১৯৯৪ সালের বাংলাদেশী চলচ্চিত্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
১৯৯৪ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রের তালিকা।
মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র সমূহ
সম্পাদনামুক্তির তারিখ |
চলচ্চিত্র | পরিচালক | অভিনয়ে | ধরন | টীকা | তথ্য সূত্র | |
---|---|---|---|---|---|---|---|
মে | ২২ | তুমি আমার | জহিরুল হক | সালমান শাহ, শাবনূর, প্রবীর মিত্র, ডন | রোমান্স | [১] | |
জুন | ১০ | অন্তরে অন্তরে | শিবলি সাদিক | সালমান শাহ, মৌসুমী, আনোয়ারা, রাজিব, নাসির খান | রোমান্স | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | [২] |
আগস্ট | ১২ | সুজন সখী | শাহ আলম কিরণ | সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ, সাদেক বাচ্চু, আনোয়ারা | রোমান্স | ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত সুজন সখী চলচ্চিত্রের পুনঃনির্মাণ | |
সেপ্টেম্বর | ৯ | বিক্ষোভ | মহম্মদ হান্নান | সালমান শাহ, শাবনূর, বুলবুল আহমেদ, ডলি জহুর, শর্মিলী আহমেদ | সামাজিক, অ্যাকশন | ||
১৬ | স্নেহ | গাজী মাজহারুল আনোয়ার | সালমান শাহ, মৌসুমী, শাবানা, আলমগীর | সামাজিক, রোমান্স | [৩] | ||
ডিসেম্বর | ১৬ | আগুনের পরশমণি | হুমায়ূন আহমেদ | বিপাশা হায়াত, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, ডলি জহুর, দিলারা জামান | যুদ্ধ, ইতিহাস | বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক চলচ্চিত্র শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে |
[৪] |
২৩ | প্রেম যুদ্ধ | জীবন রহমান | সালমান শাহ, লিমা, প্রবীর মিত্র, শর্মিলী আহমেদ | রোমান্স, অ্যাকশন | |||
দেশপ্রেমিক | কাজী হায়াৎ | আলমগীর, চম্পা, মান্না, ডলি জহুর | সামাজিক | শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৪টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
কমান্ডার | শহীদুল ইসলাম খোকন | সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, সুবর্ণা মুস্তাফা, গোলাম মুস্তাফা | যুদ্ধ, অ্যাকশন | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
আজকের প্রতিবাদ | অমল বোস | অ্যাকশন | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | ||||
হৃদয় থেকে হৃদয় | শাহাদাত খান | আমিন খান, রূপা, লতা | সামাজিক, রোমান্স | ৩টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
ঘৃণা | মালেক আফসারী | রুবেল, চম্পা, হুমায়ুন ফরীদি | অ্যাকশন | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||
ঘরের শত্রু | সোহেল রানা | সোহেল রানা, শাবানা | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | ||||
ঘাতক | শাবানা, আলমগীর | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | |||||
ডিস্কো ড্যান্সার | মনতাজুর রহমান আকবর | মান্না | অ্যাকশন | ||||
চাকা | মোরশেদুল ইসলাম | গোলাম রেজা বাবু, আশীষ খন্দকার, আমিরুল হক চৌধুরী, আবুল খায়ের, দিলারা জামান | সামাজিক | সেলিম আল দীন রচিত গল্প অবলম্বনে নির্মিত জার্মানির মেইনহেম-হেইডেলবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ প্রদর্শিত হয় ও ইন্টারফিল্ম পুরস্কার অর্জন করে |
|||
ঠিকানা | রেজানুর রহমান | স্বল্পদৈর্ঘ্য | ১টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে | ||||
জননী | নওয়াজিস আলী খান | স্বল্পদৈর্ঘ্য |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Salman Shah's 16 death anniversary"। দ্য ডেইলি স্টার। ৭ সেপ্টেম্বর ২০১২। ৪ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Memories of the star Salman Shah's death anniversary"। দ্য ডেইলি স্টার। ৬ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৬।
- ↑ "Rtv to air Salman Shah's films"। দ্য ডেইলি স্টার। ৬ সেপ্টেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৬।
- ↑ "চলচ্চিত্রে হুমায়ূন, হুমায়ূনের চলচ্চিত্র"। দেশে বিদেশে। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৬।