আয়শা আখতার
বাংলাদেশী চিত্রাভিনেত্রী
আয়শা আখতার একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী।[১] ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত রজনীগন্ধা চলচ্চিত্রে অভিনয়ের সুবাদে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী পুরস্কার জিতে নেন।[২]
আয়শা আখতার | |
---|---|
জন্ম | ১ জানুয়ারী ১৯৩১ নরসিংদী, ব্রিটিশ ভারত (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২৮ ফেব্রুয়ারি ২০০৩ |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৭৩–১৯৯৬ |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (১ বার) |
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনাবছর | চলচ্চিত্র | ভূমিকা | পরিচালক | টীকা |
---|---|---|---|---|
১৯৭৩ | ঝড়ের পাখি | সেলিমের মা | সি বি জামান | |
১৯৭৪ | সংগ্রাম | চাষী নজরুল ইসলাম | ||
১৯৭৫ | চাষীর মেয়ে | রানীমা | বাবুল চৌধুরী | |
১৯৭৬ | জানোয়ার | কালিদাস | ||
১৯৭৬ | নয়নমনি | আমজাদ হোসেন | ||
১৯৭৭ | অমর প্রেম | আজিজুর রহমান | ||
১৯৭৮ | নোলক | শিবলি সাদিক | ||
১৯৭৮ | তুফান | অশোক ঘোষ | ||
১৯৭৮ | অলংকার | মামুনের মা | নারায়ণ ঘোষ মিতা | |
১৯৭৯ | দিন যায় কথা থাকে | খান আতাউর রহমান | ||
১৯৭৯ | দি ফাদার | কাজী হায়াৎ | ||
১৯৭৯ | মাটির ঘর | আজিজুর রহমান | ||
১৯৮১ | ভাঙ্গা গড়া | কামাল আহমেদ | ||
১৯৮১ | জন্ম থেকে জ্বলছি | আমজাদ হোসেন | ||
১৯৮১ | জীবন নৌকা | মাসুদ পারভেজ | ||
১৯৮২ | মানসী | ফখরুল হাসান বৈরাগী | ||
১৯৮২ | সওদাগর | শারমিনের মা | এফ. কবির চৌধুরী | |
১৯৮২ | রজনীগন্ধা | তপনের মা | কামাল আহমেদ | বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার |
১৯৮২ | দুই পয়সার আলতা | আমজাদ হোসেন | ||
১৯৮২ | আশার আলো | নুরুল হক বাচ্চু | ||
১৯৮৩ | আলী আসমা | আবুল খায়ের বুলবুল | ||
১৯৮৩ | নতুন বউ | আব্দুল লতিফ বাচ্চু | ||
১৯৮৮ | জাদু মহল | স্বপন সাহা | ||
১৯৮৮ | জীবন ধারা | সতীর মা | মতিন রহমান | |
১৯৮৯ | বউমা | আলমগীর | ||
১৯৮৯ | বোনের মত বোন | দারাশিকো | ||
১৯৯০ | মায়ের দোয়া | মধুর মা | আলমগীর কুমকুম | |
১৯৯০ | ভাই ভাই | স্বপন সাহা | ||
১৯৯৬ | নদীর নাম মধুমতি | বাচ্চুর মা | তানভীর মোকাম্মেল |
পুরস্কার
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৮২ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী | রজনীগন্ধা | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Hafez Ahmed। "Ayesha Akter in bengali cinema"। The New Today। ২০১৯-০১-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০২-০৫।
- ↑ "Best Bangladeshi films ever made"। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আয়শা আখতার (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আয়শা আখতার