স্বরলিপি (চলচ্চিত্র)
স্বরলিপি নজরুল ইসলাম পরিচালিত ১৯৭০ সালের বাংলাদেশি রোম্যান্টিক চলচ্চিত্র।[২] ছবিটির কাহিনী লিখেছেন নাজনীন আহমেদ এবং চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আশীষ কুমার লোহ। নাজ প্রডাকশন্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন নজরুল ইসলাম এবং নাজনীন আহমেদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববিতা ও রাজ্জাক।[৩] এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনোয়ার হোসেন, সুলতানা, ফতেহ লোহানী, ইনাম আহমেদ, আশীষ কুমার লোহ প্রমুখ।
স্বরলিপি | |
---|---|
![]() স্বরলিপি চলচিত্রের পোস্টার | |
পরিচালক | নজরুল ইসলাম |
প্রযোজক |
|
রচয়িতা | আশীষ কুমার লোহ |
চিত্রনাট্যকার | আশীষ কুমার লোহ |
কাহিনিকার | নাজনীন আহমেদ |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | সুবল দাস |
চিত্রগ্রাহক | আব্দুল লতিফ বাচ্চু |
সম্পাদক | ইসরাইল মন্টু |
প্রযোজনা কোম্পানি | নাজ প্রডাকশন্স |
মুক্তি | ২৯ মে ১৯৭০[১] |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
চলচ্চিত্রটি ১৯৭০ সালের ২৯ মে[১] তৎকালীন পূর্ব পাকিস্তানে মুক্তি পায় এবং সুপারহিট হয়।[৩]
কাহিনী সংক্ষেপসম্পাদনা
চলচিত্রটি একজন ধনীর ছেলেকে ঘিরে যিনি সাধারণত অফিসের কাজের পরিবর্তে সঙ্গীতে নিজের কেরিয়ার গড়ে তুলতে তার বাবাকে চ্যালেঞ্জ জানায়।
কুশীলবসম্পাদনা
- ববিতা - মিতা
- রাজ্জাক - শফিক মাহমুদ
- আনোয়ার হোসেন - শহীদ হোসেন
- ফতেহ লোহানী - মীর সাহেব, শফিকের বাবা
- সিরাজুল ইসলাম - আকবর, শফিকের বাড়ির ভৃত্য
- ইনাম আহমেদ
- আশীষ কুমার লোহ - বাদল, শফিকের বন্ধু
- সুলতানা - ডালিয়া, মিতার বান্ধবী
- আনোয়ারা - হেনা, বাদলের স্ত্রী
- মিরানা জামান - শফিকের মা
- আহমেদ শরীফ - পুলিশ অফিসার
- খসরু
- ফ্যাটি মহসিন - ফ্যাটি মহসিন
- রানু
- শাহানা
সঙ্গীতসম্পাদনা
চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সুবল দাস। গীত রচনা করেছেন গাজী মাজহারুল আনোয়ার। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, মাহমুদুন্নবী, ও আইরিন পারভীন। এই ছবির "গানেরই খাতায় স্বরলিপি লিখে" গানটি দিয়েই বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে অংশগ্রহণ করেন রুনা লায়লা। গানটি রেকর্ডকালীন সময়ে রুনা পাকিস্তানে বসবাস করতেন এবং গানটি লাহোরে রেকর্ড করা হয়।[৪]
গানের তালিকাসম্পাদনা
নং. | শিরোনাম | লেখক | কণ্ঠশিল্পী(রা) | দৈর্ঘ্য |
---|---|---|---|---|
১. | "গানেরই খাতায় স্বরলিপি লিখে" | গাজী মাজহারুল আনোয়ার | রুনা লায়লা ও মাহমুদুন্নবী | ৩:৫৪ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "Movie List 1970"। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি। ১৯ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ "রাজ্জাকের স্মরণীয় ১০ ছবি"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
- ↑ ক খ "বাংলা চলচ্চিত্রে সফল জুটি গড়েছিলেন রাজ্জাক- ববিতা"। ইন্ডিপেন্ডেন্ট২৪। অগাস্ট ২২, ২০১৭। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "রুনা লায়লার জন্মদিন আজ"। দৈনিক মানবজমিন। ১৭ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৭।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে স্বরলিপি (ইংরেজি)