পদুয়া ইউনিয়ন, লোহাগাড়া

চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার একটি ইউনিয়ন

পদুয়া বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার অন্তর্গত লোহাগাড়া উপজেলার একটি বৃহৎ ইউনিয়ন

পদুয়া
ইউনিয়ন
৩নং পদুয়া ইউনিয়ন পরিষদ
পদুয়া চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
পদুয়া
পদুয়া
পদুয়া বাংলাদেশ-এ অবস্থিত
পদুয়া
পদুয়া
বাংলাদেশে পদুয়া ইউনিয়ন, লোহাগাড়ার অবস্থান
স্থানাঙ্ক: ২২°২′৫৮″ উত্তর ৯২°৬′৪৮″ পূর্ব / ২২.০৪৯৪৪° উত্তর ৯২.১১৩৩৩° পূর্ব / 22.04944; 92.11333 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাচট্টগ্রাম জেলা
উপজেলালোহাগাড়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানহারুনর রশীদ
আয়তন
 • মোট২৬.৮৭ বর্গকিমি (১০.৩৭ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট৪০,৮৪২
 • জনঘনত্ব১,৫০০/বর্গকিমি (৩,৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৪৯.১%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৩৯৭ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

আয়তন সম্পাদনা

পদুয়া ইউনিয়নের আয়তন ৬,৬৪০ একর (২৬.৮৭ বর্গ কিলোমিটার)।[১]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পদুয়া ইউনিয়নের মোট জনসংখ্যা ৪০,৮৪২ জন। এর মধ্যে পুরুষ ১৯,৮১৮ জন এবং মহিলা ২১,০২৪ জন। মোট পরিবার ৭,৬০৩টি।[১]

অবস্থান ও সীমানা সম্পাদনা

লোহাগাড়া উপজেলার সর্ব-উত্তরে পদুয়া ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৫ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে চরম্বা ইউনিয়ন, কলাউজান ইউনিয়নআমিরাবাদ ইউনিয়ন; পশ্চিমে আমিরাবাদ ইউনিয়নসাতকানিয়া উপজেলার সাতকানিয়া ইউনিয়ন; উত্তরে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়ন এবং পূর্বে বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার টংকাবতী ইউনিয়ন অবস্থিত।

ইতিহাস সম্পাদনা

পদুয়া ইউনিয়ন ১৯৬৮ সালে ১৫নং কাউন্সিল হিসেবে সাতকানিয়া উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৩ সালে বিভক্ত হওয়ার পর থেকে লোহাগাড়া উপজেলার অধীনে ৩নং পদুয়া ইউনিয়ন পরিষদ হিসেবে এ ইউনিয়নের কার্যক্রম শুরু হয়।

প্রশাসনিক কাঠামো সম্পাদনা

পদুয়া ইউনিয়ন লোহাগাড়া উপজেলার আওতাধীন ৩নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম লোহাগাড়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৯২নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১৫ এর অংশ। এটি পদুয়া, জঙ্গল পদুয়া, ধলিবিলাআঁধারমানিক এ ৪টি মৌজায় বিভক্ত। এ ইউনিয়নের গ্রামগুলো হল:[২]

  • পদুয়া
  • উত্তর পদুয়া
  • জঙ্গল পদুয়া
  • তেওয়ারীখিল
  • পূর্ব বাগমুয়া
  • ধলিবিলা
  • আঁধারমানিক

শিক্ষা ব্যবস্থা সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী পদুয়া ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.১%।[১] এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ১টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি প্রাথমিক বিদ্যালয়, ৫টি এবতেদায়ী মাদ্রাসা ও ৩টি কিন্ডারগার্টেন রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান সম্পাদনা

মাদ্রাসা[৩]
মাধ্যমিক বিদ্যালয়[৪]
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়[৫]
প্রাথমিক বিদ্যালয়
  • আঁধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জঙ্গল পদুয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তেওয়ারীখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধলিবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পদুয়া আলী সিকদার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পদুয়া নাওঘাটা রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পদুয়া পূর্ব বাগমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পদুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পদুয়া মোহাম্মদপুর ইউনুছ সওদাগর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম পদুয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ফরিয়াদের কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বেগম জেবুন্নেছা চৌধুরী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পি.পি.এম মডেল একাডেমী
এবতেদায়ী মাদ্রাসা[৬]
  • আল কুদ্দুছ আদর্শ এবতেদায়ী মাদ্রাসা
  • থলিবিলা শাহ মজিদিয়া ইসলামিয়া এবতেদায়ী মাদ্রাসা
  • ধলিবিলা মঈনুল উলুম রহমানিয়া ছায়েরিয়া এবতেদায়ী মাদ্রাসা
  • মল্লিক ছোবহান আদর্শ ইসলামিক সেন্টার
  • হাকিমিয়া আজিজিয়া ক্যাডেট মাদ্রাসা

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

পদুয়া ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক। সব ধরনের যানবাহনে যোগাযোগ করা যায়।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

পদুয়া ইউনিয়নে ৮৬টি মসজিদ, ১৫টি মন্দির ও ১টি বিহার রয়েছে।

খাল ও নদী সম্পাদনা

পদুয়া ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে হাঙ্গর খাল।[৭] এর পাশাপাশি আরো ছোট বড় বহু খাল রয়েছে।

হাট-বাজার সম্পাদনা

পদুয়া ইউনিয়নের প্রধান প্রধান হাট/বাজারগুলো হল পদুয়া তেওয়ারীহাট বাজার এবং ঠাকুরদীঘির বাজার। এই ইউনিয়নের সবচেয়ে বড় হাট-পদুয়া তেওয়ারীহাট।

দর্শনীয় স্থান সম্পাদনা

পদুয়া ইউনিয়নের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে:[৮]

  • ফরেষ্ট অফিস পার্ক
  • জঙ্গল পদুয়া আশ্রয়ণ প্রকল্প
  • হাঙ্গর খাল
  • পেঠান শাহ'র মাজার
  • ঐতিহ্যবাহী গুপ্ত বাড়ী

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১৪ মার্চ ২০২০ 
  2. "গ্রামভিত্তিক লোকসংখ্যা - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"paduaup.chittagong.gov.bd। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭ 
  3. "মাদ্রাসার তালিকা - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"paduaup.chittagong.gov.bd। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭ 
  4. "শিক্ষার বিষয়বস্তু হচ্ছে "জ্ঞান অর্জনের জন্য প্রবেশ কর" - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"paduaup.chittagong.gov.bd। ২৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭ 
  5. "শিক্ষার বিষয়বস্তু হচ্ছে "জ্ঞান অর্জনের জন্য প্রবেশ কর" - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"paduaup.chittagong.gov.bd। ২৪ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭ 
  6. "মাদ্রাসা - লোহাগাড়া উপজেলা - লোহাগাড়া উপজেলা"lohagara.chittagong.gov.bd। ১৯ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১৭ 
  7. "খাল ও নদীর অবস্থান - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"paduaup.chittagong.gov.bd। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭ 
  8. "দর্শনীয় স্থান - পদুয়া ইউনিয়ন - পদুয়া ইউনিয়ন"paduaup.chittagong.gov.bd। ৭ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা