নাচের পুতুল
নাচের পুতুল অশোক ঘোষ পরিচালিত ১৯৭১ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র। ছবিটির কাহিনী লিখেছেন আহমদ জামান চৌধুরী এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন জহিরুল হক। রানা ফিল্মসের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আজিজুর রহমান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শবনম ও রাজ্জাক।[২] এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন খান জয়নুল, সুলতানা, রানী সরকার, ইনাম আহমেদ, কাজী মেহফুজুল হক প্রমুখ।
নাচের পুতুল | |
---|---|
পরিচালক | অশোক ঘোষ |
প্রযোজক | আজিজুর রহমান |
রচয়িতা | জহিরুল হক (সংলাপ) |
চিত্রনাট্যকার | জহিরুল হক |
কাহিনিকার | আহমদ জামান চৌধুরী |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | রবীন ঘোষ |
চিত্রগ্রাহক | আব্দুল লতিফ খান অরুণ রায় |
সম্পাদক | বশীর হোসেন |
প্রযোজনা কোম্পানি | রানা ফিল্মস |
পরিবেশক | আনিস ফিল্মস |
মুক্তি | ৮ জানুয়ারি ১৯৭১[১] |
স্থিতিকাল | ১০৭ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাহিনী সংক্ষেপ
সম্পাদনামধ্যবিত্ত পরিবারের মেয়ে লায়লা তার বাবা ও দুই ভাইকে নিয়ে ঢাকার এক বাসায় থাকে। ভাই কামাল চাকরির খোঁজ করছে কিন্তু পাচ্ছে না। সে এক ধনীর কন্যাকে পটিয়ে বাড়ি থেকে চলে যায়। বাবার দুর্ঘটনায় পর লায়লা একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রয়কর্মী হিসেবে যোগ দেয়। সেই স্টোরের মালিকের ছোট ভাই ফিরোজ তাকে পছন্দ করে। লায়লার বাবা তাদের এই সম্পর্কের কথা জানতে পারলে অন্যত্র তার বিয়ে ঠিক করে। এতে লায়লা বাড়ি ছেলে পালিয়ে যায় এবং খন্দকার সাহেবের বাড়িতে আশ্রয় নেয়। সেই বাড়িতে লায়লা জানতে পারে খন্দকারের মেয়ে রুবিনার সাথেই তার ভাইয়ের প্রেমের সম্পর্ক রয়েছে। অন্যদিকে একদিন ফিরোজের সাথে তার ভুল বুঝাবুঝির ফলে তাদের একে অপরের থেকে দূরে চলে যায়।
কুশীলব
সম্পাদনা- রাজ্জাক - ফিরোজ
- শবনম - লায়লা
- খান জয়নুল - কামাল, লায়লার ভাই
- সুলতানা জামান - শিরিন, ফিরোজের বোন
- রানী সরকার - নীনা
- সুপ্রিয়া - রুবিনা
- সবিতা - ফিরোজের বোন
- নারায়ণ চক্রবর্তী - লায়লার বাবা
- কাজী মেহফুজুল হক - ফিরোজের বড় ভাই
- ইনাম আহমেদ - নীনার বাবা
- আনিস - রুবির বাবা
- তেজেন চক্রবর্তী
- কামাল
- সাথী খন্দকার
- মাস্টার তারেক - বাবলু, লায়লার ছোট ভাই
- মাস্টার নিপু - দোকানদার
সঙ্গীত
সম্পাদনাচলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন রবীন ঘোষ।[৩] গীত রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান, কে জি মোস্তফা ও আহমদ জামান চৌধুরী। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার, মাহমুদুন্নবী ও শিমুল ইউসুফ।
গানের তালিকা
সম্পাদনানং. | শিরোনাম | রচয়িতা | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "নাচের পুতুল" | মোহাম্মদ মনিরুজ্জামান ও আহমদ জামান চৌধুরী | আব্দুল জব্বার | |
২. | "আয়নাতে ঐ মুখ দেখবে যখন" | মোহাম্মদ মনিরুজ্জামান ও কে জি মোস্তফা | মাহমুদুন্নবী | ৩:৪৯ |
৩. | "জানিনা কি করে" | মোহাম্মদ মনিরুজ্জামান | সাবিনা ইয়াসমিন | |
৪. | "ও নদী ও আকাশ" | মোহাম্মদ মনিরুজ্জামান | সাবিনা ইয়াসমিন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Movie List 1971"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ "চার দশক পর একই চলচ্চিত্রে শবনম"। দৈনিক মানবজমিন। ২৭ এপ্রিল ২০১৭। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
- ↑ মারিয়া, শান্তা (১৬ ফেব্রুয়ারি ২০১৬)। "আয়নায় যে মুখ আর দেখবে না কেউ"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে নাচের পুতুল (ইংরেজি)