মাসুদ রানা (চলচ্চিত্র)
মাসুদ রানা হল ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী গোয়েন্দা অপরাধ মারপিটধর্মী রহস্য চলচ্চিত্র।[১] মাসুদ রানা মূলত কাজী আনোয়ার হোসেন এর সৃষ্টি করা একটি কাল্পনিক চরিত্র। ১৯৬৬ সাল হতে শুরু করে সেবা প্রকাশনীর ব্যানারে প্রকাশিত মাসুদ রানা সিরিজে এই চরিত্রকে নিয়ে চার শতাধিক বই প্রকাশিত হয়েছে। এই মাসুদ রানা সিরিজের বিস্মরণ বইয়ের কাহিনী অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।[১] উল্লেখ্য যে এটিই সোহেল রানা অভিনীত প্রথম চলচ্চিত্র।[১]
মাসুদ রানা | |
---|---|
![]() চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | মাসুদ পারভেজ |
প্রযোজক | মাসুদ পারভেজ |
রচয়িতা | কাজী আনোয়ার হোসেন |
শ্রেষ্ঠাংশে | |
বর্ণনাকারী | মাসুদ রানা |
সুরকার | আজাদ রহমান |
চিত্রগ্রাহক | আব্দুল লতিফ বাচ্চু |
সম্পাদক | বশির হোসেন |
পরিবেশক | পারভেজ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪৩ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
কাজী আনোয়ার হোসেন এই চলচ্চিত্রের জন্য ১৯৭৪ সালে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে মাসুদ রানা অভিনয় করেন সোহেল রানা নিজেই তার বিপরীতে ছিলেন অলিভিয়া ও কবরী এছাড়া আছেন গোলাম মোস্তফা, খলিল, ফতেহ লোহানী এবং রাজ্জাক ছিলেন একজন অতিথি শিল্পী।
কাহিনি সংক্ষেপ
সম্পাদনাশ্রীলংকার ক্যান্ডিতে বেড়াতে যান মাসুদ রানা। সেখানে হোটেল মালিক থিরুর সাথে হয় বন্ধুত্ব। তার হোটেলের বারে বেয়াড়া এক খদ্দেরের সাথে হাতাহাতি হবার পরে সেই খদ্দের আহত হয়। ফলে তার বদলে ফাইটার হিসাবে নামতে হয় মাসুদ রানাকে।
কুশীলব
সম্পাদনা- সোহেল রানা - মাসুদ রানা
- অলিভিয়া - রিটা
- কবরী - সবিতা
- গোলাম মুস্তাফা - হুলুগাল
- খলিল - নটরাজ হিক্কা
- ফতেহ লোহানী - রঘুনাথ
- সাইফুদ্দিন - পুলিশ কর্মকর্তা
- রিটা -
- খান জয়নুল - তিরুগণসম্পন্দমুতিনিনার পিল্লাই
- সুলতানা - অফিস সেক্রেটারি
- জাভেদ রহিম
- জুবের
- বিবেক
- গুই
- বাবুল
- রবিউল - হাসপাতালের পরিষ্কারকর্মী
- জসিম
- নোয়ালিন
- রাজ্জাক - ক্লাব গায়ক (অতিথি শিল্পী হিসেবে)
- ঝুমা মুখার্জী -
সংগীত
সম্পাদনামাসুদ রানা চলচ্চিত্রের সঙ্গীত | |
---|---|
সাবিনা ইয়াসমিন, আঞ্জুমান আরা বেগম, খুরশিদ আলম, সেলিনা আজাদ কর্তৃক অ্যালবাম | |
শব্দধারণের সময় | ১৯৭৪ |
ঘরানা | চলচ্চিত্রের সঙ্গীত |
প্রযোজক | আজাদ রহমান |
মাসুদ রানা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা ও সুরারোপ করেছেন আজাদ রহমান। গানে কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন, আঞ্জুমান আরা বেগম, খুরশিদ আলম, সেলিনা আজাদ।
সকল গানের গীতিকার আজাদ রহমান; সকল গানের সুরকার আজাদ রহমান।
নং. | শিরোনাম | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "মনেরও রঙে রাঙাবো" | সেলিনা আজাদ | ৪:৩৪ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ স্টাফ রিপোর্টার: (১০ অক্টোবর ২০১১)। "তারকার ডায়েরি"। দৈনিক মানবজমিন। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০১২।
বহিঃসংযোগ
সম্পাদনা- বাংলা মুভি ডেটাবেজে মাসুদ রানা