শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (বাংলাদেশ)
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্রের জন্য সর্বাপেক্ষা সম্মানীয় পুরস্কার, যা জাতীয় চলচ্চিত্র পুরস্কারের অংশ হিসাবে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসমূহকে ১৯৮২ সাল থেকে দেওয়া হচ্ছে। প্রথমবারের মত ১৯৮২ সালে এই পুরস্কার লাভ করে ম. হামিদ প্রযোজিত ল্যাথারিজম।
জাতীয় চলচ্চিত্র শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার | |
---|---|
বিবরণ | চলচ্চিত্রশিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের জন্য |
অবস্থান | ঢাকা |
দেশ | বাংলাদেশ |
পুরস্কারদাতা | বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী |
প্রথম পুরস্কৃত | ১৯৮২ |
সর্বশেষ পুরস্কৃত | ২০১৮ |
বর্তমানে আধৃত | গল্প সংক্ষেপ |
ওয়েবসাইট | অফিসিয়াল ওয়েবসাইট |
বিজয়ী চলচ্চিত্র
সম্পাদনা১৯৮০-এর দশক
সম্পাদনাবছর | চলচ্চিত্র | প্রযোজক | মন্তব্য |
---|---|---|---|
১৯৮২ | ল্যাথারিজম | ম. হামিদ (বাংলাদেশ টেলিভিশন) | [১] |
১৯৮৩ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৪ | আগামী | মোরশেদুল ইসলাম | |
১৯৮৫ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৬ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৭ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৮৮ | আবর্তন | ||
১৯৮৯ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি |
১৯৯০-এর দশক
সম্পাদনাবছর | চলচ্চিত্র | প্রযোজক | মন্তব্য |
---|---|---|---|
১৯৯০ | আমরা তোমাদের ভুলব না | [১] | |
১৯৯১ | গোধূলী | পি এ কাজল | |
১৯৯২ | ধূসর যাত্রা | ||
১৯৯৩ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৪ | ঠিকানা | রেজানুর রহমান | |
১৯৯৫ | মুক্তির গান | তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ | |
১৯৯৬ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৭ | জীবন ও অভিনয় | ||
১৯৯৮ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
১৯৯৯ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি |
২০০০-এর দশক
সম্পাদনা২০০০-এর দশকে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য কোন পুরস্কার দেওয়া হয়নি।
২০১০-এর দশক
সম্পাদনাবছর | চলচ্চিত্র | প্রযোজক | মন্তব্য |
---|---|---|---|
২০১০ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
২০১১ | আলবদর লোকনায়ক কাঙাল হরিনাথ |
ফাখরুল আরেফিন খান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর |
[২] |
২০১২ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
২০১৩ | শুনতে কি পাও! | কামার আহমেদ সাইমন | [৩] |
২০১৪ | গাড়িওয়ালা | আশরাফ শিশির | [৪] |
২০১৫ | একাত্তরের গণহত্যা বধ্যভূমি |
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর | [৫] |
২০১৬ | ঘ্রাণ | এস এম কামরুল আহসান | [৬] |
২০১৭ | শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য পুরস্কার দেওয়া হয়নি | ||
২০১৮ | গল্প সংক্ষেপ | বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইন্সটিটিউট | [৭] |
২০১৯ | নারী জীবন | [৮] | |
২০২০ | আড়ং | জান্নাতুল ফেরদৌস নীলা | [৯] |
২০২০-এর দশক
সম্পাদনাবছর | চলচ্চিত্র | প্রযোজক | মন্তব্য |
---|---|---|---|
২০২০ | আড়ং | জান্নাতুল ফেরদৌস নীলা | [৯] |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। ২৩ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "Guerrilla bags 10 National Film Awards"। বিডিনিউজ। ১৭ মার্চ ২০১৩। ২ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৩"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৪"। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ ঘোষণা: 'বাপজানের বায়োস্কোপ'-এর জয়জয়কার"। বাংলা ট্রিবিউন। ঢাকা, বাংলাদেশ। ১৮ মে ২০১৭। ১৩ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৭।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। বাংলাদেশ সরকার। ৪ এপ্রিল ২০১৮। ৫ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ এপ্রিল ২০১৮।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৭ ও ২০১৮"। তথ্য অধিদফতর। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯।
- ↑ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯" (পিডিএফ)। তথ্য মন্ত্রণালয়। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০২০।
- ↑ ক খ "জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ ঘোষণা করেছে সরকার"। বাংলাদেশ সংবাদ সংস্থা। ২০২২-০২-১৫। ২০২২-০২-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৩-১২।