টেমপ্লেট আলোচনা:আপনি জানেন কি/মনোনয়ন সংগ্রহশালা/ব্যর্থ/২০২৩

সূর্যকুমার সর্বাধিকারী সম্পাদনা

-- ব্যবহারকারী Lakshmikanta Manna (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ। মনোনায়ন দিয়েছেন 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২১:০১, ২০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR, মনোনায়নের জন্য ধন্যবাদ। আজাকিতে আসার মত তথ্য, কিন্তু "জন্ম ও শিক্ষা জীবন" ও "কর্মজীবন" অনুচ্ছেদে কোন সূত্র দেয়া হয়নি। এধরনের ত্রুটি থাকা অবস্থায় নিবন্ধটি প্রথম পাতায় যাওয়ার যোগ্য হবে না। অনুচ্ছেদ দুটিতে যাচাইযোগ্য সূত্র যোগ করার অনুরোধ থাকলো। সূত্র উন্নতির পর পুনরায় মনোনায়ন দিতে পারেন।   আপাতত করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৯:২৯, ২৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নেত্রকোনার রাজনৈতিক ইতিহাস সম্পাদনা

বাংলাদেশ রাষ্ট্রে ৬৪ জেলার মধ্যে একটি অন্যতম জেলা নেত্রকোনা।

নেত্রকোনা জেলায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মণি সিংহ জন্মগ্রহন করেছিলেন। Ranzan Kumar Roy (আলাপ) ১৬:৩৯, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Ranzan Kumar Roy সুধী, মনোনায়নের জন্য ধন্যবাদ। তবে এটি আজাকি'র জন্য ত্রুটিপূর্ণ আবেদন৷ ভবিষ্যতে আজাকি মনোনায়নের জন্য অনুগ্রহ করে নির্দেশনা অনুসরণ করুন। যেকোন সাহায্যের জন্য এই পাতাটি দেখুন।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৬:৪৫, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভোলা দ্বীপ সম্পাদনা

  • ...বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা মহিষের দইয়ের জন্য বিখ্যাত?

-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন MdaNoman (আলাপ) ০৬:৫২, ২৯ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@MdaNoman বিকল্পভাবে ব্যবহার করা যায়। যেমন - বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা মহিষের দইয়ের জন্য বিখ্যাত। AbuSayeed (আলাপ) ০৩:৫৪, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@AbuSayeed হ্যাঁ; করা যায় এবং করেছি ।:) ~ নোমান (আলাপঅবদান) ০৩:৫৫, ১ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@MdaNoman নিবন্ধটতে ভৌগোলিক ও ভূতাত্ত্বিক তথ্য নেই, বরং অনেকটা ভোলা জেলার সংস্কৃতি উঠে এসেছে। আরো উন্নতি করতে হবে, কারণ এটির শিরোনাম অনুসারে ভূগোল প্রাধাণ্য পাওয়ার কথা।   আপাতত করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:৪৮, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সোহাগপুর গণহত্যা সম্পাদনা

  • ...সোহাগপুর গণহত্যায় বেঁচে যাওয়া জালাল উদ্দিনের মতে গণহত্যার সময় তিনি ছাড়া তার গ্রামে আরো কোন পুরুষ জীবিত ছিলো না?

-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ২১:৪৯, ৮ জুলাই ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin আকর্ষণীয় তথ্য নয়। জালাল উদ্দিন উল্লেখযোগ্য ব্যক্তি নন।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২২) ০৪:৩৮, ২ আগস্ট ২০২২ (ইউটিসি)উত্তর দিন


তাকি উসমানি সম্পাদনা

 

-- ব্যবহারকারী Owais Al Qarni (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ১০:৩১, ২৪ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni সমসাময়িক?! তারমানে প্রধান বুদ্ধিজীবি হিসেবে তার অবস্থান পরিবর্তনশীল। একই কারণে রফিক আহমদ পামপুরি'র মনোনায়ন বাতিল হয়েছিল।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২২:৫৭, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


গামা-রশ্মি বিস্ফোরণ সম্পাদনা

-- ব্যবহারকারী খাঁ শুভেন্দু (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৪:২০, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@খাঁ শুভেন্দু সুধী, আপনি এখানে কোন নিবন্ধ হতে মনোনায়ন দিচ্ছেন, তা অনুগ্রহ করে শিরোনামে উল্লেখ করুন।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০৬:০৬, ৩০ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@খাঁ শুভেন্দু একই নিবন্ধ হতে দুটি পৃথক মনোনায়ন হবে না। ত্রুটিপূর্ণ মনোনায়ন।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২৩:৩৬, ১৫ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সুনিতা উইলিয়ামস সম্পাদনা

-- ব্যবহারকারী DeloarAkram (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন BadhonCR (আলাপ) ০৬:৫৫, ২৬ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

প্রথমত নিবন্ধটি হালনাগাদ নয়। হালনাগাদ তথ্য না পেয়ে পাঠকরা হতাশ হতে পারেন। দ্বিতীয়ত, মহাশুন্যে বা মহাকাশ স্টেশনে ধর্মীয়গ্রন্থ নিয়ে যাওয়ার ঘটনা খুবই নিয়মিত। এর আগে বাইবেল ও কুরআন নিয়ে যাওয়ার নজির আছে। সম্প্রসারণের পর নতুন চমকপ্রদ তথ্য থাকলে পুনরায় মনোনায়ন দিতে পারেন।   আপাতত করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৩:৫৬, ৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

অনিরুদ্ধ জগন্নাথ সম্পাদনা

 

-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ২০:১০, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR নিবন্ধটিতে তথ্যসূত্রের অনেক ঘাটতি রয়েছে। যাচাইযোগ্যতার অভাবের কারণে   করা হয়নি। এছাড়াও পরবর্তীতে জগন্নাথের রেকর্ড ভেঙ্গে যেতে পারে।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৫:৪৫, ৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ফাহিম (চলচ্চিত্র) সম্পাদনা

 

  • ... বাংলাদেশী বংশোদ্ভূত দাবা খেলোয়াড় "ফাহিম মোহাম্মদের" আত্মজীবনী নিয়ে ফাহিম নামে একটি ফরাসি চলচ্চিত্র নির্মণ করা হয়। যেখানে জেরার দ্যপার্দিও মতো জনপ্রিয় অভিনেতা অভিনয় করে?

-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ২০:২৬, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR নিবন্ধে তথ্যসূত্রের ঘাটতি আছে। এখনো অসম্পূর্ণ, আরো সম্প্রসারণযোগ্য। মনোনায়ন দেওয়া তথ্যও আকর্ষণীয় হয়নি।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২০:০৫, ৪ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মা ছেনকিউয়েন (২) সম্পাদনা

 

  • ...মা ছেনকিউয়েন কর্তৃক পুনরুদ্ধারকৃত চিন হৌ সু পিয়েনচুং (ছবিতে) চীনা সরকার কর্তৃক বিদেশে প্রদর্শন নিষিদ্ধ জাতীয় সম্পদের অন্যতম?

-- ব্যবহারকারী Md.Farhan Mahmud (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৫:৪৪, ৯ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Md.Farhan Mahmud একই নিবন্ধ হতে দুটি আজাকি মনোনায়ন হবে না। অনুগ্রহ করে আজাকি মনোনায়ন নির্দেশনা পড়ুন।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০৩:১৮, ২১ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আজাদ (চলচ্চিত্র প্রেক্ষাগৃহ) সম্পাদনা

-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০০:০৭, ২ নভেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin আকর্ষণীয় হচ্ছেনা। বরং দ্য লাস্ট কিস চলচ্চিত্রটির নিবন্ধ সম্প্রসারণ ও সম্পূর্ণ করে সেখান থেকে আজাকি মনোনায়ন দেওয়া যায়।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:৩৩, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন


মুহাম্মাদ আবদুল মালেক সম্পাদনা

-- ব্যবহারকারী Owais Al Qarni (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ১৯:২৪, ৭ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Owais Al Qarni আকর্ষণীয় হচ্ছে না।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:৩৮, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

খুশিতে, ঠ্যালায়, ঘোরতে সম্পাদনা

-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৯:২৫, ১৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@AbuSayeed আকর্ষণীয় হচ্ছে না। টিকটকের মাধ্যমে অনেক শৌখিন ইন্টারনেট মিম ভাইরাল (জনপ্রিয়) হচ্ছে। সাধারণ ঘটনা।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৮:৫৪, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

রিলা জাতীয় উদ্যান সম্পাদনা

 

-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৪:৪২, ১৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@AbuSayeed নিবন্ধে তথ্যসূত্রের কমতি ও যাচাইযোগ্যতার যথেষ্ঠ ঘাটতি আছে। অনুচ্ছেদে আরো সূত্র যোগ করতে হবে।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:৪০, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ধানের শীষ (রাজনীতি) সম্পাদনা

 

-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৪:৩৯, ৯ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin অতীব সংক্ষিপ্ত নিবন্ধ। নিবন্ধে একটি ভাল সূচনাংশ চাই।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:৪৯, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

দেবনাগরী লিপি সম্পাদনা

 

-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ২০:৩০, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR অসম্পূর্ণ নিবন্ধ, আরো সম্প্রসারণ যোগ্য। তাছাড়া এরচেয়েও রোমান, চীনা ও আরবী লিপি আরো বেশি ব্যবহৃত হয়।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৮:৩৭, ২৭ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

পেলে সম্পাদনা

 

-- ব্যবহারকারী Ragib (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন Galib Tufan (আলাপ) ১৫:৫৭, ৩০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন

@Galib Tufan, এমন কিছু দিলে মনে হয় ভালো হবে, "১৯৬৯ সালের ১৯ নভেম্বর রিউ দি জানেইরুতে ভাস্কো দা গামার বিপক্ষে সান্তোসের হয়ে খেলতে নেমে ব্রাজিলীয় ফুটবলার পেলে তার হাজারতম গোলটি করেন।"
এটি আমি ইংরেজি উইকি থেকে নিয়েছি, বাংলা নিবন্ধটিতে তথ্যটি নেই। আমাদের বাংলায় পেলে নিবন্ধটির উন্নতি করতে হবে। আফতাবুজ্জামান (আলাপ) ১৬:০৯, ৩০ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা! Galib Tufan (আলাপ) ১১:১৯, ৩১ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)উত্তর দিন
@Galib Tufan: প্রধান পাতায় লাল লিংক শোভনীয় নয়। সিআর ভাস্কো দা গামা নিবন্ধটিও তৈরি করা প্রয়োজন। ≈ MS Sakib  «আলাপ» ০৯:৪৭, ৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
তৈরি করা হয়েছে Galib Tufan (আলাপ) ১৪:৫৯, ৩ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Galib Tufan সুধী, মনোনায়নের জন্য ধন্যবাদ। বাংলা উইকির যেকোন নৈমিত্তিক পাঠক পেলেকে নিয়ে মেয়াদোত্তীর্ণ তথ্য/নিবন্ধ দেখে নিরাশ হতে পারেন, বাংলা উইকি হতে বিমুখও হতে পারেন। তার দায় আমার-আপনার মত সম্প্রদায়ের সকলের উপর বর্তায়। তার আগে নিবন্ধটি হালনাগাদ করা জরুরী। হালনাগাদ/সম্পূর্ণ করার অনুরোধ থাকলো।   আপাতত করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:১৩, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মধু হই হই সম্পাদনা

-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৪:৪৫, ২১ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@AbuSayeed সুধী, সম্পূর্ণ নিবন্ধ লেখা হয়েছে 'ভাইরাল'কে ফোকাস করে। অথচ এটি একটি সঙ্গীত বিষয়ক নিবন্ধ। নিবন্ধটি সাজাতে এই উদাহরণ দেখতে পারেন। নিবন্ধ পুনর্লিখন প্রয়োজন।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:২৬, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

চোষক মুখী সম্পাদনা

 

-- ব্যবহারকারী Dolon Prova (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন AbuSayeed (আলাপ) ১৩:১৮, ২৫ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@AbuSayeed সুধী, অনুগ্রহ করে ইংরেজি নিবন্ধ হতে অনুবাদ করে সম্প্রসারণ করলে ভাল হয়। বাংলা নিবন্ধে অনেক তথ্য আসেনি। সম্প্রসারণের পর আমাকে জানানোর অনুরোধ থাকলো।~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৯:১৯, ২৭ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@AbuSayeed মাছের বাসস্থান ও বিস্তৃতি অসম্পূর্ণ। খাদ্যাভ্যাস নেই। শারিরীক ব্যবচ্ছেদ নেই। নিবন্ধ আরো মৌলিক তথ্য দিয়ে সম্প্রসারণ করতে হবে। শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে লেখা হয়েছে। বৈশ্বিয়িক দৃষ্টিকোন আসেনি।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:২১, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ভূপতি ভূষণ বর্মা সম্পাদনা

-- ব্যবহারকারী BadhonCR (আলাপ) কর্তৃক প্রণীত/বর্ধিত নিবন্ধ; ও স্বমনোনীত ২০:১৪, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR প্রশস্তিমূলক মনোনায়ন হয়ে যাচ্ছে। আকর্ষণীয় হচ্ছে না।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:৫৪, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নরেন্দ্রনাথ দেব সম্পাদনা

 

-- ব্যবহারকারী J M Ali Nayon (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও মনোনয়ন করেছেন BadhonCR (আলাপ) ২০:১৮, ৪ এপ্রিল ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR তার ঢেকি কল আবিষ্কারের পিছনে কোন পটভূমি বা চমকপ্রদ তথ্য থাকলে ভাল হতো। সাধারণ তথ্য মনে হচ্ছে।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:৪২, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

ইমান আহমেদ আবদ এল আতি সম্পাদনা

-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৫:৪৭, ১৩ মার্চ ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@AbuSayeed তথ্যসূত্রের ঘাটতি ও কিছু তথ্যের যাচাইযোগ্যতা না থাকায় আজাকি আসার মত তথ্য হওয়ার মত হলেও   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২০:২৩, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

নাটুদা মাধ্যমিক বিদ্যালয় সম্পাদনা

-- ব্যবহারকারী Md.Farhan Mahmud (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৩:১৩, ২৯ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Md.Farhan Mahmud একশবছরের উপরে হয়ে গেল, নির্মাণ নকশা অনুযায়ী বানানো হয়নি।   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৭:১৬, ৩০ জুলাই ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

লাপা রসুন সম্পাদনা

 

-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৯:২৬, ৫ জানুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@AbuSayeed সূত্র যাচাই করে দেখলাম, দ্বাদশ মাসের অষ্টম দিনে নয়, বরং লাবা উৎসব উপলক্ষ্যে লাবা রসুনের সিরকাজাত আচার বানানো হয়। সূত্র অনুসারে সংশোধন ও অনুচ্ছেদ সম্প্রসারিত। তবে   করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০১:০৯, ৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

মুকিম আহমেদ সম্পাদনা

-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১২:৫১, ১৮ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@AbuSayeed   আপাতত করা হয়নি। তথ্যসূত্রের যাচাইযোগ্যতা দূর্বল। আরো জোড়ালো সূত্র দরকার। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২১:১৫, ১১ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

২০২৩-এ বাংলাদেশে পাঠ্যবই বিতর্ক সম্পাদনা

-- ব্যবহারকারী AbuSayeed (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৮:১৪, ২৭ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@AbuSayeed আরো তথ্যবহুল করা যেতে পারে। (نقاش) عبد الله ১৮:৪০, ১৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
এটি একটি উল্লেখযোগ্য ঘটনা, তবে আজাকি তে আসার মতো মনে হচ্ছে না। 𝓑𝓐𝓓𝓗𝓞𝓝 (আলাপ) ২৩:৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@AbuSayeed   করা হয়নি। চমকপ্রদ হয়নি। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২০:৫৮, ২৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

লেই'স সম্পাদনা

 

-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ০৬:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin   করা হয়নি। তথ্যসূত্র বক্তব্য সমর্থন করে না। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ২০:৩৫, ২৬ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

রাজঘাট সমাধি পরিসর সম্পাদনা

-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১২:৪০, ১২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin " রাজঘাটের স্থাপত্য ও গান্ধীবাদী স্বল্পমূল্যের আবাসন স্থাপত্যের মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য পাওয়া গেছে"। 'সাংঘর্ষিক' নয়। তথ্যটি নিবন্ধে নেই। ইংরেজি উইকিতে এই ভুক্তি হতে ২০০৫ সালে একটি তথ্য এসেছে, কিন্তু কালের আবর্তে বর্তমানে তথ্যটি নেই। ২০০৫ সালের সংস্করণ থেকে উল্লেখযোগ্য তথ্য সম্প্রসারণ করে পুনরায় মনোনায়ন দেওয়া যেতে পারে।   আপাতত করা হয়নি~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৯:৪৩, ২৭ অক্টোবর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ সম্পাদনা

-- ব্যবহারকারী Mehediabedin (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১৩:১৮, ১২ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Mehediabedin   করা হয়নি। আকর্ষণীয় নয়। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ১৮:৫৪, ৭ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা

 

-- ব্যবহারকারী Jonoikobangali (আলাপ) দ্বারা উল্লেখযোগ্যভাবে বর্ধিত নিবন্ধ; ও মনোনয়ন করেছেন BadhonCR (আলাপ) ১০:৫৬, ১৪ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@BadhonCR   করা হয়নি। ইতোমধ্যে এই নিবন্ধ থেকে আজাকি এসেছে। একই নিবন্ধ থেকে দ্বিতীয় বার আজাকি আসবে না। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০১:১৪, ১৫ নভেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

সিরাজুল ইসলাম (কবি) সম্পাদনা

  • ...নবী মোর পরশমণি কবিতাটি কাজী নজরুল ইসলামের নামে প্রচারিত হলেও মূলত এর রচয়িতা সিরাজুল ইসলাম?

-- ব্যবহারকারী খাত্তাব হাসান (আলাপ) কর্তৃক প্রণীত নতুন নিবন্ধ; ও স্বমনোনীত ১২:৩০, ৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@খাত্তাব হাসান এই জিনিসটা মারাত্মক দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিলো তো! নবী মোর পরশমণি বিষয়ে গুগল সার্চ করেও গুরত্বপূর্ণ কিছু পেলাম না। জাগো নিউজের এই লিঙ্কটা পেলাম যেখানে নজরুলের নামই দেখতে পাচ্ছি। এদিকে নিবন্ধে বলা হচ্ছে এটা সিরাজুল ইসলামের গ্রন্থ যাতে সূত্র হিসেবে তথ্য বাতায়নের লিঙ্ক দেওয়া। এদিকে আপনি তো জানেনই তথ্য বাতায়নের তথ্য বেশিরভাগ তথ্যই আনকোরা আর ভুলভাল হয়! বিষয়টা যদি অন্য কোন সূত্র দিয়ে স্পষ্ট করেন একটু।-- Aishik Rehman (আলাপ) ১৫:১৬, ৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
নজরুলের লিখিত হলে গ্রন্থের প্রামাণ্য থাকা উচিত। কারণ, নজরুলের লেখা কোনোটাই তার রচনাবলীর বাইরে নয়। কিন্তু সিরাজুল ইসলামের ব্যাপারটা এমন নয়। তবুও আরও কয়েকটা উৎস দিচ্ছি (নিবন্ধে যোগ করছিনা, কারণ নিবন্ধে যোগ করার মত উৎস নয়):
  1. সমকালের কলামটি যদিও ব্যক্তিগত অভিমত, তবে তিনি ঢাবির অধ্যাপক।[১]
  2. প্রথম আলোর এই সংবাদে ধারাবাহিকভাবে তার নামও রয়েছে, নজরুলের নাম নেই।[২]
💬 кคקย๔คภ קครђค (কাপুদান পাশা)  ☪  ১৬:১৪, ৫ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান নবী মোর পরশমণি কবিতাটি কাজী নজরুল ইসলামের। 2400:C600:334C:A160:1:0:8AE8:663A (আলাপ) ১০:৪১, ১০ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@খাত্তাব হাসান, @Aishik Rehman   করা হয়নি। তথ্যটি নিবন্ধে নেই। ~ ফায়সাল বিন দারুল (২০২৩) ০৮:৩৭, ৩১ ডিসেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র:

  1. SAMAKAL। "নবী মোর পরশমণি"নবী মোর পরশমণি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫ 
  2. প্রতিবেদক, নিজস্ব (২০১৫-০২-১৪)। "'ওই দূরে বাজে একতারা'"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৫ 
"আপনি জানেন কি/মনোনয়ন সংগ্রহশালা/ব্যর্থ/২০২৩" পাতায় ফেরত যান।