আবদুস সবুর (অভিনেতা)
বাংলাদেশী শিল্প নির্দেশক এবং অভিনেতা
আব্দুস সবুর হলেন একজন বাংলাদেশী শিল্প নির্দেশক এবং অভিনেতা। তিনি পাঁচবার শ্রেষ্ঠ শিল্প নির্দেশক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার হিসেবে পুরস্কার লাভ করেন, চলচ্চিত্রসমূহ হলো: সূর্যগ্রহণ (১৯৭৬), আরাধনা (১৯৭৯), শুভদা (১৯৮৬), বিরহ ব্যাথা (১৯৮৯), এবং ঘাতক (১৯৯৪)।[১]
আব্দুস সবুর | |
---|---|
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা | শিল্প নির্দেশক এবং অভিনেতা |
কর্মজীবন | ১৯৫৯–১৯৯৯ |
উল্লেখযোগ্য কর্ম | সূর্যগ্রহণ আরাধনা ঘাতক |
পুরস্কার | জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৫ম বার) |
নির্বাচিত চলচ্চিত্রসমূহ
সম্পাদনাঅভিনেতা হিসেবে
সম্পাদনা- জীবন নৌকা - ১৯৮১
শিল্প নির্দেশক হিসেবে
সম্পাদনা- মাটির পাহাড় - ১৯৫৯
- কখনো আসেনি - ১৯৬১
- তালাশ - ১৯৬৩
- রূপবান - ১৯৬৫
- বেহুলা - ১৯৬৬
- নবাব সিরাজউদ্দৌলা - ১৯৬৭
- দর্শন - ১৯৬৭
- নয়ন তারা - ১৯৬৭
- আনোয়ারা - ১৯৬৭
- দুই ভাই - ১৯৬৮
- তুম মেরে হো - ১৯৬৮
- শুয়ে নাদিয়া জাগে পানি - ১৯৬৮
- সংসার - ১৯৬৮
- পীচ ঢালা পথ - ১৯৬৮
- নীল আকাশের নিচে - ১৯৬৯
- জোয়ার ভাটা - ১৯৬৯
- জীবন থেকে নেয়া - ১৯৭০
- দর্পচূর্ণ - ১৯৭০
- আপন পর - ১৯৭০
- সাধারণ মেয়ে - ১৯৭০
- ক খ গ ঘ ঙ - ১৯৭০
- দীপ নেভে নাই - ১৯৭০
- স্বরলিপি - ১৯৭১
- নাচের পুতুল - ১৯৭১
- অবুঝ মন - ১৯৭২
- ইয়ে করে বিয়ে - ১৯৭২
- ছন্দ হরিয়ে গেলো - ১৯৭২
- ঝড়ের পাখি - ১৯৭৩
- স্বপ্ন দিয়ে ঘেরা - ১৯৭৩
- রংবাজ - ১৯৭৩
- সংগ্রাম - ১৯৭৩
- আলোর মিছিল - ১৯৭৪
- মাসুদ রানা - ১৯৭৪
- বৃষ্টি - ১৯৭৬
- সূর্যগ্রহণ - ১৯৭৬
- মতি মহল - ১৯৭৭
- তুফান - ১৯৭৮
- বধূ বিদায় - ১৯৭৮
- অলংকার - ১৯৭৮
- দিন যায় কথা থাকে - ১৯৭৯
- সূর্য সংগ্রাম - ১৯৭৯
- মাটির ঘর - ১৯৭৯
- আরাধনা - ১৯৭৯
- শেষ উত্তর - ১৯৮০
- জীবন নৌকা - ১৯৮১
- কলমিলতা - ১৯৮১
- লাল কাজল - ১৯৮২
- নতুন বউ - ১৯৮৩
- নাগ পূর্ণিমা - ১৯৮৩
- চন্দ্রনাথ - ১৯৮৪
- শুভদা - ১৯৮৬
- বিরহ ব্যথা - ১৯৮৯
- শীর্ষ রংবাজ - ১৯৯১
- অচেনা - ১৯৯১
- উত্থান পতন - ১৯৯২
- সতর্ক শয়তান - ১৯৯৩
- ঘাতক - ১৯৯৪
- কমান্ডার - ১৯৯৪
- বিশ্ব প্রেমিক - ১৯৯৫
- পালাবি কোথায়? - ১৯৯৭
- এখনো অনেক রাত - ১৯৯৭
- ম্যাডাম ফুলি - ১৯৯৯
- পাগলা ঘণ্টা - ১৯৯৯
পুরস্কার ও মনোনয়ন
সম্পাদনাবছর | পুরস্কার | বিভাগ | চলচ্চিত্র | ফলাফল |
---|---|---|---|---|
১৯৭৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | সূর্যগ্রহণ | বিজয়ী |
১৯৭৯ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | আরাধনা | বিজয়ী |
১৯৮৬ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | শুভদা | বিজয়ী |
১৯৮৯ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | বিরহ ব্যাথা | বিজয়ী |
১৯৯৪ | জাতীয় চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ শিল্প নির্দেশক | ঘাতক | বিজয়ী |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ সরকার। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে আবদুস সবুর (ইংরেজি)