তাসনোভা তামান্না একজন বাংলাদেশী অভিনেত্রী। ঢাকায় জন্ম ও বেড়ে ওঠা তামান্না দেশে-বিদেশে সমাদৃত লাইভ ফ্রম ঢাকা (২০১৯) ও নোনা জলের কাব্য (২০২১) চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি অর্জন করেন। তিনি প্রথম কাজের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন এবং দ্বিতীয় কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।[১]

তাসনোভা তামান্না
জন্ম
পেশাঅভিনেত্রী
পুরস্কারবাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০২৩)

কর্মজীবন সম্পাদনা

তামান্না ২০০৯ সালের শেষদিকে ইসরার আহমেদের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর আরও কিছু স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেন। ২০১২ সালে তিনি রাসেল আহমেদের নৃ চলচ্চিত্রের সাথে জড়িত হন। এটি তার অভিনীত প্রথম চলচ্চিত্র, কিন্তু ২০১৭ সালে পরিচালকের মৃত্যু হলে কাজটি বন্ধ হয়ে যায়।[২]

তামান্না অভিনীত প্রথম চলচ্চিত্র আব্দুল্লাহ মোহাম্মদ সাদের লাইভ ফ্রম ঢাকা। ২০১৬ সাল থেকে এটি বিভিন্ন দেশের খ্যাতনামা চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ও পুরস্কৃত হয়।[৩] ২০১৯ সালে এটি বাংলাদেশের মাত্র একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৪] এই কাজের জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কার অর্জন করেন।[৫] তার পরবর্তী চলচ্চিত্র রেজওয়ান শাহরিয়ার সুমিতের নোনা জলের কাব্য (২০২১)। জেলেদের সামাজিক রীতিনীতি ও সংস্কার নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন[৬] এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো সমালোচক পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৭]

২০২৩ সালে জানুয়ারি মাসে আলী যাকের নতুনের উৎসব ২০২৩-এ বাকার বকুলের নির্দেশনায় আদম সুরত-এ অভিনয়ের মধ্য দিয়ে তার মঞ্চনাটকে অভিষেক ঘটে।[২][৮]

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

বছর পুরস্কার বিভাগ মনোনীত কর্ম ফলাফল সূত্র.
৩০ ডিসেম্বর ২০২১ মেরিল-প্রথম আলো পুরস্কার শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী (সমালোচক) লাইভ ফ্রম ঢাকা বিজয়ী [৫]
২৭ মে ২০২২ নোনা জলের কাব্য মনোনীত [৭]
৯ মার্চ ২০২৩ জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী নোনা জলের কাব্য বিজয়ী [৯]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন সাব্বির-সিয়াম-বাঁধন-তামান্না"দৈনিক সমকাল। ২৯ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  2. হোসেন, মকফুল (৪ ফেব্রুয়ারি ২০২৩)। "ইন্ডাস্ট্রিতে টিকে থাকা সহজ নয়"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  3. "অতঃপর দেশের প্রেক্ষাগৃহে আসছে 'লাইভ ফ্রম ঢাকা'"চ্যানেল আই অনলাইন। ২২ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  4. "প্রেক্ষাগৃহে 'লাইভ ফ্রম ঢাকা'"দৈনিক প্রথম আলো। ২৪ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  5. "Winners of Meril Prothom Alo Awards 2019 announced"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ৩১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  6. "গুণী শিল্পীদের হাতে চলচ্চিত্র পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী"দৈনিক কালের কণ্ঠ। মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  7. ওয়াজেদ, মইনুল (২৪ মে ২০২২)। "'মনোনয়ন পাওয়াটাই অনেক বড় অর্জন'"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  8. জয়া, শারমিন (৩ ফেব্রুয়ারি ২০২৩)। "Becoming Tuni"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 
  9. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ প্রদান করলেন প্রধানমন্ত্রী"দৈনিক নয়া দিগন্ত। ৯ মার্চ ২০২৩। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২৩ 

বহিঃসংযোগ সম্পাদনা