দি ফাদার
দি ফাদার কাজী হায়াৎ পরিচালিত ১৯৭৯ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। এটি কাজী হায়াৎ পরিচালিত প্রথম চলচ্চিত্র।[২] ছবিটি প্রযোজনা করেছেন মোহাম্মদ আহমেদ ও মোঃ শামসুল ইসলাম। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জন নেপিয়ার এডামস। জন দীর্ঘদিন বাংলাদেশে ইউএসএআইডির আইটি বিশেষজ্ঞ হিসেবে নিযুক্ত ছিলেন। এছাড়া অন্যান্য ভূমিকায় অভিনয় করেছেন বুলবুল আহমেদ,[৩] সুচরিতা, শওকত আকবর, আয়েশা আখতার,[৪] প্রমুখ।
দি ফাদার | |
---|---|
পরিচালক | কাজী হায়াৎ |
প্রযোজক |
|
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আজাদ রহমান |
চিত্রগ্রাহক | হারুন-আল-রশিদ |
সম্পাদক | আবু তালিব |
মুক্তি |
|
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কুশীলব
সম্পাদনা- জন নেপিয়ার এডামস – জন
- বুলবুল আহমেদ - সবুজ
- সুচরিতা - খুকু
- সুলতানা - বেবি
- শওকত আকবর – বেবির বাবা
- আয়েশা আখতার
- আখতার হোসেন - শাহজাহান
- মিনু রহমান
- টেলি সামাদ
- মাহতাব খান
- সোহরাব খান
- সুফিয়া
সঙ্গীত
সম্পাদনাদি ফাদার চলচ্চিত্রের গানের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আজাদ রহমান। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন রুনা লায়লা, শাম্মী আখতার, ও খুরশিদ আলম। ছবিটির "আমি কি গাইবো গান" ও "আয় খুকু আয়" গান দুটি জনপ্রিয়তা লাভ করে।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "THE FATHER"। বাংলাদেশ ফিল্ম আর্কাইভ। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ফারজানা, মিথিলা (১৭ এপ্রিল ২০১০)। "চিত্র পরিচালক কাজী হায়াৎ"। বিবিসি নিউজ। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭।
- ↑ "মহানায়ক বুলবুল আহমেদের প্রতি শ্রদ্ধাঞ্জলি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৪ জুলাই ২০১২। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭।
- ↑ "রূপালি পর্দার মায়েরা যেমন"। ঢালিউড ইনফো। ৩১ জুলাই ২০১৫। ১৭ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দি ফাদার (ইংরেজি)