ইলিয়াস জাভেদ

বাংলাদেশী অভিনয় শিল্পী

ইলিয়াস জাভেদ (জন্ম: ১৯৪৪) একজন বাংলাদেশী অভিনয়শিল্পী এবং নৃত্য পরিচালক। নৃত্য পরিচালনা দিয়ে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটলেও পরবর্তিতে নায়ক হিসেবে প্রধান চরিত্রে অভিনয় করেন শতাধিক চলচ্চিত্রে। তিনি তার অনেক কাজের মধ্যে দোস্ত দুশমন, অন্ধ প্রেম, এবং রাজলক্ষ্মী শ্রীকান্ত চলচ্চিত্রের জন্য বেশি পরিচিত। তার অভিনয় জীবনের সেরা সাফল্য আসে নিশান চলচ্চিত্রের মধ্য দিয়ে।

ইলিয়াস জাভেদ
الیاس جاوید
জন্ম১৯৪৪ (বয়স ৭৯–৮০)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামজাভেদ
পেশাঅভিনেতা, নৃত্য পরিচালক
কর্মজীবন১৯৬৩-বর্তমান

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

জাভেদ ১৯৪৪ সালে আফগানিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন। পরে তিনি স্বপরিবারে সেখান থেকে পাঞ্জাবে চলে আসেন। তার পিতা রাজা মুহাম্মদ আফজন ধার্মিক ব্যক্তি ছিলেন। তিনি চাইতেন তার পুত্র ব্যবসা বা কোন চাকরিতে যোগদান করুক। কিন্তু জাভেদ নৃত্যে এবং পরবর্তীকালে অভিনয়েও আগ্রহী হয়ে ওঠেন।[]

কর্মজীবন

সম্পাদনা

১৯৬৩ সালে তিনি পাঞ্জাব থেকে পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) ঢাকায় চলে আসেন এবং ঢাকাই চলচ্চিত্রে নৃত্য পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৬৪ সালে উর্দু ভাষার চলচ্চিত্র নয়ি জিন্দেগি দিয়ে তার অভিনয় জীবন শুরু হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Javed wants to return acting"দ্য ডেইলি নিউ নেশন। ১৬ এপ্রিল ২০১৮। ৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৮ 
  2. আফ্রিদী, মিলান (২১ এপ্রিল ২০১৬)। "মনে পড়ে কী জাভেদকে!"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা