রাজেন তরফদার

ভারতীয় অভিনেতা ও চিত্রপরিচালক

রাজেন তরফদার (৭ জুন ১৯১৭ – ২৩ নভেম্বর ১৯৮৭) একজন প্রখ্যাত বাঙালি চিত্রপরিচালক ছিলেন।

রাজেন তরফদার
জন্ম(১৯১৭-০৬-০৭)৭ জুন ১৯১৭
মৃত্যু২৩ নভেম্বর ১৯৮৭(1987-11-23) (বয়স ৭০)
পরিচিতির কারণচলচ্চিত্র পরিচালক

১৯৪০ খ্রীষ্টাব্দে তিনি কলকাতার গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে স্নাতক পাশ করেন । তিনি প্রাথমিক ভাবে একটি বিজ্ঞাপন সংস্থাতে গ্রাফিক ডিজাইনারের চাকরি করেন । পরবর্তীকালে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন ।অন্তরীক্ষ ছিল তার প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবি । গঙ্গা ছিল তার দ্বিতীয় পূর্ণ দৈর্ঘ্যের ছবি। এই চলচ্চিত্রটি ১৯৬১ সালের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় স্থান পেয়েছিল। রাজেন তরফদার মৃণাল সেন এবং শ্যাম বেনেগালের কিছু ছবিতে অভিনয় করেছিলেন । তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে খন্ডহর (১৯৮৪), আরোহণ (১৯৮২), আকালের সন্ধানে (১৯৮০) উল্লেখযোগ্য ।

পরিচালিত চলচ্চিত্র

সম্পাদনা
  • অন্তরীক্ষ (১৯৫৭)
  • গঙ্গা (১৯৫৯)
  • অগ্নিশিখা (১৯৬২)
  • জীবন কাহিনী (১৯৬৪)
  • আকাশ ছোঁয়া (১৯৬৭)
  • পালঙ্ক (১৯৭৫)
  • নাগপাশ (১৯৮৭)

তথ্যসূত্র

সম্পাদনা