ওমান ক্রিকেট বোর্ড

ওমান ক্রিকেট বোর্ড, প্রচলিত ব্যবসায়িক অর্থে ওমান ক্রিকেট হিসাবে পরিচিত ওমান ক্রিকেট এর প্রশাসনিক কাঠামোর মূল। এর প্রধান কার্যালয় ওমানের রৌই অঞ্চলে অবস্থিত। ওমান ক্রিকেট বোর্ড হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)'র ওমান প্রতিনিধি। যারা ২০০০ সন থেকে অধিভুক্ত সদস্য পদ ও জুলাই ২০‌১৪ থেকে সহযোগী সদস্য পদ বহন করে আসছে। ওমান ক্রিকেট এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)'রও সদস্য।

ওমান ক্রিকেট বোর্ড
ক্রীড়াক্রিকেট
কার্যক্ষেত্রজাতীয়
অধিভুক্তআন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)
অধিভুক্তের তারিখজুন, ২০১৪
আঞ্চলিক অধিভুক্তিএশিয়া
চেয়ারম্যানকনক খিমজি
মুখ্য নির্বাহীইকবাল আরিওয়ালা
পুরুষদের প্রশিক্ষকমাজহার খান
মহিলাদের প্রশিক্ষকনীলেশ পারমার
অন্যান্য প্রধান কর্মকর্তাদোলীপ মেন্ডিস
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
www.omancricket.org
ওমান

ইতিহাস

সম্পাদনা

ওমান ক্রিকেটের প্রতিষ্ঠা হয় ১৯৭৯ সালে বোর্ডের প্রেসিডেন্ট কানাক্সী জি. খিমজি ও অন্যান্য প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে।[] সংস্থাটির প্রথম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন প্রয়াত শেখ সাঈদ আব্বাস বিন ফাইসাল। বর্তমানে ওমান ক্রিকেট আইসিসির ৩৮তম সহযোগী সদস্য দেশ এবং টুয়েন্টি২০তে রয়েছে আন্তর্জাতিক মর্যাদা। [] বর্তমান প্রধান পৃষ্ঠপোষক হিসাবে রয়েছেন শেখ সাঈদ হাইতাম বিন তারিক আল সাঈদ।[]

ওমান ২০০০ সালে আইসিসির অধিভুক্ত সদস্য ও এসিসি'র সহযোগী সদস্য পদ লাভ করে। তাদের প্রথম আন্তর্জাতিক খেলার অভিষেক হয় ২০০২ এসিসি ট্রফিতে। বোর্ডের আওতাধীন রয়েছে পুরুষ জাতীয় দল, মহিলা জাতীয় দল, অনূর্ধ্ব ১৯, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব ১৬ দল। [] ওমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান কানক খিমজিকে ওমান ক্রিকেটের উন্নয়নে তার লাইফটাইম সার্ভিসের জন্য আইসিসি পুরস্কার প্রদান করা হয় ২০১১ সালে। ওমানের ক্রিকেটের অভুতপূর্ব উন্নয়নের জন্য আইসিসি কর্তৃক স্বীকৃত ও প্রশংসিত হন।[] এছাড়া ওমান মহিলা দলের সাফল্যও বেড়ে চলছে। []

আগস্ট ২০১৬-এ ওমানকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এ নন-টেস্ট খেলুড়ে পূর্ণ সদস্য পদে উন্নীত করা হয়। [] বিশ্বক্রিকেট লীগ বিভাগ ২ এ খেলে পরপর ৩টি জয়ের ধারাবাহিকতার কারণে ২৪ জুন ২০১৯ তারিখে ওমানকে ওডিআই মর্যাদা প্রদান করা হয়। []

পরিচালনা কমিটি

সম্পাদনা

সংস্থাটি পরিচালনার জন্য রয়েছে এর উপযোগী বিভিন্ন কমিটি। []

নির্বাচক কমিটি
ক্রম নাম পদবী
সৈয়দ আনোয়ার আহসান চেয়ারম্যান
মধুর সিংহ জাসরানী সদস্য
অজিত ডি'কস্টা সদস্য
রাহুল আশের সদস্য

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Our History"Oman Cricket (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪ 
  2. "Oman Women's cricket team end UK Tour with huge win"Times of Oman (English ভাষায়)। ২০১৯-০৫-২৭। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪ 
  3. "USA, Oman bag ODI status"Cricbuzz (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪ 
  4. "Committees 2018/19"Oman Cricket (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৪ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বাহিরের সংযোগ

সম্পাদনা