লোহাগাড়া উপজেলা
লোহাগাড়া উপজেলা হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলার আওতাধীন সর্বদক্ষিণের একটি উপজেলা।
লোহাগাড়া | |
---|---|
উপজেলা | |
![]() মানচিত্রে লোহাগাড়া উপজেলা | |
স্থানাঙ্ক: ২২°০′১৫″ উত্তর ৯২°৬′২০″ পূর্ব / ২২.০০৪১৭° উত্তর ৯২.১০৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | চট্টগ্রাম জেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৮১ |
সংসদীয় আসন | ২৯২ চট্টগ্রাম-১৫ |
সরকার | |
• সংসদ সদস্য | পদশূন্য |
• উপজেলা চেয়ারম্যান | পদশূন্য[১] |
আয়তন | |
• মোট | ২৫৮.৮৮ বর্গকিমি (৯৯.৯৫ বর্গমাইল) |
জনসংখ্যা (২০২৪) | |
• মোট | ৩,২৮,২০৬ |
• জনঘনত্ব | ১,৩০০/বর্গকিমি (৩,৩০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৩৯৬ |
প্রশাসনিক বিভাগের কোড | ২০ ১৫ ৪৭ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তন
সম্পাদনালোহাগাড়া উপজেলার মোট আয়তন ২৫৮.৮৮ বর্গ কিলোমিটার (৬৩,৯৭০ একর)।[২] চট্টগ্রাম জেলা শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দক্ষিণে ২১°৫৪´ থেকে ২২°০৫´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০০´ থেকে ৯২°১৩´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান। এ উপজেলার উত্তরে সাতকানিয়া উপজেলা, দক্ষিণে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা ও বান্দরবান জেলার লামা উপজেলা, পূর্বে বান্দরবান জেলার লামা উপজেলা ও বান্দরবান সদর উপজেলা, পশ্চিমে বাঁশখালী উপজেলা।[৩]
নামকরণ
সম্পাদনালোকমুখে প্রচলিত আছে, ১৬৬০ খ্রিষ্টাব্দে মুঘল শাহজাদা শাহ সুজা মীর জুমলার তাড়া খেয়ে আরাকান রাজ্যে আশ্রয় গ্রহণ করেন। আরাকান যাওয়ার পথে তিনি চট্টগ্রাম ও কক্সবাজারের মাঝামাঝি ছায়াঘেরা টিলাসমেত একটি জায়গায় (বর্তমান চুনতি গ্রাম) কিছুদিন অবস্থান করেন। সেখান থেকে চলে যাওয়ার সময় চিহ্নস্বরূপ একটি লোহার খুঁটি গেঁড়ে দিয়ে যান। স্থানটিতে লোহার খুঁটি গাঁড়ার কারণে লোহাগাড়া নামকরণ হয়েছে বলে ধারণা করা হয়।
প্রশাসনিক এলাকা
সম্পাদনালোহাগাড়া এক সময় সাতকানিয়া উপজেলার অধীনে ছিল। ১৯৮১ সালে লোহাগাড়া থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে উপজেলায় রূপান্তর করা হয়।[৩]
লোহাগাড়া উপজেলায় মোট ৯টি ইউনিয়ন রয়েছে। সম্পূর্ণ লোহাগাড়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন।
জনপ্রতিনিধি
সম্পাদনা- সংসদীয় আসন
সংসদীয় আসন | জাতীয় নির্বাচনী এলাকা[৪] | সংসদ সদস্য[৫][৬][৭][৮][৯] | রাজনৈতিক দল |
---|---|---|---|
২৯২ চট্টগ্রাম-১৫ | সাতকানিয়া উপজেলার চরতী, নলুয়া, কাঞ্চনা, আমিলাইশ, এওচিয়া, মাদার্শা, ঢেমশা, পশ্চিম ঢেমশা, ছদাহা, সাতকানিয়া ও সোনাকানিয়া ইউনিয়ন
পদুয়া , চরম্বা , আমিরাবাদ , লোহাগাড়া সদর , আধুনগর , চুনতী , বড়হাতিয়া , পুটিবিলা , কলাউজান |
পদশুন্য(পতিত আওয়ামী সরকারের সুবিধাভোগী স্বতন্ত্র এমপি) | × |
- উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং | পদবী | নাম |
---|---|---|
০১ | উপজেলা নির্বাহী অফিসার & প্রশাসক[১০] | মুহাম্মদ ইনামুল হাসান |
০২ | উপজেলা চেয়ারম্যান[১১] | পদ খালি |
০৩ | ভাইস চেয়ারম্যান[১২] | পদ খালি |
০৪ | উপজেলা ভাইস চেয়ারম্যান(মহিলা)[১৩] | পদ খালি |
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০২২ সালের জনশুমারি অনুযায়ী লোহাগাড়া উপজেলার মোট জনসংখ্যা ৩,২৮,২০৬ জন। এর মধ্যে পুরুষ ১,৫৫২৫২ জন এবং মহিলা ১,৭৩০৫৪ জন। মোট পরিবার ৭১,৭১১ টি।[২] মোট জনসংখ্যার ৮৯% মুসলিম, ৯% হিন্দু এবং ২% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী।[৩]
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০২২-২৪ সালের জনশুমারি অনুযায়ী লোহাগাড়া উপজেলার সাক্ষরতার হার ৮৪.৩২%।[২] এ উপজেলায় ২টি কামিল মাদ্রাসা, ১টি সরকারি মহিলা কলেজ, ৪ টি ডিগ্রী কলেজ (২টিতে অনার্স কোর্স সহ), ১৫ টি ফাজিল মাদ্রাসা, ১টি টেকনিক্যাল কলেজ, ৩ টি স্কুল এন্ড কলেজ, ৩টি আলিম মাদ্রাসা, ৩২ টি মাধ্যমিক বিদ্যালয়, ২২ টি দাখিল মাদ্রাসা, ২টি কওমী মাদ্রাসা, ১৫ টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১২১ টি প্রাথমিক বিদ্যালয়, ৪৩টি এবতেদায়ী মাদ্রাসা ও ৪৩ টি কিন্ডারগার্টেন রয়েছে।
- শিক্ষা প্রতিষ্ঠান
স্বাস্থ্য
সম্পাদনালোহাগাড়া উপজেলায় ১টি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ৫টি পরিবার-পরিকল্পনা কেন্দ্র, ৪টি ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও ১৬টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।[৩]
অর্থনীতি
সম্পাদনালোহাগাড়া উপজেলার জনগোষ্ঠীর আয়ের প্রধান উৎস কৃষিখাত। এছাড়া শিল্প, ব্যবসা, চাকরি, নির্মাণ, ধর্মীয় সেবা, পরিবহন ও যোগাযোগ, বৈদেশিক রেমিটেন্স সহ বিভিন্ন খাত থেকে এ উপজেলার লোকেরা উপার্জন করে থাকে।[৩]
ব্যাংক
সম্পাদনাবাংলাদেশের অর্থনীতির অন্যতম জীবনীশক্তি হলো ব্যাংক এবং এই ব্যাংকগুলো দেশের মুদ্রাবাজারকে রাখে গতিশীল ও বৈদেশিক বাণিজ্যকে করে পরিশীলিত। লোহাগাড়া উপজেলায় অবস্থিত ব্যাংকসমূহের তালিকা নিচে উল্লেখ করা হলো:
ক্রম নং | ব্যাংকের ধরন | ব্যাংকের নাম | শাখা | ব্যাংকিং পদ্ধতি | ঠিকানা |
---|---|---|---|---|---|
০১ | রাষ্ট্রায়ত্ত্ব বাণিজ্যিক ব্যাংক | অগ্রণী ব্যাংক | আমিরাবাদ শাখা[১৪] | সাধারণ | আমিরাবাদ, লোহাগাড়া |
০২ | জনতা ব্যাংক | পদুয়া শাখা[১৫] | পদুয়া, লোহাগাড়া | ||
০৩ | সোনালী ব্যাংক | লোহাগাড়া শাখা[১৬] | লোহাগাড়া, চট্টগ্রাম | ||
০৪ | বেসরকারি বাণিজ্যিক ব্যাংক | আইএফআইসি ব্যাংক | আধুনগর বাজার উপশাখা[১৭] | সাধারণ | পদ্মাবতী, আধুনগর, লোহাগাড়া, চট্টগ্রাম |
০৫ | পদুয়া উপশাখা[১৮] | হাজী রশিদ মার্কেট, পদুয়া, লোহাগাড়া, চট্টগ্রাম | |||
০৬ | ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক | লোহাগাড়া শাখা[১৯] | লিয়াকত হোসেন মার্কেট (১ম তলা), লোহাগাড়া, চট্টগ্রাম | ||
০৭ | বড়হাতিয়া উপশাখা[২০] | এম এম প্লাজা, বড়হাতিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম | |||
০৮ | ইস্টার্ন ব্যাংক | লোহাগাড়া শাখা[২১] | এম কে শপিং সেন্টার (১ম তলা), বটতলী, লোহাগাড়া, চট্টগ্রাম | ||
০৯ | উত্তরা ব্যাংক | লোহাগাড়া শাখা[২২] | আল আমিন শপিং কমপ্লেক্স (১ম তলা), লোহাগাড়া, চট্টগ্রাম | ||
১০ | আল-আরাফাহ ইসলামী ব্যাংক | পদুয়া বাজার শাখা[২৩] | ইসলামী শরিয়াহ্ ভিত্তিক | সেভেন স্টার শপিং কমপ্লেক্স, পদুয়া বাজার, লোহাগাড়া, চট্টগ্রাম | |
১১ | ইউনিয়ন ব্যাংক | লোহাগাড়া শাখা[২৪] | ডিএনএ সিকদার সেন্টার (১ম ও ২য় তলা), লোহাগাড়া, চট্টগ্রাম | ||
১২ | আধুনগর উপশাখা[২৫] | পদ্মাবতী শপিং কমপ্লেক্স, আধুনগর খান হাট, লোহাগাড়া, চট্টগ্রাম | |||
১৩ | ইসলামী ব্যাংক বাংলাদেশ | লোহাগাড়া শাখা[২৬] | এম রহমান মার্কেট, লোহাগাড়া, চট্টগ্রাম | ||
১৪ | গ্লোবাল ইসলামী ব্যাংক | আধুনগর শাখা[২৭] | ইসলামিয়া প্লাজা, উত্তর হরিণা ঘাটিয়াপাড়া, লোহাগাড়া, চট্টগ্রাম | ||
১৫ | এম চরহাট উপশাখা[২৮] | জাগির মিয়া বিল্ডিং, এম চরহাট, পুটিবিলা, লোহাগাড়া, চট্টগ্রাম | |||
১৬ | ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক | লোহাগাড়া শাখা[২৯] | কর্ণফুলী সিটি কমপ্লেক্স (১ম তলা), লোহাগাড়া, চট্টগ্রাম | ||
১৭ | পদুয়া উপশাখা[৩০] | এন কে সিটি, বাসা নং ১০২৫, চট্টগ্রাম-কক্সবাজার সড়ক, লোহাগাড়া, চট্টগ্রাম | |||
১৮ | যমুনা ব্যাংক | লোহাগাড়া শাখা[৩১] | বাসা নং আরএস ৬৯১, বেস্ট চৌধুরী প্লাজা (২য় তলা), আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম |
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনালোহাগাড় উপজেলায় যোগাযোগের প্রধান সড়ক চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। এছাড়া উপজেলার অভ্যন্তরে ৫৯.৮৯ কিলোমিটার পাকারাস্তা, ১৫৩.৬৫ কিলোমিটার আধা-পাকারাস্তা ও ৮৬০.৩১ কিলোমিটার কাঁচারাস্তা রয়েছে।[৩]
নদ-নদী
সম্পাদনালোহাগাড়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত প্রধান ২টি নদী হল টংকাবতী নদী ও ডলু নদী। এছাড়া অন্যান্য খালগুলোর মধ্যে হাঙ্গর খাল, হাতিয়ার খাল, রাতার খাল, বোয়ালিয়া খাল উল্লেখযোগ্য।[৩]
হাট-বাজার ও মেলা
সম্পাদনালোহাগাড়া উপজেলায় ১৭টি হাট-বাজার রয়েছে এবং বাৎসরিক ৩টি মেলা বসে। হাট-বাজারগুলোর মধ্যে এম.চর.হাট, গৌড়স্থান নয়া বাজার, বটতলী শহর , চুনতি ডেপুটি বাজার, বাইন্ন্যার হাট, দরবেশ হাট, পদুয়া তেওয়ারি হাট, খাঁ’র হাট, হিন্দুর হাট, সেনের হাট, মনুফকির হাট, মাষ্টার হাট উল্লেখযোগ্য।
মুক্তিযুদ্ধের ঘটনাবলী
সম্পাদনা১৯৭১ সালে পাকসেনারা এ উপজেলায় ব্যাপক অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। আমিরাবাদ বণিক পাড়ায় ১৫ জন গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে। রাজাকাররা চুনতি ডেপুটি বাজারের হিন্দু পাড়া থেকে ১২ জনকে চন্দনাইশ থানার দোহাজারীতে নিয়ে হত্যা করে।পুটিবিলা জোটপুকুরিয়ায় মুক্তিযোদ্ধারা ১৭ জন রাজাকারকে হত্যা করে।[৩]
- মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন[৩]
- গণকবর: জোটপুকুরিয়া (পুটিবিলা)
দর্শনীয় স্থান
সম্পাদনা- পার্ক, বিনোদন ও প্রাকৃতিক স্থান
- হাফেজ পাড়া জামে মসজিদ, পুটিবিলা
- হাফেজ শাহ অজিহুল্লাহ (র.) মাজার, পুটিবিলা হাফেজ পাড়া
- গৌড়স্থানের প্রকৃতি
- চুনতি বন্যপ্রাণ অভয়ারণ্য
- পদুয়া ফরেস্ট এলাকা
- বুলবুল ললিত কলা একাডেমী
- নাসিম পার্ক
- হাফেজ অজিহুল্লাহ (র) সেতু ,
- স্মৃতিসৌধ ও স্মারক
শহীদ সেক্টর কমান্ডার নাজমুল হক স্মৃতি পাঠাগার
- উপজেলা স্মৃতিসৌধ
- আধুনিক স্থাপত্য
- কেন্দ্রীয় জামে মসজিদ
- প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদ[৩]
- মছদিয়া বৌদ্ধ মন্দির (আধুনগর, আঠারো শতক)
- চেঁদিরপুনি বৌদ্ধ মন্দির ও রাজস্থাপত্য
- গুপ্ত জমিদার বাড়ি (পদুয়া)
- আধুনগর বৌদ্ধ মন্দির
- মগদীঘি মগদেশ্বরী মন্দির
- মল্লিক ছোবহান মোহাম্মদ খান নায়েব উজির জামে মসজিদ
- চুনতি খান মসজিদ,
- আধুনগর সংস্কারকৃত খাঁ’র মসজিদ
- সাতগড় মাওলানা শাহ আতাউল্লাহ হোসাইনী (রহ.) প্রকাশ বুড়ো মাওলানার মাজার
- হযরত শাহপীর (রহ.) এর মাজার (দরবেশহাট)
- চুনতি হযরত মাওলানা হাফেজ আহমদ শাহ সাহেব (রহ.) এর মাজার
- পদুয়া পেঠান শাহ (রহ.) এর মাজার
- চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা
- বড়হাতিয়া মগদীঘি,
- গৌড় সাম্রাজ্যের পুকুর (গৌড়স্থান সিকদার পাড়া, পুটিবিলা)
- পুটিবিলা কংসনালা দীঘি,
- লোহাগাড়ার লোহার দীঘির পাড়
- পূর্ব কলাউজানের গাব গাছ (প্রায় ৪শ বছরের অধিক বয়সী)
- গৌড়স্থান সিকদার পাড়া জামে মসজিদ ( প্রায় ২শ বছরের অধিক বয়সী)
- গৌড়স্থান সিকদার পাড়া গাব গাছ ( প্রায় ৩শ বছরের অধিক বয়সী)
- আধুনগর ও চুনতিরসংযোগ স্থলে অবস্থিত কাজীর ডেবা ও উজির ডেবা
- চুনতি হাজী রাস্তার ঐতিহাসিক রাফিয়া মুড়া, (প্রকাশ রইক্ষা মুড়া)
- আমিরাবাদস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে হযরত শাহ সুফী ফতেহ আলী ওয়াইসী (রহ.)’র তোরণ,
- চুনতি বড় মিয়াজী ও ছোট মিয়াজি মসজিদ
- পদুয়া বাজারের পূর্ব পাশে জমিদার বাড়ি এবং পদুয়ার ঠাকুর দীঘি
- জঙ্গল বড়হাতিয়া গ্যাসফিল্ড
- কুমিরাঘোনা আখতারাবাদ বায়তুশ শরফ
- সরই রাবার ড্যাম, গৌড়স্থান
- চাম্বি লেক/রবার ড্যাম, পানত্রিশা
- সুফিনগর রেললাইন ক্যাম্প
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- শাহ সাহেব, প্রতিষ্ঠাতা- মাহফিলে সীরাতুন্নবী (সাঃ)
- আব্দুল হালিম বুখারী — দেওবন্দি ইসলামি পণ্ডিত
- নওয়াজিস খান — মধ্যযুগের কবি
- শাহ কুতুব উদ্দিন - বাংলাদেশী ইসলামি পণ্ডিত, আরবি ভাষাবিদ
- মোস্তাক আহমদ চৌধুরী — প্রাক্তন সংসদ সদস্য
- নাজমুল হক — সেক্টর কমান্ডার, ৭নং সেক্টর, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ
- বুলবুল চৌধুরী — নৃত্যশিল্পী ও লেখক
- ফতেহ আলী ওয়াসি - সুফি সাধক, ইসলাম প্রচারক ও ফার্সি ভাষার কবি৷
- স. উ. ম. আবদুস সামাদ — রাজনীতিবিদ
- মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন - বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন সামরিক সচিব
- নিয়াজ আহমেদ খান - বাংলাদেশী শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এর উপাচার্য
- মুহাম্মদ ইসমাইল - বাংলাদেশী শিক্ষাবিদ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপাচার্য
- আবদুল মাবুদ সৈয়দ - প্রেসিডিয়াম সদস্য, নাগরিক ঐক্য, অবিভক্ত সাতকানিয়ার মুক্তিযুদ্ধের প্রথম পতকা উত্তোলনকারী
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "পৌরসভা মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান অপসারণ"। BBC বাংলা। সংগ্রহের তারিখ ১৯ আগষ্ট ২০২৪।
- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ ঞ ট "লোহাগাড়া উপজেলা (চট্টগ্রাম) - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "Election Commission Bangladesh - Home page"। www.ecs.org.bd।
- ↑ "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।
- ↑ "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"। বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "জয় পেলেন যারা"। দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"। সমকাল। ৭জানুয়ারী ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭জানুয়ারী ২০২৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=, |আর্কাইভের-তারিখ=
(সাহায্য) - ↑ "মুহাম্মদ ইনামুল হাসান - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা প্রশাসন"। lohagara.chittagong.gov.bd। ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারী ২০২৫।
- ↑ "পদ খালি - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"। ২৮ মার্চ ২০১৬ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ০৭জানুয়ারী ২০২৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "পদ খালি - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"। lohagara.chittagong.gov.bd। ২৮ মার্চ ২০১৬ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭জানুয়ারী ২০২৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "- লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"। lohagara.chittagong.gov.bd। ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ০৭ জানুয়ারী ২০২৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "অগ্রণী ব্যাংক, আমিরাবাদ শাখা"। agranibank.org। অগ্রণী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২২।
- ↑ "জনতা ব্যাংক, পদুয়া শাখা"। jb.com.bd। জনতা ব্যাংক লিমিটেড। ২৪ জানুয়ারি ২০১৭ তারিখে আসল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২২।
- ↑ "সোনালী ব্যাংক - লোহাগাড়া শাখা"। sonalibank.com.bd। সোনালী ব্যাংক লিমিটেড। ৮ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, আধুনগর বাজার উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
- ↑ "আইএফআইসি ব্যাংক, পদুয়া উপশাখা"। www.ificbank.com.bd। আইএফআইসি ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক - লোহাগাড়া শাখা"। ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বড়হাতিয়া উপশাখা"। www.ucb.com.bd। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২২।
- ↑ "ইস্টার্ন ব্যাংক, লোহাগাড়া শাখা"। ebl.com.bd। ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "উত্তরা ব্যাংক - লোহাগাড়া শাখা"। uttarabank-bd.com। উত্তরা ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ ফেব্রুয়ারি ২০২২।
- ↑ "আল-আরাফাহ ইসলামী ব্যাংক - পদুয়া বাজার শাখা"। al-arafahbank.com। আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। ২২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২২।
- ↑ "ইউনিয়ন ব্যাংক - লোহাগাড়া শাখা"। unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২।
- ↑ "ইউনিয়ন ব্যাংক - আধুনগর উপশাখা"। unionbank.com.bd। ইউনিয়ন ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০২২।
- ↑ "ইসলামী ব্যাংক বাংলাদেশ, লোহাগাড়া শাখা"। islamibankbd.com। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ২১ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, আধুনগর শাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "গ্লোবাল ইসলামী ব্যাংক, এম চরহাট উপশাখা"। globalislamibankbd.com। গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড। সংগ্রহের তারিখ ২৬ এপ্রিল ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - লোহাগাড়া শাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ৩০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ এপ্রিল ২০২২।
- ↑ "ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক - পদুয়া উপশাখা"। fsiblbd.com। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড। ৩০ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।
- ↑ "যমুনা ব্যাংক - লোহাগাড়া শাখা"। jamunabankbd.com। যমুনা ব্যাংক লিমিটেড। ৩ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মে ২০২২।