সাইপ্রাস জাতীয় ফুটবল দল
সাইপ্রাস জাতীয় ফুটবল দল (গ্রিক: Εθνική ομάδα ποδοσφαίρου της Κύπρου, ইংরেজি: Cyprus national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সাইপ্রাসের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সাইপ্রাসের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাইপ্রাস ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি ১৯৪৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৬২ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্য হিসেবে রয়েছে। ১৯৪৯ সালের ৩০শে জুলাই তারিখে, সাইপ্রাস প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; ইসরায়েলের তেল আবিবে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সাইপ্রাস ইসরায়েলের কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।
![]() | |||
ডাকনাম | সাদা-নীল | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | সাইপ্রাস ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | উয়েফা (ইউরোপ) | ||
প্রধান কোচ | ইয়োহান ওয়ালেম | ||
অধিনায়ক | গিওর্গস মের্কিস | ||
সর্বাধিক ম্যাচ | ইয়োনাস ওক্কাস (১০৬) | ||
শীর্ষ গোলদাতা | মিখালিস কোন্সতান্তিনু (৩২) | ||
মাঠ | জিএসপি স্টেডিয়াম | ||
ফিফা কোড | CYP | ||
ওয়েবসাইট | www | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ১০৫ ![]() | ||
সর্বোচ্চ | ৪৩ (সেপ্টেম্বর ২০১০) | ||
সর্বনিম্ন | ১৪২ (জুন ২০১৪) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ১২১ ![]() | ||
সর্বোচ্চ | ৬৯ (মার্চ ২০০০) | ||
সর্বনিম্ন | ১৪১ (মার্চ ১৯৯২) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (তেল আবিব, ইসরায়েল; ৩০ জুলাই ১৯৪৯) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (লিমাসোল, সাইপ্রাস; ১৫ নভেম্বর ২০০০) ![]() ![]() (নিকোসিয়া, সাইপ্রাস; ১৬ নভেম্বর ২০১৪) ![]() ![]() (নিকোসিয়া, সাইপ্রাস; ২১ মার্চ ২০১৯) | |||
বৃহত্তম পরাজয় | |||
![]() ![]() (এসেন, পশ্চিম জার্মানি; ২১ মে ১৯৬৯) |
২৩,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট জিএসপি স্টেডিয়ামে সাদা-নীল নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায় অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়োহান ওয়ালেম এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন এপিওইএলের রক্ষণভাগের খেলোয়াড় গিওর্গস মের্কিস।
সাইপ্রাস এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। অন্যদিকে, উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপেও সাইপ্রাস এপর্যন্ত একবারও অংশগ্রহণ করতে সক্ষম হয়নি।
ইয়োনাস ওক্কাস, কোন্সতান্তিনোস চারালাম্পিদিস, মিখালিস কোন্সতান্তিনু, পিয়েরোস সোতিরিউ এবং স্তাথিস আলোনেফতিসের মতো খেলোয়াড়গণ সাইপ্রাসের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।
র্যাঙ্কিংসম্পাদনা
ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে, ২০১০ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে সাইপ্রাস তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৪৩তম) অর্জন করে এবং ২০১৪ সালের জুন মাসে প্রকাশিত র্যাঙ্কিংয়ে তারা ১৪২তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সাইপ্রাসের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৬৯তম (যা তারা ২০০০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৪১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:
- ফিফা বিশ্ব র্যাঙ্কিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১০৩ | ২ | ত্রিনিদাদ ও টোবাগো | ১২০৩.৭৮ |
১০৪ | ১ | কেনিয়া | ১২০২.২৬ |
১০৫ | সাইপ্রাস | ১১৮৬.০৯ | |
১০৬ | ২ | ভারত | ১১৭৪.০৪ |
১০৭ | ২ | কসোভো | ১১৭৩.৯ |
- বিশ্ব ফুটবল এলো রেটিং
অবস্থান | পরিবর্তন | দল | পয়েন্ট |
---|---|---|---|
১১৯ | ১৩ | লেবানন | ১৩৩৭ |
১১৯ | ১১ | সুরিনাম | ১৩৩৭ |
১২১ | ৭ | সাইপ্রাস | ১৩৩৫ |
১২২ | ১৪ | মৌরিতানিয়া | ১৩৩৩ |
১২৩ | ১ | কাজাখস্তান | ১৩৩১ |
১২৩ | ৫ | ইথিওপিয়া | ১৩৩১ |
প্রতিযোগিতামূলক তথ্যসম্পাদনা
ফিফা বিশ্বকাপসম্পাদনা
ফিফা বিশ্বকাপ | বাছাইপর্ব | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সাল | পর্ব | অবস্থান | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | ম্যাচ | জয় | ড্র | হার | স্বগো | বিগো | |
১৯৩০ | অংশগ্রহণ করেনি | অংশগ্রহণ করেনি | |||||||||||||
১৯৩৪ | |||||||||||||||
১৯৩৮ | |||||||||||||||
১৯৫০ | |||||||||||||||
১৯৫৪ | |||||||||||||||
১৯৫৮ | |||||||||||||||
১৯৬২ | উত্তীর্ণ হয়নি | ২ | ০ | ১ | ১ | ২ | ৭ | ||||||||
১৯৬৬ | ৪ | ০ | ০ | ৪ | ০ | ১৯ | |||||||||
১৯৭০ | ৬ | ০ | ০ | ৬ | ২ | ৩৫ | |||||||||
১৯৭৪ | ৬ | ১ | ০ | ৫ | ১ | ১৪ | |||||||||
১৯৭৮ | ৬ | ০ | ০ | ৬ | ৩ | ২৪ | |||||||||
১৯৮২ | ৮ | ০ | ০ | ৮ | ৪ | ২৯ | |||||||||
১৯৮৬ | ৬ | ০ | ০ | ৬ | ৩ | ১৮ | |||||||||
১৯৯০ | ৮ | ০ | ১ | ৭ | ৬ | ২০ | |||||||||
১৯৯৪ | ১০ | ২ | ১ | ৭ | ৮ | ১৮ | |||||||||
১৯৯৮ | ৮ | ৩ | ১ | ৪ | ১০ | ১৫ | |||||||||
২০০২ | ১০ | ২ | ২ | ৬ | ১৩ | ৩১ | |||||||||
২০০৬ | ১০ | ১ | ১ | ৮ | ৮ | ২০ | |||||||||
২০১০ | ১০ | ২ | ৩ | ৫ | ১৪ | ১৬ | |||||||||
২০১৪ | ১০ | ১ | ২ | ৭ | ৪ | ১৫ | |||||||||
২০১৮ | ১০ | ৩ | ১ | ৬ | ৯ | ১৮ | |||||||||
২০২২ | অনির্ধারিত | অনির্ধারিত | |||||||||||||
মোট | ০/২১ | ১১৪ | ১৫ | ১৩ | ৮৬ | ৮৭ | ২৯৯ |
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ক খ "ফিফা/কোকা-কোলা বিশ্ব র্যাঙ্কিং"। ফিফা। ৩১ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ৩১ মার্চ ২০২২।
- ↑ ক খ গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"। eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
বহিঃসংযোগসম্পাদনা
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (গ্রিক)
- ফিফা-এ সাইপ্রাস জাতীয় ফুটবল দল ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৮ মে ২০১৮ তারিখে (ইংরেজি)
- উয়েফা-এ সাইপ্রাস জাতীয় ফুটবল দল (ইংরেজি)