শিমরন হেটমায়ার
শিমরন হেটমায়ার (জন্ম ২৬ ডিসেম্বর ১৯৯৬) একজন গায়ানাীয় ক্রিকেটার যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেন।[১] তিনি ওয়েস্ট ইন্ডিজের ২০১৪ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ দলের সদস্য ছিলেন।ডিসেম্বর ২০১৫ সালে ঘোষণা করা হয় যে তিনি ২০১৬ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াডের অধিনায়ক হবেন।[২]
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | শিমরন ওডিলন হেটমায়ার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কাম্বারল্যান্ড, গায়ানা | ২৬ ডিসেম্বর ১৯৯৬|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | টপ অর্ডার ব্যাটার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ 310) | ২১ এপ্রিল ২০১৭ বনাম পাকিস্তান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ১২ জুলাই ২০১৮ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৮৩) | ২০ ডিসেম্বর ২০১৭ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২৫ জুলাই ২০১৮ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই শার্ট নং | ২ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৬৯) | ১ জানুয়ারি ২০১৮ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ৩ জানুয়ারি ২০১৮ বনাম নিউজিল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৬–বর্তমান | গায়ানা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৮–বর্তমান | গায়ানা আমাজন ওয়ারিয়র্স | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৯ | রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০২০–২০২১ | দিল্লি ক্যাপিটালস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০২২-বর্তমান | রাজস্থান রয়্যালস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএন ক্রিকইনফু, 25 July 2018 |
ঘরোয়া ক্যারিয়ার
সম্পাদনা২০১৬ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগতে হেটমায়ারের টুয়েন্টি২০ অভিষেক হয়।তিনি গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেন। ২০১৭ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও তিনি একই দলের হয়ে খেলেন।[৩]
আন্তর্জাতিক ক্যারিয়ার
সম্পাদনাতিনি অনূর্ধ্ব ১৯ পর্যায়ে দুইটি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করেন।২০১৬ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ তার নেতৃত্বেই জয় করে।সেই আসরে তিনি দুইবার ৫০+ রান করেন।[৪]
২১ এপ্রিল ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়।[৫] ২০ ডিসেম্বর ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার একদিনের আন্তর্জাতিক অভিষেক হয়।[৬] তার ১ জানুয়ারি ২০১৮ সালে টুয়েন্টি২০ আন্তর্জাতিক অভিষেকও নিউজিল্যান্ড এর বিপক্ষে হয়।[৭]
৬ মার্চ ২০১৮ সালে, ২০১৮ আইসিসি বিশ্বকাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তার প্রথম একদিনের আন্তর্জাতিক খেলায় সেঞ্চুরি করেন।[৮] ২৫ জুলাই ২০১৮ তারিখে বাংলাদেশের বিপক্ষে তার দ্বিতীয় শতকটি করেন।[৯]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Shimron Hetmyer"। Cricinfo।
- ↑ "Hetmyer to lead West Indies at Under-19 World Cup"।
- ↑ http://www.cplt20.com/_during_draft_2017
- ↑ "Cricket Records - Records - ICC Under-19 World Cup, 2015/16 - West Indies Under-19s - - Batting and bowling averages - ESPNcricinfo"।
- ↑ "1st Test, Pakistan tour of West Indies at Kingston, Apr 21-25 2017 - Match Summary - ESPNCricinfo"। ESPNcricinfo।
- ↑ "1st ODI, West Indies tour of New Zealand at Whangarei, Dec 20 2017 - Match Summary - ESPNCricinfo"। ESPNcricinfo।
- ↑ "2nd T20I (N), West Indies tour of New Zealand at Mount Maunganui, Jan 1 2018 - Match Summary - ESPNCricinfo"। ESPNcricinfo।
- ↑ "Hetmyer hits maiden ODI hundred"।
- ↑ "Shimron Hetmyer ton sets up Windies win in last-over thriller"।