আনোয়ারা (চলচ্চিত্র)
১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচিত্র
আনোয়ারা ১৯৬৭ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলা চলচ্চিত্র।[১][২][৩] এ চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জহির রায়হান।[৪][৫][৬] ছবিটি নির্মিত হয়েছে সাহিত্যরত্ন মোহাম্মদ নজিবর রহমান এর বাংলা সাহিত্যে "ক্লাসিক" মর্যাদাপ্রাপ্ত উপন্যাস আনোয়ারা অবলম্বনে।[৭] প্রযোজনা করেছেন ইফতেখারুল আলম। ছবিতে অভিনয় করেন রাজ্জাক, সূচন্দা, বেবী জামান, রুবিনা, রানী সরকার, আমজাদ হোসেন প্রমুখ।
আনোয়ারা | |
---|---|
![]() আনোয়ারা চলচ্চিত্রের ডিভিডি কভার | |
পরিচালক | জহির রায়হান |
প্রযোজক | ইফতেখারুল আলম কিসলু |
চিত্রনাট্যকার | জহির রায়হান |
কাহিনিকার | মোহাম্মদ নজিবর রহমান |
উৎস | আনোয়ারা (উপন্যাস) |
শ্রেষ্ঠাংশে |
|
সুরকার | আলতাফ মাহমুদ |
চিত্রগ্রাহক | অরুণ রায় |
সম্পাদক | এনামুল হক |
প্রযোজনা কোম্পানি | স্টার সিনে কর্পোরেশন |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৬ মিনিট |
দেশ | পাকিস্তান বাংলাদেশ (প্রাক্তন পূর্ব পাকিস্তান) |
ভাষা | বাংলা |
অভিনয় শিল্পী
সম্পাদনা- কোহিনূর আক্তার সূচন্দা - আনোয়ারা
- রাজ্জাক - নূর ইসলাম
- বেবী জামান
- রুবিনা
- রানী সরকার
- আমিরুদ্দিন
- আমজাদ হোসেন
- রহিমা
- সবিতা
- অরুণা
- ভানু
- জাভেদ রশীদ
- মেসবাহ
কলা কুশলী
সম্পাদনা- চিত্রনাট্য ও পরিচালনাঃ জহির রায়হান
- প্রযোজনাঃ ইফতেখারুল আলম
- সংলাপঃ আমজাদ হোসেন
- চিত্রগ্রহণঃ অরুণ রায়
- শব্দ গ্রহণঃ এম এ জহুর
- পরিকল্পনা ও তত্ত্বাবধানেঃ এ ইউ এম খলিলুল্লাহ
- সমন্বয় ও পরিবেশনাঃ আমীর আলী
- সম্পাদনাঃ এনামুল হক
- প্রধান ব্যবস্থাপকঃ জাকারিয়া হাবিব
- শিল্প নির্দেশনাঃ আবদুস সবুর
- গীত রচনাঃ আবদুল লতিফ
- সঙ্গীত পরিচালনাঃ আলতাফ মাহমুদ
- কণ্ঠ শিল্পীঃ আঞ্জুমান আরা বেগম, শাহনাজ বেগম, সাবিনা ইয়াসমিন, আবদুল লতিফ প্রমুখ।
- যন্ত্রসঙ্গীতঃ ঢাকা অর্কেস্ট্রা
- রূপসজ্জাঃ আকবর
- প্রচারঃ স্টার অ্যাডভার্টাইজার্স
সঙ্গীত
সম্পাদনাপ্রখ্যাত সুরকার আলতাফ মাহমুদ এই চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেন। গানগুলোতে কণ্ঠ দেন আঞ্জুমান আরা বেগম, শাহনাজ বেগম, সাবিনা ইয়াসমিন, আব্দুল লতিফ প্রমুখ।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শতবর্ষে আনোয়ারা"। ২১ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
- ↑ "Bangladesh's films and Zahir Raihan"। ১০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
- ↑ "Cinepot - Pakistani Film Database – 1967"। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
- ↑ "Zahir Raihan - Banglapedia"। ৮ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
- ↑ "Remembering Zahir Raihan"। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
- ↑ "Zahir Raihan and Alamgir Kabir remembered"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।
- ↑ "অমর কথাশিল্পী মোহাম্মদ নজিবর রহমান"। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৪।