রজনীগন্ধা (চলচ্চিত্র)
রজনীগন্ধা ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী বাংলা ভাষার নাট্য চলচ্চিত্র। ছায়াছবিটি পরিচালনা করেছেন কামাল আহমেদ।[২] ছায়াছবিটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ইসমাইল মোহাম্মদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাজ্জাক,[৩] শাবানা, অঞ্জনা রহমান, আলমগীর, আয়শা আখতার প্রমুখ।
রজনীগন্ধা | |
---|---|
পরিচালক | কামাল আহমেদ |
প্রযোজক | বশীরুল হক |
চিত্রনাট্যকার | ইসমাইল মোহাম্মদ |
কাহিনিকার | ইসমাইল মোহাম্মদ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | আলম খান |
চিত্রগ্রাহক | অরুণ রায় |
সম্পাদক | আমিনুল ইসলাম মিন্টু |
পরিবেশক | চিত্রদূত |
মুক্তি | ১৪ অক্টোবর ১৯৮২[১] |
স্থিতিকাল | ১৪৫ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৪ অক্টোবর, ১৯৮২ বাংলাদেশে মুক্তি পায়। এই ছবিতে অভিনয়ের জন্য আয়েশা আখতার ৭ম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী এবং গীত রচনার জন্য মাসুদ করিম শ্রেষ্ঠ গীতিকার বিভাগে পুরস্কার অর্জন করে।[৪]
কাহিনী সংক্ষেপ
সম্পাদনাতপন বিলাত থেকে দেশে এসে তার বাবার ব্যবসা দেখাশুনা করছে। তার মাকে তাকে বিয়ে দিতে চায় তার ছোটবেলার বান্ধবীর মেয়ে সুধার সাথে। সুধাকে তপনের পছন্দ নয় কিন্তু মায়ের মন রক্ষার্থে তাকে বিয়ে করতে হয়। সুধা নতুন পরিবারে এসে তার কর্তব্য পালন করতে থাকে। অচিরেই সে শাশুরি ও ননদের প্রিয়পাত্র হয়ে ওঠে। পরিবারের সবাই সুধাকে পেয়ে খুশি হলেও খুশি হতে পারে না তপন। তাই সে ছুটে যায় বারবার কেটির কাছে। সুধা কি পারবে তপনকে কেটির কাছ থেকে ফিরিয়ে আনতে!!!
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- রাজ্জাক - ওয়াহিদ মল্লিক তপন
- শাবানা - সুধা, তপনের স্ত্রী
- অঞ্জনা রহমান - বহ্নি, তপনের বোন
- আলমগীর - আসাদ, বহ্নির স্বামী
- আয়েশা আখতার - তপনের মা
- টিনা খান- কেটি দস্তগীর/সুবর্ণা, তপনের প্রেমিকা
- খলিল উল্লাহ খান - টমটম চৌধুরী
- আশীষ কুমার লোহ - তালুকদার সাহেব
- শামসুদ্দিন কায়েস - আকতার, সুবর্ণার স্বামী
- নারায়ণ চক্রবর্তী - আসাদের বাবা
- ব্ল্যাক আনোয়ার - কেয়ারটেকার
- ওবায়দুল হক সরকার - সুধার বাবা
- মিনতি হোসেন - সুধার মা
- আনিস - রমজান
- জহিরুল হক -
সঙ্গীত
সম্পাদনাছায়াছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন আলম খান। গীত রচনা করেছেন মাসুদ করিম।[৫] গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা ও কাদেরী কিবরিয়া।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | গীতিকার | সুরকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "ও মিষ্টি ভাবী" | মাসুদ করিম | আলম খান | রুনা লায়লা | |
২. | "এই মনটা যদি চায়" | মাসুদ করিম | আলম খান | রুনা লায়লা | |
৩. | "তুমি আমার আমি তোমার" | মাসুদ করিম | আলম খান | রুনা লায়লা | |
৪. | "যদি ভালোবেসে কাছে এলে" | মাসুদ করিম | আলম খান | কাদেরী কিবরিয়া ও সাবিনা ইয়াসমিন | |
৫. | "আমি রজনীগন্ধা ফুলের মত" | মাসুদ করিম | আলম খান | সাবিনা ইয়াসমিন |
পুরস্কার
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেত্রী - আয়েশা আখতার
- বিজয়ী: শ্রেষ্ঠ গীতিকার - মাসুদ করিম[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Movie List 1982"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ফজলে এলাহী (অক্টোবর ২, ২০১৫)। "সাদাকালোয় সোনালি দিন"। বনিক বার্তা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রাজ্জাক অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র"। আনন্দ আলো। জানুয়ারি ১৯, ২০১৬। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।
- ↑ রাশেদ শাওন (অক্টোবর ২৪, ২০১২)। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।
- ↑ মাসরিফ হক (৫ ফেব্রুয়ারি ২০১৬)। "কালজয়ী গানের অমর গীতিকবি 'মাসুদ করিম'…"। সঙ্গীতাঙ্গন। ২৭ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।
- ↑ রওশন আরা বিউটি (১২ জুন ২০১৪)। "অমর গানের অসামান্য স্রষ্টা মাসুদ করিম"। দৈনিক আজাদী। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে রজনীগন্ধা (ইংরেজি)