১৯৭৬ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৭৬ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা। এ বছর ৪৬টি চলচ্চিত্র মুক্তি পায়।[১]
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
জা নু য়া রি |
২ | তাল বেতাল | আজিজুর রহমান | ওয়াসিম, সুচরিতা, রানী সরকার, হাসমত | |||
৯ | টারজান অব বেঙ্গল | মজিদ বঙ্গবাসী | জসিম, মঞ্জু দত্ত, রাজ, রবিউল, গুই | ||||
১৬ | প্রতিনিধি | আজিম | রাজ্জাক, সুজাতা | ||||
৩০ | এক মুঠো ভাত | ইবনে মিজান | ববিতা, জাফর ইকবাল, জসিম, হাসমত, গুই | নাট্য | |||
ফে ব্রু য়া রি |
৬ | সন্ধিক্ষণ | মীর মো: হালিম | ||||
১৩ | সেয়ানা | ফখরুল হাসান বৈরাগী | প্রবীর মিত্র, অলিভিয়া | ||||
২৭ | মায়ার বাঁধন | মুস্তাফিজ | রাজ্জাক, শাবানা, শওকত আকবর, সুমিতা দেবী, টেলি সামাদ | ||||
সূর্য কন্যা | আলমগীর কবির | বুলবুল আহমেদ, রাজশ্রী বোস, সৈয়দ আহসান আলী, জয়শ্রী কবির | সামাজিক, রোমান্স | ইন্দো-বাংলা যৌথ প্রযোজনা | [২] | ||
মা র্চ |
৫ | সুপ্রভাত | কবীর আনোয়ার | কমল ব্যানার্জি, রিনি রেজা, মিরানা জামান | সামাজিক | ||
৭ | জানোয়ার | কালিদাস | ওয়াসিম, সুচরিতা, দারাশিকো, আয়শা আখতার | ||||
১২ | সমাধি | দিলীপ বিশ্বাস | রাজ্জাক, উজ্জ্বল, সুচরিতা, রাজ | ||||
১৯ | জালিয়াত | এইচ আকবর | শাবানা, প্রবীর মিত্র, সুলতানা, শর্বরী দাশগুপ্ত | ||||
২৬ | জাল থেকে জ্বালা | মোহসীন | আলমগীর | ||||
এ প্রি ল |
২ | আকাঙ্ক্ষা | সুভাষ দত্ত | ববিতা, রাজ্জাক, সুভাষ দত্ত | প্রণয় নাট্য | রাজ্জাক প্রযোজিত প্রথম চলচ্চিত্র | |
৯ | জয় পরাজয় | মোস্তফা মেহমুদ | |||||
১৬ | চলো ঘর বাঁধি | নূর উল আলম | |||||
২৩ | রাজার হল সাজা | মহসিন | |||||
৩০ | কি যে করি | জহিরুল হক | রাজ্জাক, ববিতা | সামাজিক, রোমান্স | |||
মে | ১৪ | আলোর পথে | সাম্যসাথী চৌধুরী | ||||
২১ | রং বেরং | রুহুল আমিন | |||||
২৮ | ফেরারী | মোস্তফা আনোয়ার | |||||
জু ন |
৪ | স্মাগলার | আজহার ও শেখ আতাউর রহমান | ||||
১১ | বন্দিনী | মুশতাক | ববিতা, ওয়াহিদ কাদের, ফ্লোরা সরকার, টেলি সামাদ | প্রণয় | |||
১৮ | কাজল রেখা | সফদার আলী ভূঁইয়া | কল্পনা, ইলিয়াস জাভেদ, জসিম | লোক নাট্য | |||
২৫ | নয়নমনি | আমজাদ হোসেন | ববিতা, ফারুক | সামাজিক, রোমান্স | আমজাদ হোসেনের নিরক্ষর স্বর্গে উপন্যাস অবলম্বনে | [৩] | |
জু লা ই |
২ | শাপমুক্তি | আজিজুর রহমান | ||||
১৬ | গরমিল | আজিজুর রহমান | শাবানা, উজ্জ্বল, হাসান ইমাম, সুমিতা দেবী | প্রণয় নাট্য | |||
২৩ | রক্তের ডাক | এইচ আকবর | |||||
৩০ | দস্যু বনহুর | সারথী | |||||
আ গ স্ট |
৬ | গুন্ডা | আলমগীর কুমকুম | রাজ্জাক, কবরী সারোয়ার, আলমগীর, খলিল | সামাজিক, মারপিট | ||
২০ | ফান্দে পড়িয়া বগা কান্দে | সিনেরামা গোষ্ঠী | |||||
২৬ | বাহাদুর | ইবনে মিজান | |||||
দি রেইন | এস এম শফি | অলিভিয়া, ওয়াসিম, রাজপুত | প্রণয় | উর্দু ও বাংলা দুই ভাষায় নির্মিত | [৪][৫] | ||
সে প্টে ম্ব র |
৮ | রাজরানী | এফ এ বিনু | ||||
২২ | পালঙ্ক | রাজেন তরফদার | সামাজিক | ||||
২৯ | সেতু | বাবুল চৌধুরী | |||||
ন ভে ম্ব র |
৫ | গোপন কথা | আজাদ রহমান | ||||
১২ | বর্গী এল দেশে | মোঃ আলী নান্টু | |||||
১২ | মেঘের অনেক রং | হারুনর রশিদ | মাথিন, ওমর এলাহী, আদনান | যুদ্ধ | মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম রঙিন চলচ্চিত্র | ||
১৯ | জীবন মরণ | আজিম | |||||
১৯ | জীবন সাথী | নুরুল হক বাচ্চু | |||||
ডি সে ম্ব র |
২ | আগুন | মহসিন | রাজ্জাক, শাবানা, শর্মিলী আহমেদ | অ্যাকশন | ||
মাটির মায়া | তাহের চৌধুরী | ফারুক, আলমগীর, রোজিনা | সামাজিক | ||||
১৪ | অনুরোধ | দিলীপ বিশ্বাস | |||||
১৭ | সূর্য গ্রহণ | আব্দুস সামাদ | ববিতা, ফারুক, জাফর ইকবাল | সামাজিক | |||
৩১ | মনিহার | মোস্তফা মেহমুদ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "History of Bangladeshi Film [বাংলা চলচ্চিত্রের ইতিহাস]"। চলচ্চিত্র.কম। ৫ অক্টোবর ২০০৭। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ সেঁজুতি শোনিমা নদী (৮ মার্চ ২০১৫)। "সূর্যকন্যা: প্রগতির দর্পণে নারীমুক্তির প্রথম প্রতিবিম্ব"। বিডিনিউজ। ২৪ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ চিন্ময় মুৎসুদ্দী (১৫ ফেব্রুয়ারি ২০১৫)। "বাংলা চলচ্চিত্রে প্রেম"। রাইজিংবিডি। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ শান্তা মারিয়া (১৩ ফেব্রুয়ারি ২০১৪)। "রূপালি ভুবনের প্রেম-যৌনতা"। বিডিনিউজ। ৯ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।
- ↑ লিয়াকত হোসেন খোকন। "কিং ব দ ন্তি : ড্রিম গার্ল অলিভিয়া"। দৈনিক আমার দেশ। ১০ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৬।