL66 | 2000 OO67 | 2000 OM67 | 2001 KC77 | 2001 UR163 | 2002 CY224 | 2002 GX32 | Unnumbered: 2003 UB313** | 2004 XR190

Unclassified Objects : 1994 JS | 1994 JR1 | 1995 DA2 | 1995 SM55 | 1996 TQ66 | 1997 CR29 | 1997 CS29 | 1997 CU29 | 1997 QJ4 | 1998 HJ151 | 1998 HK151 | 1998 HP151 | 1998 HM151 | 1998 KR65 | 1998 SM165 | 1998 SN1651998 US43 | 1998 VG44 | 1998 WW24 | 1998 WA31 | 1998 WU31 | 1998 WA25 | 1999 CP133 | 1999 CL158 | 1999 CC158 | 1999 DF9 | 1999 HT11 | 1999 HB12 | 1999 HC12 | 1999 KR16 | 1999 OY3

Natural satellites : Charon (Pluto) | Hydra (Pluto) | Nix (Pluto) | S/2000 (1998 WW31) 1 | S/2005 (2003 EL61) 1 | S/2005 (2003 EL61) 2 | S/2005 (2003 UB313) 1

তথ্যসূত্র

সম্পাদনা
  1. M. W. Buie, W. M. Grundy, E. F. Young, L. A. Young, S. A. Stern (২০০৬)। "Orbits and photometry of Pluto's satellites: Charon, S/২০০৫ P১, and S/২০০৫ P২"Astronomical Journal১৩২: ২৯০। টেমপ্লেট:Arxiv 
  2. Based on the orientation of Charon's orbit, which is assumed the same as Pluto's spin axis due to the mutual tidal locking.
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; Buie০৬ নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. JPL/NASA (২০১৫-০৪-২২)। "What is a Dwarf Planet?"Jet Propulsion Laboratory। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৯ 
  5. John Lewis, সম্পাদক (২০০৪)। Physics and chemistry of the solar system (2 সংস্করণ)। Elsevier। পৃষ্ঠা 64 
  6. "মহাবিশ্ব" - লেখক : ড.হুমায়ূন আজাদ, ISBN: 984 401 568 3 ,প্রকাশকাল: ২০০০ সাল।
  7. প্লুটো – একটি বামন গ্রহের গল্প – আদি থেকে অন্ত[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  8. "Charon-এর সঠিক উচ্চারণ" (ইংরেজি ভাষায়)। Encyclopedia Mythica। ১০ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল (html) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১০Charon {kair'-uhn} Greek  horizontal tab character in |উক্তি= at position 19 (সাহায্য)
  9. গাই গুগলিওট্টা. "Possible New Moons for Pluto." ওয়াশিংটন পোস্ট. নভেম্বর ১, ২০০৫. Retrieved on অক্টোবর ১০, ২০০৬।
  10. "NASA's Hubble Discovers Another Moon Around Pluto"। NASA। জুলাই ২০, ২০১১। সংগ্রহের তারিখ ২০১১-০৭-২০ 
  11. Wall, Mike (১১ জুলাই ২০১২)। "Pluto Has a Fifth Moon, Hubble Telescope Reveals"Space.com। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১২