৪৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
৪৬তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য প্রদত্ত ৪৬তম আয়োজন; যা ২০২১ সালে বাংলাদেশের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহের জন্য দেওয়া হয়। ১৯৭৫ সাল থেকে প্রতি বছর এটি দেয়া হচ্ছে। সরকার কর্তৃক নিযুক্ত একটি জাতীয় প্যানেল বিজয়ীদের নির্বাচন করে থাকে।[১] ২০২৩ সালের ৬ জনুয়ারি বিজয়ীদের নাম ঘোষণা ও ৯ মার্চ পুরস্কার প্রদান করা হয়।[২]
৪৬তম বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার | ||||
---|---|---|---|---|
পুরস্কার দেওয়া হয় | ২০২১ সালে বাংলাদেশের সেরা সিনেমা | |||
পুরস্কার প্রদান করে | বাংলাদেশের রাষ্ট্রপতি | |||
আয়োজক | তথ্য মন্ত্রণালয় | |||
ঘোষণা | ৬ জানুয়ারী ২০২৩ | |||
প্রদান | ৯ মার্চ ২০২৩ | |||
আলোকপাত | ||||
আজীবন সম্মাননা | ||||
শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র | ||||
শ্রেষ্ঠ অভিনেতা | সিয়াম আহমেদ এবং মীর সাব্বির | |||
শ্রেষ্ঠ অভিনেত্রী | আজমেরী হক বাঁধন এবং তাসনোভা তামান্না | |||
সর্বাধিক পুরস্কার | নোনা জলের কাব্য (৭) | |||
|
বিজয়ীদের তালিকা
সম্পাদনাআজীবন সম্মাননা
সম্পাদনাবিভাগ | বিজয়ী |
---|---|
আজীবন সম্মাননা | ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন সাব্বির-সিয়াম-বাঁধন-তামান্না"। সমকাল। ২০২৩-০৪-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৩-০১-৩১।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী"। ঢাকা ট্রিবিউন। ২০২৩-০৩-০৯। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৬।