কি যে করি
জহিরুল হক রচিত ও পরিচালিত ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র
কি যে করি হল জহিরুল হক রচিত ও পরিচালিত ১৯৭৬ সালের বাংলাদেশী বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক, ববিতা, দারাশিকো, জুবের আলম, সুলতানা প্রমুখ। চলচ্চিত্রটিতে অভিনয় করে রাজ্জাক ২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন।[১]
কি যে করি | |
---|---|
পরিচালক | জহিরুল হক |
প্রযোজক | একেএম জাহাঙ্গীর খান |
রচয়িতা | জহিরুল হক |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | সিরাজুল ইসলাম সিরাজ |
সম্পাদক | আমিনুল ইসলাম মিন্টু |
প্রযোজনা কোম্পানি | নটরাজ প্রোডাকসন্স |
পরিবেশক | নটরাজ প্রোডাকসন্স |
মুক্তি | ১৯৭৬ |
স্থিতিকাল | ১৩৮ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা ভাষা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাবড়লোকের একমাত্র নাতনী শাহানা চৌধুরী। দাদুর উইল অনুযায়ী মৃত্যুর পর সব বিষয়-সম্পত্তির মালিক হবে সে আর তার হবু স্বামী। তাই সে ছল করে এক ফাঁসির আসামীকে বিয়ে করে যাতে তার মৃত্যুর পর সব সম্পত্তি তার দখলে আসে। কিন্তু ভাগ্যক্রমে সেই ফাঁসির আসামী বাদশাহ মুক্তি পায়। এখন সে স্বামীর দাবী নিয়ে আসে শাহানার কাছে।
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- রাজ্জাক - বাদশাহ
- ববিতা - শাহানা চৌধুরী
- দারাশিকো - রফিক চৌধুরী
- জুবের আলম - আমজাদ চৌধুরী
- নাজমুল হুদা বাচ্চু - ঈমান আলী
- শুভ্রা দে - শাহিদা চৌধুরী
- সুলতানা - মিনা
- সুফিয়া রুস্তম
- মর্জিনা
- গোলাম রফিক
- সাব্বির
- ফরিদ আহমেদ
- হাসান
- মুরাদ
- রফিক
- সিরাজুল হক মন্টু
- নোয়াব আলী
- কাজী আসাদ
- বিলকিস বারী
- শামসুল আলম
- সাদেকুর রহমান
- ওদুদ খান
- প্রশান্ত নিয়োগী
সঙ্গীত
সম্পাদনাছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন মুকুল চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ আলী সিদ্দিকী।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "ওরে নাচ নাচ নাচ দিওয়ানী" | মোহাম্মদ আলী সিদ্দিকী | |
২. | "মন দেব কি দেব না" | সাবিনা ইয়াসমিন | ২:৫১ |
৩. | "শোন গো রুপসী ললনা" | মোহাম্মদ আলী সিদ্দিকী | ৪:০৩ |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - রাজ্জাক[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ফজলে এলাহী (অক্টোবর ২, ২০১৫)। "সাদাকালোয় সোনালি দিন"। বণিক বার্তা। ২০১৫-১০-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে কি যে করি (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে কি যে করি