সূর্যগ্রহণ (চলচ্চিত্র)
১৯৭৬ সালের বাংলা চলচ্চিত্র
সূর্যগ্রহণ ১৯৭৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী যুদ্ধভিত্তিক চলচ্চিত্র।[১] ছবিটি কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য রচনা, চিত্রগ্রহণ এবং পরিচালনা করেছেন আব্দুস সামাদ। ছবির প্রধান প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ফারুক, ববিতা, জাফর ইকবাল, রোজী সামাদ, আনোয়ার হোসেন, গোলাম মুস্তাফা ও খলিলউল্লাহ খান। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান ইমাম, দারাশিকো, আখতার হোসেন, রওশন জামিল,[২] মায়া হাজারিকা, রানী সরকার সহ আরও অনেকে।
সূর্যগ্রহণ | |
---|---|
পরিচালক | আব্দুস সামাদ |
রচয়িতা | আব্দুস সামাদ |
শ্রেষ্ঠাংশে | ফারুক ববিতা জাফর ইকবাল রোজী সামাদ আনোয়ার হোসেন গোলাম মুস্তাফা খলিলউল্লাহ খান হাসান ইমাম দারাশিকো আখতার হোসেন রওশন জামিল মায়া হাজারিকা রানী সরকার |
সুরকার | রাজা শ্যাম |
চিত্রগ্রাহক | আব্দুস সামাদ |
সম্পাদক | বশীর হোসেন |
মুক্তি | ১৯৭৬ |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
শ্রেষ্ঠাংশে
সম্পাদনা- ফারুক -
- ববিতা -
- জাফর ইকবাল -
- রোজী সামাদ -
- আনোয়ার হোসেন -
- গোলাম মুস্তাফা -
- খলিলউল্লাহ খান -
- হাসান ইমাম -
- দারাশিকো -
- আখতার হোসেন -
- রওশন জামিল -
- মায়া হাজারিকা -
- রানী সরকার -
সঙ্গীত
সম্পাদনাসূর্য গ্রহণ ছবির সংগীত পরিচালনা করেছেন রাজা শ্যাম। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার এবং ছবির পরিচালক আব্দুস সামাদ। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আব্দুল জব্বার ও সুবীর নন্দী। এই চলচ্চিত্রেই সুবীর নন্দী প্রথম নেপথ্যে কণ্ঠ দেন।[৩]
গানের তালিকা
সম্পাদনাসম্মাননা
সম্পাদনা- বাচসাস পুরস্কার
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ সেলুলয়েডে মুক্তিযুদ্ধ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ জানুয়ারি ২০১১ তারিখে তথ্যসূত্র: GLITZ bdnews, মেইন স্টোরি, তথ্য সংগ্রহ ২৬শে জানুয়ারি ২০১১
- ↑ মাজিদ, আলাউদ্দীন (১৩ মে ২০১৮)। "চলচ্চিত্র ও নাটকের মায়েরা"। বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৯।
- ↑ "গানে-কথায় সুবীর নন্দীকে আজ স্মরণ করা হবে"। দৈনিক প্রথম আলো। ২২ মে ২০১৯। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে সূর্যগ্রহণ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে সূর্যগ্রহণ (ইংরেজি)
- রটেন টম্যাটোসে সূর্যগ্রহণ (ইংরেজি)
- বিএফআই-তে সূর্যগ্রহণ