গোলাম মুস্তাফা (অভিনেতা)

বাংলাদেশী অভিনেতা ও আবৃত্তিকার

গোলাম মুস্তাফা (২ মার্চ ১৯৩৪ - ২০ ফেব্রুয়ারি ২০০৩) ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা ও বিশিষ্ট আবৃত্তিকার। ১৯৬০ সালে ‘রাজধানীর বুকে’ ছবিতে জমিদারের ভূমিকায় প্রথম অভিনয় করেন। মূলত প্রথম ছবি থেকেই তিনি খলনায়ক চরিত্রের একক ও অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এছাড়া তিনি অনেক ছবিতে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। গোলাম মুস্তাফা প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[]

গোলাম মুস্তাফা
জন্ম(১৯৩৪-০৩-০২)২ মার্চ ১৯৩৪
মৃত্যু২০ ফেব্রুয়ারি ২০০৩(2003-02-20) (বয়স ৬৮)
পেশাঅভিনেতা, প্রযোজক, পরিচালক, নাট্যকার
কর্মজীবন১৯৬০–২০০৩
সন্তানসুবর্ণা মুস্তাফা

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

গোলাম মুস্তাফা ২ মার্চ ১৯৩৪ সালে বরিশালের দপদপিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সাব-রেজিস্ট্রার। স্কুলজীবন শুরু হয় পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে। ম্যাট্রিক পাস করেন খুলনা জিলা স্কুল থেকে। স্কুল-কলেজ জীবনে নাটকে অভিনয় করা তার শখ ছিল। ঢাকায় আসেন পঞ্চাশের দশকের মধ্য সময়ে। সেই থেকে তিনি ঢাকায় স্থায়ী হয়ে গেলেন।

অভিনয় জীবন

সম্পাদনা

গোলাম মুস্তাফা বাংলাউর্দু মিলে প্রায় তিনশত চলচ্চিত্রে নায়ক, সহনায়ক, খলনায়কসহ বিভিন্ন চরিত্রে অভিনয় 'আলিবাবার চল্লিশ চোর', 'রাজধানীর বুকে', 'নিজেকে হারায়ে খুজি', ‘চান্দা’ 'রক্তাক্ত বাংলা', 'রূপালী সৈকতে', 'সীমানা পেরিয়ে', 'তিতাস একটি নদীর নাম', 'সূর্যসংগ্রাম', 'পদ্মা নদীর মাঝি', 'এমিলের গোয়েন্দা বাহিনী', 'শুভদা', 'শ্রাবণ মেঘের দিন', 'ধীরে বহে মেঘনা', 'চন্দ্রনাথ', 'দেবদাস' ইত্যাদি।

গোলাম মুস্তাফা অনেক বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেন। তার অভিনয় জীবনে খলনায়ক হিসেবেই বেশি সফল হয়েছিলেন। ১৯৬১ সালে মুক্তিপ্রাপ্ত ‘হারানো দিন’ ছবিতে মদ্যপ জমিদারের ভূমিকায় তার অভিনয় সে সময় জনপ্রিয়তা লাভ করে।

মঞ্চনাটক

সম্পাদনা

১৯৪৫ সালে বরিশাল অশ্বিনী কুমার টাউন হল মঞ্চে বি.ডি হাবিবুল্লাহ রচিত পল্লীমঙ্গল নাটকে তিনি প্রথম অভিনয় করেন। এটাই তার অভিনীত প্রথম মঞ্চ নাটক। পরিণত বয়েসে ষাটের দশকের শুরুতে গোলাম মুস্তাফা নাট্যাভিনয় শুরু করেন। সিনেমানাটক উভয় ক্ষেত্রেই তিনি পারদর্শিতা প্রদর্শন করেন।

টিভি নাটক

সম্পাদনা

গোলাম মুস্তাফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকে নাটকে অভিনয় শুরু করেন। প্রথমদিকে ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্রে ছিলেন।

তার অভিনীত উল্লেখযোগ্য টিভি নাটকগুলো হলো:

  • গুপ্তধন
  • অর্পিতা
  • হিতঙ্কর
  • পাথরে ফুটাবো ফুল
  • যুবরাজ
  • অস্তরাগে

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

গোলাম মুস্তাফা ঢাকা টেলিভিশনের জন্মলগ্ন থেকে নাটকে অভিনয় শুরু করেন। প্রথমদিকে ১৯৬৫ থেকে ১৯৬৯ পর্যন্ত বেশ কয়েকটি নাটকে নায়ক চরিত্রে ছিলেন। তিনি তার সহ কর্মী বেতারের অভিনেত্রী হোসনে আরার প্রেমে পড়ে যান।[] ১৯৫৮ সালে হোসনে আরার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার বড় মেয়ে ক্যামেলিয়া মুস্তাফা একজন আবৃত্তিশিল্পী এবং তার ছোট মেয়ে সুবর্ণা মুস্তাফা বাংলাদেশের একজন অভিনেত্রী। প্রাক্তন জামাই হুমায়ুন ফরীদিও ছিলেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা।

মৃত্যু

সম্পাদনা

গোলাম মুস্তাফা ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।[]

 
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে মোস্তাফার কবর

পুরস্কার

সম্পাদনা

গোলাম মুস্তাফা ১৯৮০ সালে এমিলের গোয়েন্দা বাহিনী চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্বচরিত্র অভিনেতা, এবং ১৯৮৬ সালে শুভদা চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা এবং ছুটির ফাঁদে (১৯৮৯) চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০০১ সালে একুশে পদক সম্মানে ভূষিত হন। তিনি বাচসাস পুরস্কারও লাভ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক (২০২২)[][][][][][]

সম্মাননা

সম্পাদনা

আবৃত্তি শিল্পের অবদানের জন্য বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ গোলাম মুস্তাফা আবৃত্তি পদক প্রবর্তন করে।[১০] এবং ২০১৭সাল থেকে প্রতি বছর ২০ফেব্রুয়ারি এ পদক প্রদান করা হয়।[১১][১২][১৩][১৪][১৫]

উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা পরিচালক সহশিল্পী নোট
১৯৬০ রাজধানীর বুকে জমিদার-খলনায়ক রহমান, চিত্রা সিনহা প্রথম অভিনীত চলচ্চিত্র
১৯৬১ হারানো দিন
১৯৬২ চাকা
১৯৬৩- নাচঘর নায়ক হিসেবে প্রথম ছবি
১৯৬৪ কাজল শবনম উর্দু চলচ্চিত্র
১৯৬৪ বন্ধন চিত্রা সিনহা নায়ক হিসেবে দ্বিতীয় ছবি
১৯৬৬ ফির মিলেঙ্গে হাম দোনো দ্বৈত চরিত্রে উর্দু চলচ্চিত্র
১৯৬৬ বেগানা উর্দু চলচ্চিত্র
১৯৬৭ চাওয়া পাওয়া সুচন্দা
১৯৬৮ দাসী
১৯৬৮ সোহানা সফর রওশন আরা উর্দু চলচ্চিত্র- মুক্তি পায়নি
দুই রাজকুমার
বলাকা মন
হিসাব নিকাশ
শুভদা
এমিলের গোয়েন্দা বাহিনী
পীরিত না জানে রীত
চোখাই
তালাশ উর্দু চলচ্চিত্র
আলিবাবার চল্লিশ চোর
নিজেকে হারায়ে খুজি
রক্তাক্ত বাংলা
তিতাস একটি নদীর নাম
সূর্যসংগ্রাম
দোষী
শ্লোগান আতাউর খান
অন্যায় অবিচার
ব্যথার দান বাদল খন্দকার
১৯৭৭ সুরুজ মিয়া
১৯৭৭ সীমানা পেড়িয়ে
১৯৭৮ সারেং বউ মন্টু চাচা আব্দুল্লাহ আল মামুন ফারুক , কবরী জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ছবি
পদ্মা নদীর মাঝি
চন্দ্রনাথ
দেবদাস
১৯৯৩ অবুঝ সন্তান কামাল আহমেদ

শাবানা, আলমগীর, মান্না, অরুণা

১৯৯৫ আশা ভালোবাসা সালমান শাহ , শাহ্‌নাজ
১৯৯৬ জীবন সংসার সালমান শাহ, শাবনুর , ববিতা
দীপু নাম্বার টু অতিথি চরিত্রে
১৯৯৯ শ্রাবণ মেঘের দিন জমিদার হুমায়ুন আহমেদ জাহিদ হাসান, শাওন, মাহফুজ আহমেদ শ্রেষ্ঠ পার্শ্বঅভিনেতা- জাতীয় চলচ্চিত্র পুরস্কার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. জাগোনিউজ। "অভিনেতা গোলাম মুস্তাফাকে হারানোর ১৭ বছর আজ" 
  2. "গোলাম মুস্তাফা এবং এক কিংবদন্তি"দৈনিক ডেস্টিনি। ২০১৬-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭-০৪-২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  3. "গোলাম মুস্তাফা এবং একুশের প্রথম প্রহর"দৈনিক প্রথম আলো। ২০১৬-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭-০৪-২০১৫  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  4. "বঙ্গবন্ধু আবৃত্তি পদক পাচ্ছেন গোলাম মুস্তাফা"Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  5. "বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন প্রয়াত গোলাম মুস্তাফা"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  6. "গোলাম মুস্তাফাসহ ৫ গুণীজন পাচ্ছেন 'বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক'"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  7. টেলিভিশন, Ekushey TV | একুশে। "বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন ৬ গুণীজন"Ekushey TV (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  8. "দৈনিক জনকন্ঠ || বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন গোলাম মুস্তাফা"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  9. "বঙ্গবন্ধুর নামে আবৃত্তি পদক, পাচ্ছেন গোলাম মুস্তাফা"Bangla Tribune। ২০২২-০৫-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  10. https://www.facebook.com/rtvonline। "গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পাচ্ছেন আসাদুজ্জামান নূর"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  11. Dhakatimes24.com। "গোলাম মোস্তফা আবৃত্তি পদক পেলেন ১০ জন"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  12. https://www.facebook.com/rtvonline। "গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পেলেন ১০ গুণী"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  13. "গোলাম মুস্তাফা আবৃত্তি পদক পাচ্ছেন আসাদুজ্জামান নূর"SAMAKAL (ইংরেজি ভাষায়)। ২০২১-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  14. "আবৃত্তি পদক পাচ্ছেন আসাদুজ্জামান নূর"মানবজমিন। সংগ্রহের তারিখ ২০২২-০৫-২১ 
  15. "গোলাম মুস্তাফা আবৃত্তি পদক"amarsangbad.com (ইংরেজি ভাষায়)। 1487807733। সংগ্রহের তারিখ 2022-05-21  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

সম্পাদনা