বর্ডার-গাভাস্কার ট্রফি

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম

বর্ডার-গাভাস্কার ট্রফি ভারতঅস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম। সাম্প্রতিক বছরগুলোয় এ টেস্ট সিরিজটি স্বল্প ব্যবধানে জয় অথবা তুমুল উত্তেজনাপূর্ণ অবস্থায় ড্রয়ে পরিণত হয়েছে। বর্তমানে এ সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ভবিষ্যৎ সফর পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন সময়ের ব্যবধানে পরিচালিত হচ্ছে। কোন কারণে সিরিজ ড্র হলে ট্রফি ধারক দলের কাছেই থাকে। দশ হাজার টেস্ট রান সংগ্রাহক ও দলীয় অধিনায়কদ্বয় - অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার ও ভারতের সুনীল গাভাস্কারের নাম অনুসারে এ ট্রফির নামকরণ করা হয়েছে।

বর্ডার-গাভাস্কার ট্রফি
ব্যবস্থাপকক্রিকেট অস্ট্রেলিয়াবিসিসিআই
খেলার ধরনটেস্ট
প্রথম টুর্নামেন্ট১৯৯৬
শেষ টুর্নামেন্ট২০২০-২১
প্রতিযোগিতার ধরনসিরিজ
দলের সংখ্যা
বর্তমান ট্রফি ধারক ভারত
সর্বাধিক সফল ভারত (৬বার শিরোপা)[১]
সর্বাধিক রানভারত শচীন তেন্ডুলকর (২,৩৮০)
সর্বাধিক উইকেটভারত অনিল কুম্বলে (১১১)
২০১৪-১৫ ভারত ক্রিকেট দলের অস্ট্রেলিয়া সফর

ইতিহাস সম্পাদনা

১৯৯৬-৯৭ মৌসুমে প্রথমবারের মতো বর্ডার-গাভাস্কার ট্রফি ভারতে অনুষ্ঠিত হয়। এতে স্বাগতিক ভারত ১-০ ব্যবধানে সিরিজ জয় করে। ১৯৯৯-২০০০ মৌসুমে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের মাধ্যমে প্রথম ট্রফি জয় করে। এরপর থেকেই উভয় দল পালাক্রমে ট্রফিটি নিজেদের করে নিচ্ছে। কিন্তু স্টিভ ওয়াহ’র নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দল ভারতে ট্রফি লাভে সক্ষমতা দেখায়নি। ২০০৪-০৫ মৌসুমে নিয়মিত অধিনায়ক রিকি পন্টিংয়ের আঘাতজনিত কারণে অ্যাডাম গিলক্রিস্ট চূড়ান্ত টেস্টে জয়ের মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে। ২০০৭-০৮ মৌসুমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনিতে চার টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট জয়ের ফলে ট্রফি নিজেদের করে রাখে। ২০১০ সালে ২-০ ব্যবধানে ভারত সিরিজ জয় করে। ২০১১-১২ মৌসুমে ৪-০ ব্যবধানে সিরিজ জয় করে ও ২০০৭-০৮ মৌসুমের পর প্রথমবারের মতো নিজেদের করায়ত্ব করে। ২০১২-১৩ মৌসুমে ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে ট্রফি পুণরুদ্ধার করে।

প্রেক্ষাপট সম্পাদনা

বর্ডার-গাভাস্কার ট্রফি প্রবর্তনের পূর্বে ভারত ও অস্ট্রেলিয়া ১৯৪৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ৪৯ বছরে ৫০বার একে-অপরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। উভয় দলের সফর অ্যাশেজের ন্যায় নির্ধারিত ছিল না। ১০-১৫ বছরের ব্যবধানে দেশ সফর করতো। ঐ ৫০-টেস্টে অস্ট্রেলিয়া ২৪বার ও ভারত ৮বার জয় করে। বাদ-বাকী ১ টেস্ট টাই হয় ও ১৭ টেস্ট নিষ্প্রাণ ড্রয়ে পরিণত হয়।[২] নিম্নবর্ণিত সফরগুলো নিয়মিত আকারে অনুষ্ঠিত হয়।

প্রচার মাধ্যম সম্পাদনা

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত খেলা: অস্ট্রেলিয়ায় নাইন নেটওয়ার্কএবিসি রেডিও। ভারতে ইএসপিএন স্টার স্পোর্টস, অল ইন্ডিয়া রেডিও
ভারতে অনুষ্ঠিত খেলা: ভারতে ইএসপিএন স্টার স্পোর্টস, ডিডি ন্যাশনাল, অল ইন্ডিয়া রেডিও। অস্ট্রেলিয়ায় নাইন নেটওয়ার্ক, ফক্স স্পোর্টসএবিসি রেডিও

ফলাফল সম্পাদনা

সাল খেলার স্থান ফলাফল সিরিজের সেরা খেলোয়াড়
১৯৯৬-৯৭ ভারত ভারত একমাত্র টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে জয়ী নয়ন মঙ্গিয়া
১৯৯৭-৯৮ ভারত ভারত ৩-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী শচীন তেন্ডুলকর
১৯৯৯-২০০০ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ৩-টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী শচীন তেন্ডুলকর
২০০০-০১ ভারত ভারত ৩-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী হরভজন সিং / ম্যাথু হেইডেন
২০০৩-০৪ অস্ট্রেলিয়া ১-১ সিরিজ ড্র হওয়ায় ট্রফি ভারতের হস্তগত রাহুল দ্রাবিড়
২০০৪-০৫ ভারত অস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ড্যামিয়েন মার্টিন
২০০৭-০৮ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী ব্রেট লি
২০০৮-০৯ ভারত ভারত ৪-টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী ইশান্ত শর্মা
২০১০-১১ ভারত ভারত ২-টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী শচীন তেন্ডুলকর
২০১১-১২ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জয়ী মাইকেল ক্লার্ক
২০১২-১৩ ভারত ভারত ৪-টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জয়ী রবিচন্দ্রন অশ্বিন
২০১৪-১৫ অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ৪-টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জয়ী স্টিভ স্মিথ
২০১৬-১৭ ভারত ভারত ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী রবীন্দ্র জাদেজা
২০১৮-১৯ অস্ট্রেলিয়া ভারত ৪-টেস্টের সিরিজে ২-১ ব্যবধানে জয়ী চেতেশ্বর পুজারা

পরিসংখ্যান সম্পাদনা

মরশুম সর্বোচ্চ রান দ্বিতীয় সর্বোচ্চ রান তৃতীয় সর্বোচ্চ রান সর্বোচ্চ উইকেট দ্বিতীয় সর্বোচ্চ উইকেট তৃতীয় সর্বোচ্চ উইকেট
২০১০-১১ শচীন তেন্ডুলকর শেন ওয়াটসন রিকি পন্টিং জহির খান হরভজন সিং প্রজ্ঞান ওঝা
২০১১-১২ মাইকেল ক্লার্ক রিকি পন্টিং বিরাট কোহলি বেন হিলফেনহস পিটার সিডল জহির খান
২০১২-১৩ মুরলী বিজয় চেতেশ্বর পুজারা মহেন্দ্র সিং ধোনি রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা নাথান লায়ন
২০১৪-১৫ স্টিভ স্মিথ বিরাট কোহলি মুরলী বিজয় নাথান লায়ন মোহাম্মদ শামি মিচেল জনসন
২০১৬-১৭ স্টিভ স্মিথ চেতেশ্বর পুজারা লোকেশ রাহুল রবীন্দ্র জাদেজা রবিচন্দ্রন অশ্বিন স্টিভ ও'কিফ
২০১৮-১৯ চেতেশ্বর পুজারা ঋষভ পন্ত বিরাট কোহলি জসপ্রীত বুমরাহ নাথান লায়ন মোহাম্মদ শামি
২০২০-২১ মারনাস লাবুশেন স্টিভ স্মিথ ঋষভ পন্ত প্যাট কামিন্স জোশ হজলউড মোহাম্মদ সিরাজ
  • আকাশী নীল রঙে যখন ভারতে অনুষ্ঠিত হয়েছে। হলদে রঙে যখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

ম্যাচ পরিচালক সম্পাদনা

মরশুম ম্যাচ রেফারি ১ম ম্যাচ আম্পায়ার ২য় ম্যাচ আম্পায়ার ৩য় ম্যাচ আম্পায়ার ৪থ ম্যাচ আম্পায়ার
২০১০-১১ ক্রিস ব্রড বিলি বাউডেন - ইয়ান গোল্ড বিলি বাউডেন - ইয়ান গোল্ড
২০১১-১২ রঞ্জন মাদুগালে ইয়ান গোল্ড - মারাইজ ইরাসমাস ইয়ান গোল্ড - মারাইজ ইরাসমাস আলীম দার - কুমার ধর্মসেনা আলীম দার - কুমার ধর্মসেনা
২০১২-১৩ ক্রিস ব্রড - মাদুগালে কুমার ধর্মসেনা - মারাইজ ইরাসমাস কুমার ধর্মসেনা - মারাইজ ইরাসমাস আলীম দার - রিচার্ড কেটেলবরা আলীম দার - রিচার্ড কেটেলবরা
২০১৪-১৫ জেফ ক্রো - মহানামা মারাইজ ইরাসমাস - ইয়ান গোল্ড মারাইজ ইরাসমাস - ইয়ান গোল্ড রিচার্ড কেটেলবরা - ধর্মসেনা রিচার্ড কেটেলবরা - ধর্মসেনা
২০১৬-১৭ ক্রিস ব্রড - রিচার্ডসন রিচার্ড কেটেলবরা - নাইজেল লং রিচার্ড ইলিংওয়ার্থ - নাইজেল লং ক্রিস গফানি - ইয়ান গোল্ড মারাইজ ইরাসমাস - ইয়ান গোল্ড
২০১৮-১৯ মাদুগালে - পাইক্রফট কুমার ধর্মসেনা - নাইজেল লং কুমার ধর্মসেনা - ক্রিস গফানি মারাইজ ইরাসমাস - ইয়ান গোল্ড ইয়ান গোল্ড - রিচার্ড কেটেলবরা
২০২০-২১ ডেভিড বুন ব্রুস অক্সেনফোর্ড - পল রেইফেল ব্রুস অক্সেনফোর্ড - পল রেইফেল পল রেইফেল - পল উইলসন ব্রুস অক্সেনফোর্ড - পল উইলসন
২০২২-২৩ রিচার্ড ইলিংওয়ার্থ - নিতিন মেনন মাইকেল গফ - নিতিন মেনন নিতিন - জোয়েল উইলসন কেটেলবরা - নিতিন মেনন
  • আকাশী নীল রঙে যখন ভারতে অনুষ্ঠিত হয়েছে। হলদে রঙে যখন অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Records / Border-Gavaskar Trophy / Series results"। espncricinfo.com। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৩ 
  2. "India vs Australia in tests"Cricinfo। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১২ 

বহিঃসংযোগ সম্পাদনা