ডিস্কো ড্যান্সার (১৯৯৪-এর বাংলাদেশী চলচ্চিত্র)

১৯৯৪ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্ট্য চলচ্চিত্র

ডিস্কো ড্যান্সার ১৯৯৪ সালের বাংলাদেশী প্রণয়ধর্মী নাট্ট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর[১][২][৩][৪] শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন মান্না, চম্পা, রাজীব, সঙ্গীতা, খালেদা আক্তার কল্পনা সহ আরও অনেকে।[১][২][৩][৫][৬] চলচ্চিত্রটি ১৯৯৪ বাংলাদেশে মুক্তি পায়। মুক্তির পর ছবিটি ব্যাবসায়িক সফল হয়।[৪][৭][৮][৯]

ডিস্কো ড্যান্সার
ডিক্সো ড্যানসার চলচ্চিত্রের পোস্টার
পরিচালকমনতাজুর রহমান আকবর
প্রযোজকএ. কে. এম. জাহাঙ্গীর খান
চিত্রনাট্যকারমনতাজুর রহমান আকবর
কাহিনিকারজয়নাল আবেদীন
শ্রেষ্ঠাংশে
সুরকারশেখ সাদী খান
চিত্রগ্রাহকসিরাজুল ইসলাম
সম্পাদকআমজাদ হোসেন
পরিবেশকআলমগীর পিকচার্স লিমিটেড
মুক্তি১৪ ফেব্রুয়ারি, ১৯৯৪
স্থিতিকাল২ ঘণ্টা ৪০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কাহিনি সংক্ষেপ সম্পাদনা

টাংগাইলের ক্রান্তি ভালবাসে তার প্রেমিকাকে।ওদিকে প্রেমিকার মা বাবা চান না ক্রান্তির সাথে বিয়ে হোক তার মেয়ের।

অভিনয়ে সম্পাদনা

সঙ্গীত সম্পাদনা

ডিস্কো ড্যান্সার চলচ্চিত্রের গান সুর ও সঙ্গীতায়োজন করেছেন শেখ সাদী খান

নির্মাণ সম্পাদনা

প্রথমে এই চলচ্চিত্রের প্রধান ভূমিকায় ইলিয়াস কাঞ্চন এর অভিনয়ের কথা ছিল। কিন্তু পরবর্তীতে মান্না চূড়ান্ত হয়।[১০]

এফডিসিতে এই চলচ্চিত্রের শুটিং চলাকালে চলচ্চিত্রটির প্রধান অভিনেত্রী চম্পা বখাটে দারা হেনস্তার শিকার হয়, পরবর্তীতে মান্নার পরামর্শ মোতাবেক রমনা থানা অভিমুখে রওয়ানা দিলে বখাটেও পিছু নেয়, বখাটের পিছনে আবার মান্না পিছু নেয় এরপর মান্না বখাটেকে ধরে রমনা থানায় সোপর্দ করে [১০]

একটি দৃশ্যে ছবির খলনায়ক নায়িকাকে ধরে মাটি থেকে প্রায় দুই হাজার ফুট উঁচুতে তার দিয়ে ঝুলিয়ে রাখেন, দুই পাহাড়ের মধ্যে। নায়ক এক পাহাড় থেকে তার বেয়ে বেয়ে নায়িকাকে উদ্ধার করবে। এমন দুদর্ষ দৃশ্য স্টান্টম্যোন ছাড়াই ছবির নায়ক মান্না দৃশ্যের অভিনয় করে।[১১]

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. ডেস্ক, বিনোদন। "মান্নার অবর্তমানে এক হাত পড়ে গেছে: কাজী হায়াৎ"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  2. "মান্না সপ্তাহ শুরু"RTV Online (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  3. "টাঙ্গাইলের আসলাম যেভাবে মান্না হলেন"www.bd24live.com। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  4. "দৈনিক জনকন্ঠ || চিত্রনায়ক মান্নার নবম মৃত্যুবার্ষিকী কাল"দৈনিক জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  5. "মান্নাবিহীন এক যুগ"Dhakatimes News। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  6. "হাল ধরেন যে নায়িকারা"www.dainikamadershomoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  7. "শুভ জন্মদিন মহানায়ক মান্না"। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  8. "চিত্র নায়ক মান্নাকে হারানোর একযুগ পূর্তি"www.amadershomoy.com। ১৮ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  9. "মান্না স্মরণে শিল্পী সমিতির দোয়া মাহফিল"RisingBD Online Bangla News Portal (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  10. "ইচ্ছে আর পূরণ হলো না-Prothom Alo | Most popular bangla daily newspaper"archive.prothom-alo.com। ১৭ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 
  11. "'মান্না একজনই হয়'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২০ 

বহিঃসংযোগ সম্পাদনা