গৌড়স্থান
গৌড়স্থান হলো চট্টগ্রামের, লোহাগাড়ার, পুটিবালা ইউনিয়নের এক ঐতিহাসিক প্রাচীন জনপদের নাম।[১][২][৩]
নামকরণ
সম্পাদনাগৌড়স্থান নামের প্রতিটা শব্দেই লুকিয়ে আছে ইতিহাস। গৌড়স্থান শব্দের উৎপত্তি প্রাচীন গৌড় রাজ্যের নাম থেকে আসে (গৌড়) ,আর (স্থান) বলতে কোন জায়গায় বুঝানো হয়। এই খান থেকে গৌড়স্থান নামের উৎপত্তি বলে ধারণা করা হয়।
ইতিহাস
সম্পাদনাইতিহাস থেকে এটা নিশ্চিত হওয়া যায় যে, গৌড় রাজ্যের সামন্ত রাজা নরমিখলার রাজত্ব ছিলো এই চট্টগ্রাম অঞ্চলে। ড. আবদুল করিম বাংলার ইতিহাস (সোলতানী আমাল) গ্রন্থে উল্লেখ করেন - তখন গৌড় রাজ্যের সুলতান জালাল উদ্দিন মোহাম্মদ শাহ সামন্ত রাজ্যের নিরাপত্তা জন্য (১৪৪১-১৪৪২ খ্রী:) এই সময়ে চট্টগ্রামের, লোহাগাড়া, পুটিবিলা ইউনিয়ন, গৌড়স্থানে একটি দুর্গ নির্মাণ করেন। তখন থেকে বিভিন্ন অঞ্চলের মানুষের কাছে এই জায়গাটি গৌড়ের স্থান হিসাবে পরিচিত লাভ করে। গৌড় রাজ্যের দুর্গকে কেন্দ্র করে এই অঞ্চলে তাদের প্রয়োজনে খনন করা হয় অনেক পুকুর। সিকদার পাড়ার নতুন বাজারের ডিরপার পুকুর গৌড় রাজ্যের সৈন্যর দ্বারা খননকৃত পুকুর। পুকুরের পানি কমে আসলে এখানো প্রাচীন স্থাপনার ধংস প্রাপ্ত ইট পাওয়া। গৌড়ের দুর্গ গৌড়স্থান সিকদার পাড়ার অবস্থিত ছিলো যা কালের বিবর্তনে ধংস হয়ে মাটির সাথে মিশে যায়। দুর্গের সাক্ষী হয়ে রয়ে যায় তাদের খনন করা শত বছরের পুকুর। লোহাগাড়া দর্শনীয় স্থানের মধ্যে গৌড়স্থানকে লোহাগাড়া প্রকৃতির সৌন্দর্য গ্রামের স্বীকৃতি দেওয়া হয়েছে ।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "লোহাগাড়া উপজেলা - উইকিভ্রমণ"। bn.wikivoyage.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।
- ↑ "লোহাগাড়া উপজেলা (চট্টগ্রাম) - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।
- ↑ "পুটিবিলা ইউনিয়ন"। putibilaup.chittagong.gov.bd। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৫।