২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ

আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট
(২০২০ আইসিসি টি২০ বিশ্বকাপ থেকে পুনর্নির্দেশিত)

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ ছিল আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের সপ্তম আসর,[][] যে টুর্নামেন্টের ম্যাচগুলো ওমান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়।[][] ওয়েস্ট ইন্ডিজ ছিল টুর্নামেন্টের পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন দল।[][]

২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ
২০২১ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপের লোগো
তারিখ১৭ অক্টোবর ২০২১ – ১৪ নভেম্বর ২০২১
তত্ত্বাবধায়কআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
ক্রিকেটের ধরনটোয়েন্টি২০ আন্তর্জাতিক
প্রতিযোগিতার ধরনদ্বৈত গ্রুপ রাউন্ড-রবিননকআউট
আয়োজক ওমান
 সংযুক্ত আরব আমিরাত
বিজয়ী অস্ট্রেলিয়া (১ম শিরোপা)
রানার-আপ নিউজিল্যান্ড
অংশগ্রহণকারী দলসংখ্যা১৬[]
খেলার সংখ্যা৪৫[]
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার
সর্বাধিক রান সংগ্রহকারীপাকিস্তান বাবর আজম (৩০৩)
সর্বাধিক উইকেটধারীশ্রীলঙ্কা ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা (১৬)
আনুষ্ঠানিক ওয়েবসাইটটি২০ বিশ্বকাপ

২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর সময়ে অস্ট্রেলিয়ায় ২০২০ পুরুষ টি২০ বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজনের কথা ছিল,[][১০][১১] কিন্তু ২০২০ সালের জুলাই মাসে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোভিড-১৯ মহামারির কারণে টুর্নামেন্টটি স্থগিত হয়েছে বলে নিশ্চিত করে।[১২][১৩][১৪] ২০২০ সালের আগস্ট মাসে আইসিসি নিশ্চিত করে যে ২০২১ সালের টুর্নামেন্টটি আয়োজন করবে ভারত, এবং সে সাথে অস্ট্রেলিয়াকে ২০২২ সালের টুর্নামেন্টটি আয়োজনের দায়িত্ব দেয়া হয়।[১৫] কিন্তু এর পরে ২০২১ সালের জুন মাসে আইসিসি নিশ্চিত করে যে ভারতে কোভিড-১৯ পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় টুর্নামেন্টটি ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছে।[১৬] টুর্নামেন্টটি শুরু হয় ২০২১ সালের ১৭ অক্টোবর[] এবং টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর।[১৭] টুর্নামেন্টের প্রথম পর্ব একযোগে আয়োজন করে সংযুক্ত আরব আমিরাতওমান[১৮]

টুর্নামেন্টের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে পরাজিত করে প্রথমবারের মত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া।[১৯] টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার[২০]

প্রেক্ষাপট

সম্পাদনা

২০২০ সালের এপ্রিল মাসে আইসিসি নিশ্চিত করে যে কোভিড-১৯ সংক্রান্ত ঝুঁকি থাকার পরও টুর্নামেন্টটি সময়মত আয়োজনের পরিকল্পনা রয়েছে।[২১][২২] কিন্তু তার পরের মাসে আইসিসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে ২০২০ সালে টুর্নামেন্টটি আয়োজন করা একটি বড় ঝুঁকির ব্যাপার।[২৩] আইসিসি এটাও জানায় যে টুর্নামেন্টটি স্থগিতকরণের খবরসমূহ সত্য নয়, এবং স্থগিতকরণের বিকল্প খোঁজা হচ্ছে।[২৪] প্রাথমিকভাবে ২০২০ সালের ১০ জুন আইসিসির বৈঠক পর্যন্ত টুর্নামেন্টটি নিয়ে সিদ্ধান্তের ব্যাপারটি মুলতবি রাখা হয়[২৫] এবং ২০২০ সালের জুলাই মাসে পরবর্তী ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।[২৬] ২০২০ সালের জুন মাসে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস জানান যে টুর্নামেন্টটি পরিকল্পনা অনুযায়ী অস্ট্রেলিয়ায় আয়োজিত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। এডিংস এটাও বলেন যে অস্ট্রেলিয়া ২০২১ সালের অক্টোবর মাসে টুর্নামেন্টটি আয়োজন করতে পারে, এবং তার এক বছর পরে ২০২২ সালে ভারত পরবর্তী আসরের আয়োজক হতে পারে। আইসিসি ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডে আয়োজিত হতে যাওয়া নারী ক্রিকেট বিশ্বকাপের কাছাকাছি সময়ে টুর্নামেন্টটি আয়োজনের সম্ভাব্যতা নিয়েও চিন্তা করে।[২৭]

টুর্নামেন্টটি আনুষ্ঠানিকভাবে স্থগিত হওয়ার এক মাস আগে অস্ট্রেলিয়ার পর্যটন মন্ত্রী সাইমন বার্মিংহাম ২০২১ সাল পর্যন্ত আন্তর্জাতিক যাতায়াতের জন্য অস্ট্রেলিয়ার সীমানা বন্ধ থাকবে বলে ঘোষণা দেন।[২৮] আইসিসি নিশ্চিত করে যে অস্ট্রেলিয়া বা ভারতেই টুর্নামেন্টটি আয়োজিত হবে।[২৯][৩০] ২০২০ সালের আগস্ট মাসে আইসিসি নিশ্চিত করে যে ২০২১ সালের আসরটি আয়োজন করবে ভারত, এবং অস্ট্রেলিয়া আয়োজন করবে ২০২২ সালের আসরটি[৩১] একই মাসে আইসিসি নিশ্চিত করে যে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতকে টুর্নামেন্টটির ব্যাকআপ ভেন্যু হিসেবে দেখা হচ্ছে।[৩২] ২০২১ সালের এপ্রিল মাসে আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা জেফ অ্যালারডিস নিশ্চিত করেন যে মহামারির কারণে ভারত টুর্নামেন্টটি আয়োজনে ব্যর্থ হলে ব্যাকআপ পরিকল্পনা কাজে লাগানো হবে।[৩৩] একই মাসে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)-এর ধীরাজ মালহোত্রা নিশ্চিত করেন যে সংযুক্ত আরব আমিরাতকে বিকল্প হিসেবে ব্যবহার করা হবে[৩৪] যদি ভারতে মহামারির অবস্থার আরও অবনতি হয়।[৩৫] বিসিসিআই ওমানকে সম্ভাব্য সহ-আয়োজক হিসেবে নেয়ার জন্য ওমানের সাথে আলোচনা চালায়।[৩৬] ২০২১ সালের ১ জুন আইসিসি বিসিসিআইকে ২০২১ সালের ২৮ জুন তারিখের মধ্যে টুর্নামেন্টটির আয়োজন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা জানায়।[৩৭] আইসিসি এটাও নিশ্চিত করে যে টুর্নামেন্টটি যেখানেই আয়োজিত হোক না কেন মূল আয়োজক হিসেবে বিসিসিআই-এর নামই থাকবে।[৩৮] পরবর্তীতে আইসিসি নিশ্চিত করে যে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে নিয়ে যাওয়া হয়েছে।[] সংযুক্ত আরব আমিরাত ও ওমান উভয়েরই এটি প্রথমবার কোনও বৈশ্বিক আইসিসি টুর্নামেন্ট আয়োজন, এবং কোনও টেস্টখেলুড়ে দেশের বাইরে ক্রিকেট বিশ্বকাপ আয়োজনও এবারই প্রথম।[৩৯]

টুর্নামেন্টটি শুরুর প্রায় দুই সপ্তাহ আগে ওমানের আল আমিরাতে টুর্নামেন্টের ভেন্যুর কিছু মাইল উত্তর দিয়ে ঘূর্ণিঝড় শাহিন তাণ্ডব চালায়। ওমান ক্রিকেটের চেয়ারম্যান পংকজ খিমজি ঘূর্ণিঝড়ের কারণে টুর্নামেন্টটি হাতছাড়া হয়ে যেতে পারত বলে মন্তব্য করেন।[৪০]

দলসমূহ

সম্পাদনা

২০১৮ সালের ৩১ ডিসেম্বরের হিসেবে স্বাগতিক ভারতসহ আইসিসি র‍্যাংকিং-এর সেরা নয়টি পূর্ণ সদস্য দল ২০২১ সালের টুর্নামেন্টে সরাসরি উত্তীর্ণ হয়।[৪১][৪২] এ দশটি দলের মধ্যে র‍্যাংকিং হিসেবে সেরা আটটি দল সরাসরি টুর্নামেন্টের সুপার ১২ পর্বে উত্তীর্ণ হয়।[৪১] শ্রীলঙ্কাবাংলাদেশ সরাসরি সুপার ১২ পর্বে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়, এবং তাদেরকে টুর্নামেন্টের গ্রুপ পর্বে রাখা হয়।[৪১] তাদের সাথে গ্রুপ পর্বে যুক্ত হয় ২০১৯ সালের বিশ্বকাপ বাছাইপর্ব থেকে উত্তীর্ণ হয়ে আসা ছয়টি দল।[৪১] গ্রুপ পর্বের সেরা চারটি দল উত্তীর্ণ হবে সুপার ১২ পর্বের জন্য।[৪১]

পাপুয়া নিউ গিনি বাছাইপর্বের গ্রুপ এতে বিজয়ী হয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের মূল পর্বে উঠে আসে।[৪৩] যেকোনও ফরম্যাটের বিশ্বকাপে এটিই পাপুয়া নিউ গিনির প্রথম অংশগ্রহণ।[৪৪] গ্রুপ বিতে বিজয়ী হয়ে আয়ারল্যান্ড দ্বিতীয় দল হিসেবে মূল পর্বে উঠে আসে।[৪৫]

প্রথম প্লেঅফ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে আট উইকেটে পরাজিত করে নেদারল্যান্ডস মূল পর্বে উত্তীর্ণ হয়। ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাত মাত্র ৮০ রান করতে সক্ষম হয়।[৪৬] দ্বিতীয় ম্যাচে ওমানকে ৫৪ রানে পরাজিত করে প্রথমবারের মত নামিবিয়া টি২০ বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করে।[৪৭] তৃতীয় প্লেঅফ ম্যাচে স্কটল্যান্ড স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯০ রানে পরাজিত করে টি২০ বিশ্বকাপের মূল পর্বে নিজেদের স্থান নিশ্চিত করে।[৪৮] শেষ দল হিসেবে মূল পর্বে উত্তীর্ণ হয় ওমান, যখন তারা শেষ প্লেঅফ ম্যাচে হংকংকে ১২ রানে পরাজিত করে।[৪৯]

২০২১ সালের আগস্ট মাসে তালেবান আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়ায় টুর্নামেন্টটিতে আফগানিস্তান দলের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দেয়।[৫০] আফগানিস্তান ক্রিকেট দলের মিডিয়া ব্যবস্থাপক হিকমত হাসান নিশ্চিত করেন যে দেশটিতে রাজনৈতিক অশান্তি থাকার পরও আফগানিস্তান টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবে।[৫১] ২০২১ সালের ৬ অক্টোবর আফগানিস্তান দল টুর্নামেন্টের আগে একটি প্রশিক্ষণ ক্যাম্পের জন্য কাতারের দোহা গমনের উদ্দেশ্যে কাবুল ত্যাগ করে।[৫২]

উত্তরণের যোগ্যতা তারিখ আয়োজনস্থল আসন উত্তীর্ণ দল
স্বাগতিক ৭ আগস্ট ২০২০   ভারত
আইসিসি পুরুষ টি২০আই র‍্যাংকিং
(শেষ বিশ্ব টি২০ খেলা র‍্যাংকিং-এর সেরা ৯ দল, স্বাগতিক দল ছাড়া)[৪১]
৩১ ডিসেম্বর ২০১৮   পাকিস্তান
  অস্ট্রেলিয়া
  ইংল্যান্ড
  দক্ষিণ আফ্রিকা
  নিউজিল্যান্ড
  ওয়েস্ট ইন্ডিজ
  আফগানিস্তান
  শ্রীলঙ্কা
  বাংলাদেশ
২০১৯ আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ বাছাইপর্ব ১৮ অক্টোবর ২০১৯ – ৩ নভেম্বর ২০১৯   সংযুক্ত আরব আমিরাত   নেদারল্যান্ডস
  পাপুয়া নিউগিনি
  আয়ারল্যান্ড
  নামিবিয়া
  স্কটল্যান্ড
  ওমান
মোট ১৬

ম্যাচ পরিচালনাকারী কর্মকর্তা

সম্পাদনা

২০২১ সালের ৭ অক্টোবর আইসিসি টুর্নামেন্টের ম্যাচ রেফারি ও মাঠের আম্পায়ারদের নাম ঘোষণা করে।[৫৩][৫৪]

ম্যাচ রেফারি

আম্পায়ার

দলীয় সদস্য

সম্পাদনা

২০২১ সালের ১০ অক্টোবরের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দল ১৫ সদস্যবিশিষ্ট স্কোয়াড নির্বাচন করে।[৫৫] কোভিড-১৯-এর কারণে প্রতিটি দল প্রয়োজনমতে আরও সাত জন পর্যন্ত অতিরিক্ত খেলোয়াড় নির্বাচন করতে পারে।[৫৬] ২০২১ সালের ১০ আগস্ট নিউজিল্যান্ড প্রথম দল হিসেবে টুর্নামেন্টের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে।[৫৭] ২০২১ সালের ১২ সেপ্টেম্বরের মধ্যে অংশগ্রহণকারী প্রতিটি দল প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে।[৫৮]

সময়সূচি

সম্পাদনা

টুর্নামেন্টে মোট ম্যাচ ছিল ৪৫টি, এবং খেলা হয় প্রাথমিকভাবে দুটি পর্বে। প্রথম পর্বে আটটি দল (আয়ারল্যান্ড, ওমান, নামিবিয়া, নেদারল্যান্ডস, পাপুয়া নিউ গিনি, বাংলাদেশ, শ্রীলঙ্কাস্কটল্যান্ড) মোট বারোটি ম্যাচ খেলে, যেখানে থেকে চারটি দল সুপার ১২ পর্বে উত্তীর্ণ হয়।[৫৯] সুপার ১২ পর্ব শুরু হয় ২০২১ সালের ২৪ অক্টোবর এবং প্রথম পর্বের চারটি দল ও দ্বিতীয় পর্বে সরাসরি উত্তীর্ণ হওয়া আটটি দলের মধ্যে মোট ৩০টি ম্যাচ অনুষ্ঠিত হয় এ পর্বে। এ দলগুলোকে ছয়টি দলের দুই গ্রুপে ভাগ করা হয়। সুপার ১২ পর্বের পরে আসে তিন ম্যাচের নকআউট পর্ব- দুটি সেমিফাইনাল ও ফাইনাল।[] ২০২১ সালের ১৬ জুলাই আইসিসি টুর্নামেন্টের গ্রুপ নিশ্চিত করে।[৬০] গ্রুপগুলো নির্ধারণ করা হয় ২০২১ সালের ২০ মার্চ তারিখে দলগুলোর র‍্যাংকিং-এর ভিত্তিতে।[৬১] ২০২১ সালের ১৭ আগস্ট আইসিসি টুর্নামেন্টের চূড়ান্ত সময়সূচি নিশ্চিত করে।[৬২]

২০২১ সালের ১৭ এপ্রিল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) ম্যাচের আয়োজক শহরগুলোর নাম উপস্থাপন করে।[৬৩] কলকাতা, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, বেঙ্গালুরু, মুম্বই, লখনউহায়দ্রাবাদের নাম ভেন্যু হিসেবে দেয়া হয়, এবং ফাইনাল ম্যাচের ভেন্যু নির্ধারণ করা হয় আহমেদাবাদকে[৬৪] ২০২১ সালের ১৮ এপ্রিল ঘোষণা দেয়া হয় যে পাকিস্তান দুটি গ্রুপ ম্যাচ খেলবে দিল্লিতে, যেখানে মুম্বইকলকাতা হবে সেমিফাইনাল ম্যাচের আয়োজক।[৬৫] ২০২১ সালের ২৮ জুন বিসিসিআই-এর সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় নিশ্চিত করেন যে ভারতের কোভিড-১৯ পরিস্থিতির কারণে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টটি ভারত থেকে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হচ্ছে।[৬৬] প্রথম রাউন্ডের কিছু ম্যাচ ওমানে আয়োজনেরও কথা রয়েছে।[৬৭][৬৮] ২০২১ সালের ২৯ জুন আইসিসি নিশ্চিত করে যে টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাত ও ওমানে আয়োজিত হবে।[৬৯] টুর্নামেন্টের খেলা হয় চারটি ভেন্যুতে: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়ামআল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম[৭০] ২০২১ সালের জুলাই মাসে আববুধাবির টলারেন্স ওভাল টুর্নামেন্টের ভেন্যু হিসেবে ব্যবহৃত হওয়ার জন্য আইসিসির অনুমতির অপেক্ষা করছিল।[৭১]

সংযুক্ত আরব আমিরাতের ম্যাচ আয়োজনকারী মাঠ
ওমানের ম্যাচ আয়োজনকারী মাঠ
  সংযুক্ত আরব আমিরাত   ওমান
দুবাই শারজাহ আবুধাবি আল আমিরাত
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম শারজাহ ক্রিকেট স্টেডিয়াম শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম
ধারণক্ষমতা: ২৫০০০[৭২] ধারণক্ষমতা: ২৭০০০[৭৩] ধারণক্ষমতা: ২০০০০[৭৪] ধারণক্ষমতা: ৩০০০[৭৫]
     

প্রস্তুতিমূলক ম্যাচ

সম্পাদনা

টুর্নামেন্ট শুরুর আগে অংশগ্রহণকারী প্রতিটি দল (প্রথম পর্বে অংশগ্রহণকারী দলগুলো প্রথম পর্বের আগে ও সুপার ১২ পর্বে সরাসরি সুযোগ পাওয়া দলগুলো প্রথম পর্ব চলাকালে) দুটি করে প্রস্তুতিমূলক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[৭৬]

প্রস্তুতিমূলক ম্যাচ
১২ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
৯৬/৮ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
৯৯/২ (১৬.৪ ওভার)
আসাদুল্লাহ ভালা ৩২ (৩৮)
বেন হোয়াইট ৩/১০ (৪ ওভার)
কার্টিস ক্যাম্ফার ৪২* (৩৫)
সাইমন আতাই ১/২৮ (৩.৪ ওভার)
আয়ারল্যান্ড ৮ উইকেটে জয়ী
মোহন'স ওভাল, আবুধাবি
আম্পায়ার: আহসান রাজা (পাকিস্তান) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
  • পাপুয়া নিউ গিনি টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৪৭/৭ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৪৮/৬ (১৯ ওভার)
শ্রীলঙ্কা ৪ উইকেটে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
ওমান  
১৫২/৮ (২০ ওভার)
  নামিবিয়া
১২০/৯ (২০ ওভার)
আকিব ইলিয়াস ৩০ (২০)
ইয়ান নিকোল লফটি-ইটন ২/২৪ (৪ ওভার)
খেরহার্ট এরাসমাস ৩২ (৩৩)
কলিমুল্লাহ ৪/২৩ (৪ ওভার)
ওমান ৩২ রানে জয়ী
দ্য সেভেন্স স্টেডিয়াম, উদ আল-বাইজা
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও রিচার্ড কেটলবরা (ইংল্যান্ড)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১২ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১২২/৬ (২০ ওভার)
  নেদারল্যান্ডস
৯১ (১৭.৫ ওভার)
স্কট এডওয়ার্ডস ২২ (২৪)
মার্ক ওয়াট ৪/১০ (৩.৫ ওভার)
স্কটল্যান্ড ৩১ রানে জয়ী
মোহন'স ওভাল, আবুধাবি
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১৬২/৫ (২০ ওভার)
  পাপুয়া নিউগিনি
১২৩/৭ (২০ ওভার)
পাথুম নিশঙ্কা ৭৬ (৫৮)
কাবুয়া ভাগি মোরেয়া ৪/২৫ (৪ ওভার)
শ্রীলঙ্কা ৩৯ রানে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • শ্রীলঙ্কা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
আয়ারল্যান্ড  
১৭৭/৩ (২০ ওভার)
  বাংলাদেশ
১৪৪ (২০ ওভার)
গ্যারেথ ডেলানি ৮৮* (৫০)
তাসকিন আহমেদ ২/২৬ (৪ ওভার)
নুরুল হাসান ৩৮ (২৪)
মার্ক অ্যাডেয়ার ৩/৩৩ (৪ ওভার)
আয়ারল্যান্ড ৩৩ রানে জয়ী
মোহন'স ওভাল, আবুধাবি
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
২০৩/৭ (২০ ওভার)
  নামিবিয়া
১৮৪/৫ (২০ ওভার)
জর্জ মানসি ৬৭ (৪১)
ডেভিড ভিসা ২/২৩ (৩ ওভার)
স্কটল্যান্ড ১৯ রানে জয়ী
আইসিসি একাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৪ অক্টোবর ২০২১
১০:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
১৬৫/৪ (২০ ওভার)
  ওমান
১৬১/৮ (২০ ওভার)
নেদারল্যান্ডস ৪ রানে জয়ী
আইসিসি একাডেমি মাঠ ২, দুবাই
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
  • ওমান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৪৫/৫ (২০ ওভার)
  আফগানিস্তান
১০৪/৮ (২০ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪১ রানে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: পল উইলসন (অস্ট্রেলিয়া) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
১৩০/৭ (২০ ওভার)
  পাকিস্তান
১৩১/৩ (১৫.৩ ওভার)
শিমরন হেটমায়ার ২৮ (২৪)
হাসান আলি ২/২১ (৪ ওভার)
বাবর আজম ৫০ (৪১)
হেইডেন রশিদি ওয়ালশ ২/৪১ (৩.৩ ওভার)
পাকিস্তান ৭ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৫৮/৭ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৫৯/৭ (১৯.৫ ওভার)
অস্ট্রেলিয়া ৩ উইকেটে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও মাইকেল গফ (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৮ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৮৮/৫ (২০ ওভার)
  ভারত
১৯২/৩ (১৯ ওভার)
ভারত ৭ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৬৩/৬ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১৫০ (১৯.২ ওভার)
জস বাটলার ৭৩ (৫১)
ইশ সোধি ৩/২৬ (৪ ওভার)
মার্টিন গাপটিল ৪১ (২০)
মার্ক উড ৪/২৩ (৪ ওভার)
ইংল্যান্ড ১৩ রানে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
১৫২/৫ (২০ ওভার)
  ভারত
১৫৩/২ (১৭.৫ ওভার)
ভারত ৮ উইকেটে জয়ী
আইসিসি একাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৮৬/৬ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৯০/৪ (২০ ওভার)
ফখর জামান ৫২ (২৮)
কাগিসো রাবাদা ৩/২৮ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
টলারেন্স ওভাল, আবুধাবি
আম্পায়ার: পল রাইফেল (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
১৮৯/৫ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৩৩/৫ (২০ ওভার)
রস্টন চেজ ৫৪* (৫৮)
মোহাম্মদ নবি ৩/২ (৪ ওভার)
আফগানিস্তান ৫৬ রানে জয়ী
আইসিসি একাডেমি মাঠ, দুবাই
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

প্রথম পর্ব

সম্পাদনা

গ্রুপ এ

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
  শ্রীলঙ্কা +৩.৭৫৪ সুপার ১২ পর্বে উত্তীর্ণ
  নামিবিয়া −০.৫২৩
  আয়ারল্যান্ড −০.৮৫৩
  নেদারল্যান্ডস −২.৪৬০
১৮ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
১০৬ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১০৭/৩ (১৫.১ ওভার)
গ্যারেথ ডেলানি ৪৪ (২৯)
পিটার সেলার ১/১৪ (২.১ ওভার)
আয়ারল্যান্ড ৭ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: মারে এরাসমাস (দক্ষিণ আফ্রিকা) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড)
  • নেদারল্যান্ডস টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কার্টিস ক্যাম্ফার প্রথম আইরিশ ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[৭৭]
  • কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড) তৃতীয় ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে চার বলে চার উইকেট লাভ করেন।[৭৮]

১৮ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
নামিবিয়া  
৯৬ (১৯.৩ ওভার)
  শ্রীলঙ্কা
১০০/৩ (১৩.৩ ওভার)
শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মহেশ তীক্ষণ (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
১৬৪/৪ (২০ ওভার)
  নামিবিয়া
১৬৬/৪ (১৯ ওভার)
ডেভিড ভিসা ৬৬* (৪০)
পিটার সেলার ১/৮ (২ ওভার)
নামিবিয়া ৬ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: মাইকেল গফ (ইংল্যান্ড) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড ভিসা (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২০ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১৭১/৭ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১০১ (১৮.৩ ওভার)
  • আয়ারল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
নামিবিয়া  
১২৫/৮ (২০ ওভার)
  আয়ারল্যান্ড
১২৬/২ (১৮.৩ ওভার)
নামিবিয়া ৮ উইকেটে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড ভিসা (নামিবিয়া)
  • আয়ারল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২২ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
নেদারল্যান্ডস  
৪৪ (১০ ওভার)
  শ্রীলঙ্কা
৪৫/২ (৭.১ ওভার)
কলিন আকেরমান ১১ (৯)
লাহিরু কুমারা ৩/৭ (৩ ওভার)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

গ্রুপ বি

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
  স্কটল্যান্ড +০.৭৭৫ সুপার ১২ পর্বে উত্তীর্ণ
  বাংলাদেশ +১.৭৩৩
  ওমান −০.০২৫
  পাপুয়া নিউগিনি −২.৬৫৫


১৭ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
পাপুয়া নিউগিনি  
১২৯/৯ (২০ ওভার)
  ওমান
১৩১/০ (১৩.৪ ওভার)

১৭ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১৪০/৯ (২০ ওভার)
  বাংলাদেশ
১৩৪/৭ (২০ ওভার)
ক্রিস গ্রিভস ৪৫ (২৮)
মাহেদী হাসান ৩/১৯ (৪ ওভার)
মুশফিকুর রহিম ৩৮ (৩৬)
ব্র্যাড হুইল ৩/২৪ (৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১৬৫/৯ (২০ ওভার)
  পাপুয়া নিউগিনি
১৪৮ (১৯.৩ ওভার)
রিচার্ড বেরিংটন ৭০ (৪৯)
কাবুয়া ভাগি মোরেয়া ৪/৩১ (৪ ওভার)
নরম্যান ভানুয়া ৪৭ (৩৭)
জশ ডেভি ৪/১৮ (৩.৩ ওভার)
  • স্কটল্যান্ড টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

১৯ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৫৩ (২০ ওভার)
  ওমান
১২৭/৯ (২০ ওভার)
মোহাম্মদ নাইম ৬৪ (৫০)
বিলাল খান ৩/১৮ (৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৮১/৭ (২০ ওভার)
  পাপুয়া নিউগিনি
৯৭ (১৯.৩ ওভার)
মাহমুদউল্লাহ রিয়াদ ৫০ (২৮)
কাবুয়া ভাগি মোরেয়া ২/২৬ (৪ ওভার)
কিপলিন দোরিগা ৪৬* (৩৪)
সাকিব আল হাসান ৪/৯ (৪ ওভার)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২১ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
ওমান  
১২২ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১২৩/২ (১৭ ওভার)
আকিব ইলিয়াস ৩৭ (৩৫)
জশ ডেভি ৩/২৫ (৪ ওভার)
কাইল কুটজার ৪১ (২৮)
ফাইয়াজ বাট ১/২৬ (৩ ওভার)
  • ওমান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

সুপার ১২

সম্পাদনা

গ্রুপ ১

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
  ইংল্যান্ড +২.৪৬৪ নকআউট পর্বে উত্তীর্ণ
  অস্ট্রেলিয়া +১.২১৬
  দক্ষিণ আফ্রিকা +০.৭৩৯
  শ্রীলঙ্কা −০.২৬৯
  ওয়েস্ট ইন্ডিজ −১.৬৪১
  বাংলাদেশ −২.৩৮৩


২৩ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১১৮/৯ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১২১/৫ (১৯.৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৩ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
৫৫ (১৪.২ ওভার)
  ইংল্যান্ড
৫৬/৪ (৮.২ ওভার)
ক্রিস গেইল ১৩ (১৩)
আদিল রশিদ ৪/২ (২.২ ওভার)
জস বাটলার ২৪* (২২)
আকিল হোসেন ২/২৪ (৪ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৪ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১৭১/৪ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৭২/৫ (১৮.৫ ওভার)
শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: চরিত আশালংকা (শ্রীলঙ্কা)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৬ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
১৪৩/৮ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৪৪/২ (১৮.২ ওভার)
এইডেন মার্করাম ৫১* (২৬)
আকিল হোসেন ১/২৭ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: আনরিখ নর্টখে (দক্ষিণ আফ্রিকা)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
১২৪/৯ (২০ ওভার)
  ইংল্যান্ড
১২৬/২ (১৪.১ ওভার)
জেসন রয় ৬১ (৩৮)
শরিফুল ইসলাম ১/২৬ (৩.১ ওভার)
ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: নিতিন মেনন (ভারত) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেসন রয় (ইংল্যান্ড)
  • বাংলাদেশ টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

২৮ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১৫৪/৬ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৫৫/৩ (১৭ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
১৪২/৭ (২০ ওভার)
  বাংলাদেশ
১৩৯/৫ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ ৩ রানে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)
  • বাংলাদেশ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • রস্টন চেজ (ওয়েস্ট ইন্ডিজ)-এর টি২০আই অভিষেক হয়।

৩০ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১৪২ (২০ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
১৪৬/৬ (১৯.৫ ওভার)
দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: তাবরাইজ শামসি (দক্ষিণ আফ্রিকা)

৩০ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
অস্ট্রেলিয়া  
১২৫ (২০ ওভার)
  ইংল্যান্ড
১২৬/২ (১১.৪ ওভার)
অ্যারন ফিঞ্চ ৪৪ (৪৯)
ক্রিস জর্ডান ৩/১৭ (৪ ওভার)
জস বাটলার ৭১* (৩২)
অ্যাশটন অ্যাগার ১/১৫ (২.৪ ওভার)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

১ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৬৩/৪ (২০ ওভার)
  শ্রীলঙ্কা
১৩৭ (১৯ ওভার)
ইংল্যান্ড ২৬ রানে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জস বাটলার (ইংল্যান্ড)
  • শ্রীলঙ্কা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • জস বাটলার (ইংল্যান্ড) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম শতরানের ইনিংস খেলেন।[৮০]

২ নভেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
৮৪ (১৮.২ ওভার)
  দক্ষিণ আফ্রিকা
৮৬/৪ (১৩.৩ ওভার)
মাহেদী হাসান ২৭ (২৫)
আনরিখ নর্টখে ৩/৮ (৩.২ ওভার)
  • দক্ষিণ আফ্রিকা টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৪ নভেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
বাংলাদেশ  
৭৩ (১৫ ওভার)
  অস্ট্রেলিয়া
৭৮/২ (৬.২ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • অ্যাডাম জাম্পা (অস্ট্রেলিয়া) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৮১]

৪ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
শ্রীলঙ্কা  
১৮৯/৩ (২০ ওভার)
  ওয়েস্ট ইন্ডিজ
১৬৯/৮ (২০ ওভার)
শ্রীলঙ্কা ২০ রানে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: আলিম দার (পাকিস্তান) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: চরিত আশালংকা (শ্রীলঙ্কা)
  • ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ নভেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ  
১৫৭/৭ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৬১/২ (১৬.২ ওভার)
অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৬ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা  
১৮৯/২ (২০ ওভার)
  ইংল্যান্ড
১৭৯/৮ (২০ ওভার)
মঈন আলি ৩৭ (২৭)
কাগিসো রাবাদা ৩/৪৮ (৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা ১০ রানে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: র‌্যাসি ফন ডের ডুসেন (দক্ষিণ আফ্রিকা)
  • ইংল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।
  • কাগিসো রাবাদা প্রথম দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে পুরুষ টি২০আই ক্রিকেটে হ্যাটট্রিক লাভ করেন।[৮২]

গ্রুপ ২

সম্পাদনা

পয়েন্ট তালিকা

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
  পাকিস্তান ১০ +১.৫৮৩ নকআউট পর্বে উত্তীর্ণ
  নিউজিল্যান্ড +১.১৬২
  ভারত (H) +১.৭৪৭
  আফগানিস্তান +১.১৫৬
  নামিবিয়া −১.৮৯০
  স্কটল্যান্ড −৩.৫৪৩
উৎস: ইএসপিএনক্রিকইনফো
(H) স্বাগতিক।
২৪ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
১৫১/৭ (২০ ওভার)
  পাকিস্তান
১৫২/০ (১৭.৫ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৫ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
১৯০/৪ (২০ ওভার)
  স্কটল্যান্ড
৬০ (১০.২ ওভার)
জর্জ মানসি ২৫ (১৮)
মুজিব উর রহমান ৫/২০ (৪ ওভার)
আফগানিস্তান ১৩০ রানে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও পল উইলসন (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: মুজিব উর রহমান (আফগানিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।
  • মুজিব উর রহমান (আফগানিস্তান) টি২০আই ক্রিকেটে নিজের প্রথম পাঁচ উইকেট লাভ করেন।[৮৩]

২৬ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৩৪/৮ (২০ ওভার)
  পাকিস্তান
১৩৫/৫ (১৮.৪ ওভার)
ড্যারিল মিচেল ২৭ (২০)
হারিস রউফ ৪/২২ (৪ ওভার)
  • পাকিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৭ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
১০৯/৮ (২০ ওভার)
  নামিবিয়া
১১৫/৬ (১৯.১ ওভার)
মাইকেল লিস্ক ৪৪ (২৭)
রুবেন ট্রুম্পেলমান ৩/১৭ (৪ ওভার)
নামিবিয়া ৪ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: আদ্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: রুবেন ট্রুম্পেলমান (নামিবিয়া)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২৯ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
আফগানিস্তান  
১৪৭/৬ (২০ ওভার)
  পাকিস্তান
১৪৮/৫ (১৯ ওভার)
বাবর আজম ৫১ (৪৭)
রাশিদ খান ২/২৬ (৪ ওভার)
পাকিস্তান ৫ উইকেটে জয়ী
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দুবাই
আম্পায়ার: ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড) ও জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)
ম্যাচ সেরা খেলোয়াড়: আসিফ আলি (পাকিস্তান)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩১ অক্টোবর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
আফগানিস্তান  
১৬০/৫ (২০ ওভার)
  নামিবিয়া
৯৮/৯ (২০ ওভার)
মোহাম্মদ শাহজাদ ৪৫ (৩৩)
ইয়ান নিকোল লফটি-ইটন ২/২১ (৪ ওভার)
ডেভিড ভিসা ২৬ (৩০)
হামিদ হাসান ৩/৯ (৪ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩১ অক্টোবর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
১১০/৭ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১১১/২ (১৪.৩ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৮৯/২ (২০ ওভার)
  নামিবিয়া
১৪৪/৫ (২০ ওভার)
ডেভিড ভিসা ৪৩* (৩১)
ইমাদ ওয়াসিম ১/১৩ (৩ ওভার)
পাকিস্তান ৪৫ রানে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: ক্রিস গ্যাফানি (নিউজিল্যান্ড) ও ক্রিস ব্রাউন (নিউজিল্যান্ড)
ম্যাচ সেরা খেলোয়াড়: মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ নভেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৭২/৫ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১৫৬/৫ (২০ ওভার)
  • স্কটল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৩ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
ভারত  
২১০/২ (২০ ওভার)
  আফগানিস্তান
১৪৪/৭ (২০ ওভার)
রোহিত শর্মা ৭৪ (৪৭)
করিম জানাত ১/৭ (১ ওভার)
করিম জানাত ৪২* (২২)
মোহাম্মদ শামি ৩/৩২ (৪ ওভার)
  • আফগানিস্তান টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ নভেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৬৩/৪ (২০ ওভার)
  নামিবিয়া
১১১/৭ (২০ ওভার)
মাইকেল ফন লিংএন ২৫ (২৫)
টিম সাউদি ২/১৫ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৫২ রানে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: পল উইলসন (অস্ট্রেলিয়া) ও পল রাইফেল (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: জেমস নিশাম (নিউজিল্যান্ড)
  • নামিবিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৫ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
স্কটল্যান্ড  
৮৫ (১৭.৪ ওভার)
  ভারত
৮৯/২ (৬.৩ ওভার)
লোকেশ রাহুল ৫০ (১৯)
মার্ক ওয়াট ১/২০ (২ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ নভেম্বর ২০২১
১৪:০০
স্কোরকার্ড
আফগানিস্তান  
১২৪/৮ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১২৫/২ (১৮.১ ওভার)
কেন উইলিয়ামসন ৪০* (৪২)
রাশিদ খান ১/২৭ (৪ ওভার)
নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী
শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম, আবুধাবি
আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা) ও ল্যাংটন রুসেরে (জিম্বাবুয়ে)
ম্যাচ সেরা খেলোয়াড়: ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
  • আফগানিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৭ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৮৯/৪ (২০ ওভার)
  স্কটল্যান্ড
১১৭/৬ (২০ ওভার)
বাবর আজম ৬৬ (৪৭)
ক্রিস গ্রিভস ২/৪২ (৪ ওভার)
রিচার্ড বেরিংটন ৫৪* (৩৭)
শাদাব খান ২/১৪ (৪ ওভার)
পাকিস্তান ৭২ রানে জয়ী
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ
আম্পায়ার: পল উইলসন (অস্ট্রেলিয়া) ও রড টাকার (অস্ট্রেলিয়া)
ম্যাচ সেরা খেলোয়াড়: শোয়েব মালিক (পাকিস্তান)
  • পাকিস্তান টসে জিতে ব্যাটিং-এর সিদ্ধান্ত নেয়।

৮ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
নামিবিয়া  
১৩২/৮ (২০ ওভার)
  ভারত
১৩৬/১ (১৫.২ ওভার)
  • ভারত টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

নকআউট পর্ব

সম্পাদনা

বন্ধনী

সম্পাদনা
 
সেমিফাইনালফাইনাল
 
      
 
১০ নভেম্বর ২০২১ – আবুধাবি
 
 
  ইংল্যান্ড১৬৬/৪ (২০)
 
১৪ নভেম্বর ২০২১ – দুবাই
 
  নিউজিল্যান্ড১৬৭/৫ (১৯)
 
  নিউজিল্যান্ড১৭২/৪ (২০)
 
১১ নভেম্বর ২০২১ – দুবাই
 
  অস্ট্রেলিয়া১৭৩/২ (১৮.৫)
 
  পাকিস্তান১৭৬/৪ (২০)
 
 
  অস্ট্রেলিয়া১৭৭/৫ (১৯)
 

সেমিফাইনাল

সম্পাদনা

১ম সেমিফাইনাল

সম্পাদনা
১০ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
ইংল্যান্ড  
১৬৬/৪ (২০ ওভার)
  নিউজিল্যান্ড
১৬৭/৫ (১৯ ওভার)
মঈন আলি ৫১* (৩৭)
জেমস নিশাম ১/১৮ (২ ওভার)
  • নিউজিল্যান্ড টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

২য় সেমিফাইনাল

সম্পাদনা
১১ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
পাকিস্তান  
১৭৬/৪ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৭৭/৫ (১৯ ওভার)
ডেভিড ওয়ার্নার ৪৯ (৩০)
শাদাব খান ৪/২৬ (৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

ফাইনাল

সম্পাদনা
১৪ নভেম্বর ২০২১
১৮:০০ (রাত)
স্কোরকার্ড
নিউজিল্যান্ড  
১৭২/৪ (২০ ওভার)
  অস্ট্রেলিয়া
১৭৩/২ (১৮.৫ ওভার)
মিচেল মার্শ ৭৭* (৫০)
ট্রেন্ট বোল্ট ২/১৮ (৪ ওভার)
  • অস্ট্রেলিয়া টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়।

পরিসংখ্যান

সম্পাদনা

একক রেকর্ড

সম্পাদনা

সর্বাধিক রান

সম্পাদনা
ক্রম খেলোয়াড় দল রানসংখ্যা সর্বোচ্চ স্কোর ৫০ ১০০ স্ট্রাইক রেট গড় রান
বাবর আজম   পাকিস্তান ৩০৩ ৭০ ২৮ ১২৬.২৫ ৬০.৬০
ডেভিড ওয়ার্নার   অস্ট্রেলিয়া ২৮৯ ৮৯* ৩২ ১০ ১৪৬.৭০ ৪৮.১৬
মোহাম্মদ রিজওয়ান   পাকিস্তান ২৮১ ৭৯* ২৩ ১২ ১২৭.৭২ ৭০.২৫

উৎস: ইএসপিএনক্রিকইনফো

সর্বাধিক উইকেট

সম্পাদনা
ক্রম খেলোয়াড় দল উইকেট সংখ্যা সেরা বোলিং ফিগার ইনিংসে ৫ উইকেট ইকোনমি
ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা   শ্রীলঙ্কা ১৬ ৩/৯ ৫.২০
অ্যাডাম জাম্পা   অস্ট্রেলিয়া ১৩ ৫/১৯ ৫.৮১
ট্রেন্ট বোল্ট   নিউজিল্যান্ড ১৩ ৩/১৭ ৬.২৫

উৎস: ইএসপিএনক্রিকইনফো

হ্যাটট্রিক

সম্পাদনা
ক্রম খেলোয়াড় দল প্রতিপক্ষ বোলিং বিশ্লেষণ তারিখ তথ্যসূত্র
কার্টিস ক্যাম্ফার   আয়ারল্যান্ড   নেদারল্যান্ডস ৪-০-২৬-৪ ১৮ অক্টোবর ২০২১ [৭৭]
ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা   শ্রীলঙ্কা   দক্ষিণ আফ্রিকা ৪-০-২০-৩ ৩০ অক্টোবর ২০২১ [৭৯]
কাগিসো রাবাদা   দক্ষিণ আফ্রিকা   ইংল্যান্ড ৪-০-৪৮-৩ ৬ নভেম্বর ২০২১ [৮২]

সর্বাধিক ছয়

সম্পাদনা
ক্রম খেলোয়াড় দল ছয় সংখ্যা
জস বাটলার   ইংল্যান্ড ১৩
মোহাম্মদ রিজওয়ান   পাকিস্তান ১২
ডেভিড ভিসা   নামিবিয়া ১১

উৎস: ইএসপিএনক্রিকইনফো

শতরানের ইনিংস

সম্পাদনা
ক্রম খেলোয়াড় দল প্রতিপক্ষ রান স্ট্রাইক রেট তারিখ তথ্যসূত্র
জস বাটলার   ইংল্যান্ড   শ্রীলঙ্কা ১০১* (৬৭) ১৫০.৭৫ ১ নভেম্বর ২০২১ [৮০]

দলগত রেকর্ড

সম্পাদনা

একক ইনিংসে সর্বাধিক রান

সম্পাদনা
ক্রম দল রান প্রতিপক্ষ সর্বাধিক রান সংগ্রাহক তারিখ
  ভারত ২১০/২ (২০)   আফগানিস্তান রোহিত শর্মা
৭৪ (৪৭)
৩ নভেম্বর ২০২১
  আফগানিস্তান ১৯০/৪ (২০)   স্কটল্যান্ড নাজিবুল্লাহ জাদরান
৫৯ (৩৪)
২৫ অক্টোবর ২০২১
  পাকিস্তান ১৮৯/২ (২০)   নামিবিয়া মোহাম্মদ রিজওয়ান
৭৯* (৫০)
২ নভেম্বর ২০২১

উৎস: ইএসপিএনক্রিকইনফো

এক ম্যাচে সর্বোচ্চ রান

সম্পাদনা
ক্রম দল ১ দল ২ পর্ব মোট রান মাঠ তারিখ
  দক্ষিণ আফ্রিকা   ইংল্যান্ড সুপার ১২ ৩৬৮ শারজাহ ৬ নভেম্বর ২০২১
  শ্রীলঙ্কা   ওয়েস্ট ইন্ডিজ ৩৫৮ আবুধাবি ৪ নভেম্বর ২০২১
  ভারত   আফগানিস্তান ৩৫৪ ৩ নভেম্বর ২০২১

উৎস: ইএসপিএনক্রিকইনফো
বি.দ্র.: ম্যাচগুলোতে জয়ী দলের নাম বোল্ড করে দেখানো হয়েছে।

পুরস্কার মূল্য

সম্পাদনা

২০২১ সালের ১০ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্টের পুরস্কার মূল্যের তালিকা ঘোষণা করে।[৮৪]

অবস্থান দল পুরস্কার মূল্য
(মার্কিন ডলারে)
চ্যাম্পিয়ন   অস্ট্রেলিয়া $১,৬০০,০০০
রানার-আপ   নিউজিল্যান্ড $৮০০,০০০
সেমিফাইনালে পরাজিত   ইংল্যান্ড
  পাকিস্তান
$৮০০,০০০
(প্রতিটি দল $৪০০‌,০০০ করে)
সুপার ১২ পর্বে বিদায়   বাংলাদেশ
  ওয়েস্ট ইন্ডিজ
  শ্রীলঙ্কা
  নামিবিয়া
  স্কটল্যান্ড
  দক্ষিণ আফ্রিকা
  ভারত
  আফগানিস্তান
$৫৬০,০০০
(প্রতিটি দল $৭০‌,০০০ করে)
প্রথম পর্বে বিদায়   পাপুয়া নিউগিনি
  ওমান
  নেদারল্যান্ডস
  আয়ারল্যান্ড
$১৬০,০০০
(প্রতিটি দল $৪০,০০০ করে)

এছাড়াও প্রথম পর্ব ও সুপার ১২ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য জয়ী দল অতিরিক্ত $৪০‌,০০০ লাভ করে।[৮৪]

প্রতিযোগিতার সেরা একাদশ

সম্পাদনা

২০২১ সালের ১৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রতিযোগিতার সেরা একাদশ ঘোষণা করে, যে একাদশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার অন্তর্ভুক্ত হন। একাদশে অধিনায়ক হিসেবে বাবর আজমকে রাখা হয়।[৮৫]

খেলোয়াড় ভূমিকা
  ডেভিড ওয়ার্নার ব্যাটার
  জস বাটলার ব্যাটার, উইকেটরক্ষক
  বাবর আজম ব্যাটার, অধিনায়ক
  চরিত আশালংকা ব্যাটার
  এইডেন মার্করাম ব্যাটার
  মঈন আলি অলরাউন্ডার (ডানহাতি অফ স্পিন)
  ওয়ানিন্দু হাসারাংগা দে সিলভা অলরাউন্ডার (ডানহাতি লেগ স্পিন)
  অ্যাডাম জাম্পা বোলার (ডানহাতি লেগ স্পিন)
  জশ হ্যাজলউড বোলার (ডানহাতি ফাস্ট)
  ট্রেন্ট বোল্ট বোলার (বাঁহাতি ফাস্ট)
  আনরিখ নর্টখে বোলার (ডানহাতি ফাস্ট)
  শাহিন শাহ আফ্রিদি বোলার (বাঁহাতি ফাস্ট), দ্বাদশ খেলোয়াড়

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ganguly, Sawhney and Shah get countdown to ICC Men's T20 World Cup 2021 underway"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৩ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২০ 
  2. "Australia is next with two T20 World Cups coming in 2020"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৮ 
  3. "World T20 renamed as T20 World Cup"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৩ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮ 
  4. "World T20 to be called T20 World Cup from 2020 edition: ICC" (ইংরেজি ভাষায়)। ২৪ নভেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৮ 
  5. "T20 World Cup set to begin on October 17 in UAE; final on November 14"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  6. "ICC Men's T20 World Cup shifted to UAE, Oman"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২১ 
  7. "Brathwaite sixes take WI to thrilling title win"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ১৯ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৬ 
  8. "World Twenty20: West Indies beat England to claim second title"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। ২০১৬-০৪-০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-০৩ 
  9. "Australia and New Zealand to host World Twenty20 in 2020"abcnet.au (ইংরেজি ভাষায়)। ১০ ফেব্রুয়ারি ২০১৫। ২৫ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৫ 
  10. "IPL now has window in ICC Future Tours Programme"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ১২ ডিসেম্বর ২০১৭। ১৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৭ 
  11. "The road to the men's ICC World T20 Australia 2020 heads to Kuwait as regional qualification groups are confirmed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০১৮ 
  12. "Men's T20 World Cup postponement FAQs"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০ 
  13. "Men's 2020 T20 World Cup postponed because of coronavirus"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০২০। ২১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০ 
  14. "ICC postpones T20 World Cup due to Covid-19 pandemic"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ২১ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০ 
  15. "Venue for postponed 2020 ICC Men's T20 World Cup confirmed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১০ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ আগস্ট ২০২০ 
  16. http://bitwize.com.lb, Bitwize-। "Oman cricket ground cleared to hold Twenty20 World Cup matches"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  17. "ICC T20 World Cup 2021 to take place in UAE from October 17"স্পোর্টসটাইগার (ইংরেজি ভাষায়)। ২৮ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২১ 
  18. আচার্য, শয়ন। "T20 World Cup set to begin on October 17 in UAE; final on November 14"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ২৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২১ 
  19. "Marsh and Warner take Australia to T20 World Cup glory"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  20. "Champions! Marsh's finest hour leads Aussies to glory"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। ১৪ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 
  21. "ICC update following Chief Executives' meeting"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৫ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২০ 
  22. "Men's T20 World Cup and Women's 50-over World Cup plans ongoing - ICC"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০২০ 
  23. "T20 World Cup would be 'too big a risk' in 2020"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ২০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  24. "ICC statement on election of next Chair"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ মে ২০২০ 
  25. "ICC defers decision on 2020 T20 World Cup to June 10"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ২৯ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ মে ২০২০ 
  26. "ICC Board update"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২০ 
  27. "T20 World Cup 'unrealistic' and 'unlikely' this year - Cricket Australia chairman"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ১৬ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০ 
  28. ম্যাকমিলান, জেড (১৭ জুন ২০২০)। "Australian borders likely to stay closed until next year, Tourism Minister says"abc.net.au (ইংরেজি ভাষায়)। অস্ট্রেলীয় সম্প্রচার কর্পোরেশন। ১৭ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০ 
  29. "ICC Men's T20 World Cup in Australia postponed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২০ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২০ 
  30. "World Cup call paves the way for summer like no other"ক্রিকেট অস্ট্রেলিয়া (ইংরেজি ভাষায়)। ২৪ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২০ 
  31. "Men's T20WC 2021 in India, 2022 in Australia; Women's CWC postponed" (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ৭ আগস্ট ২০২০। ২০ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০২০ 
  32. "Sri Lanka, UAE among back-up venues for 2021 T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০২০ 
  33. "ICC CEO Geoff Allardice: 'Back-up plans' in place if India cannot host T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ এপ্রিল ২০২১ 
  34. "T20 World Cup could be moved to United Arab Emirates, says BCCI"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। ২৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০২১ 
  35. "BCCI mulls moving T20 World Cup to UAE in 'worst case scenario'"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ৩০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২১ 
  36. "Oman in the fray to co-host T20 World Cup"ক্রিকবাজ (ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২১ 
  37. "ICC gives BCCI June 28 deadline for T20 World Cup decision"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২১ 
  38. "ICC announces expansion of global events"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জুন ২০২১ 
  39. র‍্যাডলি, পল (২৯ জুন ২০২১)। "T20 World Cup will move to UAE and Oman, confirms ICC"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ৩ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২১ 
  40. "Oman faced losing cricket World Cup due to Cyclone Shaheen" (ইংরেজি ভাষায়)। আল জাজিরা। ৬ অক্টোবর ২০২১। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১ 
  41. "Direct qualifiers for ICC Men's T20 World Cup 2020 confirmed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  42. "Afghanistan earn direct qualification in 2020 T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। জানুয়ারি ২০১৯। ১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০১৯ 
  43. "Vanua, Bau dig PNG out of 19 for 6 hole to seal T20 World Cup qualification"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  44. "PNG make history, secure qualification for Men's T20 World Cup 2020"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  45. "Ireland qualify for T20 World Cup after Jersey shock Oman"RTE (ইংরেজি ভাষায়)। ২০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ অক্টোবর ২০১৯ 
  46. "UAE beaten by Netherlands as T20 World Cup hopes hang in the balance"দ্য ন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯ 
  47. "Smit, spinners carry Namibia to historic first T20 World Cup"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৯ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৯ 
  48. "T20 World Cup Qualifier: Scotland beat UAE to qualify for finals"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  49. "Oman come from behind against Hong Kong to claim T20 World Cup spot"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৯ 
  50. "'Afghanistan Will Play in ICC Men's T20 World Cup 2021'"www.news18.com (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  51. Aug 16, ANI /; 2021; Ist, 15:31। "Afghanistan will play T20 World Cup, preparations are on: Media manager | Cricket News - Times of India"দ্য টাইমস অব ইন্ডিয়া (ইংরেজি ভাষায়)। ২০২১-০৮-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  52. "Andy Flower named Afghanistan consultant for T20 World Cup"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১ 
  53. "20-strong contingent of match officials announced for ICC Men's T20 World Cup 2021"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ৭ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০২১ 
  54. "ICC T20 World Cup 2021 Match Official Appointments" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ অক্টোবর ২০২১ 
  55. "T20 World Cup: Full squad list for tournament in UAE and Oman"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০২১ 
  56. "Limit on squads at ICC events increased to 30 in response to Covid-19"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ 
  57. "New Zealand name T20WC squad within 32-man group for Asian expedition"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৯ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ আগস্ট ২০২১ 
  58. "Men's T20 World Cup 2021 - what the squads look like"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  59. "T20 World Cup group stages preview: A team-by-team breakdown"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৭ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২১ 
  60. "ICC Men's T20 World Cup groups announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 
  61. "T20 World Cup 2021: India and Pakistan to face off in Super 12s"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ১৬ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুলাই ২০২১ 
  62. "ICC Men's T20 World Cup 2021 fixtures revealed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১৭ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০২১ 
  63. "BCCI proposes nine venues for men's T20 World Cup to ICC"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ২০ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ এপ্রিল ২০২১ 
  64. "BCCI picks nine venues for ICC T20 World Cup 2021 to be held in India: Reports"হিন্দুস্তান টাইমস (ইংরেজি ভাষায়)। ১৭ এপ্রিল ২০২১। ১৭ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২১ 
  65. "Delhi to host 2 Pakistan ties, Ahmedabad final of T20 World Cup"নিউজ১৮ (ইংরেজি ভাষায়)। ১৮ এপ্রিল ২০২১। ১৮ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২১ 
  66. "ICC T20 World Cup 2021 to take place in UAE from October 17"স্পোর্টসটাইগার (ইংরেজি ভাষায়)। ২৮ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২১ 
  67. "ICC T20 World Cup to be played in UAE and Oman from October 17: report"www.geo.tv (ইংরেজি ভাষায়)। ২৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২১ 
  68. http://bitwize.com.lb, Bitwize-। "T20 World Cup to kick off on October 17 in UAE, final on November 14: Report"টাইমস অব ওমান (ইংরেজি ভাষায়)। ২৭ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০২১ 
  69. "T20 World Cup to take place in UAE and Oman, confirms ICC"স্পোর্টসটাইগার (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২১ 
  70. "ICC Men's T20 World Cup shifted to UAE, Oman"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ২৯ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২১ 
  71. "'Broadcast-ready' Tolerance Oval part of Abu Dhabi Cricket expansion"ইএসপিএনক্রিকইনফো (ইংরেজি ভাষায়)। ৫ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০২১ 
  72. "T20 world cup venue guide Dubai International Stadium"t20worldcup.com (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  73. "Sharjah Cricket Stadium"www.t20worldcup.com (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 
  74. "T20 world cup venue guide Sheikh Zayed Cricket Stadium"t20worldcup.com (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০২১ 
  75. "Oman Cricket Academy Ground"www.t20worldcup.com (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০২১ 
  76. "ICC Men's T20 World Cup 2021: Warm-up fixtures revealed"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। ১২ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ অক্টোবর ২০২১ 
  77. "Curtis Campher takes four wickets in four balls vs Netherlands in T20 World Cup"স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। ১৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১ 
  78. "Ireland pacer Curtis Campher becomes third bowler to take four wickets in four balls in T20Is"এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০২১ 
  79. "T20 World Cup: Wanindu Hasaranga becomes fourth Sri Lankan to pick up a T20I hat-trick"ফ্রি প্রেস জার্নাল (ইংরেজি ভাষায়)। ৩০ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০২১ 
  80. "T20 World Cup - England v Sri Lanka: Jos Buttler seals first international T20 century with six"ব্রিটিশ সম্প্রচার কর্পোরেশন স্পোর্ট (ইংরেজি ভাষায়)। ১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২১ 
  81. "Zampa takes five wickets as Australia bowl out Bangladesh for 73"ইয়াহু! নিউজ (ইংরেজি ভাষায়)। ৪ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২১ 
  82. "Kagiso Rabada becomes first SA bowler to take hat-trick in T20Is; leads Proteas to win over England"টাইমস নাও নিউজ (ইংরেজি ভাষায়)। ৬ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২১ 
  83. "Mujeeb ur Rahman records five-wicket haul on World Cup debut"স্পোর্টস্টার (ইংরেজি ভাষায়)। ২৫ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২১ 
  84. "Prize money for T20 World Cup winners announced"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২১ 
  85. "The Upstox Most Valuable Team of the Tournament"আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

সম্পাদনা