রূপবান

লোককাহিনী নির্ভর ১৯৬৫ সালের বাংলাদেশী চলচ্চিত্র

রূপবান ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত লোককাহিনী নির্ভর বাংলাদেশী চলচ্চিত্র। ছবিটি রচনা ও পরিচালনা করেছেন সালাউদ্দিন।[১] এতে নাম ভূমিকায় অভিনয় করেন সুজাতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন মনসুর, চন্দনা, সিরাজুল ইসলাম, ইনাম আহমেদ, আনোয়ার হোসেন, সুভাষ দত্ত[২]

পরিচালকসালাউদ্দিন
প্রযোজকসালাউদ্দিন
রচয়িতাসালাউদ্দিন
শ্রেষ্ঠাংশে
সুরকারসত্য সাহা
চিত্রগ্রাহকআবদুস সামাদ
সম্পাদকবশীর হোসেন
পরিবেশকপপুলার ফিল্মস এন্ড থিয়েটার্স
মুক্তি৫ নভেম্বর, ১৯৬৫
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়৳১.৫ লাখ

কুশীলব সম্পাদনা

  • সুজাতা - রূপবান, উজীরের বার বছরের বালিকা কন্যা যার সাথে বার দিন বয়সের রাজপুত্রের বিয়ে দিয়ে বনবাসে পাঠানো হয়।[৩]
  • মনসুর - রহিম, আঁটকুড়ে বাদশার অনেক সাধনার ফল যাকে বার দিন বয়সে বার বছর বয়সী রূপবানের সাথে বিয়ে দিয়ে বনবাসে পাঠানো হয়।
  • চন্দনা - তাজেল[৪]
  • সিরাজুল ইসলাম - একাব্বর বাদশা, আঁটকুড়ে বাদশা এবং পরে রহিম নামে পুত্র সন্তান লাভ করেন।
  • ইনাম আহমেদ - সায়েদ বাদশা
  • আনোয়ার হোসেন - জংলি সরদার
  • তেজেন চক্রবর্তী - উজীর, রূপবানের বাবা
  • তন্দ্রা ইসলাম - রানী, রহিমের মা
  • কাজরী - উজির পত্নী, রূপবানের মা
  • হেলেন - ধাই মা
  • রানু - জ্যোতিষী
  • আকবর - দরবেশ
  • রহিমা - মাসী
  • নুরুল আনাম খাঁ - দাদু
  • আয়াজ - জল্লাদ
  • সুভাষ দত্ত - (অতিথি চরিত্রে)

সঙ্গীত সম্পাদনা

রূপবান চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। গানের কথা লিখেছেন মাসুদ করিম। এছাড়া ছবিতে "রূপবানের পালা" থেকে প্রচলিত গান ব্যবহৃত হয়।[৫] গানে কণ্ঠ দেন আবদুল আলীম, নীনা হামিদ, ইসমত আরা, কুসুম হক, নজমুল হোসেন (শেলী)।

গানের তালিকা সম্পাদনা

নং.শিরোনামলেখককণ্ঠশিল্পী(রা)দৈর্ঘ্য
১."ঢেউ উঠছে সাগরে"মাসুদ করিমআবদুল আলীম৩:২০
২."ধাইমা ধাইমা গো"সংগৃহীতনীনা হামিদ০:৩০
৩."বাড়িরও দক্ষিণপাশে"সংগৃহীতনীনা হামিদ ও কুসুম হক০:৩০
৪."শোনেন দাদু"সংগৃহীতনীনা হামিদ ও কুসুম হক১:৫৬
৫."মেরো না জল্লাদ"সংগৃহীতনীনা হামিদ০:১৮

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. আলম, দেওয়ান মাহবুবুল (৮ ডিসেম্বর ২০১৩)। "বাংলা চলচ্চিত্রের উত্থানে 'রূপবান'"বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭ 
  2. মারিয়া, শান্তা (১৪ এপ্রিল ২০১৪)। "বাঙালির প্রাণের ছবি"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭ 
  3. লিয়াকত হোসেন খোকন (২৬ ফেব্রুয়ারি, ২০১২)। "কিং ব দ ন্তি : রূপবান কন্যা সুজাতা"। দৈনিক আমার দেশ।
  4. জামান, মাহমুদ (২৭ ফেব্রুয়ারি ২০১৪)। "রূপবান খ্যাত বাংলা সিনেমার নায়িকা তাজেল"সাম্প্রতিক দেশকাল। ৬ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭ 
  5. "সিনেমায় বাঙ্গালি সংস্কৃতি: রুপবান থেকে খায়রুন সুন্দরী"ঢাকাটাইমস। ১৪ এপ্রিল ২০১৫। ১৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা