ব্যবহারকারী:Kayser Ahmad/শীর্ষ


জাতীয় সংসদ নির্বাচন পদক

সম্পাদনা
  জাতীয় সংসদ নির্বাচন পদক
সুপ্রিয় Kayser Ahmad,

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলা উইকিপিডিয়াতে আয়োজিত এডিটাথনে নির্বাচন সংক্রান্ত নিবন্ধ সৃষ্টি অথবা মানোন্নয়ন করে উইকিপিডিয়া সমৃদ্ধিতে সহায়তা করার জন্য আপনাকে ধন্যবাদ। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) মঙ্গলবার ১১:০০, ১৫ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পূর্বনির্ধারিতবাছাই

সম্পাদনা

কায়সার ভাই, নিবন্ধে {{পূর্বনির্ধারিতবাছাই:}} কেন ব্যবহার করা হয়? - Ahmad ০৪:৩৬, ৮ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@NahidSultan:/@আফতাবুজ্জামান: ভাই, উপরের প্রশ্নের উত্তর দয়া করে দিবেন। >>কায়সার আহমাদ (আলাপ) ০৯:২১, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Ahmad Kanik: বিষয়শ্রেণীগুলিতে দেখবেন নিবন্ধগুলি শিরোনামের প্রথম অক্ষর অনুযায়ী সাজানো থাকে (যেটা মিডিয়াউইকি স্বয়ংক্রিয়ভাবে করে)। অনেক সময় বিভিন্ন কারণে নিবন্ধগুলিকে তার প্রথম অক্ষরের পরিবর্তে অন্য অক্ষরের ক্রম অনুযায়ী দেয়ার দরকার পড়ে, তখন এই {{পূর্বনির্ধারিতবাছাই:}} ব্যবহার করা হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৯, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
আপনাদেরকে ধন্যবাদ - Ahmad ০০:০৫, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার ইমেইল এসেছে!

সম্পাদনা
 
হ্যালো। আপনার ই-মেইল পরীক্ষা করুন – আপনি একটি মেইল পেয়েছেন!
১৩:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি) তারিখে বার্তা যোগ করা হয়েছে। আপনি {{আপনি মেইল ​​পেয়েছেন}} টেমপ্লেটটি অপসারণের মাধ্যমে যেকোনো সময়ে এই নোটিশ মুছে ফেলতে পারেন।

~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:১৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

পায়ুসঙ্গম পাতা

সম্পাদনা

@কায়সার ভাই, পায়ুসঙ্গম পাতাটিতে অমীমাংসিত সম্পাদনাগুলো মীমাংসিত করে দিন, পাতাটির শুরতে যে চিত্র দেওয়া হয়েছে সেটার কোনো 'বিবরণ' বা 'ক্যাপশন' নেই, ওটিতে বিবরণ লিখে দিন। তুষার শামছু (আলাপ) ০৯:৩১, ১ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@তুষার শামছু: করা হয়েছে। কায়সার আহমাদ (আলাপ) ১১:৪১, ১ মার্চ ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

১৭০০ এর শতক

সম্পাদনা

@কায়সার আহমাদ ভাই, ১৭০০ এর শতক পাতাটিকে '১৭০০ এর সময়কাল' শিরোনামে স্থানান্তরিত করে দিন, পাতাটির শিরোনাম পরিবর্তন করার প্রয়োজন কারণ ইংরেজি 1700s বলতে ১৭০০ এর শতক শুধু বোঝায় না, ১৭০০ এর দশকও বোঝায় (১৭০০ থেকে ১৭০৯ সাল), পাতাটি একটি দ্ব্যর্থতা নিরসনকারী পাতা। পাতাটির আলাপ পাতায় এ সংক্রান্ত বার্তা দেখুন। বিশাল তুষার ফেমিন (আলাপ) ০৬:৫৮, ১৫ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য এই পদকটি

সম্পাদনা
  সম্পাদকের পদক
ক্রীড়ায় মুসলমান নারী পাতাটি তৈরী করার জন্য কৃতজ্ঞতা স্বরূপ আমার তরফ থেকে এই সামান্য উপহার।  মাসুম ইবনে মুসা  কথোপকথন ১৪:৫৭, ২৩ এপ্রিল ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ প্রসঙ্গ

সম্পাদনা

Azizul Haque Nomani পাতাটি কোনভাবে রাখা যায়না?? AHNomani (আলাপ) ০৫:০৬, ৫ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@AHNomani: উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা (ব্যক্তি) পাতাটি পড়ুন। তাহলে বুঝতে পারবেন।

Community Insights Survey

সম্পাদনা

RMaung (WMF) ১৪:৩৩, ৬ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey

সম্পাদনা

RMaung (WMF) ১৫:০৯, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অভিনন্দন

সম্পাদনা

অভিনন্দন!!!

 

প্রিয় Kayser Ahmad,
আশা করছি আপনি ভালো আছেন। আপনি জেনে খুশি হবেন যে, সম্প্রতি কলা ও স্থাপত্য বিভাগে আপনার প্রস্তাবিত "গোশিন" নিবন্ধটি আমি পর্যালোচনা করেছি। পর্যালোচনায় আপনার নিবন্ধটির রচনাশৈলী, তথ্যসূত্র, চিত্রের ব্যবহার ইত্যাদি যাচাই বাচাই করার পর আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আপনার নিবন্ধটি ভালো নিবন্ধ হিসেবে মনোনীত হয়েছে। আপনি চাইলে পর্যালোচনা অংশটি দেখতে পারেন। উইকিপিডিয়ায় আপনার পদচারণা (কিংবা অঙ্গুলীচারণা) শুভ হোক!!!
অসংখ্য ধন্যবাদান্তে,
নকীব সরকার বলুন... ১০:৩৯, ২১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নকীব ভাই, নিবন্ধটি পর্যালোচনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ১৬:৫০, ২১ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Reminder: Community Insights Survey

সম্পাদনা

RMaung (WMF) ১৯:০১, ৩ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

একটি অনুরোধ এবং নিরীক্ষণের আবেদন

সম্পাদনা

আসসালামু আলাইকুম! আমি উইকিপিডিয়ায় সম্প্রতি বাংলাদেশের কিছু শহর সম্পর্কে কয়েকজন নিবন্ধ তৈরি করেছি। এটা অবশ্যই জানার একটি বিষয় যে পৌরসভা এবং শহর একই বিষয় নয়। কিন্তু সম্প্রতি Mustafakanal নামের একজন ব্যবহারকারী শহরের নামের নিবন্ধ গুলোকে এদের পৌরসভার পাতায় পুনর্নির্দেশ করছেন। যেমন: ফেনী বা ছাগলনাইয়া শহর বা শহরাঞ্চল এবং এ শহরের পৌরসেবা এবং পরিচালনার দায়িত্বে রয়েছে ফেনী পৌরসভা এবং ছাগলনাইয়া পৌরসভা নামক স্থানীয় সরকার সংস্থা। তাহলে ফেনী এ ফেনী পৌরসভা একই বিষয়ন নয়! আবার বলা যায়, চট্টগ্রাম একটি শহর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ শহর পরিচালনার দায়িত্বে আছে এমন একটি সংস্থা। তাহলে চট্টগ্রাম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন কি একই হল? অবশ্যই নয় আপনার কাছে আমার অনুরোধ রইল আপনি ব্যবহারকারী:MustafaKamal এর পেজটিতে গিয়ে আমি একটি প্রশ্ন করেছি সেটি দেখবেন এবং সে যদি উত্তর দেয় তাও দেখবেন এবং আমি যে পেজগুলো তৈরি করেছি এবং সে এ পেজগুলোকে এদের পৌরসভায় কেন নির্দেশ করেছে? তার একটি তালিকা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনি সে পেজগুলোতে গিয়ে দেখবেন অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা লিখা আছে কিনা অর্থাৎ আপনি নিরীক্ষণ করবেন।

এ পেজগুলোতে আমি তৈরির সময় যথাযথ তথ্যসূত্র উল্লেখ করেছি।

@Great Hero32: শহর ও পৌরসভা উভয়ের নামে নিবন্ধ থাকতে পারে। তবে সেটা তথ্যসমৃদ্ধ হতে হবে। দু,চার লাইনের নিবন্ধ তৈরি করবেট না। তিন/চার (ইতিহাস, ভুগোল, জনসংখ্যা, প্রশাসন প্রভৃতি) প্যারার যোগ করুন। কায়সার আহমাদ (আলাপ) ০৪:২৪, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ সম্প্রসারণ

সম্পাদনা

আপনি যে তথ্যগুলো ফেনী এবংং সোনাগাজী পাতায় যোগ করেছেন তার তথ্যসূত্র উল্লেখ করুন। আচ্ছা আপনি এ তথ্য গুলো কোথা হতে সংগ্রহ করেন তা একটু বললে আমিও বাকি নিবন্ধগুলোতে সেখান থেকে তথ্য যোগ করে সম্প্রসারণ করতে পারতাম। Great Hero32 (আলাপ) ১০:১৬, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Great Hero32: এখান থেকে আদমশুমারী রিপোর্ট ডাউনলোড করে নিতে পারেন, পৌরসভার তথ্যের জন্য সংশ্লিষ্ট পৌসভার ওয়েবসাইটের এক নজরে পৌরসভা দেখুন, এখান থেকে স্থানাংক নিতে পারেন, এখান থেকে তাপমাত্রা সর্ম্পকিত তথ্য নিতে পারবেন। আরও তথ্যের জন্য গুগল করতে পারেন। ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ১৩:৪৩, ৫ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আন্তঃউইকি পাতা সংযোগ

সম্পাদনা

আন্ত উইকি সংযোগ দিতে পাতার ডানদিকে আন্ত উইকি সংযোগ নামে কোনো অপশান আমি দেখতে পাচ্ছি না, আপনি কি এ বলবেন এ অপশনটি কি উইকিপিডিয়ায় আছে নাকি উইকিউপাত্তে আছে? Great Hero32 (আলাপ) ১৪:৪৩, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Great Hero32: ভাষা লেখার নিচে দেখুন। আর ডান নয় বাম পাশে হবে।কায়সার আহমাদ (আলাপ) ১৪:৫০, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
এটা কি উইকিউপাত্তে আছে নাকি উইকিপিডিয়ায়?জোবায়ের (আলাপ) ১৫:০০, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Great Hero32: আন্তঃসংযোগ দিতে উইকিপিডিয়া:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন দেখুন। যদি ফ্রিবেসিক ব্যবহার করেন তবে হয়তো এটা নাও দেখাতে পারে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:০৭, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Kayser Ahmad: এ কাজটি কি মোবাইল ব্যবহার করে করা যায়? আর ফ্রিবেসিক মানে কি বুঝালেন? আসলে আমি উইকিপিডিয়ায় এসেছি দু মাস তাই বেশি কিছু বুঝিনা! জানালে উপকার হতো!জোবায়ের (আলাপ) ১৫:১৩, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Great Hero32: না, মোবাইলে করা যাবে না। মোবাইলে করতে হলে আপনাকে সাময়িকভাবে মোবাইলে থেকেই ডেক্সটপ মুডে যেতে হবে। উইকিপিডিয়া:কীভাবে আন্তঃউইকি সংযোগ দিবেন পাতায় বিস্তারিত দেখুন। ফ্রিবেসিক হল ফেসবুকের একটি সেবা যা বিনামূল্যে উইকিপিডিয়া ব্রাউজ করতে দেয়। বাংলাদেশে মনে হয় রবি থেকে এটা পাওয়া যায়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৮, ৮ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়া টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করা হয়েছে আপনাকে

সম্পাদনা
 
সুপ্রিয় Kayser_Ahmad,

আনন্দের সাথে জানাচ্ছি যে, বাংলা উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য ধন্যবাদস্বরূপ উইকিপিডিয়া টি-শার্টের প্রস্তাবনা পাতায় আপনাকে টি-শার্ট প্রদানের জন্য মনোনীত করেছি। ধন্যবাদ।

আপনার উইকিযাত্রা শুভ ও আনন্দময় হোক এই কামনায় --মোহাম্মদ নাবিল (☎) ১৬:৫৫, ১০ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আল-আকসা মসজিদ নিবন্ধ পর্যালোচনা

সম্পাদনা

কায়সার ভাই, আল-আকসা মসজিদ নিবন্ধটি পর্যালোচনা করে ভালো নিবন্ধ হিসেবে উত্তীর্ণ করার জন্য ধন্যবাদ। কিন্তু পর্যালোচনায় আপনাকে কোন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে দেখা যায়নি, অর্থাৎ এটি উত্তীর্ণ করা হয়েছে, নাকি হয়নি, তা উল্লেখ করেননি। ফলে পরবর্তী কালে এতে দ্বিধা-দ্বন্দ্বের সৃষ্টি হতে পারে। যাই হোক, ভালো নিবন্ধ পর্যালোচনা কালে এটার মত টেমপ্লেটটি ব্যবহার করতে পারেন এবং পর্যালোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্তে "উত্তীর্ণ/অনুত্তীর্ণ" কোন একটি উল্লেখ করুন।--ওয়াকিম (আলাপ) ২০:৫৩, ১৪ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আমরা আপনার কাছ থেকে শুনতে চাই

সম্পাদনা

প্রিয় ব্যবহারকারী:কায়সার আহমাদ,

ভাষা দলটি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের বৃদ্ধিতে সহায়তার জন্য অনুবাদ ব্যবহারের বিষয়টি বিস্তৃত করার জন্য একটি নতুন উদ্যোগ শুরু করছে। আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আপনি বিষয়বস্তু অনুবাদ সরঞ্জামটি দিয়ে বেশ কয়েকটি নিবন্ধ অনুবাদ করেছেন। (bn:উইকিপিডিয়া:আলোচনাসভা#বাংলা_উইকিপিডিয়ার_জন্য_অনুবাদ_সমর্থন_উন্নত_করা) দয়া করে আপনি আপনার স্থানীয় সম্প্রদায়ের আলোচনায় অথবা মিডিয়াউইকি প্রকল্পের আলাপ পাতার আলোচনায় অংশগ্রহণ করুন এবং আপনার মতামত প্রদান করুন। ভাষা দলের পক্ষ থেকে, আপনাকে ধন্যবাদ! Elitre (WMF) ১৩:১১, ১৬ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য এক কাপ চা!

সম্পাদনা
  ভুল বোঝাবুঝির অবসান হোক। আশা করছি আমরা এক সাথে উইকিপিডিয়ার উন্নয়নে কাজ করতে পারবো। আর অভিমান বা ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আপনি ব্যবহারকারী:কায়সার আহমাদ/বুখারেস্ট পাতাটি আপনি দ্রুত অপসারণের জন্য মনোনয়ন না দিয়ে দ্রুততার সাথে বুখারেস্ট পাতায় সরিয়ে নেবেন। আপনাকে আগাম ধন্যবাদ ও সেই সাথে শুভকামনা রইলো! — তানভির১৩:৫৯, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

তানভির ভাই, দেখছি আমার চেয়ে আপনিই বেশি দুঃখ পেয়েছেন। আমি আবারও বলছি কিছু মনে করি নি। যাহোক, বিকেল থেকে চা খাওয়া হয়নি, এককাপ চায়ের জন্য   আপনাকে ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ১৪:৪১, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ভুল বুঝে মনে কষ্ট নিবেন না ভাই। আমি আপনার উপপাতাকে মূল নামে সরিয়ে দিয়েছি। নিশ্চয়ই আপনি ভবিষ্যৎে এভাবে ছোট নিবন্ধ অপসারণ প্রস্তাব করে তা গোড়া থেকে তৈরি করতে পারেন। --আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪৩, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
চমৎকার পরিকল্পনা গ্রহণ করায় আপনাকে ধন্যবাদ জানাচ্ছি! আন্তরিকভাবে আশাবাদী যে, বাংলা উইকিপিডিয়া সম্প্রসারণে আপনার সম্পৃক্ততা আরও জোরালো হবে ও গ্রহণযোগ্যতার দিকে নিয়ে যাবে! যে-কোন সহায়তায় নক করবেন!! ধন্যবাদ সহযোগে - Suvray (আলাপ) ১৫:৪২, ১৯ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Thank you and Happy Diwali

সম্পাদনা
 
 Thank you and Happy Diwali  
"Thank you for being you." —anonymous
Hello, this is the festive season. The sky is full of fireworks, tbe houses are decorated with lamps and rangoli. On behalf of the Project Tiger 2.0 team, I sincerely thank you for your contribution and support. Wishing you a Happy Diwali and a festive season. Regards and all the best. --টিটো দত্ত (কথা কও, কথা কও, অনাদি অতীত. . .) ১২:৫৪, ২৭ অক্টোবর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

একটি নিবন্ধের অমীমাংসিত সম্পাদনা প্রসঙ্গে

সম্পাদনা

@কায়সার আহমাদ:, একটি খুনের স্বপ্ন পাতাটির অমীমাংসিত সম্পাদনা মীমাংসিত করে দিন, সম্পাদনা সারাংশ দেওয়া আছে। তুষার শ (আলাপ) ১৪:০১, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@তুষার শ: এই উপন্যাস সম্পর্কে আমার কোন ধারণা না থাকায় এবং কোন রেফারেন্স না থাকায় আমি পর্যালোচনা করছি না। তবে হতাশ হবেন না অন্য কেউ করে নেবে। ধন্যবাদ কায়সার আহমাদ (আলাপ) ১৫:০৭, ২ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

উএমা

সম্পাদনা

শুভেচ্ছা নিন, উইকিপিডিয়া এশীয় মাসে নিবন্ধ তৈরি করে অবদান রাখার জন্য আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু আপনার নিবন্ধগুলো অসম্পূর্ণ, ৩০০ শব্দ ও ৩০০০ হাজার বাইটের উপরে হলেও নিবন্ধ সম্পূর্ণ অনুবাদ করতে হবে যা এশীয় মাসের ৫ নং নিয়মে হাইলাইট করে দেওয়া হয়েছে। আশা করি আপনি নিবন্ধগুলোকে সম্পূর্ণ অনুবাদ করবেন। আমি নিয়মিত আপনার নিবন্ধগুলোকে টহল দিবো। আমি না বুঝে একটি নিবন্ধ গ্রহণ করেছি। যাই হোক, আপনি একজন জ্যেষ্ঠ ব্যবহারকারী। আপনাকে এত কিছু বলার প্রয়োজন নেই। আপনার অবদানে উইকিপিডিয়া উল্লেখযোগ্য তথ্যে ভরপুর হোক। ধন্যবাদ—আল ইমরান (আলাপ) ০৮:৪২, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@ImranAvenger: বার্তার দেওয়ার জন্য ধন্যবাদ। এশীয় মাস শুরুর আগে এক নীতিমালা শুরুর পর আরেক নীতিমালা, যা কাম্য নয়। যাহোক বলার কিছু নেই। আপনি আমার জমা দেওয়া ৫টি নিবন্ধই জমা তালিকা থেকে রিমুভ করে দিন। কায়সার আহমাদ (আলাপ) ১০:৪৪, ৮ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

Be the first to try new Wikipedia features

সম্পাদনা

কায়সার আহমাদ কায়সার আহমাদ,

আমরা উইকিপিডিয়ার নতুন কয়েকটি বৈশিষ্ট্য তৈরি করছি এবং বাংলা উইকিপিডিয়ার সাথে আপনার দীর্ঘ যোগাযোগের কারণে আপনার মতামত জানতে আমরা এই নতুন বৈশিষ্ট্যটি পরীক্ষা করার আমন্ত্রণ জানাতে ইচ্ছুক।

সার্বজনীন ব্যবহারের জন্য এটি উপলব্ধ হওয়ার পূর্বে আপনি এটি যাচাই করতে পারবেন ও আপনার কোনো মতামত থাকলে আমাদের তা জানাতে পারবেন। বিশেষ করে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকারীদের নিত্য কার্যপ্রণালীর ক্ষেত্রে প্রযোজ্য উপদেশ, এই বৈশিষ্ট্যের গুণগত মান উন্নত করতে আমাদের সাহায্য করবে।

এই বিষয়ে বিস্তারিতভাবে জানাতে আমরা কয়েকটি প্রশ্ন তৈরি করেছি, এবং আপনার উত্তরের ভিত্তিতে আমরা সুবিধাজনক একটি সময়ে আপনার সাথে যোগাযোগ করব।

বাংলা উইকিপিডিয়ার অন্যান্য ইচ্ছুক সদস্যরাও আপনার মত এটি পরীক্ষা করতে পারবেন। তাই আপনি এই নিমন্ত্রণবার্তা তাদেরকেও পাঠিয়ে দিতে পারেন।

আশা করি আপনি এই পরীক্ষায় আমাদের সাথে সামিল হবেন। প্রশ্নগুলি এই লিঙ্ক-এ উপলব্ধ রয়েছে।

ধন্যবাদ, Eli --- EAsikingarmager (WMF) (আলাপ) ২১:১৮, ১৪ নভেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

এই সর্বেক্ষণটি একটি স্বতন্ত্র পরিসেবা দ্বারা চালিত হওয়ার ফলে কিছু অতিরিক্ত শর্তাবলী প্রযোজ্য হতে পারে। এই সর্বেক্ষণের গোপনীয়তা বার্তায় আপনি গোপনীয়তা ও তথ্য পরিচালনা সংক্রান্ত বিবরণ জানতে পারবেন।

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পে আমন্ত্রণ

সম্পাদনা
 

সুধী,
আমরা কয়েকজন বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করছি। নিয়মিত একজন অবদানকারী হিসেবে ‘কয়েকটি নিবন্ধ সমৃদ্ধ করতে’ আপনাকেও এই প্রকল্পে আমন্ত্রণ জানাচ্ছি। ২০২০ সালের মধ্যে বাংলাদেশের সব উপজেলার নিবন্ধ বাংলা উইকিপিডিয়াতে সমৃদ্ধ ও মানসম্মত করাই এই প্রকল্পের উদ্দেশ্য। যোগদান করুন: বাংলাদেশের উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্প। ধন্যবাদ - নাহিদ সুলতান (আলাপ), বৃহস্পতিবার ১৪:৫৩, ১২ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

ব্যাঘ্র প্রকল্প

সম্পাদনা

সুপ্রিয় কায়সার আহমেদ আপনি যেসব ব্যাঘ্র প্রকল্পের জন্য নিবন্ধ তৈরি করেছেন তার বেশির ভাগই দেখা যাচ্ছে ভারত সম্বন্ধিত নয়। — Wiki Ruhan (আলাপ) ১৪:০০, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

@Wiki Ruhan: শুধু ভারত সম্বন্ধিত হতে হবে এমনতো নয়। ব্যাঘ্র প্রকল্পে তিনটি তালিকা রয়েছে; গ্লোবাল টপিক, ইন্ডিয়ান টপিক, লোকাল টপিক। অযথা বার্তা না দিয়ে একটু তালিকা দেখে নিলেই পারতেন।__ কায়সার আহমাদ (আলাপ) ১৪:২৩, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@Wiki Ruhan এবং কায়সার আহমাদ: যেই নিদিষ্ট তালিকা দেয়া আছে যদি সেখান নিবন্ধের নাম উল্লেখ করা থাকে এবং নিবন্ধের গুনগত মান গ্রহন করার মতো হয় তবে গ্রহন করা হবে। যদি তালিকায় অন্তর্ভূত না থাকে সেক্ষেত্রে শুধু ভারত সম্বন্ধিত হতে হবে। ধন্যবাদ! জনি (আলাপ) ১৮:৪২, ১৭ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@ZI Jony: আমাকে এরকম পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল বলে মনে হয় না। --কায়সার আহমাদ (আলাপ) ০৯:৩৭, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন
@কায়সার আহমাদ: ভাই, কিছু মনে করবেননা আপনাকে উদ্দেশ করে বলিনি, @Wiki Ruhan: পর্যালোচনা করলেও আপনি তার চেয়ে অভিজ্ঞ, যেভাবে উত্তর দিয়েছেন সেভাবে না বলে বুঝিয়ে বললেই পারতেন। জনি (আলাপ) ১২:৩১, ১৮ ডিসেম্বর ২০১৯ (ইউটিসি)উত্তর দিন

অলৌকিক ইস্টিমার

সম্পাদনা

@কায়সার আহমাদ:, কায়সার ভাই, অলৌকিক ইস্টিমারের পটভূমি অংশ তথ্যসূত্র সহ আমারই যোগ করা ছিলো তবে আমি আগে আমার কিছু ব্যক্তিগত অভিমত যোগ করেছিলাম অন্য একাউন্ট থেকে, এখন আমিই তা মুছে দিয়েছি। নবীন কুমার (আলাপ) ০৯:১১, ১১ মার্চ ২০২০ (ইউটিসি)উত্তর দিন

উপজেলার নিবন্ধ সমৃদ্ধকরণ প্রকল্পের অনুস্মারক

সম্পাদনা
 

সুধী,
বছরব্যাপী বাংলাদেশের উপজেলাসমূহের নিবন্ধ বাংলা উইকিপিডিয়ায় সমৃদ্ধ করার প্রকল্পে কাজ করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ইতিমধ্যে ডিমলা উপজেলা নিবন্ধটি সমৃদ্ধ করতে চেয়েছেন, যা ৩১ ডিসেম্বর ২০১৯ তারিখে শেষ হবার কথা থাকলেও সেটি সম্পূর্ণ করেননি। আপনাকে ডিমলা উপজেলা নিবন্ধটি যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই প্রকল্পে যোগদান করায় আপনাকে ধন্যবাদ। -- জনি (আলাপ), শনিবার ১৩:২৭, ২৫ এপ্রিল ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ঈদ শুভেচ্ছা

সম্পাদনা
  
ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

সুপ্রিয় কায়সার আহমাদ,
ইদ নিয়ে আসে আনন্দ, ইদ নিয়ে আসে সুখের বার্তা। কিন্তু আমাদের চারপাশে মহামারী বিস্তারকারী করোনাভাইরাস তার কালো থাবা বিছিয়ে বসে আছে। তাই উৎসব পালনে আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে হবে। আমরা যেন আনন্দ ভাগাভাগি করতে গিয়ে করোনাভাইরাস ভাগাভাগি করে না বসি।

সুপ্রিয় উইকিপিডিয়ান, আপনার এবং আপনার পরিবারের জন্যে পবিত্র ইদ-উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বাংলা উইকিপিডিয়া আপনার উপস্থিতিতে আরো প্রাণবন্ত ও সমৃদ্ধ হয়ে উঠুক। মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করুন।
ইদ মোবারক! ফেরদৌস

ঈদ মোবারক

সম্পাদনা
 
প্রিয় কায়সার ভাই, আপনাকে জানাই পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক ~ নাহিয়ান আলাপ ১৪:১৬, ২৪ মে ২০২০ (ইউটিসি) উত্তর দিন

পরিবেশ সম্পর্কিত নিবন্ধ মানোন্নয়নে বিশেষ পদক

সম্পাদনা
  পরিবেশ পদক
পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা বা 'প্রকৃতির জন্য সময়' দিয়ে বিশ্ব পরিবেশ দিবস এডিটাথন অংশগ্রহনের জন্য আপনাকে এই বিশেষ পদক।--Dolon Prova (আলাপ) ১৪:৫৩, ৫ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

Project Tiger 2.0 - Feedback from writing contest participants (editors) and Hardware support recipients

সম্পাদনা
 
tiger face

Dear Wikimedians,

We hope this message finds you well.

We sincerely thank you for your participation in Project Tiger 2.0 and we want to inform you that almost all the processes such as prize distribution etc related to the contest have been completed now. As we indicated earlier, because of the ongoing pandemic, we were unsure and currently cannot conduct the on-ground community Project Tiger workshop.

We are at the last phase of this Project Tiger 2.0 and as a part of the online community consultation, we request you to spend some time to share your valuable feedback on the Project Tiger 2.0 writing contest.

Please fill this form to share your feedback, suggestions or concerns so that we can improve the program further.

Note: If you want to answer any of the descriptive questions in your native language, please feel free to do so.

Thank you. MediaWiki message delivery (আলাপ) ০৮:০৫, ১১ জুন ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনায় উৎসাহ প্রদান করার জন্য আপনাকে ধন্যবাদ

সম্পাদনা

আসসালামুয়ালাইকুম ভাই কেমন আছেন আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে ধন্যবাদ সবসময় সম্পাদনা করতে উৎসাহিত করতে আপনার মজি চাই Naee871 (আলাপ) ০৫:১৪, ১৯ জুন ২০২০ (ইউটিসি)naee871উত্তর দিন

টেমপ্লেট:বিতর্কিত (পায়ুকাম নিবন্ধে)

সম্পাদনা

@কায়সার আহমাদ:, কায়সার ভাই, পায়ুকাম নিবন্ধটিতে কোনো সম্পাদক একভাবে পায়ুকামের পক্ষে প্রচারণা চালিয়েছেন, তাই টেমপ্লেট:বিতর্কিত টেমপ্লেট নিবন্ধটিতে যুক্ত করে দিন, বাংলাদেশের মানুষ উইকিপিডিয়া পড়ে পায়ুকামে উৎসাহী হতে পারে যা অত্যন্ত ঋণাত্মকতা। শাকিল আহসান (আলাপ) ০৭:৩০, ৪ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@শাকিল আহসান: আপনি লাগিয়ে দিন অথবা সংশোধন করতে পারেন। আর বাংলাদেশে নারী নিবন্ধে রোলব্যাকটি আমার ইচ্ছাকৃত ছিল না। এর জন্য দুঃখিত। ধন্যবাদকায়সার আহমাদ (আলাপ) ০৭:৩৩, ৪ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনলাইন কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০

সম্পাদনা
 

সুপ্রিয় কায়সার আহমাদ,
শুভেচ্ছা নিবেন, বাংলা উইকিপিডিয়ায় কুস্তি বিষয়ক নিবন্ধের সংখ্যা বৃদ্ধি এবং মান উন্নয়নের লক্ষ্যে উইকিপিডিয়া অনলাইন এডিটাথন কুস্তি-এর আয়োজন করা হয়েছে। এই অনলাইন এডিটাথনটি ১৫ জুলাই ২০২০ থেকে ৩১ জুলাই ২০২০ পর্যন্ত চলবে। এতে আপনার সক্রিয় অংশগ্রহণ কামনা করছি।
ধন্যবাদ। ‍‍‍‍ ~ নাহিয়ান আলাপ ০৬:৩৫, ১৫ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

চিত্র:টমাস গিবসন-কারমাইকেল, ১ম ব্যারন কারমাইকেল.jpg দ্রুত অপসারণ

সম্পাদনা
 

চিত্র:টমাস গিবসন-কারমাইকেল, ১ম ব্যারন কারমাইকেল.jpg নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

মুক্ত চিত্র রয়েছে, এখানে দেখুন

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:টমাস গিবসন-কারমাইকেল, ১ম ব্যারন কারমাইকেল.jpg|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন।  কুউ  পুলক  ১৮:৫৭, ৩১ জুলাই ২০২০ (ইউটিসি)উত্তর দিন

সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব

সম্পাদনা

প্রিয় কায়সার ভাই,

আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৫:১৭, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ। কায়সার আহমাদ (আলাপ) ০৭:১১, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন

সম্পাদনা

হ্যালো কায়সার আহমাদ: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org

(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)

Samuel (WMF) (আলাপ) ০২:৫৯, ২৪ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা
 

সুপ্রিয় কায়সার আহমাদ,

আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত।

উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়।

ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন।

প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার

  • প্রথম পুরস্কার - ৳ ৩০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • দ্বিতীয় পুরস্কার - ৳ ২০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • তৃতীয় পুরস্কার - ৳ ১০০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো
  • পঞ্চম থেকে দশম পুরস্কার - ৳ ৫০০ / - গিফট ভাউচার, একটি টি-শার্ট, একটি মেমেন্টো

বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে।

প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম।

শুভেচ্ছা সহ,
জয়ন্ত দা
১৩:৩৯, ৩১ অক্টোবর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনার সময় নির্বাচন

সম্পাদনা

আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে দুটি সময় নির্বাচন করেছি, আপনারা আপনাদের পছন্দ মত মতামত ২৩ নভেম্বর-এর মধ্যে দিতে পারেন। সবার মতামত অনুসারে ২৪ নভেম্বর আলোচনার জন্য একটি সময় নির্বাচন করে জানিয়ে দেয়া হবে।

আপনার বাংলা উইকিপিডিয়ার আলোচনাসভায় অথবা ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত দিতে পারেন।

২৬ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)
২৭ নভেম্বর সন্ধ্যা ৭ টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়)

বিঃদ্রঃ আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় ৪ জন ২৭ নভেম্বর এবং ১ জন ২৬ নভেম্বর সমর্থন দিয়েছেন।

আমাদের আজকের (১৯ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৭:৫০, ১৯ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)

সম্পাদনা

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৯:৩১, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনা (তৃতীয় দফা)

সম্পাদনা

সবার মতামত অনুসারেে আমরা দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল সম্পর্কে তৃতীয় দফায় আলোচনা করতে আগামীকাল, ২৭ নভেম্বর রাত ৭:৩০ টায় (বাংলাদেশ সময়) নির্বাচন করা হয়েছে। আলোচনা গুগল মিটে অনুষ্ঠিত হবে। আপনাকে আমি এই আলোচনাতে অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করছি। নিয়মিত ব্যবহারকারীদের সাথে সাথে নতুন ব্যবহারকারী যে কাউকে স্বাগতম।

আপনাকে এখানে সাক্ষর করার জন্য অনুরোধ করা হচ্ছে।
আলোচনার লিংক https://meet.google.com/dxo-ezyk-cbn

আপনাকে স্বাগতম।

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ২০:৪৬, ২৬ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

দক্ষিণ এশিয়া উইকি আন্দোলনের কৌশল আলোচনার সারসংক্ষেপ

সম্পাদনা

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি জনি এবং রাজীব আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার এবং আলোচনায় অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমরা উইকিমিডিয়া ২০৩০ আন্দোলনের কৌশলের সুপারিশ এবং এর উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া ও বাস্তবায়ন করার উদ্দেশ্যে তিন দফায় আলোচনা করেছি। আমাদের এই আলোচনায় বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ ছাড়াও নেপাল থেকে উইকিমিডিয়ান অংশগ্রহণ করেছেন। সকল অংশগ্রহণকারীর প্রতি রইলো বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমাদের তিন দফায় আলোচনার উপর ভিক্তি করে উইকিমিডিয়া ফাউন্ডেশনে তিনটি সুপারিশ এবং দশটি উদ্যোগের প্রতিবেদন দেয়া হবে। এই জন্য আপনাদের সবাইকে এই ফর্মটি পূরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। ফর্মটি ২৮ নভেম্বর রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে। এর পরে সময়সীমা শেষ হওয়ার কারণে এই ফর্মটি বন্ধ হয়ে যাবে।

৫ এবং ৬ ডিসেম্বরের বৈশ্বিক কথোপকথনে অংশগ্রহণের জন্য এই নিবন্ধন ফর্মটি চালু করা হয়েছে, নিবন্ধন ফর্মটি ৪ ডিসেম্বর পর্যন্ত পূরণের জন্য খোলা থাকবে, সবাইকে নিবন্ধন ফর্মটি পূরণের জন্য অনুরোধ করা হচ্ছে।

আমাদের আজকের (২৭ নভেম্বর) আলোচনায় বিনিময় করা লিংক গুলো দেখতে এখানে চাপুন

এই ধরণের বিজ্ঞপ্তি পেতে আপনার ব্যবহারকারীর নামটি এখান যুক্ত করুন, যদি পেতে না চান তাহলে মুছে ফেলতে পারেন।

শুভেচ্ছা সহ, জনি (আলাপ) ১৮:১৩, ২৭ নভেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

অনুবাদ

সম্পাদনা

ভাই যদি কম্পিউটার ব্যবহার করে কাজ করেন, তবে বিশেষ:বিষয়বস্তু অনুবাদ ব্যবহার করে অনুবাদ করে দেখতে পারেন। এতে বহুকাজ যেমন আন্তঃসংযোগ, তথ্যসূত্র, বিষয়শ্রেণী ইত্যাদি স্বয়ংক্রিয়ভাবে যোগ হবে ও কষ্ট কম হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ১৮:০০, ২৫ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: আমার কম্পিউটার নেই। কায়সার আহমাদ (আলাপ) ০১:৪৪, ২৬ ডিসেম্বর ২০২০ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা মোবাইল থেকেই উপরের বিষয়বস্তু অনুবাদের লিঙ্কে ক্লিক করে, কোন পাতা নির্বাচন করে তা প্রকাশ করতে পারেন কিনা দেখেন। যদি আপনার মোবাইলে এটা কাজ করে তবে করেন, অনেক কাজ স্বয়ংক্রিয়ভাবে হবে। তারপর নিবন্ধ প্রকাশের পর নিবন্ধের যাবতীয় সংশোধন করে নিয়েন। আফতাবুজ্জামান (আলাপ) ০২:২৭, ১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন
কি আর করি। বলার কিছু নাই। কায়সার আহমাদ (আলাপ) ১১:৫৬, ১ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী

সম্পাদনা

ভাই, আপনার নিবন্ধের বিষয়শ্রেণী আমার জন্য রেখে দিয়েন। আমি যোগ-বিয়োগ-সংশোধন করে দিব। আমি দেখতে পাচ্ছি বিষয়শ্রেণী ঠিক করতে যেয়ে আপনাকে কয়েকবার পাতা লোড করতে ও প্রচুর সময় দিতে হচ্ছে। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:০৬, ২ জানুয়ারি ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Wikimedia Wikimeet India 2021 Program Schedule: You are invited 🙏

সম্পাদনা
 
Hello কায়সার আহমাদ,

Hope this message finds you well. Wikimedia Wikimeet India 2021 will take place from 19 to 21 February 2021 (Friday to Sunday). Here is some quick important information:

  • A tentative schedule of the program is published and you may see it here. There are sessions on different topics such as Wikimedia Strategy, Growth, Technical, etc. You might be interested to have a look at the schedule.
  • The program will take place on Zoom and the sessions will be recorded.
  • If you have not registered as a participant yet, please register yourself to get an invitation, The last date to register is 16 February 2021.
  • Kindly share this information with your friends who might like to attend the sessions.

Schedule : Wikimeet program schedule. Please register here.

Thanks
On behalf of Wikimedia Wikimeet India 2021 Team

চিত্র:ভুটান ফুটবল ফেডারেশন.png দ্রুত অপসারণ

সম্পাদনা
 

চিত্র:ভুটান ফুটবল ফেডারেশন.png নামক নিবন্ধটি উইকিপিডিয়ার দ্রুত অপসারণের বিচারধারা অনুসারে দ্রুত অপসারণের অনুরোধ করা হয়েছে। এর কারণ হিসাবে বলা হয়েছে

svg ফাইল বিদ্যমান → চিত্র:ভুটান ফুটবল ফেডারেশন.svg

যেহেতু নিবন্ধটি উইকিপিডিয়ার নীতিমালা অনুসরণ করেনি, তাই নিবন্ধটি যে কোন মুহুর্তে অপসারণ করা হতে পারে। দয়া করে উইকিপিডিয়ায় সাধারণভাবে গ্রহনযোগ্য নিবন্ধের নীতিমালা দেখুন। আপনি আপনার যুক্তি দেখিয়ে এই ট্যাগের আপত্তি জানাতে পারেন ও ব্যাখ্যা করতে পারেন কেন আপনি বিশ্বাস করেন এই নিবন্ধ অপসারণ করা উচিত নয়। এর জন্য আপনি {{আপত্তি}} এই ট্যাগটি নিবন্ধ পাতায় যুক্ত করতে পারেন এবং [[Talk:চিত্র:ভুটান ফুটবল ফেডারেশন.png|নিবন্ধের আলাপ পাতায়]] আপনি আপনার যুক্তি রাখতে পারেন। তবে দয়া করে আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এ নোটিশটি সরিয়ে ফেলবেন না।

অনুগ্রহকরে কোন প্রশ্ন থাকলে আপনি আমার আলাপ পাতায় রাখতে পারেন। — Meghmollar2017আলাপ১০:৫২, ৩০ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঈদ মোবারক!

সম্পাদনা

ঈদ মোবারক !!! পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা! ~ তন্ময় (আলাপ) ১৯:০৫, ১৩ মে ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান

সম্পাদনা

সুপ্রিয় কায়সার আহমাদ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ

সম্পাদনা

সুপ্রিয় কায়সার আহমাদ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ #২

সম্পাদনা

সুপ্রিয় কায়সার আহমাদ,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটার হওয়ার প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড প্রকাশিত হয়েছে। ভোটারদের জন্য প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ডের বিস্তারিত এখানে পাওয়া যাবে। আপনি কি একজন সম্ভাব্য ভোটার, তাহলে এখনই অ্যাকাউন্টের যোগ্যতা যাচাই সরঞ্জামের মাধ্যমে পরীক্ষা করে এব্যাপারে নিশ্চিত হয়ে নিন।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেননেট্টিমি সুজাতা ১৭:৫৪, ১ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

Checking a draft

সম্পাদনা

Hello @কায়সার আহমাদ:, I wrote the draft https://bn.wikipedia.org/wiki/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80:BarbaraLuciano13/%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%98%E0%A6%B0 of an article, concerning a well-known Italian artist https://en.wikipedia.org/wiki/Andrea_Benetti_(artist) Now I need someone to controll the text. Can you help me? Thank you so much for your help, --BarbaraLuciano13 (আলাপ) ১৭:৩৪, ২ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

[Wikimedia Foundation elections 2021] Candidates meet with South Asia + ESEAP communities

সম্পাদনা

Hello,

As you may already know, the 2021 Wikimedia Foundation Board of Trustees elections are from 4 August 2021 to 17 August 2021. Members of the Wikimedia community have the opportunity to elect four candidates to a three-year term. After a three-week-long Call for Candidates, there are 20 candidates for the 2021 election.

An event for community members to know and interact with the candidates is being organized. During the event, the candidates will briefly introduce themselves and then answer questions from community members. The event details are as follows:

  • Bangladesh: 4:30 pm to 7:00 pm
  • India & Sri Lanka: 4:00 pm to 6:30 pm
  • Nepal: 4:15 pm to 6:45 pm
  • Pakistan & Maldives: 3:30 pm to 6:00 pm
  • Live interpretation is being provided in Bangla and Hindi.
  • Please register using this form

For more details, please visit the event page at Wikimedia Foundation elections/2021/Meetings/South Asia + ESEAP.

Hope that you are able to join us, KCVelaga (WMF), ০৬:৩৩, ২৩ জুলাই ২০২১ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না

সম্পাদনা

সুপ্রিয় কায়সার আহমাদ,

আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন

এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন

সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।

আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।

নির্বাচন সম্পর্কে আরও জানুনMediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)উত্তর দিন

ঈদ মোবারক

সম্পাদনা

মঞ্জু কুমারী যাদব নিবন্ধের দ্রুত অপসারণ প্রস্তাবনা

সম্পাদনা
 

মঞ্জু কুমারী যাদব পাতায় উইকিপিডিয়া হতে পাতাটি দ্রুত অপসারণ করার অনুরোধ করে একটি অপসারণ ট্যাগ যুক্ত করা হয়েছে। এই অনুরোধটি দ্রুত অপসারণ নীতিমালার স৬ অনুসারে করা হয়েছে যে, এটি একটি পিতৃহীন দ্ব্যর্থতা নিরসন পাতা; যা হয়ত

  • দুটি বা তার কম বিদ্যমান উইকিপিডিয়া পাতার দ্ব্যর্থতা নিরসন করেছে এবং শিরোনাম "(দ্ব্যর্থতা নিরসন)"-এ শেষ হয়েছে (উদাহরণস্বরূপ, সেটি মৌলিক বিষয় হতে পারে); বা
  • এর শিরোনাম ব্যতীত কোনও পাতার দ্ব্যর্থতাই নিরসন করেনি।

দ্রুত অপসারণ নীতিমালা অনুসারে, এমন পাতা যেকোনও সময়ে অপসারিত হতে পারে। অন্যান্য তথ্যের জন্য অনুগ্রহ করে দ্ব্যর্থতা নিরসন পাতার নির্দেশনাবলী দেখুন।

আপনি যদি মনে করেন যে এই কারণে এই পাতাটি অপসারণ করা উচিত নয়, তবে এই অপসারণে আপত্তি জানাতে নিবন্ধটিতে গিয়ে "দ্রুত অপসারণে আপত্তি জানান" লেখার উপর ক্লিক করুন ও সেখানে কারণ ব্যাখ্যা করুন কেন নিবন্ধটি দ্রুত অপসারণ করা উচিত নয়। মনে রাখবেন, কোন নিবন্ধে দ্রুত অপসারণ ট্যাগ করা হলে এবং যদি নিবন্ধটি দ্রুত অপসারণের বিচারাধারার সাথে মিলে যায় তবে কোনও দেরি না করে নিবন্ধটি অপসারণ করা হয়। অনুগ্রহপূর্বক আপনার নিজের তৈরি করা নিবন্ধ থেকে এই বিজ্ঞপ্তিটি সরিয়ে ফেলবেন না, তবে আমরা আপনাকে নিবন্ধটি সম্প্রসারণ করতে উৎসাহিত করছি। আরও মনে রাখবেন যে, নিবন্ধের বিষয় অবশ্যই উল্লেখযোগ্য হতে হবে এবং নির্ভরযোগ্য উৎস থেকে তথ্যসূত্রগুলো যাচাইযোগ্য হওয়া উচিত। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৬:১৭, ২৯ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

বিষয়শ্রেণী স্থানান্তর/নামান্তরের পর বাকি কাজ বট করে দিবে

সম্পাদনা

শুভেচ্ছা নিন ভাই। পূর্বের এক বছর ধরে বট বন্ধ থাকার পর কয়েকদিন আগে আবার নতুন একটি বট চালু করা হয়েছে। বিষয়শ্রেণীর নাম পরিবর্তনের পর আর কষ্ট করতে হবে না, বাকি কাজ বট করে দিবে। শুধু নামান্তর করুন (পুননির্দেশ রেখে দেওয়াসহ, পুনর্নির্দেশ মুছতে চাইলে আমি স্ক্রিপ্ট দিয়ে পরে দ্রুত মুছে দিতে পারব), বট ১-২ ঘণ্টার মধ্যে বাকিসব করে দিবে। আফতাবুজ্জামান (আলাপ) ০২:৩৮, ১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান ভাই, বট কীভাবে কাজ করছে বলতে পারছি না। তবে @কায়সার আহমাদ ভাই বিষয়শ্রেণী:বাংলাদেশী পাতাটিকে বিষয়শ্রেণী:বাংলাদেশী ব্যক্তি শিরোনামে কোনো পুনর্নির্দেশনা ছাড়াই স্থানান্তর করেছেন। যা মূল পাতায় বিষয়শ্রেণী অনুচ্ছেদে লাল লিংক যোগ করেছে। যেটা দেখতে দৃষ্টিকটু লাগছে। এটা পরিবর্তন করলে আমার মতে ভালো দেখাবে।- AbuSayeed (আলাপ) ০৫:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নারীবাদ ও লোকগাথা এডিটাথনে অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন

সম্পাদনা
 

প্রিয় কায়সার আহমাদ,

শুভেচ্ছা জানবেন, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবং বৈশ্বিক প্রতিযোগিতার অংশ হিসেবে অন্যান্য উইকিপিডিয়ার সাথে মিল রেখে এবারও নারী, নারীবাদ, লোকগাথা, লোককাহিনি ও লোকাচারবিদ্যা সম্পর্কিত বিষয়বস্তুকে উপজীব্য করে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চ দুই মাসব্যাপী বাংলা উইকিপিডিয়ায় নারীবাদ ও লোকগাথা এডিটাথন ২০২৩ শীর্ষক নিবন্ধ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অংশগ্রহণ করতে ও বিস্তারিত জানতে দেখুন এখানে দেখুন

আয়োজক দলের পক্ষে, AishikBot (আলাপ) ০৫:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক!

সম্পাদনা
 
কি হবে ঐ বনের পশু খোদারে দিয়ে

কাম ক্রোধাদি মনের পশু জবেহ্ কর্ নিয়ে।
কোরবানী দে তোরা কোরবানী দে
--কাজী নজরুল ইসলাম
আপনার এবং আপনার পরিবারের মহান ত্যাগ মহান আল্লাহর দরবারে কবুল হোক এই কামনায়। সবাইকে ইদের অনেক অনেক শুভেচ্ছা। ইদ মোবারক --IqbalHossain (আলাপ) ১৬:৪৩, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ঈদ মোবারক

সম্পাদনা

(نقاش) عبد الله ২৩:৫৫, ২৮ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আজাকি হালনাগাদ - ৩ সেপ্টেম্বর ২০২৩

সম্পাদনা
  আপনার তৈরি অথবা সম্প্রসারিত গোশিন নামক নিবন্ধটি থেকে একটি আকর্ষণীয় তথ্য নিয়ে ৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখের আপনি জানেন কি? হালনাগাদ করা হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি যদি সম্প্রতি তৈরি বা সম্প্রসারিত হওয়া কোনও নিবন্ধ থেকে আকর্ষণীয় আরও কোনও তথ্য জেনে থাকেন, তবে দয়া করে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।

~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০৮:২৫, ২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

হিন্দুধর্ম বিষয়ক শারদীয় এডিটাথন ২০২৩

সম্পাদনা
 

সুপ্রিয় কায়সার আহমাদ,

বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।

এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩" এডিটাথনে অংশ নিন!

সম্পাদনা
 

বিগত বছরের ধারাবাহিকতায় এবারও শুরু হয়েছে বাংলা উইকিপিডিয়ার বার্ষিক এডিট-আ-থন উইকিপিডিয়া এশীয় মাসের ২০২৩ আসর। নভেম্বর মাসব্যাপী অনলাইন এডিটাথনে অংশ নিয়ে বাংলা উইকিপিডিয়াকে সমৃদ্ধ করতে সাহায্য করুন এবং অর্জন করুন উইকিপদক ও ডিজিটাল শংসাপত্র। প্রতিযোগিতা সংক্রান্ত বিস্তারিত জানতে এই পৃষ্ঠা দেখুন।

কোনো সাহায্য বা জিজ্ঞাসার প্রয়োজন হলে এডিট-আ-থনের আলোচনা পাতায় অথবা আমার আলাপ পাতায় জিজ্ঞেস করতে পারেন।

শুভেচ্ছান্তে,
ঐশিক রেহমান
সংগঠক, বাংলা উইকিপিডিয়া এশীয় মাস ২০২৩
০৩:৪১, ২ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতায় আমন্ত্রণ

সম্পাদনা
 

সুপ্রিয় কায়সার আহমাদ,
আপনি জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২৪। এ প্রতিযোগিতার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ইংরেজি থেকে অনুবাদের মাধ্যমে নতুন নিবন্ধ তৈরি করা হবে। ১ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতা চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিশেষ পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিন ও পুরস্কার জিতুন। আয়োজক দলের পক্ষে, —শাকিল (আলাপ) ২০:০৯, ৩১ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে

সম্পাদনা
 
বাংলা উইকিসম্মেলন ২০২৪

প্রিয় সুধী,

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।

নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,

  • উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
  • উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।

বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।

বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV

বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

সম্পাদনা

প্রিয় সুধী,

আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!

আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

সম্পাদনা

প্রিয় সবাই,

আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।

আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন

আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।

আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:

  • প্রেজেন্টেশন
  • প্যানেল আলোচনা
  • সংক্ষিপ্ত অধিবেশন
  • কর্মশালা
  • পোস্টার অধিবেশন
  • হ্যাকাথন
  • আড্ডা
  • সাংস্কৃতিক অনুষ্ঠান

বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা

অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।

বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।


অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)উত্তর দিন