জাঞ্জিবার জাতীয় ফুটবল দল

জাঞ্জিবার জাতীয় ফুটবল দল (ইংরেজি: Zanzibar national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে জাঞ্জিবারের প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম জাঞ্জিবারের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জাঞ্জিবার ফুটবল ফেডারেশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এপর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সদস্যপদ লাভ করতে পারেনি। ১৯৪৭ সালের ১৮ই সেপ্টেম্বর তারিখে, জাঞ্জিবার প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; তাঙ্গানিকার দারুস সালামে অনুষ্ঠিত উক্ত ম্যাচে জাঞ্জিবার তাঙ্গানিকার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।

জাঞ্জিবার
দলের লোগো
ডাকনামজাঞ্জিবার নায়ক
অ্যাসোসিয়েশনজাঞ্জিবার ফুটবল ফেডারেশন
কনফেডারেশনক্যাফ (আফ্রিকা)
প্রধান কোচহামিদ সুলায়মান
সর্বাধিক ম্যাচখামিস মোচা খামিস (১৮)
শীর্ষ গোলদাতাখামিস মোচা খামিস (৫)
মাঠআমান স্টেডিয়াম
ফিফা কোডZAN
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (২০ জুলাই ২০২৩)[১]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১২৫ বৃদ্ধি ৪ (৩০ এপ্রিল ২০২২)[২]
সর্বোচ্চ৯০ (১৯৪৭)
সর্বনিম্ন১৭১ (নভেম্বর ১৯৯২)
প্রথম আন্তর্জাতিক খেলা
 তাঙ্গানিকা ৩–১ জাঞ্জিবার 
(দারুস সালাম, তাঙ্গানিকা; ১৮ সেপ্টেম্বর ১৯৪৭)
বৃহত্তম জয়
 জাঞ্জিবার ৬–০ রায়তিয়া 
(আর্বিল, ইরাক; ৪ জুন ২০১২)
বৃহত্তম পরাজয়
 কেনিয়া ১০–০ জাঞ্জিবার 
(কেনিয়া; ১৯৬১)
ভিভা বিশ্বকাপ
অংশগ্রহণ১ (২০১২-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (২০১২)
সিইসিএএফএ কাপ
অংশগ্রহণ৫৮ (১৯৪৭-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন ১৯৯৫

১৫,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট আমান স্টেডিয়ামে জাঞ্জিবার নায়ক নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় জাঞ্জিবারের রাজধানী জাঞ্জিবার সিটিতে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন হামিদ সুলায়মান

ফিফার সদস্যপদ না থাকার ফলে জাঞ্জিবার এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারেনি। এছাড়াও তারা এপর্যন্ত একবারও আফ্রিকা কাপ অফ নেশন্সে অংশগ্রহণ করতে পারেনি। ফিফা বহির্ভূত ফুটবল দলের অংশগ্রহণে আয়োজিত কনিফা বিশ্ব ফুটবল কাপে জাঞ্জিবার এপর্যন্ত একবারও অংশগ্রহণ করেনি। অন্যদিকে, জাঞ্জিবার ১৯৯৫ সিইসিএএফএ কাপের শিরোপা জয়লাভ করেছে।

কাসিম সুলায়মান, আগ্রি মরিস, ওয়াজিরি ওমর, আব্দুলাহ জুমা এবং খামিস মোচা খামিসের মতো খেলোয়াড়গণ জাঞ্জিবারের জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং সম্পাদনা

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে জাঞ্জিবারের কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে জাঞ্জিবারের সর্বোচ্চ অবস্থান হচ্ছে ৯০তম (যা তারা সর্বপ্রথম ১৯৪৭ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৭১। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
৩০ এপ্রিল ২০২২ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১২৩     কাজাখস্তান ১৩৩১
১২৩     ইথিওপিয়া ১৩৩১
১২৫     জাঞ্জিবার ১৩২৮
১২৬   ১৬   মাদাগাস্কার ১৩২৭
১২৭     লিথুয়ানিয়া ১৩২৪

প্রতিযোগিতামূলক তথ্য সম্পাদনা

কনিফা বিশ্ব ফুটবল কাপ সম্পাদনা

কনিফা বিশ্ব ফুটবল কাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
  ২০১৪ প্রত্যাহার প্রত্যাহার
  ২০১৬ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
মোট ০/২

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২০ জুলাই ২০২৩। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ৩০ এপ্রিল ২০২২। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২