মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনী (হিন্দি: महेन्द्र सिंह धोनी; জন্ম ৭ জুলাই ১৯৮১) ঝাড়খণ্ডের রাঁচি এলাকায় জন্মগ্রহণকারী ভারতীয় ক্রিকেটার। মহেন্দ্র সিং ধোনীর অধিনায়কত্বে ভারত ২০০৭ আইসিসি বিশ্ব টোয়েন্টি২০, ২০০৭-০৮ সালের সিবি সিরিজ, ২০০৮ সালের বর্ডার-গাভাস্কার ট্রফি, ২০১০ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২-০ ব্যবধানে একটি সিরিজ ও ২০১১ ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে। তার অধিনায়কত্বেই ভারত টেস্টের র্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছিল। এখনও পর্যন্ত টেস্ট এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তার রেকর্ড ভারতীয় অধিনায়কদের মধ্যে সেরা। তিনি ২০১৩ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেন, সেই সাথে বিশ্বের প্রথম অধিনায়ক, যাঁর আইসিসির সব টুর্নামেন্ট জয় করার কৃতিত্ব রয়েছে । আইপিএল ২০১০ এ তিনি চেন্নাই সুপার কিংস দলের অধিনায়কত্ব করছেন। তার নেতৃত্বে ভারতীয় দল প্রথম শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ইন্টারন্যাশনাল সিরিজ জয় করেছে এবং ভারত কুড়ি বছর পর অস্ট্রেলিয়াকে টেস্টে হারাতে সক্ষম হয়েছে।
;ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মহেন্দ্র সিং ধোনি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | রাঁচি, ঝাড়খণ্ড, ভারত | ৭ জুলাই ১৯৮১|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ডাকনাম | মাহি, এমএস, এমএসডি, ক্যাপ্টেন কুল [১] | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উচ্চতা | ৫ ফুট ১১ ইঞ্চি (১.৮০ মিটার) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম পেসার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উইকেট-রক্ষক-ব্যাটার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২৫১) | ২ ডিসেম্বর ২০০৫ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ২৬ ডিসেম্বর ২০১৪ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৫৮) | ২৩ ডিসেম্বর ২০০৪ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ৯ জুলাই ২০১৯ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ৭ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ২) | ১ ডিসেম্বর ২০০৬ বনাম দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বনাম অস্ট্রেলিয়া | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৯৯ - ২০০৪ | বিহার ক্রিকেট দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৪ - ২০১৭ | ঝাড়খণ্ড ক্রিকেট দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০০৮ - ২০১৫ ২০১৮ - বর্তমান | চেন্নাই সুপার কিংস (জার্সি নং ৭) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৬ - ২০১৭ | রাইজিং পুনে সুপারজায়ান্ট (জার্সি নং ৭) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো.কম ওয়েবসাইট, ২৭ ডিসেম্বর ২০২৩ |
ধোনী একাধিক সম্মান ও পুরস্কার পেয়েছেন। তিনি ২০০৮ ও ২০০৯ সালে আইসিসি একদিনের ক্রিকেটের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পান। তিনিই প্রথম ভারতীয়, যিনি এই পুরস্কার পেয়েছেন। এছাড়া তিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান রাজীব গান্ধী খেলরত্ন ও দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী পেয়েছেন।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেট রেটিংয়ে জানুয়ারী ২০১০ সালে ধোনী সর্বোচ্চ র্যাঙ্কিংধারী খেলোয়াড়ের অধিকারী ছিলেন। ২০০৯ সালে ক্রিকেটের বাইবেল নামে পরিচিত উইজডেনের স্বপ্নের টেস্ট একাদশ দলের অধিনায়ক হিসেবে ঘোষিত হন এবং ফোর্বস ম্যাগাজিন কর্তৃক বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ১০ ক্রিকেটারের মধ্যে শীর্ষস্থানীয় হিসেবে মনোনীত হন মহেন্দ্র সিং ধোনি।
২০০৯ সালে ধোনি আইসিসি ওয়ার্ল্ড টেস্ট এবং আইসিসি ওডিআই দলের অধিনায়ক হিসেবে তার নাম ঘোষিত হয়। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত খেলায় তিনি মাত্র ৭৯ বলে ৯১ রান করে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ ব্যাট করেন এবং ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়। ঐ খেলায় ধোনি ম্যান অব দ্য ম্যাচের সম্মানজনক পুরস্কার লাভ করেন। বিশ্বের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয় করেন ।
২০১১ সালে ধোনিকে ভারতের সামরিক বাহিনী লেফটেন্যান্ট কর্নেলের পদমর্যাদা প্রদান করে।[২] মহেন্দ্র সিং ধোনী ১৫ই অগাস্ট, ২০২০ তারিখে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ ঘোষণা করেছেন।
ব্যক্তিগত জীবন
মহেন্দ্র সিং ধোনীর জন্ম বিহারের রাঁচিতে (অধুনা ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত)। তার বাবা ও মায়ের নাম যথাক্রমে পান সিং ও দেবকী দেবী।[৩] ধোনিদের পৈতৃক নিবাস উত্তরাখণ্ড রাজ্যের আলমোড়া জেলার লামগাড়া ব্লকের লাওলি গ্রামে। পান সিং যখন রাঁচির মেকন লিমিটেডে জুনিয়র ম্যানেজারের পদে চাকরি করতেন, তখনই তার পরিবার উত্তরাখণ্ড থেকে রাঁচিতে চলে আসে। ধোনির এক বোন (জয়ন্তী) রয়েছেন। ধোনি আগে তার প্রিয় অভিনেতা জন আব্রাহামের অনুকরণে লম্বা চুল রাখতেন। তিনি বাইক ভালোবাসেন। তার গ্যারেজে চারটি গাড়ি ও ২৩টি উচ্চ দ্রুতির মোটরসাইকেল আছে বলে প্রচলিত রয়েছে। তিনি জামাকাপড় থেকে কোল্ড ড্রিংকসের মোট পনেরোটি ব্র্যান্ডের বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন। বর্তমানে তিনি ভারতের সর্বোচ্চ করদাতাদের একজন।[৪] ধোনি অ্যাডাম গিলক্রিস্ট, তার আশৈশব প্রিয় ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের একনিষ্ঠ ভক্ত।[৫][৬]
ধোনী ডিএভি জহর বিদ্যা মন্দির, শ্যামলী (বর্তমান জেভিএম, শ্যামলী, রাঁচি)-তে পড়াশোনা করেছেন। সেখানেই তিনি ব্যাডমিন্টন এবং ফুটবলে অংশ নেন এবং জেলা ও ক্লাবপর্যায়ের খেলাগুলোয় মনোনীত হন। ফুটবল খেলায় ধোনি গোলরক্ষক হিসেবে অংশ নেন ও পরবর্তীকালে তার ফুটবল কোচ স্থানীয় ক্রিকেট ক্লাবে ক্রিকেট খেলার জন্য প্রেরণ করে। ক্রিকেটে ভাল না করলেও উইকেট রক্ষায় তার অসামান্য দক্ষতার দরুন কমান্ডো ক্রিকেট ক্লাবে (১৯৯৫-৯৮) পর্যন্ত নিয়মিতভাবে উইকেট-রক্ষকের গুরুদায়িত্ব পালন করেন। ক্লাব ক্রিকেটে তার অসাধারণ দক্ষতার ফলস্বরূপ ১৯৯৭-৯৮ মৌসুমে অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপে ভিনু মানকড় ট্রফি জয় করে।[৪] ১০ম শ্রেণির পরপরই ধোনি ক্রিকেটে নিজেকে মেলে ধরতে শুরু করেন।[৭]
৪ জুলাই, ২০১০ সালে সাক্ষী রাওয়াতকে বিয়ে করেন ধোনি। কলকাতার মেয়ে সাক্ষী ধোনি বর্তমানে হোটেল ব্যবস্থাপনায় অধ্যয়নরত এবং দু'বছর পূর্বে তাজ বেঙ্গলে শিক্ষানবিশ হিসেবে কাজ শেখার সময় তারা একে-অপরের সাথে পরিচিত হন। বাগদানের একদিন পর প্রচার মাধ্যম ও ভক্তদের কাছে বিয়ের কথা প্রকাশ পায়।[৮][৯] ঘটনার অব্যবহিত পরেই ধোনির সবচেয়ে কাছের বন্ধু ও বলিউড অভিনেত্রী বিপাশা বসু খুব দ্রুত প্রচার মাধ্যমে ধোনি-সাক্ষীর বিয়ের ব্যাপারে বলেন যে, তাদের বিয়েটি একমাস পূর্বেই নির্ধারিত ছিল এবং এক মূহূর্তের সিদ্ধান্ত ছিল না।[১০]
খেলার ধরন
মহেন্দ্র সিং ধোনী ডানহাতি ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবেই ক্রীড়াঙ্গনে সর্বাধিক পরিচিত। জুনিয়র খেলোয়াড়দের মধ্যে ধোনি এক নম্বর উইকেটরক্ষক এবং ভারতীয় এ দলের বর্তমান খেলোয়াড় হিসেবে পার্থিব প্যাটেল, অজয় রাত্রা এবং দীনেশ কার্তিকের চেয়ে উপরে। বন্ধুদের কাছে মাহি নামে পরিচিত ধোনি বিহার ক্রিকেট দলের পক্ষে ১৯৯৮-৯৯ মৌসুমে অভিষেক ঘটান এবং ২০০৪ সালে ভারতীয় এ দলের পক্ষে কেনিয়া সফরে যান। গৌতম গম্ভীরের সাথে জুটি বেধে ত্রি-দেশীয় সিরিজে পাকিস্তান এ দলের বিপক্ষে কয়েকটি সেঞ্চুরি করেন। ঐ বছরই ভারতীয় জাতীয় ক্রিকেট দলের সদস্য হিসেবে মনোনীত হন ধোনি।
ধোনী সাধারণত ব্যাক ফুটে গিয়ে ব্যাটিং করতে পছন্দ করেন। তিনি খুব দ্রুতগতিতে বলকে ব্যাটে স্পর্শ করে মাঠের বাইরে নিয়ে চার অথবা ছয় রান করেন। এতে তার পায়ের কারুকাজ তেমন পরিলক্ষিত হয় না, যতক্ষণ পর্যন্ত না বল তার কাছে আসে।
২০০৫ সালে ধোনী তার ব্যক্তিগত ৫ম ওডিআইয়ে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে ১৪৮ রান করেন, যা ভারতীয় ক্রিকেটে উইকেট-রক্ষকদের মধ্যে সর্বোচ্চ রান। এক বছরের মধ্যেই তিনি তার নিজের রেকর্ড ভেঙে তৎকালীন বিশ্বরেকর্ড হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ১৮৩ রান করেন। সীমিত ওভারের ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পরপরই ধোনি টেস্ট দলে স্থান পান। ধারাবাহিক ক্রীড়ানৈপুণ্যের ফলে অতি অল্প সময়েই আইসিসি ওডিআই রেটিংয়ে বিশ্বের ১নং ব্যাটসম্যানের মর্যাদা পান ধোনি।[৪] এছাড়াও, বলকে নিপুণভাবে মারার ফলে ধোনির শটগুলো হেলিকপ্টার শট নামে পরিচিতি পায়।
২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেটের পর বাংলাদেশের বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন তিনি। ২০০৭ সালে ইংল্যান্ড সফরে ধোনি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দলের সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হন।[১১]
ঘরোয়া ক্রিকেটে
জুনিয়র ক্রিকেটে
ধোনী ১৯৯৮-৯৯ মৌসুমে বিহার অনূর্ধ্ব-১৯ দলে যুক্ত হন এবং ৭ ইনিংসের ৫ খেলায় ১৭৬ রান করেন। দলটি গ্রুপে ৬ দলের মধ্যে ৪র্থ স্থান দখল করে ও কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হতে পারে নাই।
বিহার দলে
ধোনি ১৮ বছর বয়সে ১৯৯৯-২০০০ মৌসুমে বিহার ক্রিকেট দলের পক্ষে রঞ্জি ট্রফিতে নিজেকে অভিষিক্ত করেন। অভিষেক ম্যাচে আসাম ক্রিকেট দলের বিপক্ষে অপরাজিত ৬৮ রান করেন।[১২] ঐ মৌসুমে তিনি ৫ খেলায় ২৮৩ রান সংগ্রহ করেন। বেঙ্গল ক্রিকেট দলের বিপক্ষে ২০০০-০১ মৌসুমে ১ম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করেন।[১৩]
২০০২-০৩ মৌসুমে রঞ্জি ট্রফিতে তিনটি অর্ধ-শতক এবং দেওধর ট্রফি প্রতিযোগিতায় দু'টি অর্ধ-শতক করে হার্ড হিটিং ব্যাটিংয়ের পরিবর্তে নিচের সারির ব্যাটসম্যান হিসেবে রান করার মাধ্যমে জয়ে অংশগ্রহণ ও প্রাধান্য বিস্তারে ব্যাপক ভূমিকা রাখেন।
ধোনি ২০০৩-০৪ মৌসুমে রঞ্জি ওডিআই ট্রফিতে আসামের বিপক্ষে ১ম খেলায় অপরাজিত ১২৮* রান করেন। ইস্ট জোন ক্রিকেট দলের পক্ষে ৪ ম্যাচে ২৪৪ রান করে দেওধর ট্রফি জয়ে ব্যাপক ভূমিকা রাখেন।
ভারতীয় এ-দলে
সাফল্যের সূত্র ধরে ধোনি ২০০৩-০৪ মৌসুমে ভারতীয় এ-দলের পক্ষ হয়ে জিম্বাবুয়ে এবং কেনিয়া সফর করেন।[১৪] হারারে স্পোর্টস ক্লাব মাঠে আয়াজিত জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে ধোনি তার সেরা সাফল্য হিসেবে ৭ ক্যাচ ও ৪টি স্ট্যাম্পিং করেন।[১৫] কেনিয়া, ভারত-এ এবং পাকিস্তান-এ দল নিয়ে অনুষ্ঠিত ত্রি-দেশীয় টুর্ণামেন্টে ধোনি পাকিস্তানের ২২৩ রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে অর্ধ-শতক রান করেন।[১৬] সাফল্যের পদচারণায় তিনি পাকিস্তান-এ দলের বিপক্ষে ১২০ ও ১১৯* - দু'বার সেঞ্চুরি করেন।[১৭][১৮] ধোনি টুর্ণামেন্টে ৭ খেলায় ৬ ইনিংসে ৭২.৪০ গড়ে ৩৬২ রান করে ভারতীয় জাতীয় দলের তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী এবং রবি শাস্ত্রী প্রমূখের মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করেন। কিন্তু, ভারতীয় এ দলের কোচ সন্দ্বীপ পাতিল দীনেশ কার্তিককে ভারতীয় দলে উইকেট-রক্ষক কাম ব্যাটসম্যান হিসেবে অন্তর্ভুক্তির জন্য সুপারিশ করেন।[১৯]
আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে
এম.এস. ধোনি ১.৫ মিলিয়ন ডলারের চুক্তিতে চেন্নাই সুপার কিংস দলে খেলছেন। এরফলে আইপিএলে অ্যান্ড্রু সাইমন্ডসের তুলনায় প্রথম মৌসুমে সবচেয়ে দামী খেলোয়াড়ের মর্যাদা পান তিনি। এছাড়াও, ধোনি চেন্নাই সুপার কিংস দলের বর্তমান অধিনায়ক।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে
একদিনের ক্রিকেটে দলে দক্ষিণ আফ্রিকা এবং পরবর্তীতে ইংল্যান্ডের বিপক্ষে ৭ ম্যাচের সিরিজে সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হন ধোনি।[১১] ২ সেপ্টেম্বর, ২০০৭ সালে মহেন্দ্র সিং ধোনি তার প্রিয় তারকা খেলোয়াড় অ্যাডাম গিলক্রিস্টের আন্তর্জাতিক রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েন। ইংল্যান্ডের ৫ জন খেলোয়াড়ের ক্যাচ এবং একটি স্ট্যাম্পিং করে এ নতুন রেকর্ডে নাম লেখান ধোনি।[২০] ২৪ সেপ্টেম্বর, ২০০৭ তারিখে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টি-২০ ট্রফির ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে জয়ী হয়। এতে ধোনি ভারতের ২য় অধিনায়ক হিসেবে কপিল দেবের বিশ্বকাপ ক্রিকেট জয়ের পর যে-কোন স্তরের ক্রিকেটে সেরা সাফল্য লাভ করেন। ৩০ সেপ্টেম্বর, ২০০৯ তারিখে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি প্রথমবারের মতো উইকেট লাভ করেন। ওয়েস্ট ইন্ডিজের ট্রাভিস ডাউলিনকে বোল্ড করে এ কৃতিত্ব দেখান তিনি। ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ২য় খেলায় ধোনি মাত্র ১০৭ বলে ১২৪ করেন। ৩য় খেলায় যুবরাজ সিংকে সাথে নিয়ে ৯৫ বলে ৭১ রান করেন ও ভারত ৬ উইকেটে জয়ী হয়। ২০০৯ সালের বেশ কয়েক মাস ধোনি আইসিসি'র একদিনের ব্যাটসম্যানদের রেটিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন। ২০১০ সালের শুরুতে অস্ট্রেলীয় খেলোয়াড় মাইক হাসি তাকে স্থানচ্যুত করেন।
২০০৯ সালে মাত্র ২৪ ম্যাচে ৭০.৪৩ রান গড়ে ১১৯৮ রান করে তার সফলতম বছর পার করেন। ঐ বছর অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের সাথে যৌথভাবে সর্বোচ্চ রান করেছিলেন ধোনি।
টেস্ট ক্রিকেটে
ওয়ান-ডে ক্রিকেটে ধোনি'র অসাধারণ ফলাফলে ২০০৫ সালের ডিসেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের উইকেট-রক্ষক হিসেবে টেস্ট ক্রিকেটে দিনেশ কার্তিকের স্থলাভিষিক্ত হন।[২১] বৃষ্টিবিঘ্নিত খেলায় ধোনি তার অভিষেক টেস্ট ম্যাচে ৩০ রান করেন। যখন তিনি ক্রিজে নামেন রান নিতেই ৫ উইকেট হারিয়ে ফেলে এবং ধারাবাহিকভাবে উইকেট পড়তে থাকলেও তার আগ্রাসী ইনিংসে দলের সর্বশেষ ব্যক্তি হিসেবে আউট হন।[২২] ২য় টেস্টেই প্রথম অর্ধ-শতকের দেখা পান তিনি এবং ৫১ বলে করা তার দ্রুত অর্ধ-শতকের সাহায্যে ভারত ৪৩৬ রানের লক্ষ্যমাত্রা ধার্য করে ও শ্রীলঙ্কানরা ২৪৭ রানে অল-আউট হয়ে যায়।[২৩]
জানুয়ারি/ফেব্রুয়ারি, ২০০৬ সালে পাকিস্তান সফরে ফয়সালাবাদে অনুষ্ঠিত ২য় টেস্টে ধোনি তার প্রথম শতক লাভ করেন। ইরফান পাঠানকে সাথে নিয়ে যখন তিনি জুটি গড়েন তখনও ফলো-অন থেকে দলটি ১০৭ রান দূরে ছিল। এ অবস্থায় তার স্বভাবসুলভ আগ্রাসী ইনিংসে ৩৪ বলে অর্ধ-শত রান করেন এবং মাত্র ৯৩ বলে তার প্রথম সেঞ্চুরি করেন।[২৪]
২০০৯ সালে শ্রীলঙ্কা সফরে ধোনি দু'টি সেঞ্চুরি করেন এবং ৩ ম্যাচের সিরিজে ভারতীয় দল ২-০ ব্যবধানে সিরিজ জয়লাভ করে। এ জয়ের ফলেই প্রথমবারের মতো ভারতীয় দল আইসিসি ক্রিকেট রেটিংয়ে ১নং স্থান দখল করে। এছাড়াও, ৩য় টেস্টে ৯ উইকেটের বিনিময়ে ৭২৬ রান ঘোষণা করে তাদের দলের ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব দেখায়।[২৫]
অধিনায়ক হিসেবে
সেপ্টেম্বর, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ বিশ্বকাপে ভারতীয় দলের নেতৃত্ব দেন ধোনি।[২৬] প্রতিযোগিতার চূড়ান্ত ও উত্তেজনাপূর্ণ খেলায় দলের যথাযোগ্য নেতৃত্ব দিয়ে পাকিস্তান দলকে পরাজিত করলে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়।[২৭]
তারপর তিনি সেপ্টেম্বর, ২০০৭ সালে ৭ ম্যাচের একদিনের ক্রিকেটে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে দলকে নেতৃত্ব দেন।[২৮]
নভেম্বর, ২০০৮ সালে টেস্ট দলের অধিনায়ক হিসেবে নাগপুরে অনুষ্ঠিত ৪র্থ ও চূড়ান্ত টেস্টে অস্ট্রেলিয়া দলের বিপক্ষে ৩য় টেস্টে অবসরগ্রহণকারী অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়ে ভারতীয় দলের নেতৃত্ব দেন।[২৯]
ধোনি'র নেতৃত্বেই ২০০৯ সালের ডিসেম্বরে ভারতীয় ক্রিকেট দল আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ১নং দলের মর্যাদা পায়। ফেব্রুয়ারি, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা দলের সাথে টেস্ট সিরিজে সমতা আনতে সক্ষম হন ধোনি এবং ফলশ্রুতিতে ভারত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে সক্ষম হয়েছিল।
২ এপ্রিল, ২০১১ তারিখে শ্রীলঙ্কার বিপক্ষে আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অপরাজিত ৯১ রান করেন ধোনি। শচীন তেন্ডুলকর এ প্রসঙ্গে ধোনি'র উচ্ছসিত প্রশংসা করে বলেন যে দীর্ঘদিনের ক্রিকেট জীবনে সকল অধিনায়কের তুলনায় ধোনিই তার দৃষ্টিতে সেরা। তেন্ডুলকর উল্লেখ করেন যে, ধোনি'র শান্ত ও ধীরচিত্তের খেলা দলীয় খেলোয়াড়দের মনে ব্যাপক প্রভাব বিস্তার করে এবং কঠিন চাপের মধ্যেও সফলভাবে মোকাবেলা করেছেন যা ছিল সত্যিকার অর্থেই অবিশ্বাস্য।
অন্যদিকে, সৌরভ গাঙ্গুলী সংবাদ মাধ্যমগুলোতে এক সাক্ষাৎকারে ধোনিকে সর্বকালের শ্রেষ্ঠ ভারতীয় অধিনায়ক হিসেবে ঘোষণা করেন এবং বলেন যে, তিনি এমন একটি বিরল রেকর্ড স্থাপন করেছেন যার ফলে তার প্রশংসা করতেই হয়।
দুই ম্যাচের জন্য নিষিদ্ধতা
১৮ ডিসেম্বর, ২০০৯ সালে নাগপুরে অনুষ্ঠিত ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার ২য় একদিনের ক্রিকেটে দলীয়ভাবে ধীরগতিতে বোলিং করার কারণে আইসিসি'র ম্যাচ রেফারী নিউজিল্যান্ডের জেফ ক্রো কর্তৃক ধোনি পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষিত হন।[৩০]
বিশ্বকাপ ক্রিকেট, ২০১১-এ
ধোনি'র অধিনায়কত্বে ভারত শ্রীলঙ্কাকে ফাইনালে পরাজিত করে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়। শ্রীলঙ্কার ২৭৪ রানের জবাবে স্নায়ুযুদ্ধের লড়াইয়ে ধোনি ব্যাটিং অর্ডার পরিবর্তন করেন। এর ফলে টিম ইন্ডিয়া বেশ কার্যকরী ভূমিকা পালন করে। যখন তিনি ব্যাটিং করতে নামেন তখন ভারতীয় দলের ওভারপিছু ৬ রানের দরকার ছিল। এছাড়াও, তিনজন প্রথমসারির ব্যাটসম্যান ইতোমধ্যে আউট হয়ে গেছেন। এ অবস্থায় ধোনি গৌতম গম্ভীরের সাথে শক্ত জুটি গড়েন এবং খুব দ্রুতগতিতে এক কিংবা দুই রান নিয়ে দলের রানের চাকা সচল রাখেন। ফলে, প্রতি ওভারে ৫ কিংবা ৬ রান নিতে থাকায় শ্রীলঙ্কার মনোবল ভেঙ্গে যায়। পরে তিনি তার স্বভাবসুলভ চার ও ছয়ের মার মারতে থাকেন। শেষ পর্যায়ে ধোনি নুয়ান কুলাসেকারা'র বলে ডিপ লং অঞ্চল দিয়ে ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন।
পুরস্কার বিতরণীর পর ধোনি বলেন যে, মুরালিধরনের স্পিন আক্রমণ ঠেকাতেই তিনি ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছিলেন। উল্লেখ্য, আইপিএলে চেন্নাই সুপার কিংসের সহ-খেলোয়াড় হিসেবে ছিলেন মুরালিধরন, যা তার বোলিং আক্রমণ সম্পর্কে পূর্বেই সম্যক অবহিত ছিলেন ধোনি।
টেস্ট থেকে অবসর
ডিসেম্বর, ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ধোনি।[৩১] ২০১৪-১৫ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি তার শেষ টেস্ট সিরিজে অংশ নেন। বিরাট কোহলি প্রথম টেস্টে অধিনায়কত্ব করার পর দ্বিতীয় ও তৃতীয় টেস্টে দলের নিয়মিত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তন্মধ্যে দ্বিতীয় টেস্টে তার দল হেরে যায় ও তৃতীয় টেস্ট ড্র হয়। সিডনি টেস্ট শুরুর পূর্বে তার দল ২-০ ব্যবধানে সিরিজে পিছিয়ে রয়েছে। মেলবোর্নে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের পর ধোনি টেস্ট ক্রিকেট থেকে সরে আসার ঘোষণা দেন।[৩২] শেষ টেস্টে ৮ ক্যাচ ও ১ স্ট্যাম্পিংসহ ৯টি আউটে সহায়তা করেন। এরফলে কুমার সাঙ্গাকারা'র তিন ধরনের সর্বমোট ১৩৪ স্ট্যাম্পিংয়ের রেকর্ড অতিক্রম করেন।[৩৩] এছাড়াও ভারতের যে-কোন উইকেট-রক্ষকের এক খেলায় সর্বাধিক আউটে সহায়তার রেকর্ডও ভঙ্গ করেন তিনি।[৩৪] শেষ ইনিংসে তিনি অপরাজিত ২৪ রান সংগ্রহ করেন।
টি২০ ও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর
অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৫ আগস্ট, ২০২০এ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসের দিন মহেন্দ্র সিং ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন। ইনস্টাগ্রামে এক ভিডিও বার্তার মাধ্যমে ধোনি আন্তর্জাতিক টি২০ ও একদিনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। ২০১৯ বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটবোদ্ধা ও ভক্তমহলে আলোচনার বিষয় হয়ে উঠেছিল ধোনির অবসর। ভক্তরা ২০২০ টি২০ বিশ্বকাপে ধোনির খেলার ব্যাপারে আশাবাদী থাকলেও, সাম্প্রতিক ফর্ম জাতীয় দলে তার জায়গা নিয়ে প্রশ্ন তুলেছিল। তাই নিজের স্বভাববশত অনেকটা নীরবেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতকে সব ধরনের আইসিসি ট্রফি জেতানো বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা এই কিংবদন্তি অধিনায়ক। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইনিংসটিই হয়ে রইলো আন্তর্জাতিক ক্রিকেটে ধোনির সর্বশেষ ইনিংস। [৩৫][৩৬]
ক্রিকেটে সাফল্য
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি'র রেকর্ডসমূহ
- ৩১ অক্টোবর, ২০০৫ তারিখে ধোনি শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়পুরে সয়াই মানসিংহ স্টেডিয়ামে ১৪৫ বলে অপরাজিত ১৮৩ রান করেন যা ২য় ইনিংসে ব্যাটিং করা দলের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রান (পূর্বের রেকর্ড ব্রায়ান লারা'র ১৫৩ রান)।
- ঐ ইনিংসে তিনি ১০টি ছক্কা মারেন যা ভারতীয়দের মধ্যে দ্বিতীয়,রোহিত গুরুনাথ শর্মার পরে ।যিনি 12 টি ছক্কা মারেন।
- উইকেট-রক্ষক হিসেবে অ্যাডাম গিলক্রিস্টের ১৭২ রানের পর বিশ্বরেকর্ড গড়েন।
- তার ১৮৩* রানটি সৌরভ গাঙ্গুলী'র ১৯৯৯ সালে বিশ্বকাপ ক্রিকেটে করা রানের সমকক্ষ।
- ৫০ ম্যাচ খেলা ভারতীয়দের মধ্যে ধোনি'র রানের গড় সর্বোচ্চ। এছাড়াও, ধোনি'র ব্যাটিং গড় একদিনের ক্রিকেটে উইকেট-রক্ষকদের মধ্যে সর্বোচ্চ।
- জুন, ২০০৭ সালে আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের পক্ষে এম.এস ধোনি-মাহেলা জয়াবর্ধনে জুটি ৬ষ্ঠ উইকেটে আফ্রিকা একাদশের বিপক্ষে ২১৮ রান করে নতুন বিশ্বরেকর্ড গড়েন।
- ৭নং ব্যাটসম্যান হিসেবে শন পোলকের গড়া রেকর্ড ভেঙ্গে ধোনি ১৩৯ রানের ব্যক্তিগত ইনিংস করেন।
- ইংল্যান্ডের বিপক্ষে ২ সেপ্টেম্বর, ২০০৭ তারিখে অনুষ্ঠিত খেলায় ৬টি আউটে (৫টি ক্যাচ ও ১টি স্ট্যাম্পিং) অবদান রেখে ধোনি ভারতীয় উইকেট-রক্ষক হিসেবে ১ম এবং অ্যাডাম গিলক্রিস্টের সাথে যৌথভাবে বিশ্বরেকর্ডধারী খেলোয়াড়ের মর্যাদা পান।
- ২৪ আগস্ট ২০০৮ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক উইকেট-রক্ষক নয়ন মোঙ্গিয়া'র ১৫৪টি আউটকে অতিক্রম করে ভারতীয় রেকর্ড গড়েন।
- এডাম গিলক্রিস্ট, অ্যান্ডি ফ্লাওয়ার, অ্যালেক স্টুয়ার্ট, মার্ক বাউচার এবং কুমার সাঙ্গাকারা'র পর বিশ্বের ৬ষ্ঠ উইকেটরক্ষক হিসেবে মহেন্দ্র সিং ধোনি ৪০০০ হাজার রান ও ১০০ আউট করে একদিনের ক্রিকেটে ডাবল অর্জনকারী খেলোয়াড়। এছাড়াও, মাত্র ১১৪ ম্যাচ খেলে তিনি ডাবল অর্জন করে বিশ্বরেকর্ড গড়েন।
ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার লাভ
ধোনির ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার অর্জন | |||||||||
ক্রমিক নং | প্রতিপক্ষ | ভেন্যু বা মাঠ | মৌসুম | খেলায় ব্যক্তিগত সাফল্য | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
(১) | পাকিস্তান | বিশাখাপত্মম | ২০০৪-০৫ | ১৪৮ রান, ১২৩ বল, ৪×১৫, ৬×৪, ২ ক্যাচ | |||||
(২) | শ্রীলঙ্কা | জয়পুর | ২০০৫-০৬ | ১৮৩* রান, ১৪৫ বল, ৪×১৫, ৬×১০, ১ ক্যাচ | |||||
(৩) | পাকিস্তান | গাদ্দাফী স্টেডিয়াম, লাহোর | ২০০৫-০৬ | ৭২ রান, ৪৬ বল, ৪×১২, ৩ ক্যাচ | |||||
(৪) | বাংলাদেশ | শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর | ২০০৭ | ৯১* রান, ১০৬ বল, ৪×৭, ১ স্ট্যাম্পিং | |||||
(৫) | আফ্রিকা একাদশ | এমএ চিদাম্বরম স্টেডিয়াম, চেন্নাই | ২০০৭ | ১৩৯* রান, ৯৭ বল, ৪×১৫, ৬×৫, ৩ স্ট্যাম্পিং | |||||
(৬) | অস্ট্রেলিয়া | চণ্ডিগড় | ২০০৭ | ৫০* রান, ৩৫ বল, ৪×৫, ৬×১, ২ স্ট্যাম্পিং | |||||
(৭) | পাকিস্তান | গৌহাটি | ২০০৭ | ৬৩ রান, ১ স্ট্যাম্পিং | |||||
(৮) | শ্রীলঙ্কা | করাচী | ২০০৮ | ৬৭ রান, ২ ক্যাচ | |||||
(৯) | শ্রীলঙ্কা | রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়াম | ২০০৮ | ৭৬ রান, ২ ক্যাচ | |||||
(১০) | নিউজিল্যান্ড | ম্যাকলিন পার্ক, ন্যাপিয়ার | ২০০৯ | ৮৪* রান, ১ ক্যাচ, ১ স্ট্যাম্পিং | |||||
(১১) | ওয়েস্ট ইন্ডিজ | বিউসিজুর স্ট্যাডিয়াম, সেন্ট লুসিয়া | ২০০৯ | ৪৬* রান, ২ ক্যাচ, ১ স্ট্যাম্পিং | |||||
(১২) | অস্ট্রেলিয়া | বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম | ২০০৯ | ১২৪* রান, ১ ক্যাচ, ১ স্ট্যাম্পিং, ১ রান আউট | |||||
(১৩) | বাংলাদেশ | শের-ই-বাংলা স্টেডিয়াম, মিরপুর | ২০১০ | ১০১* রান, ১০৭ বল, ৪×৯ | |||||
(১৪) | শ্রীলঙ্কা | ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই | ২০১১ | ৯১* রান |
ম্যান অব দ্য সিরিজ পুরস্কার লাভ
একদিনের ক্রিকেটে ধোনির সিরিজ সেরার পুরস্কার | |||||||||
ক্রমিক নং | সিরিজ (প্রতিপক্ষ) | মৌসুম | সিরিজে ব্যক্তিগত অর্জন | ||||||
১। | ভারত - শ্রীলঙ্কা | ২০০৫-০৬ | ৩৪৬ রান (৬ ক্যাচ ও ৩ স্ট্যাম্পিং) | ||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
২। | বাংলাদেশ - ভারত | ২০০৭ | ১২৭ রান (১ ক্যাচ ও ২ স্ট্যাম্পিং) | ||||||
৩। | শ্রীলঙ্কা - ভারত | ২০০৮ | ১৯৩ রান (৩ ক্যাচ ও ১ স্ট্যাম্পিং) | ||||||
৪। | ওয়েস্ট ইন্ডিজ - ভারত | ২০০৯ | ১৮২ রান (৪ ক্যাচ ও ১ স্ট্যাম্পিং) | ||||||
সর্বশেষ হালনাগাদ: (এপ্রিল ১৩, ২০১১ইং তারিখ পর্যন্ত) |
একদিনের ক্রিকেটে ধোনি'র সেঞ্চুরি
ওয়ানডে ক্রিকেটে ধোনির সেঞ্চুরিগুলো | |||||||||
ক্রমিক নং | রান | ব্যক্তিগত ম্যাচ নং | বিপক্ষ | স্টেডিয়াম | শহর ও দেশ | সাল | |||
---|---|---|---|---|---|---|---|---|---|
(১) | ১৪৮ | ৫ | পাকিস্তান | এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম | বিশাখাপত্মম, ভারত | ২০০৫ | |||
(২) | ১৮৩* | ২২ | শ্রীলঙ্কা | সয়াই মানসিংহ স্টেডিয়াম | জয়পুর, ভারত | ২০০৫ | |||
(৩) | ১৩৯* | ৭৪ | আফ্রিকা একাদশ | এমএ চিদাম্বরম স্টেডিয়াম | চেন্নাই, ভারত | ২০০৭ | |||
(৪) | ১০৯* | ১০৯ | হংকং | ন্যাশনাল স্টেডিয়াম | করাচী, পাকিস্তান | ২০০৮ | |||
(৫) | ১২৪ | ১৪৩ | অস্ট্রেলিয়া | বিদর্ভ ক্রিকেট স্টেডিয়াম | নাগপুর, ভারত | ২০০৯ | |||
(৬) | ১০৭ | ১৫২ | শ্রীলঙ্কা | বিদর্ভ ক্রিকেট স্টেডিয়াম | নাগপুর, ভারত | ২০০৯ | |||
(৭) | ১০১* | ১৫৬ | বাংলাদেশ | শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম | মিরপুর, বাংলাদেশ | ২০১০ | |||
সর্বশেষ হালনাগাদ: (এপ্রিল ১৩, ২০১১ইং তারিখ পর্যন্ত) |
টেস্ট ক্রিকেটে
টেস্টে ধোনি'র ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার | |||||||||
ক্রমিক নং | প্রতিপক্ষ | ভেন্যু বা মাঠ | মৌসুম/সাল | ম্যাচে অবদান | |||||
---|---|---|---|---|---|---|---|---|---|
(১) | অস্ট্রেলিয়া | মোহালি | ২০০৮ | ৯২ ও ৬৮* | |||||
সর্বশেষ হালনাগাদ: (এপ্রিল ১৪, ২০১১ইং তারিখ পর্যন্ত) |
ধোনি'র টেস্ট সেঞ্চুরিগুলো | |||||||||
ক্রমিক নং | রান | ব্যক্তিগত ম্যাচ নং | বিপক্ষ | স্টেডিয়াম ও স্থান | সাল | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
(১) | ১৪৮ | ৫ | পাকিস্তান | ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ, পাকিস্তান | ২০০৬ | ||||
(২) | ১১০ | ৩৮ | শ্রীলঙ্কা | সরদার প্যাটেল স্টেডিয়াম, আহমেদাবাদ, ভারত | ২০০৯ | ||||
(৩) | ১০০* | ৪০ | শ্রীলঙ্কা | ব্রাবোর্ন স্টেডিয়াম, মুম্বাই, ভারত | ২০০৯ | ||||
(৪) | ১৩২* | ৪২ | দক্ষিণ আফ্রিকা | ইডেন গার্ডেনস, কলকাতা, ভারত | ২০১০ | ||||
সর্বশেষ হালনাগাদ: (এপ্রিল ১৪, ২০১১ইং তারিখ পর্যন্ত) |
টেস্ট ক্রিকেটে ধোনি'র রেকর্ডসমূহ
- ফয়সালাবাদে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় উইকেট-রক্ষক হিসেবে সবচেয়ে কম ৯৩ বলে ১৪৮ রান করে ধোনি তার ১ম সেঞ্চুরি করেন।[৩৭]
- ২১ অক্টোবর, ২০০৮ সালে ধোনি'র অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেটে ইতিহাসে ৩২০ রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়াকে পরাজিত করে।[৩৮]
- ভারতীয় খেলোয়াড় হিসেবে ধোনি এক ইনিংসে সবচেয়ে বেশি ৬টি ক্যাচ লুফে নেন এপ্রিল, ২০০৯ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে।
- এছাড়াও, ধোনি সৈয়দ কিরমানী'র ৬ আউটের সমান অংশীদার হন।
- সর্বকালের ভারতীয় উইকেট-রক্ষকদের মধ্যে ধোনি'র অবস্থান বর্তমানে ৩য়। তার উইকেট শিকারের সংখ্যা ১০৯টি। নিচে শীর্ষ-৫ ভারতীয় উইকেট-রক্ষকদের তালিকা দেয়া হলো:-
ক্রমিক নং | নাম | আউট করার সংখ্যা |
১ম | সৈয়দ কিরমানী | ১৯৮ |
---|---|---|
২য় | কিরণ মোরে | ১৩০ |
৩য় | মহেন্দ্র সিং ধোনি | ১০৯ |
৪র্থ | নয়ন মোঙ্গিয়া | ১০৭ |
৫ম | ফারুক ইঞ্জিনিয়ার | ৮২ |
- ধোনি বিশ্বের ২য় উইকেট-রক্ষক হিসেবে ৬টি আউটের পাশাপাশি উভয় ইনিংসে পঞ্চাশ রান করার বিরল রেকর্ডের অধিকারী হলেন। (১ম হলেন দক্ষিণ আফ্রিকার ডেনিস লিন্ডসে)
- ধোনি'র অধিনায়কত্বে ২০০৯ সালে শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তাদের সর্বোচ্চ ৭২৬/৯ (ডিক্লেয়ার) রান করে।
- ঐ সিরিজে ২-০ ব্যবধানে জিতে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১মবারের মতো আইসিসি'র টেস্ট ক্রিকেট র্যাঙ্কিংয়ে ১নং স্থান দখল করে।
বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ
এপ্রিল, ২০০৫ থেকে কলকাতাভিত্তিক তারকা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান গেমপ্লান স্পোর্টস্ কোম্পানীর সাথে চুক্তিতে আবদ্ধ রয়েছেন ধোনি। .[৩৯][৪০] বর্তমানে ধোনি ২০টি প্রতিষ্ঠানের সাথে বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করছেন। একমাত্র হিন্দী চলচ্চিত্রাভিনেতা শাহরুখ খান তার চেয়ে ১টি বেশি বিজ্ঞাপন করছেন। [৪১] ২০০৭ সালে তিনি ১৭টি কোম্পানীর সাথে চুক্তিবদ্ধ হয়েছিলেন।[৪২]
নিম্নলিখিত কোম্পানীগুলোর পণ্যসামগ্রীর বিজ্ঞাপনচিত্রে অংশগ্রহণ করছেন ধোনি :-
- ২০০৫: পেপসিকো,[৪৩][৪৪] রিবক,[৪৩][৪৪] এক্সাইড,[৪৪] টিভিএস মোটর্স.[৪৫]
- ২০০৬: মহিশুর স্যাণ্ডেল সোপ,[৪৬] ভিডিওকোন,[৪৭] রিলায়েন্স কমিউনিকেশন্স,[৪৮] রিলায়েন্স এনার্জি,[৪৮] অরিয়েন্ট পিএসপিও ফ্যান,[৪৯] ভারত পেট্রোলিয়াম,[৫০] টাইটান সোনাটা,[৫১] ব্রাইলক্রিম,[৫২] এনডিটিভি,[৫৩] জিই মানি.[৫৪]
- ২০০৭: সিয়ারাম[৫৫]
- ২০০৮: ফ্যাশন এট বিগ বাজার, মহা চকো, বুষ্ট (হেলথ্ ফুড), দৈনিক ভাস্কর[৫৬]
- ২০০৯: ডাবুর হানি, কলকাতা ফ্যাশন উইক,[৫৭] এয়ারসেল কমিউনিকেশনস্, নোভা স্কোটিয়া প্রিমিয়াম শার্টস্
- ২০১০: আম্রপালী[৫৮]
তথ্যসূত্র
- ↑ "Happy Birthday MS Dhoni: 'Captain Cool turns 35 on Thursday"। The Indian Express। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ এখন থেকে লে. কর্নেল ধোনি! ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুন ২০১২ তারিখে, সর্বশেষ: ১৪ সেপ্টেম্বর ২০১১.
- ↑ "Players and Officials – MS Dhoni"। Cricinfo।
- ↑ ক খ গ "Ranchi rocker"। The Tribune। India। ২০০৬-০৪-২৯। ২০২১-০৪-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "SAD, senility and nudes"। Cricinfo। ২০০৬-০৪-৩০। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Besides mane matters..."। The Hindu। India। ২০০৫-০৮-০৫। ২০০৮-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৯।
- ↑ "'The cameras used to pass by, now they stop for me'"। Cricinfo। ২০০৫-০৫-০৪। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ IANS, Jul 4, 2010, 05.16pm IST (২০১০-০৭-০৪)। "Dhoni set to tie knot on Sunday evening"। Timesofindia.indiatimes.com। ২০১০-০৭-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১২-২০।
- ↑ "Dhoni marries girlfriend in a hush hush manner"। Entertainment.oneindia.in। ২০১০-০৭-০৫। ২০১৪-০৭-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১২-২০।
- ↑ "Dhoni's wedding was planned"। Bollywoodhungama.com। ২০১০-০৭-০৫। সংগ্রহের তারিখ ২০১০-১২-২০।
- ↑ ক খ "The poster boy comes of age"। The Sportstar। ২০০৭-০৫-১৯। ২০১০-০৮-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২৩।
- ↑ "Scorecard: Assam v/s Bihar 1999/2000 Ranji Trophy Season"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Scorecard:Bihar v/s Bengal Ranji Trophy 2000/01 Season"। Cricinfo। ২০০৭-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৮।
- ↑ "Agarkar and Karthik dropped"। Cricinfo। ২০০৪-০৭-০৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Scorecard: Zimbabwe Select XI v India A 3rd Match Kenya Triangular Tournament 2004 Season"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Scorecard:India A v Pakistan A 2004 Season"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Scorecard:India A v Pakistan A 6th Match Kenya Triangular Tournament 2004 Season"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Scorecard:India A v Pakistan A 8th Match Kenya Triangular Tournament 2004 Season"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Sandeep-`I recommended Karthik to the selectors'"। Cricinfo। ২০০৪-০৯-০৬। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১২।
- ↑ "Indian board revises list of contracted players"। Cricinfo। ২০০৭-০৬-১৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-১৯।
- ↑ "Ganguly included in Test squad"। Cricinfo। ২০০৫-১১-২৩। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৮।
- ↑ "Jayawardene and Vaas star in draw"। Cricinfo। ২০০৫-১২-০৬। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৮।
- ↑ "Scorecard:India v/s Sri Lanka 2nd Test 2005/06 Season"। Cricinfo। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৮।
- ↑ "Match Report – Pakistan v India, 2005–06 Second Test"। Wisden Almanack। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৮।
- ↑ "India beat Sri Lanka by an innings to top Test rankings"। BBC Sport। ২০০৯-১২-০৬। সংগ্রহের তারিখ ২০০৯-১২-০৮।
- ↑ "Dhoni Named Captain Of India Twenty20 Squad"। cricketworld.com। ২০০৭-০৮-০৭। ২০১০-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৯।
- ↑ "India crowned champion after a pulsating contest"। The Hindu। India। ২০০৭-০৯-২৫। ২০০৮-০৯-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৯।
- ↑ "India name Dhoni one day Captain"। reuters_india। ২০০৭-০৯-১৮। ২০২১-০৭-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৯।
- ↑ "Kumble retires, Dhoni named Test captain"। chitramala.com। ২০০৮-১১-০২। ২০০৯-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৯।
- ↑ "Dhoni gets two-ODI ban for slow over-rate in Nagpur"। indiatimes.com। ২০০৯-১২-১৯। সংগ্রহের তারিখ ২০০৯-১২-১৯।
- ↑ "Dhoni retires from Test cricket"। ESPNcricinfo.com। ৩০ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Mahendra Singh Dhoni Retires from Test Cricket"। NDTVsports.com। ৩০ ডিসেম্বর ২০১৪। ৩০ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Dhoni rewrites record for most stumpings"। The Hindu। ২৭ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৪।
- ↑ "First draw in 17 years at the MCG"। ESPNcricinfo.com। ৩০ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১৪।
- ↑ "MS Dhoni announces retirement from international cricket"। Hindustan Times (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-১৫। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৫।
- ↑ "MS Dhoni Retires From International Cricket | Cricket News"। NDTVSports.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৫।
- ↑ "Harbhajan's nightmare, and a deluge of runs"। ২০০৬-০১-২৫। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১৮।
- ↑ "There's something about Dhoni"। ২০০৮-১০-২১।
- ↑ "It's Diwali for Dhoni as brands queue up for him"। The Hindu। India। ২০০৫-১১-০৩। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "Will Dhoni be next big catch for sponsors?"। The Hindu। India। ২০০৫-০৪-০৭। ২০০৭-০২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ Prashant Singh (২০০৯-০৪-১১)। "India Today article on endorsements"। Indiatoday.intoday.in। সংগ্রহের তারিখ ২০১০-১২-২০।
- ↑ "Billions of Blue Bursting Bubbles"। Tehelka। ২০০৭-০৪-২১। ২০১২-০৯-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ ক খ "Brand Sehwag, Harbhajan and Munaf out for England tour"। Cricinfo। ২০০৭-০৬-১২। সংগ্রহের তারিখ ২০০৭-০৬-১৯।
- ↑ ক খ গ "Now Dhoni to give power to Exide"। The Economic Times। India। ২০০৫-১১-২৭। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "TVS Motor ropes in Dhoni as its brand ambassador"। The Economic Times। India। ২০০৫-১২-১৮। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "Cricketer Dhoni is brand ambassador for KSDL"। The Hindu। India। ২০০৬-০১-০৪। ২০০৭-১০-০১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "Videocon ropes in Dhoni as brand ambassador for Rs 40 lakh"। The Economic Times। India। ২০০৬-০১-১১। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ ক খ "Dhoni, brand ambassador for Reliance Comm."। The Hindu। India। ২০০৬-০৩-২৮। ২০০৭-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "Orient Fans signs on Dhoni"। The Hindu। India। ২০০৬-০৩-০৪। ২০০৭-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "For greater mileage"। The Hindu। India। ২০০৬-০৩-১৭। ২০০৭-০২-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "Titan Press Release"। ২০০৭-১০-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "Dhoni to let his hair down for Brylcreem"। The Economic Times। India। ২০০৬-০৫-০৮। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "Dhoni is now NDTV's scoop"। The Hindu। India। ২০০৬-০৫-০৮। ২০০৭-০৯-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "Dhoni is GE Money brand ambassador"। The Hindu। India। ২০০৬-০৮-২২। ২০০৭-০৯-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "Playing with the blue-chip billion"। The Economic Times। India। ২০০৭-০২-২১। সংগ্রহের তারিখ ২০০৭-০৫-১১।
- ↑ "DNA India article on endorsing Dainik Bhaskar"। Dnaindia.com। ২০০৮-০৬-১৬। সংগ্রহের তারিখ ২০১০-১২-২০।
- ↑ "Dhoni to be brand ambassador of Kolkata Fashion Week"। ২৪ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ Posted: Thursday, Nov 25, 2010 at 2354 hrs IST (২০১০-১১-২৫)। "Small realty cos embrace celebrities to boost sales"। Financialexpress.com। সংগ্রহের তারিখ ২০১০-১২-২০।
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে মহেন্দ্র সিং ধোনি (ইংরেজি)