অপভূ
(Apsis থেকে পুনর্নির্দেশিত)
পৃথিবীর চতুর্দিকে ঘূর্ণায়মান কোন বস্তুর (চাঁদ, কৃত্রিম উপগ্রহ এবং আপাতভাবে সূর্য) উপবৃত্তাকার কক্ষপথের পৃথিবী থেকে সবচেয়ে দূরের বিন্দুকে অপভূ(ইংরেজি: Apsis)(গ্রিক: ἁψίς; plural apsides /ˈæps[অসমর্থিত ইনপুট: 'ɨ']diːz/, Greek: ἁψίδες) বলা হয়। সূর্য ভূ-কক্ষের অপভূ'তে আসে ৩ রা জুলাই।
গাণিতিক সূত্র
সম্পাদনা- অপসূর: সর্বোচ্চ দূরত্ব(যাকে পরাভূ দূরত্বও বলা হয়) তে সর্বনিম্ন দ্রুতি
যেখানে:
- হলো প্রধানপ্রায় অক্ষ
- হলো উৎকেন্দ্রিকতা
- হলো আদর্শ মহাকর্ষীয় পরামাত্রা