জন্ম থেকে জ্বলছি

১৯৮৩ সালের আমজাদ হোসেনের ছায়াছবি

জন্ম থেকে জ্বলছি ১৯৮১-এর একটি বাংলাদেশী চলচ্চিত্র[১] এটি পরিচালনা করেছেন বাংলাদেশের খ্যাতনামা চলচ্চিত্রকার আমজাদ হোসেন। ছবিটিতে অভিনয় করেছেন বুলবুল আহমেদ, ববিতা, আনোয়ারা, প্রবীর মিত্র ও সুমিতা দেবী

জন্ম থেকে জ্বলছি
ডিভিডি'র মোড়ক
পরিচালকআমজাদ হোসেন
প্রযোজকসুরাইয়া আখতার চৌধুরী
রচয়িতাআমজাদ হোসেন
শ্রেষ্ঠাংশেবুলবুল আহমেদ
ববিতা
আনোয়ারা
প্রবীর মিত্র
সুমিতা দেবী
সুরকারআলাউদ্দিন আলী
চিত্রগ্রাহকরফিকুল বারী চৌধুরী
সম্পাদকআওকাত হোসেন
পরিবেশকশুক্লা ফিল্মস
মুক্তি১৯৮৩
দৈর্ঘ্য১৪৯ মিনিট
দেশ বাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনী সংক্ষেপ সম্পাদনা

শ্রেষ্ঠাংশে সম্পাদনা

সম্মাননা সম্পাদনা

সংগীত সম্পাদনা

জন্ম থেকে জ্বলছি ছবির সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, সঙ্গীত রচনা করেছেন ছবির পরিচালক আমজাদ হোসেন। গানে কণ্ঠ দিয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী, সাবিনা ইয়াসমিনসামিনা চৌধুরী। শামীমা ইয়াসমিন দিবার গাওয়া ‘বাবা বলে গেল আর কোনোদিন গান করো না’ গানটি এখনো বেশ সমাদৃত।[২]

আরও দেখুন সম্পাদনা

বহিঃসংযোগ সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মৃধা আলাউদ্দিন (০৪ আগস্ট ২০১০)। "চলে গেলেন মহানায়ক বুলবুল আহমেদ"দৈনিক সংগ্রাম। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১২  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাবা নিয়ে আলোচিত কিছু গান"যুগান্তর। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-০৩